S M Yeasin

S M Yeasin আসসালামু আলাইকুম
নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পেজ ফলো করুন ❤️

06/12/2023

প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

🎙️ শায়েখ আহমেদউল্লাহ্

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট
পেতে ফলো করুন সাথে থাকুন S M Yeasin

29/11/2023

কত বৃহস্পতিবার রাত আপনার আমার জীবন থেকে চলে গেছে. আপনি আমি জানিও না.! বৃহস্পতিবার রাতের ছোট্ট একটা গুরুত্বপূর্ণ আমল। নবীজী (সাঃ) বলে গেছেন!🌻

🎙️শায়েখ আহমেদ উল্লাহ্

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট -
পেতে ফলো করুন সাথে থাকুন S M Yeasin

বদ নজর থেকে বাঁচার দোয়া..? মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অ...
25/11/2023

বদ নজর থেকে বাঁচার দোয়া..?

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)

Credit: IRC

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট
পেতে ফলো করুন সাথে থাকুন S M Yeasin

21/11/2023

যত ব্যস্ত থাকেন নামাজ ছাইড়েন না।

🎙️ আবু ত্বহা আদনান

09/11/2023

ঘুমানোর আগের আমল।

🎙️ আবু তোহা আদনান!

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট -
পেতে ফলো করুন সাথে থাকুন -S M Yeasin

27/10/2023

উপরে উঠার সময় 'আল্লাহু আকবার' বলা এবং নিচে নামার সময় 'সুবহানাল্লাহ' বলা সুন্নাহ্

আসুন,প্রায় হারিয়ে যাওয়া এই সুন্নাহ্টি সবার কাছে প্রচার করি.!

19/10/2023

হে আল্লাহ্ 🤲
তোমার কুদরতি হাত দারা ফিলিস্তিনের মুসলিম নারী পুরুষ শিশু'সহ সবাই কে হেফাজত করো। (আমিন)

03/10/2023

বউ মাকে নিজের মেয়ের মত দেখবেন। 🌹

🎙️ মিজানুর রহমান আজহারী

27/09/2023

আল্লাহ্ ছাড় দেন ছেড়ে দেন না।

আল্লাহ্ সবাই কে সঠিক বুঝার তৌফিক দান করো।
(আমিন)

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট-
পেতে ফলো করুন সাথে থাকুন -S M Yeasin

মুসলমানদের উপর মুসলমানদের ছয়টি হক অধিকার আছে...? আল্লাহ্ আমাদের সঠিক বুঝার তৌফিক দিয়। (আমিন)
22/09/2023

মুসলমানদের উপর মুসলমানদের ছয়টি হক অধিকার আছে...?

আল্লাহ্ আমাদের সঠিক বুঝার তৌফিক দিয়। (আমিন)

12/09/2023

সেদিন বহু মুখ মন্ডল হবে লজ্জিত..?

ফলো করুন সাথে থাকুন- S M Yeasin

আলহামদুলিল্লাহ্সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের গৌরব - হাফেজ ফয়সাল আহমেদ.! 🌹❣️
08/09/2023

আলহামদুলিল্লাহ্

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের গৌরব - হাফেজ ফয়সাল আহমেদ.! 🌹❣️

সৌদিআরবের মক্কায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুই বাংলাদেশির সাফল্য।

উল্লেখ্য,সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।

প্রতিযোগিতায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ লাখ টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় তাজবিদসহ ১৫ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া অপর প্রতিযোগী হাফেজ মো. মুশফিকুর রহমান চতুর্থ স্থান লাভ করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল (৩৪ লাখ ৬০ হাজার টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ বিজয়ীদের হাতে তুলে দেন মক্কার গভর্নর শায়খ বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ ও সৌদি আরবের ধর্মমন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ।

এ বছর হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নিয়েছেন।

সংগৃহীতঃ কপি পোস্ট

ফলো করুন সাথে থাকুন -প্রবাসী বন্ধন

আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে -প্রতিহিংসা নয় পরস্পর সুসম্পর্ক বজায় রাখুন।“তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কাউকে শ...
05/09/2023

আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে -
প্রতিহিংসা নয় পরস্পর সুসম্পর্ক বজায় রাখুন।

“তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কাউকে শরীক করো না এবং মাতা-পিতার সঙ্গে সদাচরণ কর। আর সদাচরণ কর নিকটাত্মীয়, অনাথ, নিঃস্ব, নিকট প্রতিবেশীএবং দূর প্রতিবেশী, পার্শ্বস্থিত সঙ্গী, পথিক ও তোমাদের অধিকারভূক্ত দাস-দাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ্ তা‘আলা তাদের ভালোবাসেন না যারা গর্বে স্ফীত অহংকারী”।
[সূরা আন-নিসা, আয়াত: ৩৬]

✍️মোঃ ইয়াছিন শেখ

ফলো করুন সাথে থাকুন-S M Yeasin

31/08/2023

আল্লাহ্ বড় দয়াবান। ❣️

আল্লাহুম্মা আমিন। 🤲
25/08/2023

আল্লাহুম্মা আমিন। 🤲

14/08/2023

"সাঈদী সাহেব আজকের এই দিনের-
কথা অনেক আগেই বলে দিয়ে গেছেন। 😢

হযরতের রুহের মাগফেরাত কামনা করি। (আমিন) 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢

28/07/2023

সুদ ঘুস খেয়ে কি হবে -
কাপনের কাপড়ের পকেট নেই..?

আলোচনায়ঃ শায়েখ আহমদুল্লাহ্

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট পেতে
ফলো করুন সাথে থাকুন- S M Yeasin

11/07/2023

আত্মীয়তা ছিন্ন কারীদের পরিণাম।

🎙️শায়েখ আহমেদ উল্লাহ্

Follow on: S M Yeasin

আলহামদুলিল্লাহ্"আসছে আগামী ২৯ জুন ২০২৩ ইংরেজি-মুসলমানদের ধর্মীয় বড় ঈদ,ঈদুল আজহা তথা কোরবানি ঈদ-মুসলিম উম্মাহর অন্যতম প্র...
23/06/2023

আলহামদুলিল্লাহ্
"আসছে আগামী ২৯ জুন ২০২৩ ইংরেজি-মুসলমানদের ধর্মীয় বড় ঈদ,ঈদুল আজহা তথা কোরবানি ঈদ-মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব.?

-বছর ঘুরে দিনটি আসে মানব মনের ভোগের ক্ষুধা আর পাশবিক চেতনাকে মিটিয়ে দিয়ে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ করে ভ্রাতৃত্বের প্রেরণায় অনুপ্রাণিত করতে। কিন্তু জীবনের বাস্তবতায় পাশবিকতার লালন আর ত্যাগের শিক্ষার দলনটাই মুখ্য হয়ে দেখা দেয়। যখন কোরবানির পশুর রক্ত, বর্জ্য আর হাড়-হাড্ডি যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে পচে-গলে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশদূষণ ও বিভিন্ন রোগব্যাধি বিস্তারের কারণ হয়ে দেখা দেয়; কোরবানিদাতা যখন তার কোরবানির পশুর রক্ত আর বর্জ্য পরিবেশ, সমাজ আর জীবনের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে সেটা বেমালুম ভুলে থেকে জবাইকৃত পশুর মাংসটা নিয়ে ঘরে ফিরে যায়—তখন তার কোরবানিটা যে ভোগের নেশাকে পূরণের উদ্দেশ্যে, সেটা আর প্রমাণের প্রয়োজন পড়ে না।

-কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশে। এরশাদ হয়েছে, ‘আল্লাহর নিকট তোমাদের কোরবানির জন্তুর রক্ত-মাংস কোনো কিছুই পৌঁছায় না, তাঁর নিকট পৌঁছে শুধু তোমাদের অন্তরের তাকওয়াটুকু। এভাবে আল্লাহ পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন যেন তোমরা তোমাদের হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। আর সৎকর্মশীলদের শুভসংবাদ জানিয়ে দাও।’ (সুরা আল-হজ : ৩৭)

