Train's Love

Train's Love Md. Shahedul Haque Sumon
Krishno Pur, Shahrasti, Chand Pur, Bangladesh.
(1)

মেট্রো ট্রেন চলাচলের সময় সূচি-২০২৪
04/01/2024

মেট্রো ট্রেন চলাচলের সময় সূচি-২০২৪

তেজগাঁও রেলস্টেশনে আজ ভোর রাতে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আগুনে পুড়ে একই পরিবারের তিনজনস...
19/12/2023

তেজগাঁও রেলস্টেশনে আজ ভোর রাতে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আগুনে পুড়ে একই পরিবারের তিনজনসহ চারজন অগ্নিদগ্ধ হয়ে নিহত।মাত্র কয়েকদিন আগেই এই মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে লাইন কেটে ফেলে দেয়া হয়েছিল।

15/12/2023
সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে। ★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍 √ নামঃ কক্সব...
02/12/2023

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে।

★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍

√ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ রেক৷
√ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩ কক্সবাজার থেকে মঙ্গলবার/ ৮১৪ ঢাকা থেকে সোমবার।

√ সময়সূচিঃ

> ৮১৩ কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিট ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ০৮.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

> ৮১৪ ঢাকা থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ১০.৫৩ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ১০.৫৮ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে সকাল ০৭.২০ মিনিটে।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫; স্নিগ্ধা- ১৩২৫; এসি সিট- ১৫৯০; এসি বার্থ- ২৩৮০।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০; স্নিগ্ধা- ৪৭০; এসি সিট- ৫৬৫; এসি বার্থ- ৮৪৫।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

> ৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন না থাকার কারণে এই ট্রেনে আপাততঃ কোনো কেবিন সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

√ যেহেতু পর্যটন মৌসুম চলমান এবং মাত্র একটি ট্রেন চালু হয়েছে, তাই ভাড়া নিয়ে যতই আলোচনা/সমালোচনা থাকুক তবুও টিকেট পাওয়া যাচ্ছে না সহজে। তাই আপনাদের প্রতি অনুরোধ টিকেট কাটার সময় অবশ্যই একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই কাউন্টার পরিহার করার চেষ্টা করবেন। কারণ ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত, তাই, সকাল আটটার সময় একজন বুকিং সহকারীর কম্পিউটার এর মাউস আর আপনার মোবাইল স্ক্রিনের ক্ষমতা সমান। তবে টিকেট কাটার সময় অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।

ধন্যবাদ সকলকে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা থেকে লাকসাম পর্যন্ত কর্ড লাইন নির্মানের উদ্যোগে অদূর ভবিষ্যতে সম্ভাব্য তিন রুটের যে কোন একটি রুট ব...
25/11/2023

বাংলাদেশ রেলওয়ের ঢাকা থেকে লাকসাম পর্যন্ত কর্ড লাইন নির্মানের উদ্যোগে অদূর ভবিষ্যতে সম্ভাব্য তিন রুটের যে কোন একটি রুট বাস্তবায়ন হতে পারে। সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম রুটের যাত্রা সময় দেড় ঘন্টা কমে আসবে ও রেলপথের দূরত্ব কমবে ৯০ কিলোমিটার।

@ছবি_সংগ্রহীত

১ লা ডিসেম্বরব২০২৩ থেকে ট্রেনের এই নতুন সময় সূচি অনুযায়ী চলবে।
20/11/2023

১ লা ডিসেম্বরব২০২৩ থেকে ট্রেনের এই নতুন সময় সূচি অনুযায়ী চলবে।

10/11/2023

ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রস্তাবিত ভাড়ার তালিকা।
ছবি সংগৃহীত।

"ঢাকা-কক্সবাজার ট্রেনের সময় সূচী"
01/11/2023

"ঢাকা-কক্সবাজার ট্রেনের সময় সূচী"

📌ঢাকা/চট্টগ্রাম/সিলেট/চাঁদপুর - টু - কক্সবাজার রুটের ট্রেনের সম্ভব্য সময়সূচী📣 Highlight
18/10/2023

