Masket Jahan

Masket Jahan Digital creator personal bolg.

20/09/2024

বর্তমানে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ নিঃসন্দেহে 'চাঁদপুর '🌝💥

এই জন্য ই এতো হট চাঁদপুর🤦‍♀️💥🥵
20/09/2024

এই জন্য ই এতো হট চাঁদপুর🤦‍♀️💥🥵

05/08/2024

জাতীয় জাদুঘরে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা হবে কবে?💀😁🕶️

03/08/2024

শহীদ মিনারের পথে…

03/08/2024

Please SAVE COMILLA.

They are doing Riot there. Comillar Manush ra ektu agaye ashun, please. 🙏

News Feed is flooded with Shaheed Minar. But Comilla Needs Help.
📍

জনতার ঢল! 📍কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়
03/08/2024

জনতার ঢল!

📍কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়

জনসমুদ্রে পরিণত আজকের মিরপুর ১০।জনতার ঢল! 📍কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়
03/08/2024

জনসমুদ্রে পরিণত আজকের মিরপুর ১০।জনতার ঢল!

📍কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়

একটা বাচ্চাকে মারতে কয়টা গুলি লাগে?কয় রাউন্ড গুলি হলে বুকপিঠ ঝাঁঝরা করে দেয়া যায়?লোকেশন: কুমিল্লা ঝাউতলা সময়: দুপুর ১ টা
03/08/2024

একটা বাচ্চাকে মারতে কয়টা গুলি লাগে?
কয় রাউন্ড গুলি হলে বুকপিঠ ঝাঁঝরা করে দেয়া যায়?

লোকেশন: কুমিল্লা ঝাউতলা
সময়: দুপুর ১ টা

03/08/2024

স্বৈরাচার মুজিবের বেজন্মারা কুমিল্লায় আজ যেভাবে প্রকাশ্যে গুলি চালায় শিক্ষার্থীদের বুকে।💔😭

26/07/2024

তিনি কান্না করলেন কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসলো না এর ইংরেজি কি হবে??🙂😁

17/07/2024

SaveBangladeshiStudents




#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪









29/06/2024

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে। স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে, “নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়। মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।” — এই স্বামী হচ্ছে লুমাযাহ। এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে। কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না। সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব। এদের নিজেদের দোষের কোনো শেষ নেই। নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে। এদের জিভ হচ্ছে একটা ধারালো অস্ত্র। এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে।

আরও আছে। ধরুন আত্মীয় বেড়াতে এসেছে। গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”

আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না? আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়। আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না?”

মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না। ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে। প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?” আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।

তারপর মা সারাদিন বিষণ্ণতায় ভুগলেন আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন, “দিনে একটা ফোনও করতে পারে না? এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি? একে আমি নয় মাস পেটে ধরেছি? নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”

—সেই আত্মীয় হচ্ছে হুমাযাহ। এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে। এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

হুমাযাতিল লুমাযাহ হচ্ছে এমন এক ধরনের মানুষ, যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে। মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়। চোখের ইশারা করে ব্যাঙ্গ করে। কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে। কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে। কারও পেছনে তার দোষ বলে বেড়ায়। এর নামে ওর কাছে কথা লাগায়। মানুষে-মানুষে সম্পর্কে ফাটল ধরায়। এটা তারা একবার দুইবার করে না। বরং এরকম করা তার অভ্যাসে পরিণত হয়েছে। এরা হচ্ছে হুমাজাতিল লুমাযাহ।

এদের সাথে আল্লাহ তায়ালা কী করবেন, তার ভয়ংকর বর্ণনা আছে। এক আয়াতে আল্লাহ তায়ালা এদেরকে অভিশাপ দিচ্ছেন যে,''এরা ধ্বংস হয়ে যাক।"
মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছ থেকে অভিশাপ পাওয়া এক ভয়ংকর ব্যাপার। এর পরিণাম নিশ্চিত ধ্বংস এবং অনন্তকালের জন্য প্রচণ্ড কষ্ট। এমন কষ্ট যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না..🍁🖤

'পড়ো-২' বই থেকে...✨

11/05/2024

🖤🤍🥀

Address

Sholla
Chandpur
3611

Website

https://www.facebook.com/Scientific-unit-101958491248558/, https://www.facebook.com/m

Alerts

Be the first to know and let us send you an email when Masket Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share