প্রহেলিকা

  • Home
  • প্রহেলিকা

প্রহেলিকা "শব্দের আড়ালে লুকানো রহস্য, আমিই সে প্রহেলিকা!"

মেয়ে মানুষের একমাত্র শখ 🤍
09/12/2025

মেয়ে মানুষের একমাত্র শখ 🤍

Amin🤲
09/12/2025

Amin🤲

রাসুল (সা.) বিখ্যাত নারী সাহাবি উম্মে সালমা (রা.)-কে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর...
07/12/2025

রাসুল (সা.) বিখ্যাত নারী সাহাবি উম্মে সালমা (রা.)-কে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে, তখন (এই গর্ভকালীন) সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। তার যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন তার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসীই জানে না। সে যখন সন্তান প্রসব করে, তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়।

এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে (অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমানে না দেয়) তাহলে সে আল্লাহর পথে নিখুঁত ৭০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে।

[তাবরানি, হাদিস: ৬৯০৮]

07/12/2025

প্রচুর দোয়া করেছি, কেঁদেছি, ভেবেছি, বলেছি, মোনাজাতে অশ্রুর টইটম্বুর ঘটছে তবুও কেন যেন দোয়া কবুল হচ্ছে না।

অধীর আগ্রহে বসে আছি। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। বুক ফাঁটছে, কিন্তু মুখ ফাঁটছে না। কেউ জানছে না, আমি কাঁদছি। নীরবে, নিভৃতে রবের সহিত একান্ত আলাপ চালিয়ে যাচ্ছি। নিয়মিত না হলেও, অনিয়মিত। অশান্ত মনকে শান্ত করবার চেষ্টা চালাচ্ছি, সবর শিখেছি!

আমি হয়তো জানি'ই না, রব আমার দোয়া অনেক আগেই কবুল করে ফেলেছেন। শুধুমাত্র আমার 'সবর' এর মাত্রা বা পরিস্থিতি দেখছেন।

আল্লাহ্ তাঁর গোলামের দোয়া কবুল করার ক্ষেত্রে একটু সময় তো নিতেই পারেন। তাই না?

দোয়া করতে থাকি,, একদিন হুট করে দেখবো আমার করা সবগুলো দোয়া কবুল হয়ে গেছে।

-ইনশাআল্লাহ।💜🌸

______🌸🩶
05/12/2025

______🌸🩶

তুমি বলে দিও, তোমার হৃদয় 💓🥰
04/12/2025

তুমি বলে দিও, তোমার হৃদয় 💓🥰

03/12/2025

স্ত্রী কনসিভ করছে। রাতে ঘুমাতে পারে না। ব্যা'থায় হু হু করে কান্না করেন, স্বামীও জেগে থাকেন। স্ত্রী কে জরিয়ে ধরে সে ও কান্না করেন। শরীরে মাথায় হাত বুলিয়ে দেন।

নিশ্চয়ই মেয়েটি ভাগ্যবতী!🧡
এমন সৌভাগ্য সবার হয় না.!

নারীর অন্যতম প্রধান শখ।🤍
03/12/2025

নারীর অন্যতম প্রধান শখ।🤍

02/12/2025

পোস্টটা সামনে গেলে লাভ রিয়েক্ট দিয়ে রেসপন্স করবেন, 🌸
আপনাকে ফুল দেওয়া হবে❤️🥰

আমার এক ভাই‌য়ের স্ত্রী প্রেগ'ন্যান্ট! ভাই বল‌লেন, তি‌নি সকা‌লে উ‌ঠে ভাবীর সারা‌দি‌'নের খাবা‌রের ব্যবস্থা ক‌রে অ‌ফি‌সে যা...
30/11/2025

আমার এক ভাই‌য়ের স্ত্রী প্রেগ'ন্যান্ট! ভাই বল‌লেন, তি‌নি সকা‌লে উ‌ঠে ভাবীর সারা‌দি‌'নের খাবা‌রের ব্যবস্থা ক‌রে অ‌ফি‌সে যান! অ‌ফিস থে‌কে বাসায় ফি‌রে রা‌তের খাবার তৈ‌রি ক‌রেন!

জি‌জ্ঞেস কর'লাম, ভাবী কি রাঁধ‌তে পা‌রে'ন না? বল‌লেন, `রাঁধ‌তে পা‌রে না তা না, রাঁধ‌তে দেই না! চুলার কা‌ছটা‌তে গে‌লে আঁচ লা‌গে তো, কষ্ট হয়!`

শু‌নে কী যে ভা‌লোলাগ‌লো আমার! নারী তার শরী‌রের ভেতর সন্তান ধারণ ক‌রে মা হয়, আর বাবা বু‌ঝি এভা‌বেই একটু একটু ক‌রে হ‌য়ে উঠ‌তে হয়!

পুরুষ নি‌য়ে শত অ‌ভি‌'যোগ, না‌লি‌শের ভি‌ড়ে এই ভা‌লোলাগার গল্পটুকুও থাকুক!!
Collected

28/11/2025

মানুষ আমারে জিগায় আমার এত দুঃখ কিসের? দুঃখের আবার ব্যাখ্যা হয় নাকি। তারা তো জানে না আমি একজন সন্তান হিসাবে কতটা ব্যার্থ,তারা জানে না একজন স্টুডেন্ট হিসাবে কতটা ব্যার্থ,একজন ভালো বন্ধু,ভালো প্রিয় মানুষ হিসাবে কতটা ব্যার্থ। আর ও কতো কি, দীর্ঘদিন আকাশের দিকে তাকিয়ে আমার দুঃখের গল্প উপরওয়ালা কে শুনিয়েছি!

28/11/2025

আর মাত্র ২দিন, তারপর ডিসেম্বর! 🌸

আমাদের একটা ডিসেম্বর ছিল!
যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিলো না আর কোন রকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিলো খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া,
মনে হতো জীবনে আর কোন লক্ষ নেই জানুয়ারি পর্যন্ত।

কতো পাল্টে গেলো জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো।

আহা জীবন!!! 💔

Address


Telephone

+8801685281829

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রহেলিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share