Rakib creation

Rakib creation Rakib Creation; দ্বীন প্রচারের যুগান্তকারী অনলাইন প্লাটফর্ম।

অন্তর্বতীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ ইবনে সিনা হাসপাতালে ইন্ত...
21/12/2024

অন্তর্বতীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন!

19/12/2024

ইফতা পড়লেই নামের সাথে "মুফতি" লেখা বন্ধ করুন!

কিছু লকব থাকে কাজের সাথে জড়িত। একাডেমিক পড়া পড়লেই তাকে সেই লকবে ডাকা যায় না। যেহেতু হাদিস বিভাগে পড়লেই মুহাদ্দিস বলা হয় না। তাফসির বিভাগে পড়লেই মুফাসসির বলা হয় না। আদব বিভাগে পড়লেই আদিব বলা হয় না। তাহলে ইফতা পড়লেই তাকে মুফতি বলা হবে কেন?
এভাবে ঢালাওভাবে মুফতি লিখে দিয়ে বরং বিভিন্ন সমস্যা ও ঝামেলার সৃষ্টি হচ্ছে। এই গুরুত্বপূর্ণ লকবটি মানুষের কাছে খুবই হালকা এবং হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নির্দিষ্ট কিছু ইফতা বিভাগ ছাড়া বাকিগুলোতে যেসকল ছাত্র পড়ে তাদের অনেকেই ইবারতই পড়তে পারে না। সরাসরি দেখে কিতাব বুঝে না। মাসআলাগুলোর দলিল এবং দলিলের পর্যালোচনা জানে না। এমনকি অনেকেতো প্রাথমিক মাসআলাগুলো পর্যন্ত জানে না। তাহলে তারা কয়েকদিন বিভাগে থেকে বা পড়েই মুফতি হয়ে যায় কিভাবে?
তাদেরকে বড়জোর "ফিকহ পড়েছেন" বলা যেতে পারে।
অতএব ফিকহ বিভাগে পড়লেই ডায়েরি, চাবির রিং, কাগজপত্র, সার্টিফিকেটসহ সবকিছুতে "মুফতি" শব্দ ব্যবহার বন্ধ করুন। "এবার যারা ফিকহ পড়লেন" এটা লিখুন।

"ছেলে হিসেবে অন্তত ভাত-ডাল-খিচুড়ি রান্না, ডিম ভাজি করা, চা বানানোটা শিখে ফেলুন।এগুলো এমন কঠিন কাজ না। যেকোনো ছেলের পক্ষে...
17/12/2024

"ছেলে হিসেবে অন্তত ভাত-ডাল-খিচুড়ি রান্না, ডিম ভাজি করা, চা বানানোটা শিখে ফেলুন।

এগুলো এমন কঠিন কাজ না। যেকোনো ছেলের পক্ষেই শেখা সম্ভব।

আপনার পরিবারে হয়তো মা-বোন আছে। বিয়ে করলে স্ত্রী আছে। আপনি সারাজীবন, প্রতিদিন তো তাদের সাথে থাকবেন না। পড়ালেখা বা চাকরি, ব্যবসার কারণে বাইরেও থাকতে হবে।

ঐ সময় যাতে মোটামুটি নিজের জন্য রান্না করে খেতে পারেন, এটা শিখে নিন।

একা ফ্যামিলিতে আপনার স্ত্রী অসুস্থ থাকতে পারে, বাপের বাড়ি যেতে পারে। সেইসময় স্রেফ ফ্রিজের খাবার গরম করে খাওয়া বা হোটেল নির্ভরশীল হয়েন না।

অনেক অসুখ-বিসুখের কারণ হলো হঠাৎ করে হোটেলের খাওয়ায় অভ্যস্ত হওয়া।

এই রান্নাকে স্রেফ 'নারীদের কাজ' মনে না করে একটা 'স্কিল' মনে করুন। এই স্কিল আপনাকে অনেক স্বয়ংসম্পূর্ণ বানাবে।

যারা মোটামুটি ভালো রান্না জানে, তারা মাঝেমধ্যে যখন স্ত্রীকে রান্না করে খাওয়ায়, স্ত্রী তখন অনেক খুশি হয়।

বিবাহিত জীবনে সুখ কেবল বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বা গিফট দেয়া না।

সুখ লাভের নানান উপায় আছে।

'একজন ছেলের জন্য রান্না শেখা লজ্জার না' —এটা বিপদের সময় খুবই প্রয়োজন।"

