Iqra News

Iqra News ইকরা নিউজ একটি দূরদূরান্ত সংবাদ বাহক !

কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি?সহজ ভাষায় বললে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উভয়ই এমন এক ধরণের Translator প্রোগ্রাম যা আমা...
24/08/2022

কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি?

সহজ ভাষায় বললে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উভয়ই এমন এক ধরণের Translator প্রোগ্রাম যা আমাদের লেখা High Level ল্যাঙ্গুয়েজ কে Low Level ল্যাঙ্গুয়েজ অথবা Binary কোড এ রূপান্তর করে যা কম্পিউটার দ্বারা বোধগম্য।কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটি ভিন্ন ভাবে কাজ করে। তাই তাদেরকে আলাদা নাম দেয়া হয়েছে।

কম্পাইলার:
একটি কম্পাইলার একটি হাই লেভেল ল্যাঙ্গয়েজ কে লো লেভেল ল্যাঙ্গুয়েজে যেমন Assemble Language, Object Code অথবা Binary Code (0 and 1) এ একবারে translate করে, তারপরে টার্গেট প্রোগ্রাম টা runnable হয়। সুতরাং প্রোগ্রাম রান করার আগেই প্রোগ্রাম কে compile করে রাখা হয়। যেমন C, C++, C #, Java, etc. কম্পাইলার এর আবার অনেক রকম ধরণ রয়েছে।

ইন্টারপ্রিটার:
একটি ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে line by line translate করে যা শুধু টার্গেট প্রোগ্রাম রান করার সময় সম্পন্ন হয়। যেমন PHP, Python, JavaScript(basically), Perl, Ruby, etc. ইন্টারপ্রেটার এর ও অনেক ধরণ রয়েছে।
কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য
যেহেতু ইন্টারপ্রেটার এবং কম্পাইলার ভিন্ন ভাবে কাজ করে, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলেন প্রধান পার্থক্ষগুলা দেখে নেই।

Compiler
- কম্পাইলার সম্পূর্ণ সোর্স কোড নিয়ে সেটা পুরোটা analyze করে ফাইনাল মেশিন কোড তৈরী করে।
- কম্পাইল্ড কোড দ্রুত রান হয়।
- কম্পাইলার কম্পাইল হবার সময় এরর দেখায়। কোড এ এরর থাকলে কম্পাইল হয়না।
- কম্পাইলার প্রথমে ইন্টারমিডিয়েট মেশিন/অবজেক্ট কোড তৈরী করে।
- বেশি মেমোরি এর দরকার হয় যেহেতু ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড তৈরী করে।
- একবার কম্পাইল হবার পর আর কম্পাইলার এর দরকার নেই।

Interpreter
- ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কোড পড়ে, analyze করে এবং লাইন বাই লাইন এক্সেকিউটও করে ।
- ইন্টারপ্রেটেড কোড একটু স্লোলী রান হয়।
- ইন্টারপ্রেটার কোড রান হওয়ার সময় এরর দেখায়, যেহেতু ইন্টারপ্রেটার কোড রান হওয়ার সময় ট্রান্সলেট করে।
- ইন্টারপ্রেটার কখনোই ইন্টারমিডিয়েট মেশিন কোড বানায়না।
- কম মেমোরি এর দরকার হয়।
- বারবার ইন্টারপ্রেটার এর দরকার হয়, রান করার জন্য।

Thanks for reading this blog

কিছুটা বাস্তব সত্যি🥺
17/07/2021

কিছুটা বাস্তব সত্যি🥺

সারা বাংলাদেশে ফুল চায়ে এস আর ও ডিলার নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন।মোবাইলঃ ০১৭২৪-৫...
17/07/2021

সারা বাংলাদেশে ফুল চায়ে এস আর ও ডিলার নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৭২৪-৫৩৩৯৪৫
জিমেইলঃ [email protected]