-সুতরাং যে কোরবানি জীবন, সমাজ ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে, তা কখনো আল্লাহর উদ্দেশে নিবেদিত হতে পারে না।

(পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ)

-হজরত আবু হুরায়রা (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে। তার মধ্যে উত্তম শাখাটি হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলা আর সর্বনিম্ন শাখাটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।’ (সহিহ আল-বোখারি, হাদিস : ৯, সহিহ মুসলিম, হাদিস : ৩৫)

-আলোচ্য হাদিস দ্বারা বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়, কোরবানির পশুর রক্ত, বর্জ্য পরিষ্কার করা ইমানের দাবি। তা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে জান্নাতে যাওয়াও সম্ভব নয়। হজরত আবু হুরায়রা (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যথাসাধ্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকো। কেননা, আল্লাহতায়ালা ইসলামকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর প্রতিষ্ঠা করেছেন। আর পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তি ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (জামে সাগির, হাদিস : ৩০১)

-আল্লাহ রাব্বুল আলামিন রাসুলে করিম (সা.)-কে পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য বারবার তাগিদ দিয়েছেন। যেমন এরশাদ হয়েছে, ‘আর তোমার পোশাক-পরিচ্ছদকে পবিত্র রাখো। এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো।’ (সুরা আল-মুদ্দাসসির: ৪-৫)

-সুতরাং কোরবানির পশুর রক্ত আর বর্জ্য পরিষ্কার করা মুমিন ও মুসলিম পরিচয়ের সার্থকতার জন্যও অপরিহার্য।

(করণীয় কি..?)

ক. কোরবানির পশু জবাইয়ের জন্য বসতবাড়ি থেকে সম্ভাব্য দূরবর্তী কোনো পরিষ্কার স্থান বেছে নিতে হবে।

খ. জবাইয়ের জায়গা ভালো করে পরিষ্কার করে এমন একটি গর্ত খুঁড়ে নিতে হবে, যাতে জবাইকৃত পশুর সম্পূর্ণ রক্ত তাতে জমা হতে পারে।

গ. এমনভাবে জবাই করতে হবে যেন পশুর রক্ত গর্তেই জমা হয়, চতুর্দিকে ছড়িয়ে না পড়ে।

ঘ. জবাইয়ের পরে গর্তটা মাটি দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন রক্ত-পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে না পারে।

ঙ. পশুর সব বর্জ্য বড় আকারের গর্ত করে তার মধ্যে রেখে মাটিচাপা দিতে হবে। যদি পৌরসভা বা সিটি করপোরেশন এলাকায় হয়, তাহলে নির্দিষ্ট স্থানে সেগুলো রেখে দিতে হবে, যাতে পরিচ্ছন্নকর্মীরা সময়মতো সেগুলো অপসারণ করতে পারেন।

চ. চামড়া ছাড়ানো ও মাংস সংগ্রহের পরে ওই জায়গাটা উত্তমরূপে ধুয়ে ফেলতে হবে এবং যথেষ্ট পরিমাণ ব্লিচিং পাউডার সেখানে ছিটিয়ে দিতে হবে, যাতে জনদুর্ভোগের কারণ না হয় সেই দিক খেয়াল রাখতে হবে। সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন। আল্লাহ্ হাফেজ..

✍️ মাওলানা মুফতি ইউছুফ সাহেব।
খতিব -পূর্ব রামদাসদী, বাইতুল ইমাম জামে মসজিদ চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর।

সেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ

19/06/2023

নামাজ নাই যার কোরবানি নাই তার..?

