Ri Mi

Ri Mi I Can Change My Self Over Time Like The Weather!.
(8)

14/08/2024

আমার একটাই শেষ দাবি আমার মায়েরে কেউ বুঝান,ইউটিউবের ৯৯% নিউজই ফেইক।

১.কেউ যন্ত্রণা দিচ্ছে? 👤চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? 👤চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপমান করছে?...
15/05/2024

১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
👤চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
👤চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
👤চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
👤চুপ হয়ে যান।

👀এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

👀তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন।
সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

#সংগৃহীত ( Mohammad Zafar দাদা ভাইয়ের থেকে নেওয়া।)

08/04/2024

গীবত ছেড়ে দাও, অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও, অন্যের সমালোচনা করা ছেড়ে দাও তখন ছোট্ট আমলও তোমার অনেক কাজে আসবে,
ইন শা আল্লাহ ।

27/03/2024

তেড়ামি করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে 🥱🥱🥱🥱🥱🥱

এখন পিছনে গাড়ির হর্ন বাজলেও বলতে মন চায় ! সরবনা আমি উড়াই দে 😎😎😂😂

08/03/2024

দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা তাইনা? জীবনের আনন্দগুলো কোথায় যেন হা'রিয়ে যাচ্ছে! ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত! জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি! মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে।'💔🥀

29/02/2024

আজ ২৯ ফেব্রুয়ারী, যেটা আবার আসবে ৪ বছর পর। আমার এই পোস্টে এমন কোনো কিছু লিখে যান, যা দেখে চারবছর পরেও আমি আপনাকে মনে করতে পারি। আমি দেখতে চাই কারা আগামী চারবছর পরেও আমার সাথে যুক্ত আছেন। অনেকেই হারিয়ে যাবে, আমি নিজেও হারিয়ে যেতে পারি এই চার বছরে। শুধু কৌতুহল থেকেই স্ট্যাটাসটা দেয়া। আগামী চারবছর পরে আমরা সবাই জীবনের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকবো। চাইলে একটা সুন্দর মেসেজ লিখে যেতে পারেন কমেন্টে, যদি আমরা ক্লোজ নাও হই তবুও!

২৯/০২/২০২৪ ইং

27/02/2024

পারি'বারিক বিয়ের অনুষ্ঠানে কোনো গেস্ট ধুম করে এসে যখন জিজ্ঞেস করে, " তোমার আব্বু আম্মুর বিয়েতে আসছিলাম। চিনতে পারছো আমাকে?" তখন আসলে আমার কি বলা উচিত?🙂

21/02/2024

শা/লী দুলাভাই, দেবর ভাবীদের ভেতর ইয়ার্কি, ফ্লার্টিং, লুতুপুতু টাইপ সম্পর্ক নরমালাইজ করেছিলো কে?
এটা জরুরি ছিলো?
sorry to say এই কনসেপ্ট আমার একদম অপছন্দ।

আর কিছুদিন পরেই এই সুন্দর মুহূর্তটা আসবে🥰
19/02/2024

আর কিছুদিন পরেই এই সুন্দর মুহূর্তটা আসবে🥰

17/02/2024

মানুষ কখনও perfect হয়না, তাকে perfect করে নিতে হয়!

আর পরীক্ষায় কখনও common আসেনা, একটু বানিয়ে উদ্দীপক লিখতে হয়! 🙂

17/02/2024

"মেনে নেয়া" is one of the most wonderful habits.

"আমি সব বিষয় জানবো না, আমার মধ্যে অনেক কমতি থাকতে পারে, আমি ভুল হতেও পারি, আমার সামনের জন এই বিষয়টা ভালো জানতেই পারে"
এই জিনিসগুলো মেনে নেয়া এই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অভ্যাস। আমি নিজে শতভাগ পারফেক্ট হতে পারবো না, এই বিষয়টা যারা মেনে নেয় তারা এই পৃথিবীর সবচেয়ে কম্ফোর্টেবল মানুষ...🖤

প্রিয়জন কে প্রতিদিন ফুল দেন, কারণে অকারণে ফুল দেন! রাগ হলে ফুল দেন, অভিমানে ফুল দেন, ভালোবেসে ফুল দেন!!🌸
15/02/2024

প্রিয়জন কে প্রতিদিন ফুল দেন, কারণে অকারণে ফুল দেন! রাগ হলে ফুল দেন, অভিমানে ফুল দেন, ভালোবেসে ফুল দেন!!🌸

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ri Mi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ri Mi:

Videos

Share