Emon Entertainment BD

Emon Entertainment BD ইমন খান

13/07/2024
আমরা একই শহরে থাকি। মাথার উপর একই নীল জ্যোৎসা আকাশ। ভোরের আলো এসে রোজ একই সময়ে আমাদের কপোলে চুমু খায়। শীতের সকালে একই বি...
21/06/2024

আমরা একই শহরে থাকি। মাথার উপর একই নীল জ্যোৎসা আকাশ। ভোরের আলো এসে রোজ একই সময়ে আমাদের কপোলে চুমু খায়। শীতের সকালে একই বিন্দু বিন্দু শিশির কনায় দুজনে আলতো করে পা ভেজাই। চলার পথে একই রাস্তায় ছেপে রয় তোমার আমার পায়ের ছাপ। আমরা এত কাছাকাছি থেকেও দূরত্বটা এমন; যেন একটা দীর্ঘ জলস্রোত যার এপারেতে আমি আর ওপারে তুমি।

মানুষের মুখে শুনেছি কখনো কখনো এমন দীর্ঘ দূরত্ব ভালোবাসা বাড়ায়। আমাদের বিচ্ছেদের পর তোমার প্রতি আমার ভালোবাসা বাড়তে বাড়তে আকাশের মেঘ ছুবো ছুবো করেও ছোয়া হচ্ছে না। তাই দুচোখে মেঘ জমে থাকা সত্ত্বেও বৃষ্টির দেখা নাই।

দূরত্ব যদি ভালোবাসা বাড়াতো তাহলে এতদিনে আমার প্রতি তোমার ভালোবাসা বাড়তে বাড়তে বুক চিরে উপচে পড়তো। চোখের জল শুকিয়ে আসতো ; ধার নেয়া লাগতো সমুদ্র থেকে। দূরত্ব ভালোবাসা বাড়ায় না বলেই আজ তুমি সুখে আছো। তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছিল অনেক আগেই। সেগুলোই এখন ধীরে ধীরে বেড়ে ওঠছে। যদি ভেবে থাকো দূরত্বের কারণেই এখন ভালোবাসা বাড়ছে তাহলে তুমি ভুল।

31/05/2024

Problem page

31/05/2024

Temon kicu na... 🙏

08/05/2024

প্রতিবার মনকে বললাম ভুলে যাও তাকে..! উত্তরে মন বললো তুমি মন থেকে তো বলোনা আমাকে..!

08/05/2024

বিশ্বাস অন্যের উপর নয়, নিজের উপর রাখুন... হেরে গেলেও শান্তি পাবেন.!

07/05/2024

নিজের চোখর সামনে..! প্রিয় মানুষটাকে অন্যের হাতে দেখেছি..! এবার বোঝো আমার ধৈর্য কত টুকু..!

07/05/2024

জীবনটা তখনি সুন্দর ছিলো..! যখন এক ঘুমে সকাল হতো..!..

06/05/2024

মাঝে-মাঝে নিজের উপর রাগ হয় ভুল জায়গায় সেক্রিফাইস করার জন্য 😞💔

06/05/2024

আমি তাকেও হারিয়ে যেতে দেখছি যে, বলে ছিলো আমি সবার মতো না:😞💔🥀

05/05/2024

বাস্তবে সে যারই হোক না কেন..! আমার কল্পনা জগতে সে একান্তই আমার..!

আর মানুষ কল্পনা তেই সুন্দর..🥀🥀

05/05/2024

এমন কাউকে কষ্ট দিয়ো না.. যার একমাত্র উদ্দেশ্য ছিলো তোমাকে খুশি করা..🥰🥀

04/05/2024

বলার তো ছিলো অনেক কথা
কিন্তু বেছে নিলাম নীরবতা 😔💔🥀

04/05/2024

ব্লক করলেই যদি সব শেষ হয়ে যেতো, তাহলে অন্যজনের আইডি থেকে তোমাকে এক নজর দেখার ইচ্ছে হতো না কখনো.

04/05/2024

আমি তোমাকে কল্পনাতে সাজাতে

পেরেছি, কিন্তু বাস্তবে তোমাকে নিজের করতে পারিনি!

04/05/2024

দৌড়ের সময় পিছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায়.... তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায়...!!

03/05/2024

ভরসা ছিলো.. বিশ্বাস ছিলো..)!! -কিন্তু পরে বুঝলাম.. আমার সব ধারণা ভুল ছিলো..)!!

03/05/2024

তোমারে আমি ক্যান পাইলাম না
এই একখান প্রশ্নের উত্তর খুজতে খুজতে

আমার আস্ত একটা জলজ্যান্ত জীবন
হারিকেনে থাকা কেরোসিনের মতই ফুরায়ে আসতেছে... 💔🥀

Address

Char Rajibpur

Alerts

Be the first to know and let us send you an email when Emon Entertainment BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category