News 7

News 7 প্রতিদিন নতুন নতুন খবর পেতে লাইক কমেন্ড করুন ?

08/11/2023
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া।
08/11/2023

ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া।

দুঃখ প্রকাশ :আমার দাদা জয়নাল আবেদিন মিয়াজি (প্রধান)গত ০৬/০৯/২০২৩ তারিখে শ্বাসকষ্ট জনক রুগের কারনে - জাতীয় বক্ষব্যাধি ইনষ...
08/09/2023

দুঃখ প্রকাশ :
আমার দাদা জয়নাল আবেদিন মিয়াজি (প্রধান)
গত ০৬/০৯/২০২৩ তারিখে শ্বাসকষ্ট জনক রুগের কারনে - জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল
সরকারি হাসপাতাল, ঢাকা ‧ ১২১২ তে আজ ৩ দিন গত হলো মৃত্যু সয্যায় আছেন। আমরা তাহার সম্পর্কে বলে শেষ করতে পারবো না - তিনি একটা সময় আমাদের এই তাতুয়া গ্রামের প্রধান বিচারক ছিলেন।তিনি ন্যায় এর পক্ষে সারাজীবন ব্যায় করে গিয়েছেন।আমরা আরো জানি তিনি ছোট থেকেই শিক্ষার জন্য ছুটেছেন তার পর তিনি সেই শিক্ষা কাজে লাগিয়ে গ্রামের মানুষের শান্তি ও ভালো মন্দ সম্পর্কে সব সময় নিজের খেয়ে পরের জন্য- এলাকাবাসীর উন্নয়ন সংস্থার কাজ করে গিয়েছেন।আমরা সকলে আরো জানি তাহার ছেলে মেয়ে সন্তান কে মানুষের মতো মানুষ করে গিয়েছেন তাহার স্ত্রী সমাজে খুবই ভালো মানুষ। আমরা এই দাদার ঋন কখনো শোধ করতে পারবো না।আমার আকুল আবেদন এই জয়নাল আবেদিন মিয়াজির জন্য সকলে মন থেকে তাহার জন্য দোয়া করবেন তিনি যেনো খুব তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন।....আমিন.....

05/09/2023
15/08/2023

আজ ১৫ ই আগস্ট জাতীয় শো*ক দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পক্ষ থেকে তাতুয়া গ্রামে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়...

29/07/2023

জরুরী বিজ্ঞপ্তি...
মতলব উত্তরের সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০/৭/২৩, ১৩২/৩৩ কেভি চাঁদপুর গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি সাইডে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৬.০০ থেকে ৯.০০ পর্যন্ত সমগ্র মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
💓🇧🇩🇧🇩🇧🇩সৌজন্যেঃ মতলব উত্তর পল্লী বিদ্যুৎ💓

29/07/2023
20/07/2023
20/07/2023
20/07/2023
20/07/2023
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতাপ্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১৭:০৭অভিযুক্ত বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব...
15/07/2023

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১৭:০৭
অভিযুক্ত বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব ও লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন
অভিযুক্ত বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব ও লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন
নাটোরে থানা হেফাজতে আসামিদের নির্যাতনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় লালপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আদেশও দেওয়া হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযুক্তরা হলেন-বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন, উপ-পরিদর্শক জাহিদ হাসান, ওমর ফারুক ও এক কনস্টেবল।

ভুক্তভোগীরা হলেন-পাবনার ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর গ্রামের মো. সোহাগ হোসেন (৩০), মোকাররমপুর গ্রামের মো. সালাম (৩১), নাটোরের বড়ইগ্রামের নগর গ্রামের মো. শামীম মোল্লা (২৯) ও কুষ্টিয়া সদর উপজেলার বারাদি গ্রামের মো. রাকিবুল ইসলাম (৩০)।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ বিশ্বাস বলেন, বুধবার নাটোরের লালপুরে এক অটোরিকশা ছিনতাই মামলায় সালাম, শামীম ও সোহাগকে লালপুর আমলি আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে সোহাগ হোসেনের স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি রেকর্ড ও অন্য আসামিদের কারাগারে পাঠানোর জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক। এ সময় চার আসামির মধ্যে তিনজনই আদালতের কাছে নির্যাতনের অভিযোগ করেন।

সোহাগ হোসেন তার জবানবন্দিতে বলেন, রোববার (৯ জুলাই) রাত ৯টার দিকে ওসি উজ্জ্বল হোসেন তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে চোখ বেঁধে মারধর শুরু করে। তারপর মঙ্গলবার থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন ওসি তার পায়ের তালুতে লাঠি দিয়ে আঘাত করেন এবং অণ্ডকোষে লাথি মারেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব তাকে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে বলেন। নাহলে তাকে রিমান্ডে নেওয়া হবে এবং এমন মামলা দেবেন যাতে কোনোদিন বউ-বাচ্চার মুখ দেখতে না পারে।

অপর আসামি সালাম তার জবানবন্দিতে বলেন, রোববার রাতে গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। এরপর ভোর পাঁচটার দিকে তাকে থানায় নিয়ে আসে। সেদিন মারধর না করলেও মঙ্গলবার ওসি থানায় এসেই থাপ্পড় মারতে থাকেন। তারপর থানার ওপর তলায় নিয়ে এসআই জাহিদ হাসান ও তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক তার আঙুলের ওপর টেবিল রেখে চাপ দিতে থাকেন। এতে সেলিমের কনিষ্ঠ আঙুল, মধ্যমা আঙুল ও অনামিকা আঙুলে মারাত্মক আঘাত লাগে। তারপর বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে টাখনুর ওপর পর্যন্ত লাঠি দিয়ে আঘাত করেন। এরপর বুধবার আবার তাকে পেটানো হয়।

আসামি শামীম মোল্লাও আদালতে দেওয়া তার জবানবন্দিতে নির্যাতনের অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে তিনটার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর রাস্তায় মারতে মারতে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে থানার ওপর তলায় নিয়ে একজন কনস্টেবল, এসআই জাহিদ হাসান ও তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক চোখ বেঁধে টেবিলের নিচে মাথা রেখে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করেন। তারপর দুই পা বেঁধে পায়ের তালুতে পেটান ও বুকে বারবার লাথি মারতে থাকেন।

আদালত সূত্রে জানা গেছে, চিকিৎসকের দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগকারী তিন আসামির মধ্যে মো. সালাম এবং মো. শামীম মোল্লার শরীরে নির্যাতনের প্রাথমিক সত্যতা পান আদালত। অপর আসামি সোহাগের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই বলে চিকিৎসক প্রতিবেদনে উল্লেখ করেছেন।

লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, থানা হেফাজতে আসামি নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, আদালতের আদেশের কথা শুনেছি। আদেশের কপি পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023
14/07/2023

Address

Tatua
Chandpur
3640

Telephone

+8801831047373

Website

Alerts

Be the first to know and let us send you an email when News 7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Chandpur

Show All

You may also like