PLA BON

PLA BON ক্রিকেটপ্রেমি 🏏

হাসি দেখে মন জুড়ায়। আঙ্গুল দেখে মন কাঁদে!
29/05/2023

হাসি দেখে মন জুড়ায়। আঙ্গুল দেখে মন কাঁদে!

02/10/2022

জীবন্ত ইলিশ মাছ।🤍

18/08/2022

চাঁদপুরের অরিজিনাল পদ্মার ইলিশ।❤️

বন্ধুরা কখনো বদলায় না...যারা বদলায়, তারা "বন্ধু" ছিলো না!🙂
31/07/2022

বন্ধুরা কখনো বদলায় না...
যারা বদলায়, তারা "বন্ধু" ছিলো না!🙂

😔💔
29/07/2022

😔💔

28/07/2022

অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনে হাসি আনন্দ হারিয়ে ফেলবেন না! হাসতে ভুলে যাবেন না! আপনার করা বাচ্চামি গুলো সুন্দর। কারণ এগুলো আপনি বেখেয়ালে করেন! নিজের আপন সত্ত্বাকে অনুসরণ করুন!
আপনি যেমনই হোন আপনি ঠিক আছেন!😊

Childhood memories ❤️‍🩹
21/07/2022

Childhood memories ❤️‍🩹

20/07/2022

চাঁদপুরের সন্তান হিসেবে এটা আমার,আপনার,আমাদের সবার জেনে রাখা জরুরীঃ

চাঁদপুর জেলায়
🔸৮টি উপজেলা,
🔹৭টি পৌরসভা,
🔸৮৯টি ইউনিয়ন এবং
🔹১২২৬ টি গ্রাম রয়েছে।

উপজেলাঃ

চাঁদপুর জেলার ৮টি উপজেলাঃ

১) চাঁদপুর সদর উপজেলা
২) হাজীগঞ্জ উপজেলা
৩) কচুয়া উপজেলা
৪) ফরিদগঞ্জ উপজেলা
৫) মতলব উত্তর উপজেলা
৬) মতলব দক্ষিণ উপজেলা
৭) হাইমচর উপজেলা
৮) শাহরাস্তি উপজেলা

পৌরসভাঃ

চাঁদপুর জেলার ৭ টি পৌরসভা-

১) চাঁদপুর পৌরসভা
২) হাজীগঞ্জ পৌরসভা
৩) কচুয়া পৌরসভা
৪) ফরিদগঞ্জ পৌরসভা
৫) মতলব উত্তর পৌরসভা
৬) মতলব দক্ষিণ পৌরসভা
৭) শাহরাস্তি পৌরসভা

ইউনিয়নঃ
চাঁদপুর জেলার ৮৯ টি ইউনিয়নঃ

🌐 চাঁদপুর সদর (মোট ইউনিয়ন ১৪টি)-

বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, শাহ মাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচণ্ডী, বাগাদী, বালিয়া, লক্ষ্মীপুর, ইব্রাহিমপুর, চান্দ্রা, হানারচর এবং রাজরাজেশ্বর।

🌐 হাজীগঞ্জ (মোট ইউনিয়ন ১২টি)-

রাজারগাঁও উত্তর, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম এবং দ্বাদশ গ্রাম (নতুন)।

🌐 কচুয়া (মোট ইউনিয়ন ১২টি)-

সাচার, পাথৈর, বিতারা, পালাখাল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ এবং আশরাফপুর।

🌐 ফরিদগঞ্জ (মোট ইউনিয়ন ১৫টি)-

বালিথুবা পশ্চিম, বালিথুবা পূর্ব, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, চর দুঃখিয়া পূর্ব, চর দুঃখিয়া পশ্চিম, ফরিদগঞ্জ দক্ষিণ, রূপসা উত্তর এবং রূপসা দক্ষিণ।

🌐 মতলব উত্তর (মোট ইউনিয়ন ১৪টি)-

ষাটনল, বাগানবাড়ী, সাদুল্লাপুর, দুর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ফরাজিকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ এবং গজরা।

🌐 মতলব দক্ষিণ (মোট ইউনিয়ন ০৬টি)-

নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, নারায়ণপুর, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ।

🌐 হাইমচর (মোট ইউনিয়ন ০৬ টি)-

গাজীপুর, আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, নীলকমল, হাইমচর এবং চর ভৈরবী।

🌐 শাহরাস্তি (মোট ইউনিয়ন ১০টি)-

টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, সূচীপাড়া উত্তর,সূচীপাড়া দক্ষিণ।