ইসলামে আবার নতুন শয়তানের আগমন দেখুন 😡😡😡😡😡 এগুলা দেখে মুখ বুঝে থাকা যায় না।😠😠😠😠
05/11/2020

ইসলামে আবার নতুন শয়তানের আগমন দেখুন 😡😡😡😡😡 এগুলা দেখে মুখ বুঝে থাকা যায় না।😠😠😠😠

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৭৩টি বেসামরিক শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প...
04/11/2020

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৭৩টি বেসামরিক শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

উচ্চমান সহকারী, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সহকারী এক্সামিন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, নার্স, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, মিডওয়াইফ, ফায়ারম্যান, অফিস সহায়ক, বাবুর্চি, ফিল্ড হেলথ ওয়ার্কার, অদক্ষ শ্রমিক, নিরাপত্তা প্রহরী, মেস ওয়েটার ও বারবার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমান পাস/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি/ নার্সিং/ মিডওয়াইফারি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

ঠিকানা : পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।

আবেদন পাঠানোর শেষ তারিখ

১৯ নভেম্বর, ২০২০।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২৬ অক্টোবর, ২০২০।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

দেশে ফেসবুকে ৩১২ কোটি টাকার ব্যবসা      ========================================সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্য...
04/11/2020

দেশে ফেসবুকে ৩১২ কোটি টাকার ব্যবসা
========================================
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ।

ফেসবুক ব্যবহার করেন ৮৯ দশমিক ৬২ শতাংশ।

ফেসবুককেন্দ্রিক ব্যবসা করে প্রায় ৩ লাখ উদ্যোক্তা, যার অর্ধেকই নারী।

উদ্যোক্তারা মাসে গড়ে ১০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করেন।

সম্মিলিত বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১২ কোটি টাকা।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ইলেক্টোরাল ভোটের হিসাবে বাইডেন পাচ্ছেন ২০৯ ও ট্রাম্প ১১৬। কিন্তু জাদুকরি সংখ...
04/11/2020

মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ইলেক্টোরাল ভোটের হিসাবে বাইডেন পাচ্ছেন ২০৯ ও ট্রাম্প ১১৬। কিন্তু জাদুকরি সংখ্যাটি ২৭০। যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন, তিনি নির্বাচনে জিতে যাবেন।

03/11/2020

যে কোন জায়গায় থেকে যে কেউ ডিলার নিতে পারবেন।

15/09/2020

কি মন খারাপ না কি,
তাহলে হয়ে যাক না এক কাপ ফুল চা ☕☕☕
যা আপনাকে করে দিবে নিমিষেই চাংগা 🍵🍵🍵

বিঃদ্রঃ ফুল চায়ে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে।
📞📞📞যোগাযোগঃ ০১৭২৪-৫৩৩৯৪৫।

22/08/2020

দেশের শ্রেষ্ঠ ব্লেন্ড ফুল চা এখন আপনার শহরে।

18/08/2020

ফুল চা

16/08/2020

সারা বাংলাদেশে ফুল চায়ে ডিলার নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭২৪৫৩৩৯৪৫।

16/08/2020

সারা বাংলাদেশে ফুল চায়ে ডিলার নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭২৪৫৩৩৯৪৫।

ফুল চায়ে ডিলার নিয়োগ চলছে !
05/07/2020

ফুল চায়ে ডিলার নিয়োগ চলছে !

এক নজরে বাবইপাখির ছোট্ট জীবন গল্পপ্রকৃতিক এক অপুর্ব সুন্দর নিয়মে সাজানো হয় বাবই পাখির জীবন। মায়ের কুলেই বড় হয় এই বাবইপা...
21/06/2020

