Ãntû Crëatìoň

Ãntû Crëatìoň -/Assa-LaMu-AlaikuM..

_উড়বে বলে পো'ড়া'র ছ'লে কথা রাখে ফানুশ..☺︎︎
ফানুশের মতো কথা দিয়ে রাখতো যদি মানুষ''! ♡︎

Aňiś.Ar..Bõw

23/11/2024

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।

যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না।

21/10/2024

প্রতিটা মানুষই,
কোন না কোন দিক দিয়ে ভীষণ অভাবি
যত দিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো😊
প্রতিবাদ করলে তুমি খারাপ
পৃথিবীতে কঠিন বলে কিছু থাকে সেইটা হলো মানুষ চেনা
দুঃখ তখনি হয় যখন বুঝতে পারি
আমরা যাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদের কোন গুরুত্ব নেই 😊

_মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না,চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।আমিও তো মানুষ,কষ্ট হয়,খারাপ লাগে,যন্ত্রণা হয়, নিঃশ...
21/10/2024

_মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না,চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।আমিও তো মানুষ,কষ্ট হয়,খারাপ লাগে,যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায়,আচমকাই চোখ ভর্তি পানি চলে আসে,পরোক্ষণেই আড়ালে চোখ মুছে,আবার নিজেকে বোঝাই,ভেঙে পড়লে চলবে না,সইতে হবে,জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি!💔😅

09/10/2024

Maturity is "যখন তুমি তোমার চোখের পানি মুছে আবার নতুন করে হাসো"।✨❤️

09/10/2024

মানুষ আমি একটাই..!!

তবে ব্যক্তিগত ভাবে আমার চরিত্র গুলো আলাদা আলাদা, কারোর কাছে আমি হাসিখুশি থাকা মানুষ, কারোর কাছে আমি এক গভীর মানুষ, কেউ জানে আমি শান্তশিষ্ট,কেউ জানে আমি প্রচন্ড রাগী, আবার কারোর কাছে খুবই ফানি, আবার কেউ ভাবে আমার ইগো বেশি,অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারোর কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাই আমি_🙂

তবে মানুষ আমি একটাই...!!🙂

Antu...

09/10/2024

এখন কেউ ভুল বুঝলে ব্যাখ্যা করি না?!
চুপচাপ সরে আসি, নীরবতা ছুঁড়ে ফেলে আসিনিজের অস্তিত্ব, যেন সব দোষ আমারই, সম্পর্ক যে সূত্রেই গাঁথা থাকুক না কেন, কেউ ভুল বুঝে দূরে সরিয়ে দিতে চাইলে, দূরে সরে আসি। আগে আফসোস হতো, এখন আর আফসোস হয় না
প্রায়োরিটি দিতে গিয়ে দেখেছি মূল্যহীন হয়ে পায়ের তলায় পড়ে যাই। গুরুত্ব যদি শুধুই দূর্বলতাই হয়,তবে দূরত্বের দেয়ালে তুলে দেই।
কে কি ভাবলো এসব ব্যাখ্যা করতে গিয়ে দেখেছি সব সময় ব্যাখ্যার দেখাটা অজুহাতের তলায় পড়ে যায়। হাতে পায়ে ধরে যে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি সেই সম্পর্ক আগে নষ্ট হয়েছে।
ভালোবেসে দেখলাম, জানলাম,যারা ভালোবাসে তারা বরাবরই ঠকে যায়। তবে টকে যাওয়ার মতো শিক্ষা ব্যবস্থা আর কোথাও নেই। এই ঠকে যাওয়ার শিক্ষা আমাকে শিখিয়েছে যে যা দিবে তাই ফিরিয়ে দাও। গুরুত্বকে, দূরত্বকে কবর খুড়ে দাফন করে ফেলে আসো নীরবে। ....তবে জীবন উপভোগের.....

Antu....

09/10/2024

কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেনো জানি মাথা থেকে সরাতে পারিনা দীর্ঘ একটা সময় যাবত। "তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।"

লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে।

অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো। সে জানেও না সে যাকে নিজের করে পেলো, তাকে পেতে একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।

Antu...

রক্তিম ফুলের ন্যায় বিষন্নতা গুলো ঝড়ে যাক অক্টোবরের শীতের উষ্ণতায়!🦋🤍
07/10/2024

রক্তিম ফুলের ন্যায় বিষন্নতা গুলো ঝড়ে যাক অক্টোবরের শীতের উষ্ণতায়!🦋🤍

07/10/2024

মানুষ খুব বেশি একা হয়ে গেলে, নিজের শরীর 'সিলিং ফ্রানকে' দান করে 🙂🤲

07/10/2024

love you bonu 🖤🌸😊

゚viralシfypシ゚

02/10/2024

Aiso ak din 🙂

゚viralシfypシ゚

30/09/2024

যত্ন 🌸🖤

#নিখোজ

mE..মন
30/09/2024

mE..মন

😊😊 #নিখোজ
30/09/2024

😊😊

#নিখোজ

30/09/2024

অজানা ভয় 🙂

30/09/2024

😊🙂

30/09/2024

স্বাভাবিক 👍

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ãntû Crëatìoň posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chandpur

Show All