19/07/2022

~ বিদ্যুৎ সঞ্চয় এর আরেকটা মাধ্যম হতে পারে অবিবাহিতদের দ্রুত বিয়ে দিয়ে দেন । তাহলে এখন যেখানে আলাদা ২ টা ঘরে লাইট ও ফ্যান চলছে, তখন একঘরে শুধু ফ্যান চলবে, আর লাইট তো বন্ধ ই করে রাখা হবে,। 🌚

সমাধান হোক সহজ।😑

19/07/2022

হতাশ' হয়ে যাওয়ার সময় গুলাতে 'মেন্টাল সাপোর্ট' দেওয়ার মতো বন্ধু যার আছে, সে অনেক ভাগ্যবান মানুষ ! 🖤🌸

19/07/2022

এক সময়ের খুব পরিচিত মুখগুলো বড্ড অচেনা হয়ে যায়; মানাও যায় না,সহ্য করাও যায় না!🖤

19/07/2022

সবচেয়ে পছন্দের মানুষ গুলা ইনবক্সে না থাকলেও 'সার্চ লিস্টে' অবশ্যই থাকে।🖤

19/07/2022

এক আকাশ পরিমাণ মন খারাপ আমার!'🙂

19/07/2022

~বিবেক যেখানে স্বার্থপর,
নীতিকথা সেখানে হাস্যকর।

19/07/2022

তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে।

- [সূরাঃ আন-নিসা:৭৯]

09/07/2022

চাঁদপুরের ইলিশ।❤️

বিটিভির সাদাকালোর যুগ। আমরা উৎসুক দর্শক শ্রোতা। নাটক বিনোদনের বিশাল মাধ্যম। কলকাতা দুরদর্শনের রেডিও নাটক, বিটিভির সাদাকা...
08/07/2022

বিটিভির সাদাকালোর যুগ। আমরা উৎসুক দর্শক শ্রোতা। নাটক বিনোদনের বিশাল মাধ্যম। কলকাতা দুরদর্শনের রেডিও নাটক, বিটিভির সাদাকালো নাটক আর মঞ্চনাটক -- যেটাই হোক।

গোলাম মুস্তফা, আলি যাকের, আহসান আলি সিডনি, শম্পারেজা, শর্মিলি আহমেদ, দিলারা জামান, আসাদুজ্জামান নুর, আফজাল হোসেন, সুবর্না মুস্তাফা, হুমায়ুন ফরিদি, আল মনসুর, তারিক আনাম, নিমা আনাম -- একটা প্রজন্ম।

একেএকে খসে গ্যাছে অনেক তারা।
আজ আরেকটা তারা খসে গ্যালো -- শর্মিলী আহমেদ।

শান্তিতে থাকুন শর্মিলী আহমেদ।

বেশি পাত্তা দিলে যা হয় আরকী!
06/07/2022

বেশি পাত্তা দিলে যা হয় আরকী!

বাবার পরেই মাথার উপর ছায়া হয়ে থাকে বড় ভাই।❤️পৃথিবীর বড় ভাইগুলো ভালো থাকুক!🖤
06/07/2022

বাবার পরেই মাথার উপর ছায়া হয়ে থাকে বড় ভাই।❤️

পৃথিবীর বড় ভাইগুলো ভালো থাকুক!🖤

এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা ২০ টাকার নিচে রিচার্জ করতে পারবে না। মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করে...
02/07/2022

এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা ২০ টাকার নিচে রিচার্জ করতে পারবে না। মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।
এই প্রথম কোন বাংলাদেশি টেলিকম অপারেটর রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।

গ্রামীণফোনের এমন সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন?

কর্ণফুলী টানেলঃ দক্ষিন এশিয়ার সর্বপ্রথম পানির নিচের পাতাল পথ। নির্মাণ প্রায় শেষ, এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। াংলা ্গবন্...
29/06/2022

কর্ণফুলী টানেলঃ দক্ষিন এশিয়ার সর্বপ্রথম পানির নিচের পাতাল পথ। নির্মাণ প্রায় শেষ, এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা।

াংলা
্গবন্ধু
েখ_হাসিনা

জুন ২০২২ থেকে জুন ২০২৮ নাগাদ উদ্বোধনের অপেক্ষায় যেসব উন্নয়ন প্রকল্পঃ১) পদ্মা সেতু (উদ্বোধন হয়েছে) - ২৫ জুন ২০২২২) খুলনা ...
28/06/2022