এক নজরে বাবইপাখির ছোট্ট জীবন গল্প

প্রকৃতিক এক অপুর্ব সুন্দর নিয়মে সাজানো হয় বাবই পাখির জীবন। মায়ের কুলেই বড় হয় এই বাবইপাখি। এক সময় যখন পুরুষ বাবই প্রপ্ত বয়স্ক হয় সে তখন সে বাসা বুনাইতে থাকে একটানা ২০-২৫ দিনে বাসার কাজ প্রায় শেষ হয়ে আসে। তখন পুরুষ বাবইপাখি সুরে সুরে তার সংগিনিকে খুজতে থাকে। এক সময় তার ঢাকে সারা দেয় স্ত্রী বাবইপাখি কিন্তু এবার পুরুষ বাবইপাখির পরিক্ষার পালা সে বাসা পরিক্ষা করে দেখবে যদি সে বাসা নিরাপদ মনে করে তালে পুরুষ বাবইয়ের সাথে ঘর বাদবে নচেৎ সংগিনি চলে যাবে আবার পরিশ্রম করতে হবে ২০-২৫ দিন। যদি বাসা নিরাপদ মনে করে তালে ঘর বাদবে। ঘর পছন্দ হল। কিছুদিন কাটানোর পরে বাসাই ডিম এল তখন পুরুষ বাবই তার সংগিনির কাছে ডিম গুলো রেখে চলে যায়। আবার সে নতুন বাসা বুনে এবং নতুন সংগিনি খুজে বেডায়। এই ভাবেই কেটে যায় তাদের জীবন। (সংক্ষিপ্ত )

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৩৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৫ জন। দেশে মোট করোনার সংক্রমণ শনাক্...
06/06/2020

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৩৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৫ জন। দেশে মোট করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জনের। মারা গেছেন ৮৪৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে বলা হয়, মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৬ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এ নিয়ে মোট ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হলেন।

এর আগে শুক্রবার দেশে ২ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩০ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৮৬ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ১৪ হাজার ৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা। দেশে ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে এটি একক কোনো পদ্ধতি নয়। ভাইরাস প্রতিরোধে বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুহার কমতে শুরু করায় পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে আর বাংলাদেশে ক্রমবর্ধমান...
05/06/2020

করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুহার কমতে শুরু করায় পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে আর বাংলাদেশে ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই সবধরনের গণপরিবহন এবং অফিস ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা খুলে দেয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অর্থনীত সচল করার স্বার্থে এ সিদ্ধান্ত নিলেও এতে সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা আরো বাড়বে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর তৈরি হবে বাড়তি চাপ।

সরকার এখন পরিকল্পনা করছে সারাদেশের আক্রান্ত এলাকাগুলো লাল, হলুদ এবং সবুজ জোনে চিহ্নিত করে সংক্রমণ প্রতিরোধ করবে। তবে মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো কঠোর লকডাউন এবং অধিক সংক্রমিত এলাকায় কারফিউ দেয়ার পরামর্শ দিচ্ছেন।

অর্থনীতি, জীবন-জীবিকা সচল করার স্বার্থে সরকার গত সপ্তাহ থেকে পরীক্ষামূলক ভাবে সবকিছু চালুর সিদ্ধান্ত নেয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেয়া হয়।

বিজ্ঞাপন

আর বাইরে বের হলে সবাইকে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

বাস্তবতায় গণপরিবহন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সবক্ষেত্রে নিরাপদ দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা সম্ভব হচ্ছে না।

স্বাস্থ্য ব্যবস্থা কি চ্যালেঞ্জ সামাল দিতে পারবে?
এই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলছেন, এখন সংক্রমণ আরো বেড়ে যাবে।

"যে অবস্থা তাতে আমরা হিমশিম খাচ্ছি। বাংলাদেশের একটা জেনারেল কন্ডিশন হলো, ভাইরাসটা আগে আগে যাচ্ছে বাংলাদেশে পিছে পিছে।"

