চাঁদপুর নিউজ - Chandpur News

চাঁদপুর নিউজ - Chandpur News This is a universal news page of Chandpur District.

Where you can find various tips, news, accessories, and essential information, including education and entertainment.

নতুন বছর মানে নতুন প্রেরণা। নতুন স্বপ্নের আশাজাগানিয়া পথচলার শিহরিত ভাবনা। নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের উদগ্র বাসনায় বিভ...
01/01/2024

নতুন বছর মানে নতুন প্রেরণা। নতুন স্বপ্নের আশাজাগানিয়া পথচলার শিহরিত ভাবনা। নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের উদগ্র বাসনায় বিভোর হওয়া। তবে, এ স্বপ্নপূরণে প্রয়োজন বিগত বছরের সঠিক মূল্যায়ন। ফেলে আসা দিনগুলোর হালখাতা মেলানো।

নতুন শিক্ষা কারিকুলাম® সাপ্তাহিক ছুটি ২ দিন। ® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নে...
28/11/2023

নতুন শিক্ষা কারিকুলাম

® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি

২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি

® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

17/11/2023

ঘূর্ণিঝড় মিধিলি :
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি,
নিখোঁজ ২০ ট্রলারসহ ২০০ জেলে।

পাকছে কিনা দেখতেছি,এখানে ছবি তোলার কি আছে?😒
05/11/2023

পাকছে কিনা দেখতেছি,
এখানে ছবি তোলার কি আছে?😒

 #মানবিক_সাহায্যের_আবেদনঃযে ভাইটি কয়েকদিন আগেও আপনার/আমার মতই স্বাভাবিক ছিলো। সময়ের ব্যবধানে সে এখন লাইফ সাপোর্টে। তিন/চ...
21/02/2023

#মানবিক_সাহায্যের_আবেদনঃ

যে ভাইটি কয়েকদিন আগেও আপনার/আমার মতই স্বাভাবিক ছিলো। সময়ের ব্যবধানে সে এখন লাইফ সাপোর্টে। তিন/চার দিন আগেও জানতো না সে এত বড় রোগে আক্রান্ত। শারীরিক কোন অস্বস্তিও যার ছিল না। ভাবতেই কেমন যেনো গাঁ শিউরে উঠে, হৃদয়ে নাড়া দিয়ে যায়।

হ্যাঁ বলেছিলাম আলোচিত সেই ছেলেটির কথা,
চাঁদপুর জেলার ইসলামপুর গাছতলা এলাকার গাজী বাড়ির ছেলে মোঃ মোস্তফা গাজী। সে বর্তমানে ঢাকা মিরপুর বাংলা কলেজে অনার্স এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় ফাযিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছেন। ছেলেটির বাবা নেই, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান সে। অত্যন্ত মেধাবী হওয়ায় পরিবারের আর্থিক পিছুটানেও পড়াশোনা থেকে হাল ছাড়েননি ।

গত তিন/চার দিন আগে হঠাৎ অসুস্থ হওয়ায় ঢাকা সোহরাওয়ার্দী হসপিটালে তাকে ভর্তি করানো হয়। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, তার স্নায়ুতন্ত্রের নার্ভ শুকিয়ে গিয়েছে। এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অত্যান্ত ব্যায়বহুল। যার একেকটি ভ্যাকসিনের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসা করাতে হবে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা বাবদ মিনিমাম প্রায় ১০ থেকে ১৫ লক্ষ্য টাকার প্রয়োজন। তার নিম্নবিত্ত পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব।

টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে, এত অল্প বয়সে এমন একজন সৎ, মেধাবী দেশের সম্পদ অকালে ঝরে যাবে, একথা কোনো সুস্থ বোধসম্পন্ন মানব হৃদয়ে মেনে নেয়া অসম্ভব।

তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, প্রত্যকেই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন । সহযোগিতার ঠিকানা মন্তব্যের ঘরে ...