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়,এ বিজয় তোমার আমার—বর্ণচোরা অন্য কারো নয়।৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আজ (১৬ ডিসেম্বর)...
16/12/2024

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়,
এ বিজয় তোমার আমার—
বর্ণচোরা অন্য কারো নয়।

৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আজ (১৬ ডিসেম্বর) সকাল ৯.৩০ টা থেকে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এর আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলা শাখা। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি মহরম আলী ভাই।
আরো উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

আমাদের সাহসের,  আমাদের প্রেরণার, জালিমের বুকে কম্পন সৃষ্টকারী, ঈমান দীপ্ত বিপ্লবী স্লোগান : নারায়ে তাকবীর - আল্লাহু আকবা...
11/12/2024

আমাদের সাহসের, আমাদের প্রেরণার, জালিমের বুকে কম্পন সৃষ্টকারী, ঈমান দীপ্ত বিপ্লবী স্লোগান :
নারায়ে তাকবীর - আল্লাহু আকবার ✊
বাংলাদেশ_জিন্দাবাদ!

কচুয়ার আগামির রাহবার । যিনি আগামি দিনে কচুয়ার গণমানুষের কান্ডারী হবেন ইনশাআল্লাহ ।উনি যখন জনতার সাথে মোলাকাত করবেন, আপনি...
08/12/2024

কচুয়ার আগামির রাহবার । যিনি আগামি দিনে কচুয়ার গণমানুষের কান্ডারী হবেন ইনশাআল্লাহ ।

উনি যখন জনতার সাথে মোলাকাত করবেন, আপনি সত্যি অবাক হবেন, উনি শুধু একজন আলেম নন, কোরআনের পাখি নন, উনি একজন ক্যারিশম্যাটিক লিডার। তাওহীদী জনতার আধ্যাত্মিক রাহবার।

হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফী হুজুরের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💙🇧🇩

24/11/2024

মুহাম্মাদ রাকিবুল ইসলাম চাঁদপুরী

আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতীব, প্রবীণ আলিমে দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-...
20/11/2024

আলহামদুলিল্লাহ,
চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতীব, প্রবীণ আলিমে দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন- এর প্রধান উপদেষ্টা আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী ও দেশ বরেণ্য ইসলামিক স্কলার, মাসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন- এর কেন্দ্রীয় উপদেষ্টা মুফতী ড. খলিলুর রহমান মাদানী হাফি. ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর হিসেবে মনোনীত হওয়ায় তাঁদের সহ সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

আলহামদুলিল্লাহ, সন্ত্রাসী ছাত্রলীগ'কে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশিত...এবার আ*ওয়ামী লী*গ কেও নিষিদ্ধ করা হোক।
23/10/2024

আলহামদুলিল্লাহ,
সন্ত্রাসী ছাত্রলীগ'কে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশিত...
এবার আ*ওয়ামী লী*গ কেও নিষিদ্ধ করা হোক।

জাতীয় মাসজিদ বাইতুল মুকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মালেক (হাফিযাহুল্লাহ)। অভিনন্দ...
18/10/2024

জাতীয় মাসজিদ বাইতুল মুকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মালেক (হাফিযাহুল্লাহ)। অভিনন্দন ওনাকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় ওনার ব্যাপক গবেষণাকর্ম ও অবদান রয়েছে।

মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ওনাকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সকল মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।

এবার পদত্যাগ করলো 'পিএসসি' পরিবার..!!!
08/10/2024

এবার পদত্যাগ করলো 'পিএসসি' পরিবার..!!!

03/10/2024

"শিবিরের কমিটিতে ছাত্রী নাই কেন?

ইদানিং কিছু দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে একটি অযৌক্তিক প্রশ্নের অবতারনা করা হচ্ছে। আর তা হলো শিবিরের কমিটিতে কেন ছাত্রী নাই। উদ্দেশ্য প্রনোদিতভাবেই এই প্রশ্ন করা হচ্ছে। তাদের প্রতি আমার প্রশ্ন প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে গেলেও কেনো তাদের ১ জন কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি ছাত্রী বোনদের মধ্য থেকে হলোনা?
তারা কি অযোগ্য নাকি তাদের দলে নারীদের অবমূল্যায়ন করা হয়?
আর ছাত্র শিবিরের কমিটিতে কেন ছাত্রী নেই তার জবাব আমি ব্যক্তিগতভাবে এভাবেই দিয়ে থাকি..