🎙️মরহুম গোলাম সারোয়ার সাইদী

নিয়মিত ইসলামিক ভিডিও ও
পোস্ট পেতে ফলো করুন -S M Yeasin

11/06/2023

"আল্লাহর রহমানের বান্দা হতে চাও বিনয়ের সাথে হাঁটো, প্রিয় রাসুল সবসময় বিনয়ের সাথে হাঁটতেন। ❣️

আলোচনায়ঃ - মিজানুর রহমান আজহারী

নিয়মিত ইসলামিক ভিডিও-
ও পোস্ট পেতে ফলো করুন - S M Yeasin

28/05/2023

"আমাদের প্রত্যেক ব্যক্তিকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 😢

- আজকে আমাদের পূর্বপুরুষরা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে-অর্থাৎ কবরে গিয়েছে কালকে আমাদের কেউ কবরে যেতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবর সকল মানুষের জন্য সুখের স্থান হয় না অনেক মানুষের জন্য নরক হয়। তাই একই স্থান সকল মানুষের জন্য নরক এবং স্বর্গের স্থান হতে পারে।✅

-আপনি যদি আপনার কবরকে সুখের স্থান করতে চান তাহলে অবশ্যই আপনাকে দুনিয়াতে কবরের জন্য ভালো কিছু করতে হবে। আমল করতে হবে যেই আমলের কারণে বা যে আমলের মূল্যে আপনি কবরে শান্তির স্থান পেতে পারেন। 🌹

আল্লাহ্ সুবহানুহ্ তায়ালা আমাদের কে দিনের পথে চলার এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক- (আমিন)🤲

নিয়মিত ইসলামিক ভিডিও ও পোস্ট-
পেতে ফলো করুন সাথে থাকুন। S M Yeasin

✍️মোঃ ইয়াছিন শেখ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্সবাইকে পড়ে শেয়ার করার অনুরোধ করছি। 🥰-জীবনের নিরাপত্তা, কর্মের সংস্থান, রিজিকের সমাধান ও...
17/05/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্

সবাইকে পড়ে শেয়ার করার অনুরোধ করছি। 🥰

-জীবনের নিরাপত্তা, কর্মের সংস্থান, রিজিকের সমাধান ও বিয়ে সিদ্ধান্তের বিষয় কুরআনুল কারীমে আছে ছোট্ট একটি দু'আ। যে দু'আটি করেছিলেন হজরত মুসা (আ.)। দু'আটি হলো-

رَبِّ إِنِّيْ لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ

অর্থ : ‘হে আমার প্রভু! নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন; আমি তার মুখাপেক্ষী।’
(সুরা কাসাস : আয়াত ২৪)l

সংগৃহীতঃ - মোঃ ইয়াছিন শেখ

24/04/2023

"আল্লাহর নিয়ামতের শুকরিয়া-
আদায় করে শেষ করা জাবে না।

আলোচনায়ঃ- মুফতি আব্দুল বাতেন কাসিমী

Follow on S M Yeasin

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দিরহাম (এক টা...
11/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। (আমিন)

সংগৃহীতঃ-

আহলান সাহলান প্রবিত্র মাহে রমজান। "রমাযান মাসে জান্নাতের দরজাসমূহ খোলা থাকে- সুবহানাল্লাহ্..আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণি...
21/03/2023

আহলান সাহলান প্রবিত্র মাহে রমজান।

"রমাযান মাসে জান্নাতের
দরজাসমূহ খোলা থাকে- সুবহানাল্লাহ্..

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যখন রমাযান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়।

(বুখারী: ১৮৯৮,মুসলিম: ১০৭৯, আহমাদ: ৮৬৯২)

09/03/2023

"সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে- জুমা'আর দিন সর্বোওম!

(মুসলিমঃ- ৮৫৪)

-আজ পবিত্র শবে মেরাজ..শনিবার (১৮ ফেব্রুয়ারি)"এদিন দিবাগত রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজি...
18/02/2023

-আজ পবিত্র শবে মেরাজ..
শনিবার (১৮ ফেব্রুয়ারি)

"এদিন দিবাগত রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করেন..!

ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত! আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন! আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত! মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) আল্লাহ্ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন! এ বছর সেই রাতটি পড়েছে ১৮ ফেব্রুয়ারি.!