"এতে আমাদের ভুগতে হবে। অনেক মানুষ সংক্রমিত হয়ে যাবে। মানুষ সংক্রমিত হয়ে গেলে তাদের হাসপাতালের বেড বাড়াতে হবে, সুবিধা বাড়াতে হবে। সেদিক থেকেও আমরা খুব বেশি অগ্রগতি সাধিত করতে পারি নাই," বলেন অধ্যাপক নজরুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে বাংলাদেশে কোভিড-১৯ রোগীদের জন্য এখন পর্যন্ত ১১২টি হাসপাতালে বেড রয়েছে ১৩ হাজার ৯শ ৮৪টি। আর সারাদেশের কোভিড রোগীদের জন্য বরাদ্দ আছে সবমিলিয়ে ৪০০টি আইসিইউ বেড, ৩০০টি ভেন্টিলেটর আর ১১২টি ডায়ালাইসিস ইউনিট।

দেশে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভঙ্গ, মৃত্যুর মিছিলে ১৬৩দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশ...
04/06/2020

দেশে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভঙ্গ, মৃত্যুর মিছিলে ১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এই ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১০৩ জন, এবং নতুন করে ৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৩ জন। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা হয়েছে ৪৭০৬ টি।

এদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ এবং মৃতের সংখ্যা দুই লাখ। তবে এই আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ভিন্ন তথ্য।

[ঘুষ]আরবীতে ﺭﺷﻮﺓ ( রিশওয়াহ) শব্দেরঅর্থ হল 'ঘুষ' বা 'উৎকোচ'। আর ইসলামী পরিভাষায়- নিজের ন্যায্যধিকার আদায়ের লক্ষ্যে সরকারি...
03/06/2020

[ঘুষ]

আরবীতে ﺭﺷﻮﺓ ( রিশওয়াহ) শব্দের
অর্থ হল 'ঘুষ' বা 'উৎকোচ'। আর ইসলামী পরিভাষায়- নিজের ন্যায্যধিকার আদায়ের লক্ষ্যে সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, ক্ষমাতাসীন ও দূর্নীতিপরায়ন ব্যক্তিবর্গকে যে অর্থ দিতে হয় তাকেই 'ঘুষ' বলে।
ঘুষ সর্বাবস্থায় হারাম ও কবিরা গুনাহ। কিয়ামতের ময়দানে আপোষে ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের অত্যন্ত কঠিন শাস্তি হবে এবং অপমানজনক অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবে ঘুষদাতা যদি একান্ত অপারগ হয়ে ঘুষ দেয় এবং এই পথ ছাড়া তার ন্যায্যধিকার আদায় করা কোনোভাবেই সম্ভব না হয়, তবে এক্ষেত্রে ঘুষদাতা দোষী সাব্যস্ত হবে না।
অনেকে গরীব হওয়া সত্ত্বেও ঘুষ খায় না। আবার অনেকে ধনী হয়েও ঘুষ খায়। মূলত এটা মারাত্মক ধরনের একটি কু-অভ্যাস; যদি এই কু-অভ্যাস বা মারাত্মক রোগটি কারো মাঝে থাকে, তাহলে একজন ভালো আলেম কিংবা শায়খের পরামর্শ মোতাবিক চিকিৎসা নেয়া জরুরী। অন্যথায় তার কোনো ইবাদাত-বন্দেগী পরকালে কাজে আসবে না। কেননা হাদীসে স্পষ্ট উল্লেখ আছে- হারাম ভক্ষনকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর ঘুষ যেহেতু অকাট্যভাবে হারাম, তাই ঘুষখোর জান্নাতে প্রবেশ করবে না।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে
'ঘুষ' নামক এই মরণ ব্যাধিটি সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।
বিশেষত সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, ক্ষমাতাসীন ক্যাডার, ও তথাকথিত ভদ্রশ্রেনীর লোকেরাই এই অপরাধের সাথে বেশি সম্পৃক্ত। আবার কোথাও কোথাও নামধারী দ্বীনদারশ্রেনীর লোকেরাও হাদিয়ার নামে তা গ্রহন করতে আরম্ভ করেছে।
কিন্তু মনে রাখতে হবে, সামান্য কয়দিনের দুনিয়াতে যদি এই লোভ পরিত্যাগ করতে না পারেন, তবে আপনার জন্য পরকাল
সম্পূর্ণ অন্ধকার।
যেসববিবি-বাচ্চা ও আত্মীয়-স্বজনকে খুশি করার জন্যে ঘুষ খাচ্ছেন, তারা আপনার কবরে সঙ্গী হবে না; বরং কিয়ামতের ময়দানে তারা বিপক্ষে অবস্থান নিবে।
এরপর আল্লাহ তাআ'লার ফয়সালা অনুযায়ী ফিরিশতারা আপনাকে টেনে-হেঁচরে অত্যন্ত লাঞ্চিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবে।
★তাই আসুন, আজ থেকে পাক্কা ইরাদা করি-
১/ জীবনে আর কখনো ঘুষ খাবো না।
২/ জীবনে আর কখনো ঘুষ দিবো না।
৩/ ঘুষখোরের সাথে আত্মীয়তা করবো না।
৪/ ঘুষখোরের বাড়ী বেড়াতে যাবো না।
৫/ ঘুষের কোনো কাজে সহায়তা করবো না।
৬/ ঘুষখোরকে অন্তর থেকে ভালবাসবো না।
৭/ ঘুষকে অন্তর থেকে ঘৃণা করবো।
৮/ সর্বদা অন্যের কল্যাণ কামনা করবো।
৯/ প্রত্যেকের ন্যায্যধিকার অনুযায়ী কাজ করে দিবো
১০/ অফিসে অবসর সময়ে আল্লাহ তাআ'লার যিকির করবো
১১/ বেশি বেশি মৃত্যুর কথা স্বরণ করবো।
হাফেজ, রীপন আলী