📌ঢাকা/চট্টগ্রাম/সিলেট/চাঁদপুর - টু - কক্সবাজার রুটের ট্রেনের সম্ভব্য সময়সূচী📣

Highlight

"ঢাকা-কক্সবাজার-ঢাকা" ট্রেনের সময় সূচী"
13/10/2023

"ঢাকা-কক্সবাজার-ঢাকা" ট্রেনের সময় সূচী"

পদ্মা বহুমুখী সেতুর উপর দিয়ে ট্রেনের চুড়ান্ত ভাড়ার তালিকা।
10/10/2023

পদ্মা বহুমুখী সেতুর উপর দিয়ে ট্রেনের চুড়ান্ত ভাড়ার তালিকা।

প্রমত্তা পদ্মা নদীর উপর দিয়ে ট্রেনের স্বপ্নযাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। সারা দ...
09/10/2023

প্রমত্তা পদ্মা নদীর উপর দিয়ে ট্রেনের স্বপ্নযাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। সারা দেশ সেই মাহেন্দ্রক্ষণের জন্য আগ্ৰহ ভরে অপেক্ষা করছে। ঢাকা-খুলনা রুটে ভাড়া কেমন হবে তাঁর একটি অনুমোদিত তালিকা আপনাদের সামনে উপস্থাপন করা হলো।

05/10/2023

"হারানো বিজ্ঞপ্তি"
আজ-০৫/১০/২৩ ইং
ঠাকুর বাজার হইতে সাহেব বাজার এর মধ্যে আমার একটি মানিব্যাগ হারানো গিয়েছে।
01716391830

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে---সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক ...
03/10/2023

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে---

সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে রাত্রিকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন চলবে।

ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫। কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

ঢাকা-সিলেট রুটে একটি নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, সিলেট পৌঁছাবে ১৫:১০, সিলেট ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিট হবে সিলেটে।

৭০৪/৭৪১ অর্থাৎ চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ইনকা ১০০ এমজি লটের কোচ দিয়ে একটি রেকের মাধ্যমে চলবে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬টায়, ঢাকা পৌঁছাবে বেলা ১২:০০। ঢাকা ছাড়বে দুপুর ২টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮:৩০।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনের সাথে এরা কানেকশন পাবে।

ঢাকা-নোয়াখালী রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১:৩০। নোয়াখালী ছাড়বে দুপুর ২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে। ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

ঢাকা-ঈশ্বরদী-পাবনা রুটে নতুন আন্ত:নগর ট্রেন চলবে। পাবনা ছাড়বে সকাল ৮টায়, ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা ছাড়বে ৩:২৫, পাবনা পৌঁছাবে রাত ৯:৪০।

ঢাকা-বুড়িমারী নতুন আন্ত:নগর ট্রেনসহ লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বুড়িমারী-লালমনিরহাট রুটে কানেকটিং শাটল ট্রেন চলবে।

বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত। চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা, জামালপুর পৌঁছাবে ৬টায়, ছাড়বে ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৪:২০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড়টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে চলবে। চিত্রা এক্সপ্রেস আগের রুটে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলবে। সুন্দরবন ও বেনাপোলের নতুন স্টপেজ কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৯:৪৫। ফিরতিযাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯:২০।

৭৭৯/৭৮০ নং ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। নতুন স্টপেজ ভাঙ্গা জংশন, পদ্মা, মাওয়া, পুকুরিয়া, শিবচর।

ঢাকা থেকে ৭৩৯ নং উপবন এক্সপ্রেস রাত ৮:৩০ এর পরিবর্তে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লাগেজভ্যান যুক্ত আন্ত:নগর ট্রেনের লোডিং / আনলোডিং স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিটের স্থলে ৫ মিনিট দিবে।

© safqat amin vai

-----------------------

যে বছর এই উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হলো। সেই ১৯৪৭ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ক্যালেন্ডার।
30/09/2023

যে বছর এই উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হলো।
সেই ১৯৪৭ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ক্যালেন্ডার।

ট্রেন চালক হতে চান...???তাহলে জেনে নিন আপনার কি কি যোগ্যতা লাগবে এবং আপনার করণীয়। প্রথমত, রেল গাড়ির কোন চালক হয় না, উনা...
28/09/2023

ট্রেন চালক হতে চান...???