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার! ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এদিন!এই মেরাজের মধ্য দিয়েই নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়! এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)

-হে আল্লাহ্ বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুন.! (আমিন)

07/02/2023

হৃদয় বিদারক দৃশ্য...!😢

উদ্ধার কর্মীরা অনুসন্ধান করে দু'বোনকে পেলো- টানা-১৭ ঘণ্টা ধরে ছোট বোনকে হেফজতের চেষ্টায় বড় বোন.! নিখুঁত ভালোবাসা.!❣️

হে মাবুদ আরশের মালিক, তুরস্ক ও সিরিয়াবাসীদের হেফাজত করুন.!🤲 (আমিন)

গত জুমা থেকে এই জুমা পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে..?  হে আল্লাহ্ জুমার দিনের উছিলায় আমাদের খমা করে দিয়েন.! ...
02/02/2023

গত জুমা থেকে এই জুমা পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে..?
হে আল্লাহ্ জুমার দিনের উছিলায় আমাদের খমা করে দিয়েন.! (আমিন)

-সুইডেনে রাষ্ট্রীয়ভাবে-যেভাবে কুরআন পোড়ানো হলো..! 😢ইনশাআল্লাহ্ আমরা বেঁচে থাকতেই পুরো সুইডেনকে সেভাবেই জ্বলতে দেখতে পাবো...
29/01/2023

-সুইডেনে রাষ্ট্রীয়ভাবে-যেভাবে কুরআন পোড়ানো হলো..! 😢
ইনশাআল্লাহ্ আমরা বেঁচে থাকতেই পুরো সুইডেনকে সেভাবেই জ্বলতে দেখতে পাবো. আশাকরি.! কারন আল্লাহ নিজেই কুরআনের হেফাজতকারী..!

اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَ اِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ
নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি.আর আমিই তার হেফাযতকারী.! (সূরা হিজর:৯)
হে আরশের রব আপনার পবিত্র কালামকে যারা অবমাননা করেছে তাদের উপর লানত বর্ষিত করুন.!🤲 (আমিন)

Follow On: S M Yeasin

26/01/2023

মা বাবার দোয়া পৃথিবীর চেষ্ট দোয়া.! ❣️

🎙️ মাওলানা সারোয়ার হোসাইন সাঈদী
"হুজুরের আলোচনা স্মৃতি হয়ে থাকবে "

22/01/2023

""ওজুর পর যে ব্যক্তি-
কালেমা শাহাদাৎ পাঠ করবে.তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে..!🌹❣️
( সুবহানাল্লাহ্)

[সহীহ মুসলিম-হাদিস নং ৪৪১]

কিছু নসিহত...১) নিজে ঋণ মুক্ত থাকুন জনশক্তিকে ঋণ মুক্ত রাখুন.!মৌলিক চাহিদা পূরণের বাইরে ঋণ মুক্ত থাকুন।.!প্রয়োজন হলে ২/১...
17/01/2023

কিছু নসিহত...

১) নিজে ঋণ মুক্ত থাকুন জনশক্তিকে ঋণ মুক্ত রাখুন.!
মৌলিক চাহিদা পূরণের বাইরে ঋণ মুক্ত থাকুন।.!
প্রয়োজন হলে ২/১কাঠা জমি বিক্রি করে হলেও ঋণ মুক্ত থাকুন.!
ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নিন.!
২) এমন কিছু অসিয়ত করে যান যা আপনার মৃত্যুর পরে সদকায়ে জারিয়াহ্ হিসেবে আপনার কাজে লাগে.!
৩) ছেলায়ে রেহমী- রক্ত সম্পর্ক ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন.! কারো সাথে সম্পর্কের দূরত্ব থাকলে মিটিয়ে ফেলুন.! কথা বলা বন্ধ থাকলে উদ্যোগী হয়ে কথা বলুন.!
৪) মানুষের হক নষ্ট করবেন না.! কারো হক নষ্ট করে থাকলে ফেরত দিন অথবা খমা চেয়ে নিন.!
৫) মানুষকে মাফ করে দিন..
সহকর্মীদের মাফ করে দিন..
রাতে ঘুমানোর আগে সকলকে মাফ করে দিন- নিজে খমা চেয়ে নিন.!
৬) নিজে ভালো কাজ করুন অন্যকে উৎসাহিত করুন.!

আল্লাহ্ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন..! (আমিন)

✍️S M Yeasin

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when S M Yeasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category