13/07/2025
“চাকরির জন্য দুশ্চিন্তায় আছেন? সূরা ত্বাহার এই আয়াতটি ১১ বার পড়লে দেখবেন বদলে যায় বাস্তবতা”
চাকরি হচ্ছে জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ।
শিক্ষিত হয়েও চাকরি না পাওয়া, আবেদন করেও ডাক না আসা, চাকরিতে স্থির হতে না পারা—এসব আমাদের অনেককেই হতাশ করে ফেলে।
তবে একজন মুমিনের জন্য সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।
আল্লাহর কাছে সাহায্য চাইলে, সঠিক সময়ে সঠিক দোয়া করলে, কখন কীভাবে রিজিকের দরজা খুলে যায়—আপনি ভাবতেও পারবেন না।
আজ শিখুন একটি ছোট অথচ প্রভাবশালী আয়াত—নবী মূসা আলাইহিস সালাম যে আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাহস, আত্মবিশ্বাস ও প্রশস্ততা চেয়েছিলেন।
📖 কুরআনিক আয়াত:
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
উচ্চারণ: রব্বিশরাহলি সাদরি
অর্থ: “হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করুন।”
📘 সূরা ত্বাহা – আয়াত ২৫
কেন পড়বেন এই আয়াত?
✔️ এটি আত্মবিশ্বাস ও মন প্রশান্তির জন্য বিশেষ উপকারী
✔️ চাকরি, ইন্টারভিউ, ভাইভা বা নতুন উদ্যোগে সাহস জোগায়
✔️ নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে কথা বলার সময় এই দোয়া করেছিলেন
✔️ আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়েন, তখন এটি আপনাকে স্থির ও শক্ত করে তোলে
🕰️ কীভাবে আমল করবেন?
🔸 প্রতিদিন ফজর ও এশার নামাজের পর
🔸 আয়াতটি ১১ বার পাঠ করুন
🔸 আগে ও পরে দরুদ শরীফ ৩ বার করে পড়ুন
🔸 শেষ করে বলুন:
“হে আল্লাহ! আমার জন্য এমন একটি হালাল রিজিক দিন, যাতে আমি দ্বীন ও দুনিয়া রক্ষা করতে পারি।”
✅ এই আমল ২১ দিন ধরে করুন এবং পাশাপাশি চেষ্টা চালিয়ে যান—ইনশাআল্লাহ আল্লাহ বরকতের দরজা খুলে দিবে
আপনি যদি চাকরি, রিজিক, মানসিক প্রশান্তি এবং আত্মিক শক্তির জন্য বিশ্বস্ত আমল খুঁজছেন—
একবার শুরু করে দেখুন—হয়তো এই দোয়াগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার কাঙ্ক্ষিত চাকরি বা রিজিকের চাবিকাঠি।