তাহলে জেনে নিন আপনার কি কি যোগ্যতা লাগবে এবং আপনার করণীয়।

প্রথমত, রেল গাড়ির কোন চালক হয় না, উনাদেরকে লোকো মাস্টার বলা হয়।

দ্বিতীয়ত্ব, লোকো মাস্টার এর কোন লাইসেন্স কোন প্রতিষ্ঠান থেকে নিতে হয় না। রেল কর্তৃপক্ষই এটা প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে থাকেন।

প্রয়োজন সাপেক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায়শই জাতীয় দৈনিক প্রত্রিকার মাধ্যমে সহকারী লোকো মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। কিছু দিন আগেও বেশ কিছু সংখ্যক সহকারী লোকো মাস্টার নিয়োগ প্রকৃয়া সম্পন্য করা হয়েছে।

সহকারী লোকো মাস্টার থেকে একজন পূর্ণাঙ্গ লোকো মাস্টার হতে ৮-১০ বছর অথবা এর চেয়েও বেশি সময় লাগতে পারে। কেননা লোকো মাস্টার একটি খুবই গুরুত্বপূর্ণ পদ। এই পদে ভুলের কোন স্থান নেই। একটি ভুলেই হাজার হাজার যাত্রীর জীবন বিপন্য হতে পারে।
একটা লোকো(ইঞ্জিন) অপারেট করা সত্যিই খুবই জটিল পদ্ধতি।
লোকো মাস্টার গ্রেড-২ পদে নিয়োগ পেতে মিনিমান এইচএসসি(বিজ্ঞান) যোগ্যতা থাকতে হবে।
সহকারী লোকো মাস্টার গ্রেড-২ হতে ৩ বছর পর সহকারী লোকো মাস্টার গ্রেড-১, তারপর ৫-৭ বছর পর এসএলএম(সান্টিং মাস্টার) এবং তারপর যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী পূর্নাঙ্গ লোকো মাস্টার পদে পদায়ীত হয় আনুমানিক ৮-১০ বছর পর বা আরও ১৫-২০ বছরও লেগে যায়।

22/09/2023

Bangladesh railway

30/08/2023

🌺彡সবাই 𝐋𝐢𝐤𝐞 & 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়েッ🌺
𝐃𝐨𝐧𝐞 লিখো 𝐍𝐨𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧
🌸দেখা মাত্রই 𝐛𝐚𝐜𝐤 করে দিবো!💐

14/08/2023

সূবর্ন এক্সপ্রেস (৭০২ ডাঃ)

Send a message to learn more

বাংলাদেশ রেলওয়ে (লাকসাম)
09/08/2023

বাংলাদেশ রেলওয়ে (লাকসাম)

সুখের সংজ্ঞায়_-_আমি সুখী----!
25/07/2023

সুখের সংজ্ঞায়_-_আমি সুখী----!

বাংলার প্রকৃতি
23/07/2023

বাংলার প্রকৃতি

বাংলার অপার সৌন্দর্য (আখাউড়া)
20/07/2023

বাংলার অপার সৌন্দর্য (আখাউড়া)

ঈদের বিশেষ ট্রেনের সময় সূচিঃ- (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম)
23/06/2023

ঈদের বিশেষ ট্রেনের সময় সূচিঃ- (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম)

 #দৃষ্টি আকর্ষনঃ-
23/06/2023

#দৃষ্টি আকর্ষনঃ-

Shout out to my newest followers! Excited to have you onboard!Subhashish Das, Mithun Das, Abdul Hannan, Sadia Jannat Sul...
21/06/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Subhashish Das, Mithun Das, Abdul Hannan, Sadia Jannat Sultana, MD Nozrul Hossain

18/06/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 20 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow ✅

17/06/2023

follow to follow

16/06/2023
08/06/2023

কন্টেইনার এর পথ চলা

02/06/2023

পাহাড়িকা এক্সপ্রেস (চট্রগ্রাম-সিলেট)

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Train's Love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Train's Love:

Videos

Share