Fiery Poems

Fiery Poems Everybody Follow Please �

28/01/2023

নারীরা একজনের জন্য নির্ধারিত এবং তার জন্যই রহমত, বাকি সবার জন্য গজব।নিঃসন্দেহে নারীদের ছলনা খুবই মারাত্মক।🥀

[ সূরা : ইউসুফ -১২ঃ২৮]

27/01/2023

তোমাকে নিয়ে ভাবতে আমার অসম্ভব ভালো লাগে!'🖤🌸

01/11/2022

"আল্লাহ অনুগ্রাহকারীদেরকে ভালোবাসেন,, "🥀

[[ সূরা আল -বাকারা : ১৯৫ ]]

30/10/2022

দুঃখ চিরস্থয়ী হয়,
সুখ আসে আর যায়,এর ইংরেজী

My wife is always with me,
Her sister come and goes!

30/10/2022

Translate it!
愿真主满足我们所有的愿望 💜

19/10/2022

‘ম্যাচুরিটি’

বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তবতার সাথে আসে!

01/10/2022

"𝐈𝐭'𝐬 𝐦𝐲 𝐁𝐞𝐬𝐭 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬🍁🖤

-আয়তুল কুরসি💙

-اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-

-বাংলা উচ্চারণ- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)

29/09/2022

“হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণীত করো। সবই তোমার ওপর নির্ভর করে”
- ওয়েন ডায়ের (বিশ্বখ্যাত লেখক)

28/09/2022

,কেমন হবে বিচার দিবস?
🎯🎯🎯🎯🎯🎯
🎯১)সেদিন সকলে একত্রিত হবে।
(সূরা আন-আম ২২)

🎯২)দুনিয়ার জমিন হবে রুটির ন্যয়।
(মিশকাত ৫২৯৮)

🎯৩)মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।।
(বুখারী--মুসলিম)

🎯৪)কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।
(মিশকাত ৫৩০২)

🎯৫)প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।
(বুখারী ৪৭৪১)

🎯৬)ঐ দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমন কি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে।
(বুখারী)

🎯৭)সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।
(বুখারী--মুসলিম)

🎯৮)দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ্ দিতে পারবে না।
(সূরা কালাম ৪২-৪৩)

🎯৯)মুমিনদের হিসাব হবে মুখো মুখি।
(মিশকাত)

🎯১০)যার হিসাব পুংখানুপুংখ যাচাই করা হবে সে ধ্বংস হবে।
(মিশকাত ৫৩১৫)

🎯১১)ঐ দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।
(সূরা ইয়াসিন ৬৫)

🎯১২)হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে
(সূরা নূর ২৪)

🎯১৩)সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।
(মুসলিম--মিশকাত ১৭৭৩)

🎯১৪)তবে ঐ দিন মুমিনদের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।
(বাইহাকি--মিশকাত ৫৫৬৩)
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক।
আমিন।
اللهم إني أعوذبك من التردٌِي والهدم والغرق والحريق

21/09/2022

- পড়ালেখা করার জন্য ভালো ব্রেইন নাই!
- একটা ভালো মোবাইল নাই!
- নিজের বলে দাবী করার মতো ফ্রেন্ড নাই!
- নিজের বলে দাবী করার মতো ভালোবাসার মানুষ নাই!
- ঘুর‍তে যাওয়ার মতো টাকা নাই!

জীবন যুদ্ধে আসলেই অনেক পিছাইয়া আছি! :3

21/09/2022

"একটু ভুল করেন, দুনিয়ায় সবগুলো মানুষের সব কয়টা দুয়ার বন্ধ হয়ে যাবে; কিন্তু শত ভুল করে একবার ডাক দিলেই রাব্বে কারীমের দুয়ার সাথে সাথে খুলে যাবে।" 🖤

~আদিব সালেহ🌸

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiery Poems posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share