22/08/2024
Hello Everyone.
আশা করি সবাই সুস্থ্য আছেন। আমরা সবাই হয়তো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এর ভয়াবহ বন্যা সম্পর্কে অবগত আছি। সেখানকার মানুষ কিভাবে মানবেতর জীবন কাটাচ্ছে সেই করুন অবস্থা সম্পর্কে আমার জানি। যার মধ্যে ফেনী জেলার মানুষ সব থেকে করুন অবস্থায় রয়েছে। আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমাদের দেশের প্রয়োজনে আমাদেরই এগিয়ে আসতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে, আমরা সেখানে গিয়ে সাহায্য করতে না পারলেও আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের কে আর্থিক সহায়তা করতে পারি। যাতে করে অন্ততপক্ষে সামান্য হলেও তাদের উপকারে আসতে পারি। হ্যাঁ, হয়তো সাহায্য টা যৎসামান্য। কিন্তু এই আপদকালীন সময়ে এটাই তাদের জন্য অনেক বড় কিছু। তো আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনাদের সাধ্যমতো সাহায্য করতে। 🙏
সাহায্য করতে নিচে দেওয়া নাম্বারে টাকা পাঠাতে পারেন।
01904585512- বিকাশ ( পার্সোনাল)
College Of Nursing IUBAT