![কচুয়া যানজটের মুল কারণ ধান বাজার ব্রিজ। কচুয়া বাজারে ভিতর এখন যানজট যদি ও নিয়ন্ত্রণে আছে, কিন্তু নিয়ন্ত্রণে নেই ধান ...](https://img3.medioq.com/507/933/1004241655079338.jpg)
22/12/2024
কচুয়া যানজটের মুল কারণ ধান বাজার ব্রিজ।
কচুয়া বাজারে ভিতর এখন যানজট যদি ও নিয়ন্ত্রণে আছে, কিন্তু নিয়ন্ত্রণে নেই ধান বাজারে ব্রিজের যানজট। ব্রিজের উপরে গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের প্রধান কারণ। এতে করে বাজারে আসা সাধারণ মানুষ, স্কুল ছাত্র ও ছাত্রী ভুগতে হচ্ছে যানজটের মহা সমস্যা।ব্রিজের যানজটের জন্য, রোগি আসতে অনেকটাই অসুবিধা হচ্ছে, বিষয়টি কে গুরুত্ব সহকারে দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার Uno Kachua ও কচুয়া থানার অফিসার ইনচার্জ Oc Kachua দৃষ্টি আকর্ষণ করছি।
#কচুয়াচাঁদপুর