Matlab TV

Matlab TV Official page Of Official page Of
Matlab TV

http://www.facebook.com/MatlabTV

আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর...
17/11/2024

আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।
তিনি বুকে,চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন।পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতংকিত হচ্ছেন। দয়াকরে কেউ ধারণা প্রসুত খবর দিবেন না। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।

05/11/2024
01/11/2024

মতলব উত্তরে আগামীকাল ৮- ৪ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না...

মোটর বাইকটি চু^° রি হয়েছে। খুঁজে পেতে সহযোগিতা করুন...শুক্রবার দিবাগত রাতে চাঁদপুরের মতলব উত্তরের ব্রাহ্মণচক গ্রাম থেকে ...
28/10/2024

মোটর বাইকটি চু^° রি হয়েছে। খুঁজে পেতে সহযোগিতা করুন...

শুক্রবার দিবাগত রাতে চাঁদপুরের মতলব উত্তরের ব্রাহ্মণচক গ্রাম থেকে FZ-S V3 বাইকটি চু^° রি হয়ে যায়। যার লাইসেন্স নাম্বার- ঢাকা মেট্রো ল 47-5227। উক্ত গাড়ির মালিক মোশাররফ হোসেন বাবুল।

লাল রংয়ের এই বাইকটি কারো নজরে আসলে নিম্নোক্ত নাম্বারে কল করুনঃ 01880331251

মতলবে যা শুরু হইছেআল্লাহ সবাইকে হেদায়েত দান করো (আমিন)👉গতকাল রাতে মতলব উত্তর উপজেলা গাজীপুর গ্রামে পারিবারিক কলহে স্বামী...
25/10/2024

মতলবে যা শুরু হইছে
আল্লাহ সবাইকে হেদায়েত দান করো (আমিন)

👉গতকাল রাতে মতলব উত্তর উপজেলা গাজীপুর গ্রামে পারিবারিক কলহে স্বামী তার স্ত্রীকে রাতের অন্ধকারে নির্মম ভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।😥😥
সেই লাশ সকাল ভোরে ভেসে উঠেছে চর°মাছুয়া টেম্পু ঘাট এলাকায় নদীর পারে।😥😥

👉গতকাল রাতে মতলব উত্তর উপজেলা গাজীপুর গ্রামে পারিবারিক কলহে স্বামী তার স্ত্রীকে রাতের অন্ধকারে নির্মম ভাবে হত্যা করে  নদ...
25/10/2024

👉গতকাল রাতে মতলব উত্তর উপজেলা গাজীপুর গ্রামে পারিবারিক কলহে স্বামী তার স্ত্রীকে রাতের অন্ধকারে নির্মম ভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।
সেই লাশ সকাল ভোরে ভেসে উঠেছে চর°মাছুয়া টেম্পু ঘাট এলাকায় নদীর পারে।
👉এই সেই স্বামী যে কিনা তার নিজের বউ কে মেরে নদীতে ফেলে দেয়

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মা'রা গেছে।
16/10/2024

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মা'রা গেছে।

15/10/2024

তানভীর হুদার নেতা কর্মীদের সমাবেশ

আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলা ইজতেমা শুরু হবে -১৭,১৮,১৯অক্টোবর ২০২৪ইং
07/10/2024

আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলা ইজতেমা শুরু হবে -১৭,১৮,১৯অক্টোবর ২০২৪ইং

প্লিজ শেয়ার করে মাদ্রাসার ছাত্রটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন...যদি বাচ্চাটি বেঁচে থেকে কাহারো কোন আশ্রয়ে থেকে থাকেন, আপন...
22/09/2024

প্লিজ শেয়ার করে মাদ্রাসার ছাত্রটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন...

যদি বাচ্চাটি বেঁচে থেকে কাহারো কোন আশ্রয়ে থেকে থাকেন, আপনার একটি শেয়ারের কারনে আল্লাহ যদি রহম করেন তার মা-বাবা বাচ্চাটিকে বুকে ফিরে পেতে পারেন। তার মা -বাবা ছেলেটি ফিরে পাবার জন্য অঝোরে কাঁদছেন…..। তাই কোন সহৃদয়বান ব্যাক্তি যদি এ বাচ্চাটির কোন সন্ধান পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা গেল...

বিস্তারিতঃ
ছেলেটির নামঃ মোঃ আরমান পাটোয়ারী তুহিন।

পিতাঃ মোঃ মহিউদ্দিন পাটোয়ারী।
মাতাঃ আসমা বেগম
গ্রামঃ মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের বদরপুর পাটোয়ারী বাড়ি।

তিনি বর্তমানে মতলব পৌরসভাধীন টিএনটি সড়ক সংলগ্ন নীজের বাড়িতে থাকেন।

মাদ্রাসায় পড়ুয়া ছাত্র মোঃ আরমান পাটোয়ারী তুহিন, সে টিএনটি সড়ক সংলগ্ন রহমানিয়া প্রি ক্যাডেট মাদ্রাসায় পড়তো। গত ২ জুলাই ২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিাকায় মাদ্রাসা থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ও বাচ্চাটির সন্ধান মিলেনি, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে, মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং -৩০১, তাং-০৭/০৭/২০২৪ ইং। বাচ্চাটি পেয়ে থাকলে দয়া করে নিম্নোক্ত নম্বরগুলোতে
যোগাযোগ করুনঃ ০১৮৩০-৩৮৯৬৪৬, ০১৬৪৬-১৫৯২৪১, ০১৮১১-১৬২০২২

মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আজ জুম্মায় সারা দেশের মসজিদের দানের টাকা বন্যা দুর্গতদের দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
23/08/2024

মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আজ জুম্মায় সারা দেশের মসজিদের দানের টাকা বন্যা দুর্গতদের দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

মতলব উত্তর বেড়িবাঁধে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে,,,,
22/08/2024

মতলব উত্তর বেড়িবাঁধে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে,,,,

আজকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...গান না এখন ছাতা হাতে!কতটা আপেক্ষিক পৃথিবী
10/08/2024

আজকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...
গান না এখন ছাতা হাতে!
কতটা আপেক্ষিক পৃথিবী

নিখোঁজ!!! রায়হান! চাঁদপুর সরকারি কলেজের ২০১৯/২০ সেশনের ডিগ্রি ( বিএসসি )  ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন!  সাম্প্রতিক সম...
10/08/2024

নিখোঁজ!!!

রায়হান! চাঁদপুর সরকারি কলেজের ২০১৯/২০ সেশনের ডিগ্রি ( বিএসসি ) ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন! সাম্প্রতিক সময়ে ঢাকার মহাখালীতে একটা জব করতো! জুলাই ১১ তারিখে সর্বশেষ আমার ও তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছিল। আজ ৩০ দিন তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

তার ফোন বন্ধ এবং অনলাইন থেকেও উধাও । মাঝে মাঝে সে প্রায়ই ১০/১২ দিন নেটওয়ার্কের বাইরে চলে যেতো। যার কারনে বিষয়টা এতদিন খুব বেশি একটা আমলে নেওয়া হয়নাই। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা বিবেচনায় এতদিন একজন মানুষের সাথে যোগাযোগ করতে না পারাটা আসলেই উদ্বেগের।

রায়হান যেখানে থাকতো সেখানের রিয়েল এড্রেস এবং কারো নাম্বার না থাকার কারনে তার ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়া সম্ভব হচ্ছেনা। সম্ভবত ঢাকার মহাখালীতে পুলিশ স্টেশনে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এত বিশাল এরিয়াতে এত মানুষের ভীড়ে একজন মানুষকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়ানো খুব বেশিই কষ্টের। এই ভার্চুয়াল জগৎ এ অনেক কিছুই করা সম্ভব। তার আইডিতে থাকা কোনো বন্ধু-বান্ধব বা কোনো মানুষজন যদি তার ব্যাপারে জানেন তাহলে কোনো খোঁজ খবর দিতে পারলে খুবই উপকৃত হতাম।

যোগাযোগ : ০১৬২৭২৫৭৫৫৬

দয়া করে পোস্টটা শেয়ার করবেন

17/07/2024

বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক

বিস্তারিত কমেন্টে...

শ্রী রায়েরচর ব্রীজ দখলে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের মুক্তিকামী ছাত্ররামতলব উত্তর, চাঁদপুর।
17/07/2024

শ্রী রায়েরচর ব্রীজ দখলে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের মুক্তিকামী ছাত্ররা
মতলব উত্তর, চাঁদপুর।

 #একটি_হারানো_বিজ্ঞপ্তি চাঁদপুরের  মতলব উত্তর উপজেলার ,বাগানবাড়ী ইউনিয় এর ইছাখালী গ্রামের  সরকার বাড়ী ,ছেলেটির নাম ওমর...
07/07/2024

#একটি_হারানো_বিজ্ঞপ্তি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ,বাগানবাড়ী ইউনিয় এর ইছাখালী গ্রামের সরকার বাড়ী ,ছেলেটির নাম ওমর ফারুক ওমর ,বাবার নাম মিলন সরকার ,,অদ্য সকাল বাড়ী থেকে মাদ্রাসার পথে বেড়িয়ে যায়,পরিবার এখনো তার সন্ধান পায়নি। অনুগ্রহপূর্বক ছেলেটির সন্ধান পেলে উক্ত নাম্বারে: ০১৭০৫৩৩৫১০৩ মিলন সরকার
০১৯৫৬৬৫৯৩৬২ ফাহিম সরকার৷
যোগাযোগ করার জন্য অনুরুধ করা গেল।

03/07/2024

#শোক সংবাদ...
'মানবিক ডাক্তার' বলে খ্যাত মতলবের গর্ব ডা: শামীম আহমেদ এর একমাত্র বোন ঝর্ণা আর নেই...

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর নিশ্চিন্তপুর মিয়াজী বাড়ী নিবাসী, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের ছাত্রী, 'মানবিক ডাক্তার' বলে খ্যাত মতলবের গর্ব, 'আমির হোসেন মিয়াজী মেমোরিয়াল ট্রাস্ট' এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা: শামীম আহমেদ এর একমাত্র বোন হালিমা আক্তার ঝর্ণা আজ ০৩ জুলাই সকাল ৭ টা ২০ মিনিটে পরলোক গমন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার জানাজা আজ বাদ আছর নিশ্চিন্তপুর নিজ বাড়ির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Matlab TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share