জুন ২০২২ থেকে জুন ২০২৮ নাগাদ উদ্বোধনের অপেক্ষায় যেসব উন্নয়ন প্রকল্পঃ

১) পদ্মা সেতু (উদ্বোধন হয়েছে) - ২৫ জুন ২০২২
২) খুলনা রেল সেতু - জুন ২০২২
৩) বেকুটিয়া সেতু - জুন ২০২২
৪) মিরপুর -কালশী ফ্লাইওভার - জুন ২০২২
৫) কালনা সেতু - জুন ২০২২
৬) ৩য় শীতলক্ষ্যা সেতু - জুন২০২২
৭) ঢাকা - টাঙ্গাইল ৪ লেন - জুন ২০২২
৮) বনানী - এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে - জুন ২০২২
৯) ভাঙা মাওয়া রেল - জুন ২০২২
১০) লোহালিয়া সেতু - জুলাই ২০২২
১১) গোমা সেতু - আগস্ট ২০২২
১২) নড়াইল - খুলনা সেতু -ডিসেম্বর ২০২২
১৩) চট্টগ্রাম - কক্সবাজার রেল -ডিসেম্বর ২০২২
১৪) কুলাউড়া - শাহবাজপুর রেল - ডিসেম্বর ২০২২
১৫) মেট্রোরেল - আগারগাঁও - উত্তরা - ডিসেম্বর ২০২২
১৬) বঙ্গবন্ধু হাইটেক পার্ক ( সিলেট,রাজশাহী) - ডিসেম্বর ২০২২
১৭) খুলনা - মংলা রেল ওয়ে - ডিসেম্বর ২০২২
১৮) জয়দেবপুর - ঢাকা ডাবল রেললাইন - ডিসেম্বর ২০২২
১৯) বিআরটি -৩ - জানুয়ারি ২০২৩
২০) পূর্বাচল এক্সপ্রেসওয়ে - মার্চ ২০২৩
২১) কর্ণফুলী টানেল - মার্চ ২০২৩
২২) রামপাল বিদ্যুৎ - এপ্রিল ২০২৩
২৩) যমুনা রেল সেতু - জুন ২০২৩
২৪) মাতারবাড়ি বিদ্যুৎ - ডিসেম্বর ২০২৩
২৫) রূপপুর পারমাণবিক -১ - ডিসেম্বর ২০২৩
২৬) ঢাকা -মাওয়া রেল - ডিসেম্বর ২০২৩
২৭) ঢাকা - রংপুর ৪ লেন - জানুয়ারি ২০২৪
২৮) যশোর - ঝিনাইদহ ৪ লেন - জানুয়ারী ২০২৪
২৯) কমলাপুর - আগারগাঁও মেট্রোরেল - জানুয়ারি ২০২৪
৩০) পায়রা বন্দর ড্রেজিং - জুন ২০২৪
৩১) মংলা বন্দর ড্রেজিং - জুন ২০২৪
৩২) রূপপুর পারমাণবিক ২ - ডিসেম্বর ২০২৪
৩৩) আমিনবাজার ৮ লেন সেতু - ডিসেম্বর ২০২৪
৩৪) রংপুর -লালমনিরহাট ৪ লেন - ডিসেম্বর ২০২৪
৩৫) ভাঙা - যশোর রেল - ডিসেম্বর ২০২৪
৩৬) কক্সবাজার বিমানবন্দর - ডিসেম্বর ২০২৪
৩৭) খুলনা বিদ্যুৎ কেন্দ্র - ডিসেম্বর ২০২৪
৩৮) ঢাকা - ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে - জুন ২০২৫
৩৯) বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ - জুন ২০২৫
৪০) ঢাকা বাইপাস - জুন ২০২৫
৪১) মাগুরা ফরিদপুর রেল - জুন ২০২৫
৪২) রংপুর পঞ্চগড় ৪ লেন - জুন ২০২৫
৪৩) পতেঙা বে টার্মিনাল - জুন ২০২৫
৪৪) বঙ্গবন্ধু শিল্প অঞ্চল - জুন ২০২৫
৪৫) মাতারবাড়ি সমুদ্র বন্দর - জুন ২০২৫
৪৬) কুতুবখালী - বনানী এক্সপ্রেসওয়ে - জুন ২০২৫
৪৭) পানগুচি সেতু - জুন ২০২৫
৪৮) ঢাকা আরিচা ৪ লেন - জুন ২০২৫
৪৯) ৩য় মেঘনা সেতু - জুন ২০২৫
৫০) পায়রা - ভাঙা ৪ লেন - জুন ২০২৬
৫১) বেনাপোল - ভাঙা ৪ লেন - জুন ২০২৬
৫২) নলুয়া - বহেরচর সেতু - জুন ২০২৬
৫৩) শেখ হাসিনা স্টেডিয়াম - জুন ২০২৬
৫৪) ঢাকা - আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে - জুন ২০২৬
৫৫) চাঁদপুর শরীয়তপুর টানেল - জুন ২০২৬
৫৬) চট্টগ্রাম মেট্রোরেল - জুন ২০২৭
৫৭) যমুনা টানেল - জুন ২০২৭
৫৮) চাঁদপুর - শরীয়তপুর সেতু - জুন ২০২৭
৫৯) ভোলা -বরিশাল সেতু - জুন ২০২৭
৬০) ঢাকা সিলেট ৪ লেন - জুন ২০২৭
৬১) তিস্তা ব্যারেজ - জুন ২০২৭
৬২) চট্টগ্রাম - ঢাকা বুলেট ট্রেন - জুন ২০২৮
৬৩) ভাঙা - পায়রা রেল - জুন ২০২৮
৬৪) ঢাকা সাবওয়ে রেল ( ১,২,৩,৪) - জুন ২০২৮
৬৫) বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার - জুন ২০২৮
৬৬) শেখ হাসিনা সাবমেরিন ঘাটি - জুন ২০২৮
৬৭) সাবরাং টুরিজম পার্ক - জুন ২০২৮
৬৮) নাফ টুরিজম পার্ক -জুন ২০২৮
৬৯) সোনাদিয়া টুরিজম পার্ক - জুন ২০২৮