The epitome of unconditional love. 🥰🥰
09/02/2023

The epitome of unconditional love. 🥰🥰

থানকুনি পাতার ভেষজ উপকারিতা-জ্বরঃথানকুনি পাতার রস ১ চামচ ও শিউলি পাতার রস ১ চামচ মিশিয়ে প্রতি দিন সকালে খেলে জ্বর সারে।...
24/05/2022

থানকুনি পাতার ভেষজ উপকারিতা-

জ্বরঃ
থানকুনি পাতার রস ১ চামচ ও শিউলি পাতার রস ১ চামচ মিশিয়ে প্রতি দিন সকালে খেলে জ্বর সারে।

পেটের পীড়াঃ
অল্প পরিমাণ আমগাছের ছাল, আনারসের কচি পাতা ১টি, কাঁচা হলুদের রস, ৪/৫ টি থানকুনি গাছ শিকড়সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর।

পাঁচড়া রোধঃ
কাঁচা হলুদের রস চা চামচের ২ চামচ, থানকুনি পাতার রস ২/৩ চামচ একত্রে মিশিয়ে শরীরে মাখলে পাঁচড়া রোগ ভাল হয়।

গ্যাস্ট্রিকঃ
আধ কেজি দুধে ১ পোয়া মিশ্রি ও আধা পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতি দিন সকালে ১ সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয়।

হজমশক্তি বৃদ্ধিঃ
বেগুন/পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্তো রান্না করে প্রতি দিন ১ মাস খেলে হজমশক্তি বৃদ্ধি পায়।

রক্ত দূষণ রোধেঃ
থানকুনি প্রতিদিন সকালে খালি পেটে ৪ চা চামচ থানকুনি পাতার রস ও ১ চা চামচ মধু/ মিশিয়ে ৭ দিন খেলে রক্ত দূষণ ভালো হয়।

বাক স্ফুরণেঃ
যে সব বাচচা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট, সে ক্ষেত্রে ১ চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে ২০/২৫ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছু দিন খাওয়ালে অসুবিধাটা সেরে যায়।

খুসখুসে কাশিঃ
২ চামচ থানকুনির রস সামান্য চিনিসহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায়। ১ সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে।

আমাশয়ঃ
প্রতি দিন সকালে ৫/৭ টি থানকুনি পাতা চিবিয়ে ৭ দিন খেলে আমাশয় ভালো হয়। অথবা, থানকুনি পাতা বেঁটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে দু’ চামচ দিনে দু’ বার খেলে আমাশয় ভালো হয়।

পেট ব্যথাঃ
থানকুনি পাতা বেঁটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভাল হয়।

লিভারের সমস্যাঃ
প্রতি দিন সকালে থানকুনির রস ১ চামচ, ৫/৬ ফোঁটা হলুদের রস (বাচ্চাদের লিভারের দোষে) সামান্য চিনি ও মধুসহ ১ মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়।

04/12/2021

ব্রেকিং নিউজঃ
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৪ শিক্ষার্থীর।

দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, পৌঁছে গেল ৩০টি দেশেবিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাই...
04/12/2021

দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, পৌঁছে গেল ৩০টি দেশে
বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এটি ভারতে শনাক্ত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, দু’দিন আগেই ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম। প্রকাশিত নতুন তালিকায় দেশের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৮ টিতে দাঁড়িয়েছে। প্রতিবেশী ভারতে ইতোমধ্যে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের অধিকাংশ দেশে ঢুকে পড়েছে করোনার বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টটি। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে ‘ডমিন্যান্ট’ বা মূল সংক্রামক ভ্যারিয়েন্ট হয়ে উঠবে।

23/10/2021

ভারত সম্পর্কে কিছু বিষয় জেনে নিন:

