ঢাকা টিভি. কম

ঢাকা টিভি. কম Video of my child's smile. My baby is growing slowly. Sharing moments of laughter.

06/11/2025

এখন যারা Tanvir Huda ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় এর মধ্যে বেশিরভাগই রাজনীতিতে মরহুম নূরুল হুদা আঙ্কেলের এবং তানভির ভাইয়ের ছাত্র।
যারা জালাল ভাইয়ের পুরাতন কর্মী তারা তানভির ভাইয়ের বিরুদ্ধে কলম ধরে নাই ধরতে দেখিও নাই। যারা নতুন গেছে তারাই খুশি করার জন্য কলম আগে ধরে।
অর্থাৎ সবই ক্ষমতার পাগল। তারপরেও বিবেক বলে একটা কথা আছে। মানুষের বিবেক নষ্ট হলে মনুষ্যত্ব থাকে না।

Dhaka tv.com
17/09/2025

Dhaka tv.com

17/09/2025
ঢাকা টিভির পক্ষ থেকে
17/09/2025

ঢাকা টিভির পক্ষ থেকে

বট আইডির পেছনে জামায়াতের প্রতি মাসে খরচ ছয় কোটি টাকা।
17/09/2025

বট আইডির পেছনে জামায়াতের প্রতি মাসে খরচ ছয় কোটি টাকা।

03/08/2025

পরিবারে বিষাক্ত রাজনীতি? "প্রতিবাদ করলেই তুমি খারাপ!".....

পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর মানসিক খেলা অনেক সময় চলে আমাদের নিজস্ব পরিবারের ভেতরেই। সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা হয় বাবা-মায়ের দিক থেকেই যেখানে সন্তান সবসময় অপরাধী, আর বয়সের কারণে বাবা-মা হয়ে যান ‘অপরাজেয়’ সত্যের প্রতীক।

বয়স মানে অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতা মানেই সবসময় সঠিক সিদ্ধান্ত তা নয়। বাবা-মায়েরা ভুল করতে পারেন, করেও থাকেন। কিন্তু সমাজ সেই ভুল নিয়ে প্রশ্ন করতে দেয় না। সন্তান যদি সাইলেন্ট ট্রিটমেন্ট, ইমোশনাল হ্যারাসমেন্ট, ভার্বাল অ্যাবিউজমেন্টের শিকার হয়েও চুপ থাকে তাকে বলে “অভদ্র”। প্রতিবাদ করলেই "তুমি খারাপ সন্তান"।

বেশিরভাগ পরিবারেই বাবা-মা জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, আর কাকে তোষামোদ করে চলা ভালো। এ এক অদ্ভুত ক্ষমতার খেলা। হাজারো সন্তান জীবনের সঞ্চয়, সময়, ভালোবাসা দিয়ে যায় ফিরে পায় অস্বীকৃতি। আবার কেউ কেউ সামান্য কিছু করেও হয়ে যায় “সেরা সন্তান”।

আর একজন সন্তান, যিনি হয়তো পরিবারের জন্য বটগাছের ছায়া হয়ে থেকেছেন, তাকেই প্রতিনিয়ত ছোট করা হয়। কারণ, এখন তো সবাই নিজের ডানা মেলেছে তাকে ছোট করে রাখাই যেন নিয়ম। এমন পরিস্থিতি একজন মানুষকে নীরবেই ধীরে ধীরে দূরে ঠেলে দেয়।

এই ক্ষত কেউ বোঝে না। কারণ যার উপর দিয়ে যায়, কেবল সেই-ই জানে এর ওজন কেমন।

কিছু কষ্ট গভীরে থাকে:

তুমি যতই ভালো হও, যতই সহ্য করো একদিন সমাজ বলবেই: “তুমি কিছু করো না”, “তুমি অকৃতজ্ঞ”, “তুমি খারাপ”।

যখন বাবা-মার ভূমিকা সন্তানের জীবনে সহায়কের বদলে শত্রুতে পরিণত হয় তখন জীবন চলে, কিন্তু হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আল্লাহর পরেই বাবা-মা এই বাক্যটি তখন এক যন্ত্রণার ভার বহন করে।

এবং তবু…

পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক কোনটি?
আমার জীবন শেখায় স্বামী-স্ত্রী সম্পর্কই সবচেয়ে বাস্তব, সবচেয়ে সহনশীল, সবচেয়ে নির্ভরযোগ্য। যদি আপনি একজন সঠিক জীবনসঙ্গী পান তাহলে জীবনের অনেক বিষাক্ত সম্পর্কই আর প্রয়োজন হয় না।

আর যদি সেই সঙ্গী-টিই ভুল হয়, তাহলে বাকি সব সম্পর্ক থেকেও জীবনে স্বস্তি আসে না।

> “সম্পর্কে শ্রদ্ধা থাকা জরুরি, তবে শ্রদ্ধা আদায়ের নাম করে মানসিক নিপীড়ন নয়।”

কিছু বাস্তব সত্য:

সব বাবা-মা শ্রেষ্ঠ হন না।

সব সন্তান অকৃতজ্ঞ হয় না।

যারা নিঃশব্দে সহ্য করে, তারা দুর্বল নয় তারা শুধু পরিবারকে ভাঙতে চায় না।

সবাই যে সমাজে ভালো, সে প্রকৃত ভালো না—অনেকেই হিপোক্রেট।

জামাতের পাল্লায় পইড়েন না।
12/07/2025

জামাতের পাল্লায় পইড়েন না।

12/12/2024

উচ্চ বংশীয় দুর্নীতিবাজ পিওরা আজ বিদেশ গিয়ে চোর সম্মেলন করে।

17/07/2024

নাটক কম করো পিওওওওওওও😄
এমন নাটক আগেও অনেক দেখছি😀

05/07/2024

আমরা আর বিশ্বকাপ চাইনা।
কোপা আমেরিকা চাই না।
কোনো শিরোপা চাই না।
চাই শুধু আর্জেন্টিনা একবার হলেও সাত গোল খায়।

এক ব্রাজিল ভক্তের আর্তনাদ।

Address

Matlab
Chandpur
3640

Telephone

+8801834202940

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা টিভি. কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঢাকা টিভি. কম:

Share