আরো প্রায় চার শতাধিক উন্নয়ন প্রকল্প চলমান।

এত কিছুর পরও কিছু আবাল মার্কা ও তার ছেড়া এবং মানসিক প্রতিবন্ধি বলবে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে নাই।

সংগৃহীত!

29/04/2022

পাকা তরমুজ 🍉

📌 কসবা, ব্রাহ্মণবাড়িয়া!

09/04/2022

যখন কেউ বলে তোমার ধৈর্য্য কেমন!👇

লে আমি 😎

হোক সেটা সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা।🖤
05/04/2022

হোক সেটা সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা।🖤

এইটা যারা চিনে না তাদের ছেলেবেলা আনন্দহীন।🖤
05/04/2022

এইটা যারা চিনে না তাদের ছেলেবেলা আনন্দহীন।🖤

30/03/2022

আসিতেসে রমজান।😛

02/03/2022

ডিভোর্সি আয়না,তোমারও বিবাহ হইয়া গেল!
এখন আমারে কে দেইখা রাখে?
অন্যদের পয়সা আছে,চোখ নাই―
পয়সা কি আর সবাইরে উপার্জন করে?
করতে পারে! আমারে পারতেছে না।

গুরুঃ MarZuk Sha'r MaZar

#হাওয়া_দেখি_বাতাস_খাই

02/03/2022

ছেলের প্রতিভা দেখে বাবা নিজেই মুগ্ধ! 😂

26/02/2022

১০ টাকার জন্য কি অবস্থা করলো!
পুরো ভিডিও টা দেখলে অবশ্যই বুঝতে পারবেন।😃

আমি বাংলায় মাতি উল্লাসে,করি বাংলায় হাহাকারআমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাত...
20/02/2022

আমি বাংলায় মাতি উল্লাসে,করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রথম প্রহরে ৫২’য়ের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্বাঞ্জলি।🖤

16/02/2022

আমাদের শিক্ষামন্ত্রী।🖤

পা দিলে লিখে জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী
তামান্নার সাথে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন তামান্না নূর। পা দিয়ে লিখে এ নিয়ে টানা চতুর্থবার জিপিএ ৫ পেয়ে চমকে দিয়েছেন তামান্না।

উল্লেখ্য : তামান্না পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি তে পা দিয়ে লিখেই জিপিএ ৫ পেয়েছেন।।

15/02/2022

অস্থির গান ও নাচ।😃😃😃

না দেখলে চরম মিস।😃😃😃

Address

South Kholishaduly
Chandpur
3602

Telephone

+8801734237749

Website

Alerts

Be the first to know and let us send you an email when PLA BON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PLA BON:

Videos

Share

Category