১। পৃথিবীতে কোন দেশের মানুষ মাঠে ঘাটে পায়খানা করে?
উত্তরঃ ভারত
২। কোন দেশে গো মূত্র কিনে খেতে হয়
উত্তরঃ ভারত
৩। কোন দেশ বাংলাদেশের কাছ থেকে ইলিশ ভিক্ষা নেই?
উত্তরঃ ভারত
৪। কোন দেশে সন্তান ও মায়ের সহবাস বৈধ?
উত্তরঃ ভারত
৫। কোন দেশের প্রধানমন্ত্রী চা বিক্রি করত?
উত্তরঃ ভারত
৬। কোন দেশের ছেলেদেরকে হিজড়ার সাথে তুলনা করা হয়?
উত্তরঃ ভারত
৭। কোন দেশের মানুষকে চোরের মত লাগে?
উত্তরঃ ভারত
৮। কোন দেশের মানুষ সর্বপ্রথম আরবে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ে?
উত্তরঃ ভারত
৯।‌ কোন দেশের সাথে প্রতিবেশী দেশগুলোর মিল নেই?
উত্তরঃ ভারত
১০। কোন দেশের স্লোগান পন্দে মাতরম?
উত্তরঃ ভারত
১১। কোন দেশের অধিকাংশ মুসলিম হিন্দুদের পা চাটে?
উত্তরঃ ভারত
১২। উগ্রবাদী হিন্দু ধর্মের জন্ম কোন দেশে?
উত্তরঃ ভারত ‌
১৩। কোন দেশের মুসলিমরা হিন্দুদের জন্য বাংলাদেশকে অপমান করে বাংলাদেশিদের অপমান করে?
উত্তরঃ ভারত
১৪। কোন দেশের ৭০% মুসলিমরা কুলাঙ্গার?
উত্তরঃ ভারত
১৫। কোন দেশের মানুষ পাকিস্তানকে ভয় পায়?
উত্তরঃ ভারত
১৬। কোন দেশের বাহিনীরা বাংলাদেশ ও পাকিস্তানের নাম শুনলে প্যান্টে প্রস্রাব করে?
উত্তরঃ ভারত
১৭। কোন দেশের ৭০% মুসলিমরা নিজের ধর্মের থেকে সরকারি আইনকে বেশি গুরুত্ব দেয়?
উত্তরঃ ভারত
১৮। কোন দেশের ৭০% মুসলিম বেঈমান?
উত্তরঃ ভারত
১৯। কোন দেশের সরকার উগ্রবাদী জঙ্গী
উত্তরঃ ভারত
২০। কোন দেশের মানুষ সব চেয়ে চাপাবাজ?
উত্তরঃ ভারত
২১। কোন দেশে কুখ্যাত নাস্তিক সালমান রুশদির জন্ম?
উত্তরঃ ভারত
২২। জঙ্গিগোষ্ঠী RRS এর জন্ম কোন দেশে?
উত্তরঃ ভারত
২৩। জঙ্গিগোষ্ঠী ইস্কনের জন্ম কোন দেশে?
উত্তরঃ ভারত
২৪। সিরিয়ার কিলার জঙ্গিগোষ্ঠী ROW এর জন্ম কোন দেশে?
উত্তরঃ ভারত
২৫। কোন দেশের প্রধানমন্ত্রীর উপাধি কসাই?
উত্তরঃ ভারত
২৬। কোন দেশের কুলাঙ্গার মুসলিম আল-কোরআনের ২৬ টি আয়াতের বিরোধীতা করেছিল?
উত্তরঃ ভারত
২৭। কোন দেশে জয় শ্রী রাম পন্দে মাতরাম না বললে শাস্তি পেতে হয়?
উত্তরঃ ভারত
২৮। কোন দেশে মূখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে হিসাবেও ধরে না?
উত্তরঃ ভারত
২৯। কোন দেশে এক রাজ্যে আরেক রাজ্যের সাথে গৃহযুদ্ধ করে
উত্তরঃ ভারত
৩০। জনসংখ্যা অনুপাতে পৃথিবীতে কোন দেশের মুসলিমরা পথভ্রষ্ট হয়েছে?
উত্তরঃ ভারত।

25/06/2021

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন কত? বাংলাদেশের সকল নেতাদের বেতন জেনে নিন!

অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, বাংলাদেশে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ মূল বা ‘বেসিক’ বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮২৫০ টাকা। ২০১৫ সালে এই কাঠামো অনু’মোদন করে সরকার। কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন।

রাষ্ট্রপতিঃ
বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির মূল বেতন মাসে এক লাখ ২০ হাজার টাকা।

প্রধানমন্ত্রীঃ
প্রধান’মন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার। মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা।



স্পিকারঃ
পার্লামেন্ট স্পিকারের বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা।

প্রধান বিচারপতিঃ;
প্রধান বিচারপতি বর্তমানে বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা।

হাইকোর্টের বিচারকঃ
উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান ৯৫ হাজার টাকা।

মন্ত্রীঃ
বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার। এ ছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান। প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।

সংসদ সদস্যঃ
বর্তমানে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা।



তিন বাহিনীর প্রধানঃ
সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নির্ধারিত বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা। সর্বোচ্চ স্কেলের মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও মন্ত্রিপরিষদসচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং তিন বাহিনীপ্রধানের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে ৮২ হাজার টাকা।

