![আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর...](https://img5.medioq.com/671/927/1020898856719271.jpg)
17/11/2024
আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।
তিনি বুকে,চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন।পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতংকিত হচ্ছেন। দয়াকরে কেউ ধারণা প্রসুত খবর দিবেন না। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।