৫০ হাজার শনাক্তের দিকে আগাচ্ছে বাংলাদেশবাংলাদেশে এখন পর্যন্ত ৪৭ হাজার ১৫৩জন মানুষ আক্রান্ত আছেন।এখন পর্যন্ত সুস্থ হয়ে উ...
01/06/2020

৫০ হাজার শনাক্তের দিকে আগাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশে এখন পর্যন্ত ৪৭ হাজার ১৫৩জন মানুষ আক্রান্ত আছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৭৮১ জন।

মারা গেছেন ৬৫০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৩০৮৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ঢাকায় রোগী শনাক্ত হয়েছে ১৬২৬০ জন।

চিটাগংয়ে ২২৮৮ জন শনাক্ত হয়েছেন।

নারায়ণগঞ্জে ২০৫৭ জন শনাক্ত হয়েছেন।

কুমিল্লায় শনাক্ত হয়েছেন ৭৭১ জন।

করোনা সার সংক্ষেপ,বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৪০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেনবাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ম...
01/06/2020

করোনা সার সংক্ষেপ,

বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৪০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে
মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন
করোনাভাইরাস সংক্রমণের হার আশংকাজনক হারে বাড়লেও সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে
সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী বহণ করার শর্তে চালু হচ্ছে গণপরিবহণও
বিশ্বব্যাপী মারা গেছেন তিন লাখ বাহাত্তর হাজার মানুষ
সাড়ে ৬১ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে

ঈদ মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। ঈদ অর্থ আনন্দ বা ধুশী। এ ঈদ উৎসব মুসলমানদের প্রিতিটি গৃহে পালিত হয়। ঈদ বছরে...
25/05/2020

ঈদ মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। ঈদ অর্থ আনন্দ বা ধুশী। এ ঈদ উৎসব মুসলমানদের প্রিতিটি গৃহে পালিত হয়। ঈদ বছরে দুবার আসে। প্রতিটি বছর সাওয়াল মাসের ১লা তারিখে ঈদ উৎসব পালন করা হয়।