প্রথমত, শিবির ইসলামী আদর্শবাদী একটি সংগঠন। বাংলাদেশে কোনো ইসলামি ছাত্র সংগঠনের কমিটিতে ছাত্রী নাই। প্রতিষ্ঠালগ্ন থেকেই তার গঠনতন্ত্র এভাবে তৈরি করা হয়েছে এবং এভাবেই কার্যক্রম চলছে।

দ্বিতীয়ত, ছাত্রীদের জন্য স্বতন্ত্র প্লাটফর্ম বা স্বতন্ত্র সংগঠনেই ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে। তাদের নিজস্ব পরিসরে নেতৃত্ব থাকবে, নিজস্ব ও স্বতন্ত্র কর্মসূচি থাকবে।

তৃতীয়ত, নামাজ পরা যেমনি ফরজ পর্দাও ইসলামে তেমনি ফরজ। বিবাহ পূর্ববর্তী নারী পুরুষ যদি একই সংগঠনবদ্ধ হয়ে রাজনৈতিক আন্দোলন করে তবে পর্দার ফরজ বিধান অবশ্যই লঙ্ঘিত হবে। যা ইসলামি আদর্শের সাথে সাংঘর্ষিক। কুরআনে বলা হয়েছে, তারা (মুমিনরা) যেনো তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে।

তাছাড়া বিবাহ বহির্ভূত নারী-পুরুষের সম্পর্ককে হাদিসে যিনা হিসেবে উল্লেখ করা হয়েছে যা হারাম। আর ইসলামী সংগঠনসমূহ আল্লাহর এই জমিনে তার বিধানের পূর্ন বাস্তবায়নের জন্যই কাজ করে। তাই কোনো ধরনের অনৈতিক কাজ ঘটতে পারে এমন সকল সম্ভাবনাকে ছাত্রশিবির এভোয়েড করে।

চতুর্থত, যে সকল ছাত্র সংগঠন মানব রচিত মতাদর্শ বাস্তবায়নে তৎপর তাদের সংগঠনে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশার কারনে নারীর সম্মান এবং মর্যাদা বহুলাংশে নষ্ট হচ্ছে। হাজার হাজার ঘটনার নজির রয়েছে যে তারা একত্রে দলীয় কার্যক্রম করতে গিয়ে নারীদের শ্লীলতাহানি করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে লিভ টুগেদার করেছে বছরের পর বছর, ধর্ষন করেছে, নারীদের দিয়ে দেহ ব্যবসা করিয়েছে, নারী ঘটিত কারনে সংঘর্ষ এবং হত্যার ঘটনা ঘটেছে, ইভটিজিং, সম্মিলিত মাদক সেবন, পরকিয়ার সম্পর্ক ইত্যাদি সমাজ বিধ্বংসী ও অনৈতিক ঘটনার নজিরে পত্রিকার পাতা ভরপুর হয়েছে।

অথচ ইসলামী ছাত্রশিবিরের নামে ৪৮ বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই। সুতরাং এটা সময়ের দাবী ছাত্রীদের জন্য আলাদা সংগঠন থাকা। তাহলে নারীদের মর্যাদা রক্ষিত হবে কেননা তারা আমাদের মায়ের জাতি। অত্যাধিক সম্মানিত।

তবে নারী শিক্ষার্থীদের নিয়ে শিবিরের অসংখ্য গঠনমূলক কার্যক্রম রয়েছে। যেমন : বৃত্তি প্রকল্পে অংশগ্রহন, শিক্ষা সহায়তা, ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম, নবীন বরণ অনুষ্ঠান, এ+ সংবর্ধনা, সেমিনারের আয়োজন ইত্যাদি।"
-নুরুল ইসলাম সাদ্দাম
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আলহামদুলিল্লাহ, আবারো বাংলার মাহফিলের ময়দানগুলো আমাদের আজহারীর সুরলিত কণ্ঠে মুখরিত হবে।
02/10/2024

আলহামদুলিল্লাহ,
আবারো বাংলার মাহফিলের ময়দানগুলো আমাদের আজহারীর সুরলিত কণ্ঠে মুখরিত হবে।

25/09/2024

মুহতারাম, জাহিদুল ইসলাম ভাই।
কেন্দ্রীয় সেক্রেটারী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্...
25/09/2024

ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক সাংবাদিক রুহুল আমিন গাজী গত রাত (২৪/০৯/২০২৪) ৯ টার সময় রাজধানীর বিআরবি হাসপাতালে ইন্তিকাল করেছেন।

প্রথিতযশা সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। যিনি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অক্লান্ত সংগ্রাম করেছেন। দেশ ও জাতির স্বার্থে তার অবদান অনস্বীকার্য এবং তিনি সমাজের অসঙ্গতি প্রকাশে সাহসী ভূমিকা রেখেছেন।

মহান রাব্বুল আলামীন, এই গুণী মানুষের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। পরিবারের সদস্যদেরকে সবরে জামিল দান করুন। আমীন।

24/09/2024

আপনি চাইলেই কাউকে শিবির ট্যাগ লাগিয়ে দিতে পারেন। কিন্তু সাংগঠনিকভাবে শিবির ট্যাগ লাগানো এত সহজ না। শিবির করতে হলে আপনাকে নিয়মিত রিপোর্ট রাখতে হবে, আর এই রিপোর্টে থাকে দুনিয়ার সব।

সারাদিনে কতক্ষণ পড়াশোনা করছেন, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, কতটুকু দাওয়াতি কাজ করেছেন, কয়টা কুরআনের আয়াত ও হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামিক বই পড়ছেন।

এই সব কিছু ঠিকঠাক মতো পালন করলে পরেই আপনি "শিবির" হতে পারবেন। এগুলো আদায় না করে লক্ষ-কোটি টাকা দিয়েও আপনি "শিবির" হতে পারবেন না!

সারাজীবন শিবির করেও একটা টাকা পকেটে ঢুকাতে পারবেন না। বরং মাসে মাসে সংগঠনকে সামর্থ অনুযায়ী টাকা দিতে হবে। ছাত্রত্ব না থাকলে কোনোভাবেই একদিনও শিবিরে থাকতে পারবেন না।

আপনার বাপ-চাচা সংগঠনের বড়ো নেতা হলেও আপনি শিবিরের পদ পাবেন না, যদি না নেতার গুণাবলি আপনার মাঝে না থাকে। এখানে কখনোই আপনি ভোটে দাঁড়াতে পারবেন না, আপনার আশেপাশের মানুষরাই আপনাকে ভোট দিয়ে নেতা বানাবে। আপনি টেরই পাবেন না, আপনি কখন নেতা হয়ে গেলেন!

এই কথাগুলো খুবই অবাস্তবিক ও কাল্পনিক মনে হতে পারে। কিন্তু যারা একদিন হলেও শিবির করেছেন কিংবা নিজ চোখে শিবিরের কার্যক্রম দেখেছে, তারা কখনও এসব অস্বীকার করতে পারবে না।

সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে যে দুর্নীতির ঘটনা প্রকাশ হয়েছে, তা আমাদের জন্য বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ...
24/09/2024

সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে যে দুর্নীতির ঘটনা প্রকাশ হয়েছে, তা আমাদের জন্য বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার চেক উদ্ধার! —ডিসি হওয়ার বিনিময়ে দেওয়া ঘুষ!
প্রশ্ন হচ্ছে, একজন প্রশাসনিক কর্মকর্তা কিভাবে এতো টাকা ঘুষ দেওয়ার সামর্থ্য রাখে? এবং ঘুষ দিয়েও কেন ডিসি হতে চান???

তাহলে, এই ৩ কোটি টাকার ঘুষ দিয়ে একজন ডিসি কি ৩ হাজার কোটি টাকা বানাবে না? এই প্রশ্নই মূলত আমাদের প্রশাসনিক দুর্নীতির ভয়াবহতা প্রকাশ করছে। একজন ডিসি হওয়ার জন্য ঘুষ দিতে ইচ্ছুক ব্যক্তি কী পরিমাণ অবৈধ আয় আশা করে, তা সহজেই বোঝা যায়।

এই চোরদের হাতে কি দেশ নিরাপদ? ছাত্র-জনতা কি এই দিনের জন্য জীবন দিয়েছে? এখন সময় এসেছে এই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া যাবে না।

News Link: নিউজসূত্র: কমেন্টে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুইজন বিশিষ্ট আলেম অন্তর্ভূক্তির আহ্...
22/09/2024

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুইজন বিশিষ্ট আলেম অন্তর্ভূক্তির আহ্বান
-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

Address

Chandpur
3611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib creation:

Videos

Share