30/03/2024
(ধনী-গরিব).🥰:
*আমার একটা বন্ধু ছিলো।তার নাম হলো নাজিমুদ্দিন রাজু।তখন আমি আর রাজু ৬ষ্ঠ শ্রেণিতে পড়ি।
একদিন রাজু আমার কাছে আসলো এবং বললো:
#রাজু :আমি একটা কারণে অনেক Happy রে দোস্ত!🥰
#আমি :কী কারণে?😶
#রাজু :তোকে বন্ধু হিসেবে পেয়ে।☺️
#আমি : ওও , ভালো।😊
#রাজু হুম, দোস্ত।😇
*রাজু আর আমি প্রতিদিন একসাথে স্কুলে যেতাম।
দুজনে হাসা-হাসি, দুষ্টুমি করতাম।
~~একদিনের ঘটনা~~
★একদিন বিকালে আমি আর রাজু একটা বুদ্ধি করলাম যে, পাশের বাসার রফিক আঙ্কেলের গাছ থেকে বরই চুরি করবো।আমি আবার গাছে উঠতে পারতাম না,তার উপর আবার বরই গাছ! তবে রাজু বানরের মতো গাছে উঠতে পারতো।যেই ভাবা সেই কাজ! পরের দিন দুপুরে খাওয়া-দাওয়া শেষে আমি আর রাজু গেলাম আঙ্কেলদের বরই গাছের কাছে;আর থাকলাম সুযোগের অপেক্ষায়!
যখন আঙ্কেলদের বাসার সবাই দুপুরের খাওয়া-দাওয়া শেষে ঘুমোবে তখন রাজু গাছে উঠে পড়বে, আর আমি নিচে থাকবো,,।
সুযোগটা যখনই এলো, তখনই রাজু গাছে উঠে পড়লো। গাছ থেকে পাঁকা বরইগুলো নিচে ফেলতে লাগলো।আমি তখন বরইগুলো একটা পলিথিন ব্যাগে নিচ্ছিলাম।
হঠাৎ করে আঙ্কেল চা নিয়ে দরজা দিয়ে বাইরে বের হলেন!
তখন আমি এক দৌড়ে একটা বড় আম গাছের পেছনে লুকিয়ে পড়লাম।
রাজু আঙ্কেলকে দেখে গাছের উপর থেকেই বললো :আঙ্কেল আমরা চুরি করিনি।😺
ব্যস আঙ্কেল রাজুকে দেখে নিলেন ; আঙ্কেল একটা বড় বাঁশ নিয়ে দৌড়ে আসলেন রাজুকে পিটানোর জন্য!'''😵
রাজু দিলো গাছ থেকে লাফ!ব্যস, কাজ শেষ!😐
গাছ থেকে লাফ দেওয়ার পর রাজু পড়লো একটা লাঠির ওপর """😑
রাজুর জায়গা মতো লাগলো লাঠিটা। 😂
*রাজু সেদিনের পর থেকে আর চুরির নাম ও নেয়নি।😈
★এভাবে আনন্দ, হাসা-হাসি, দুষ্টোমিতে কেটে গেলো দীর্ঘ ৫ টি বছর। 🫥চলে এলো এসএসসি পরীক্ষা। এসএসসির শেষ দিন আমি রাজুকে বললাম :দোস্ত পরীক্ষার পর কী করবি?🤔
সে বললো: বন্ধু, মনে হয় তোর সাথে আমার আর কোনোদিন দেখা হবে না রে! 😔
আমি বললাম : কেনো?😐
রাজু বললো : আমার সৎ বাবা-মা এর কাছে যাবে।😕
আমি বললাম :মানে?🤨
রাজু বললো : আমি তোকে একটা কথা কখনোই বলিনি, সেটা হলো এই যে,আমার মা-বাবা আমার ৩ বছর বয়সে মারা যান। 😐😐 আমি তখন আমার চাচার আদরে বড় হচ্ছিলাম। 😇 চাচা তখনো বিয়ে করেননি!
এর দু বছর পর চাচা যখন বিয়ে করলেন, তখন আমার চাচি আমাকে সহ্য করতে পারতো না। আমাকে মারধর করতো! আমি যখন ক্লাস 1 এ পড়ি তখন চাচা মারা যান। 😔
চাচি আমাকে ২ লক্ষ টাকার বিনিময়ে একজন দম্পতীর কাছে বিক্রি করে দেন। 😢
ওনারা আমাকে দিয়ে সমস্ত কাজ করাতেন,আমাকে মারতেন।😓
একদিন আমি পালিয়ে চলে আসি তোদের এখানে, আর একজন কৃষক আমাকে দেখে তার বাড়িতে আশ্রয় দিলেন।
আমার সৎ বাবা ছিলেন তাদের এলাকার একজন কুখ্যাত খুনী এবং সন্ত্রাসী।
তিনি ৯ দিন আগে জেনে গিয়েছেন যে আমি তোদের এলাকায় থাকি।
তিনি একজনকে আমার কাছে পাঠিয়েছিলেন এটা বলতে যে,আমি যদি তার বাসায় না যাই,তার কাজ যদি না করি, তাহলে তিনি আমাকে মেরে ফেলবেন।
আমি লোকটিকে বললাম, আমার বাবাকে বলো যে, আমি পরীক্ষা দিয়ে আপনার বাসায় চলে আসবো!
তিনি বললেন, সাহেব তোমাকে ১০ দিন সময় দিয়েছেন। তুমি যদি এর মধ্যে না যাও তাহলে তিনি তোমাকে খুন করবেন।
আমি লোকটিকে বললাম, আচ্ছা।
~লোকটি চলে গেলো।
রাজু বললো:আজ শেষ দিন, আজকের দিনের মধ্যে না গেলে শয়তানটা আমাকে মেরে ফেলবে।শয়তানটা আমাকে দিয়ে ড্রাগ এর ব্যবসা করাতে চায়! আমি যেতে চাইনা দোস্ত!আমি যেতে চাইনা!
*এগুলো শুনেও আমার কিছু করার ছিলো না!😔 কারণ,আমিও একজন কৃষক পরিবারের ছেলে।আমার সেই সামর্থ্য নেই যে,এরকম প্রভাবশালী লোকদের বিরুদ্ধে কিছু বলবো!😓😓😓😥😥
*আসলেই সমাজটা বড় অদ্ভুত! 😟
ধনীরা শাসন করে,আর গরিবরা শোষিত হয়। 😣
★★★গল্পের শিক্ষা :(ধনী-গরিব একত্রিত হয়ে, মিলেমিশে সমাজে বসবাস করতে হবে।আল্লাহ তায়ালা ধনীদের কেও তো গরিব বানাতে পারতেন,কিন্তু তিনি যাচাই করেন যে ধনী হলে মানুষ আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে,কতটুকু শুকরিয়া আদায় করে।)
(সবাইকে আল্লাহ হাফেজ👋👋)
( )