প্রতি বছর মুসলমানগন দীর্ঘ একমাস রোজা রাখেন। এ রমজান মাসটি মুসলমানদের জন্য অতি পবিএ। এ মাসের বিবাভাগে পানাহার হতে রিবত থাকা জন্য মুসলমানগন আল্লাহ্‌র আইন অনুসারে এক মাস সিয়াম সাধনা করেন। এর পর আল্লাহ্‌র নিদেশ অনুযায়ী ঈদ উৎসব পালন করেন এবং মুসলমানগন জমায়ত হয়ে খুলা মাঠে সবাই মিলে নামাজ আদায় করেন। কিন্তু এবার সরকার আদেশ এবং দেশের পরিশ্তহিতিকে কেন্দ্র করে এবার ঈদের নামাজ নিজের মসজিদেই আদায় করা হল...

https://iqranews.rakibul.website/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/

ঈদ মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। ঈদ অর্থ আনন্দ বা ধুশী। এ ঈদ উৎসব মুসলমানদের প্রিতিটি গৃ

সেরা বাগানের সেরা চা, কচি পাতার ফুল চা…আপনার স্নিগ্ধ সকালকে আরও মুগ্ধ করতে, আপনার শরীরের সমস্ত ক্লান্তিকে দূর করতে, মুগ্...
23/05/2020

সেরা বাগানের সেরা চা, কচি পাতার ফুল চা…

আপনার স্নিগ্ধ সকালকে আরও মুগ্ধ করতে, আপনার শরীরের সমস্ত ক্লান্তিকে দূর করতে, মুগ্ধময় বিকেলকে আরও মুগ্ধ করতে, চায়ের টলে আরও আড্ডা জমাতে, আপনার মনকে আরও ফুর ফুরে করতে, আপনার অসম্পূর্ণ দিনকে আরও সম্পূর্ণ করতে, আপনার শরীরকে চাঙ্গা করতে, আপনার বন্ধদের সাথে আরও বেশি আড্ডা জমাতে অতি দূত বাজারে আঁচছে অতি কচি পাতা থেকে উৎপাতিত “ফুল চা” যা প্রতিটি চুমুকেই আপনাকে করবে এক মহা আনন্দময় এবং আনবে অনাবিল শান্তি।

https://iqranews.rakibul.website/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%95%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%aa/

সেরা বাগানের সেরা চা, কচি পাতার ফুল চা... আপনার স্নিগ্ধ সকালকে আরও মুগ্ধ করতে, আপনার শরীরের সমস্ত ক্

23/05/2020
সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায়নি,,,,,,,,https://iqranews.rakibul.website/2020/05/22/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%...
22/05/2020

সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায়নি,,,,,,,,

https://iqranews.rakibul.website/2020/05/22/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%af/

আলহামদুলিল্লাহ সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায়নি,,,,,,,, :- সূতরাং আগামী ২৪ শে মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হব

⭐ একটি সংশোধনযোগ্য প্রবাদ বাক্য:---- ✨ কষ্ট না করলে কেষ্ট মেলে না;https://iqranews.rakibul.website/2020/05/22/%e2%ad%90-...
22/05/2020

⭐ একটি সংশোধনযোগ্য প্রবাদ বাক্য:---- ✨ কষ্ট না করলে কেষ্ট মেলে না;
https://iqranews.rakibul.website/2020/05/22/%e2%ad%90-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be/

💫 রাসূলে কারীম (সাঃ) সাহাবীদের অসুন্দর নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন তেমনি অসুন্দর ভাষাও স

হিযবুল্লাহ ফাউন্ডেশন থেকে ত্রাণ বিতরণhttps://iqranews.rakibul.website/2020/05/22/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%af%e0%a6%ac%e0...
22/05/2020

হিযবুল্লাহ ফাউন্ডেশন থেকে ত্রাণ বিতরণ
https://iqranews.rakibul.website/2020/05/22/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%af%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/

হিযবুল্লাহ ফাউন্ডেশন থেকে ত্রাণ বিতরণ আলহামদুলিল্লাহ হিযবুল্লাহ ফাউন্ডেশন সাপমারী,শেরপুর সদর, শেরপুর

প্রশ্নঃ- কোন রাতে শবে কদর?★উত্তরঃ- রমযান মাসের যেকোনো রাতে শবে কদর হতে পারে। তবে বুখারী শরীফের এক হাদীসে বলা হয়েছেঃتحروا...
18/05/2020

প্রশ্নঃ- কোন রাতে শবে কদর?

★উত্তরঃ- রমযান মাসের যেকোনো রাতে শবে কদর হতে পারে। তবে বুখারী শরীফের এক হাদীসে বলা হয়েছেঃ
تحروا لیلة القدر فی الوتر من العشر الاواخر من رمضان --(بخاری)
অর্থাৎ, তোমরা রমযান মাসে শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ কর। এ হাদীসে রমযানের ২১,২৩,২৫,২৭,২৯ এই বেজোড় রাতগুলোতে বিশেষ ভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। আমরা শুধু ২৭ শে রাতকেই শবে কদর ধরে নিয়েছি। আমরা মনে করি শবে কদর মানেই ২৭শে রাত। এটা ঠিক নয়। তাই শবে কদর উপলক্ষে যা কিছু ইবাদত করার তা একমাত্র ঐ ২৭শে রাতেই করি, অন্য রাতে করি না।
কিন্তু হাদীসে এমন কথা বলা হয়নি। বরং হাদীসের বর্ননা থেকে বুঝা যায় শেষ দশকের যেকোনো বেজোড় রাতেই হতে পারে। এখানে আমরা বুঝতে পারলাম যে শবে কদর
২১ শে হতে পারে,২৩ শে হতে পারে ২৫ শে হতে পারে, ২৭ বা ২৯ শেও হতে পারে।এভাবে যেকোনো রাতে হতে পারে। তাই রমযানের শেষ রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা দরকার।
✨লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে আমাদের কি কি করণীয়?
★উত্তরঃ- লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা।
যেমনঃ- এক হাদীসে বলা হয়েছে;
যে ব্যক্তি কদরের রাতে বিশ্বাসের সাথে এবং সওয়াব অর্জন করার নিয়তে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এ হাদীস দ্বারা এক দিকে এই রাতের ফজিলতও বুঝা গেল যে, এ রাতের একটা করণীয় কাজ হল ইবাদত করা। তাই রাতের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে
এক নম্বর কাজ করতে হবে এই রাতে কিছু নফল ইবাদত করতে হবে। কিছু নফল নামায পরতে হবে, তিলাওয়াত, যিকির-আযকার ইত্যাদি করতে হবে।
⚡অনেকে খুব পেরেশান থাকেন যে, কদরের নামাযের নিয়ত কি হবে?
কোন কোন সূরাহ দিয়ে পড়তে হবে?
আমরা পরিষ্কার ভাবে জেনে নেই- এশার নামাযের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত যে নফল নামায পড়া হয়, তাকে বলা হয় তাহাজ্জুদ। অতএব কদর উপলক্ষে এশার পড় থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত যে নামায পড়া হবে, সেগুলোকে নফলও বলা যাবে তাহাজ্জুদও বলা যাবে। তাই যদি কেউ নফলের নিয়ত করে নামায পড়েন তাহলেও চলবে, আবার যদি কেউ তাহাজ্জুদের নিয়ত করেন তাহলেও চলবে।
* কদর উপলক্ষে বিশেষ কোনো নিয়ত নেই বা অমুক অমুক সূরাহ দিয়ে পড়তে হবে এমনও কোনো বাধাধরা নিয়ম নেই। কোন কোন বইতে লেখা আছে কদরের নামায অমুক অমুক সূরাহ দিয়ে পড়তে হয়, এটা নির্ভরযোগ্য নয়। ঘরের মা-বোনদেরকে আমরা এটা জানিয়ে দিবো।
✨🖋হাফেজ' রীপন আলী

Address

Sherpur
Char Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Iqra News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra News:

Share

Category

Iqra News

It is a newspaper page on Facebook.

Nearby media companies