ন্যূনতম মজুরিঃ
বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, ন্যূনতম মজুরি বোর্ড অনুসারে, বাংলাদেশে কোনো ন্যূনতম মজুরি আইন নেই, তবে শ্রম আইন বিষয়ক একটি নির্দিষ্ট আইন আছে যা বাংলাদেশ শ্রম আইন ২০১৩ (সংশোধিত) নামে পরিচিত।

ন্যূনতম বেতন পোশাকশিল্পেঃ
বাংলাদেশে ন্যূনতম বেতন পায় পোশাকশিল্পের শ্রমিকরা। কয়েক দফা বেড়ে ৫৩০০ (৬৬ দশমিক ৮৮ ডলার) টাকায় পৌঁছেছে শ্রমিকদের মাসিক মজুরি।

এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন—
২০১৩ সালে গার্মেন্ট সেক্টরে ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে ৫৩০০ টাকা।



এর মধ্যে মূল বেতন ৩০০০ টাকা, বাসা ভাড়া ১২০০ টাকা, চিকিৎসা ২৫০ টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৬৫০ টাকা। যা এশিয়ার যেকোনো দেশের চেয়ে অনেক কম।

সূত্র : ডয়চে ভেলে

ফরিদপুরের মধুখালীর ছেলে সাইকেল চালিয়ে পাড়ি দিলেন পদ্মা নদী!দীর্ঘ প্রচেষ্টায় পর অবশেষে নিজের তৈরি সাইকেল চালিয়ে পদ্মা নদী...
09/06/2021

ফরিদপুরের মধুখালীর ছেলে সাইকেল চালিয়ে পাড়ি দিলেন পদ্মা নদী!
দীর্ঘ প্রচেষ্টায় পর অবশেষে নিজের তৈরি সাইকেল চালিয়ে পদ্মা নদী পাড়ি দিলেন সাইফুল।

সাইফুলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার পাইকপাড়া গ্রামে। বেসরকারি উন্নয়ন সংস্থা সৌর শক্তি আলোর সালথা উপজেলা শাখার ব্যবস্থাপক তিনি।দীর্ঘ ছয় মাস চেষ্টা চালিয়ে সৌরবিদ্যুৎ চালিত এ সাইকেলটি তৈরি করেন সাইফুল ইসলাম। এটি জল-স্থলে চলতে পারে। বলা যায়, উভচরে চলে সাইফুলের সৌরবিদ্যুৎ চালিত সাইকেল।

সাইফুলের তৈরি সাইকেলের হ্যান্ডেল ও ক্যারিয়ারে সৌর বিদ্যুতের প্যানেল। দুই চাকার দুই পাশে চারটি গোলাকার টিউব। টিউবের সাহায্যে সাইকেলটি পানিতে ভেসে থাকে। সাইকেল চালাতে প্যাডেল ব্যবহার করতে হয় না। কারণ, এটি সৌরবিদ্যুতে চলে। শুধু পানিতে নয়, স্থলপথেও সাইকেলটি চালানো যায়। তখন টিউব চারটি চাকার দুই পাশে আটকে রাখা হয়।

সাইকেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকার মতো। সময় লেগেছে ছয় মাস। বর্তমানে সৌরবিদ্যুৎ চালিত ধান কাটার যন্ত্র ও রিকশা চালানোর যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছেন সাইফুল। পাশাপাশি ১৫ জন ধারণক্ষমতার সৌরচালিত স্পিডবোট বানানোর চেষ্টা করছেন তিনি।যা জলের পাশাপাশি ডাঙায়ও চলবে।

ইমামরা আর কতো লাঞ্ছিত হবে?ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে। এই এলাকার বায়তুল মামুর  মসজিদের ই...
09/01/2021

ইমামরা আর কতো লাঞ্ছিত হবে?

ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে। এই এলাকার বায়তুল মামুর মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।এলাকার সবাই তাকে প্রচন্ড ভালবাসে এবং শ্রদ্ধা করে।কিন্তু পুলিশে চাকরি করা মুস্তাফিজুর রহমান দুলাল নামে এক অশিক্ষিত, বর্বর লোক আজ হুজুরের উপর হামলা চালায়।

প্রতিবাদে এলাকার কিছু গণ্যমান্য লোক তার এহেন কর্মকান্ডের কারণ জানতে চাওয়ায় তাদের উপর ও হামলা করা হয়েছিল।তাদের আক্রমণে কয়েকজন খুবই গুরুতর আহত হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার আক্রমন থেকে বাদ যায় নি মুক্তিযোদ্ধা ও!

ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় ১ বছর আগে।মসজিদের কমিটিতে অনেকটা অঘোষিতভাবে একটা অশিক্ষিত, বর্বর লোক স্থান করে নিয়েছে।ধর্মীয় কোন জ্ঞান না থাকা সত্র্বে ও সে মসজিদের সভাপতি হয়ে গিয়েছে।তারপর থেকে মসজিদের ইমাম সাহেব এবং অন্যন্য কমিটির মেম্বারদের সাথে তার স্বেচ্ছাচারীতা স্পষ্ট হয়ে উঠে।

এমতাবস্থায় কমিটির সকলে তার উপর অনাস্থা জ্ঞাপন করে।স্থানীয় মানুষদের প্রতিবাদের মুখে এলাকার চেয়ারম্যান এসে সকলের সম্মতিতে উনাকে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়।তারপর থেকে মসজিদের কমিটিদ্বয় এবং ইমাম সাহেব তার শত্রু হয়ে যায়।

তারপর আজ তার ভাতিজির বিয়েতে মসজিদের ইমামকে পূর্ব পরিকল্পিত ভাবে দাওয়াত দিয়ে জংগী তকমা দিয়ে ইমাম সাহেবকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং চড় থাপ্পর দিয়েছে। মুক্তিযোদ্ধা বাবার কারনে পুলিশে চাকরী পেয়ে সে যেন বেপরোয়া হয়ে উঠেছিল। গর্ব করে বলতো কেউ নাকি বাল ও ছিড়তে পারবে না।যখন তখন কারো গায়ে হাত তুলতে সে দ্বিধা করতো না। তার বেপরোয়া আচরনের জন্য এলাকায় মানুষও তাকে খুব ভয় পেতো। নিয়মিত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।তার ভয়ে কেউ কোন দিন মুখ খুলে নাই। কিন্তু ইমাম সাহেবের গায়ে হাত দেওয়ার মানুষ আর চুপ করে থাকতে পারে নাই।প্রতিবাদ করায় তাদের উপরও সে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে তাদের গুরুতর জখম করেছে।

এমতাবস্থায় আমরা এলাকা বাসী তার এহেন কর্মকান্ডের বিচার চাই।আমরা চাই এই রকম সন্ত্রাসী যেন পুলিশ বাহিনিতে না থাকে।এগুলা সমাজের এবং পুলিশ বাহিনীর ক্যান্সার। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে তার সন্ত্রাসী কর্মকান্ডের লাগাম টেনে ধরার এখনই উপযুক্ত সময়।

#বিঃদ্রঃ:
আমাদের প্রতিবাদ পুলিশ বাহিনীর প্রতি নয়।।এই প্রতিবাদ একজন সন্ত্রাসী,অত্যাচারীর বিরুদ্ধে।পুলিশে চাকরী করে সাধারণ মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলার সাহস সে পেলো কই?এরা সমাজ,রাষ্ট্র এবং দেশের শত্রু।এরা পুলিশ বাহিনীর ও ক্যান্সার। ওকে এখনই বিচারের আওতায় এনে শাস্তি না দিলে এলাকার শান্তি শৃংখলা নষ্ট হবে।আমরা সরকার,স্বরাষ্ট মন্ত্রণালয় এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার নিকট তার উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি। এই ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার ওসি সাহেব আমাদের সাহায্য সহযোগিতা আশ্বাস দিয়েছেন।

লিখিত ডায়েরি: Md Azizur Rahman

আসিতেছি......সিলেট থেকে রাত ৯টায়  চাঁদপুর কাপাতে ❤️ িশিষ্ট_বাস। #সিলেট_কুমিল্লা_চাঁদপুর
01/01/2021

আসিতেছি......
সিলেট থেকে রাত ৯টায় চাঁদপুর কাপাতে ❤️
িশিষ্ট_বাস।
#সিলেট_কুমিল্লা_চাঁদপুর

24/12/2020

বাদাম বিক্রেতা কথা বলেন ইংরেজিতে।

জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়...
24/12/2020

জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি বিনিয়োগের জন্যও তুরস্কের প্রতি আহ্বান জানান।

ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের বিশাল আঞ্চলিক বাজার এবং অভ্যন্তরীণ বাজারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থানের কারণে এর বিশাল বাজার রয়েছে। তুরস্ক এখানে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তুরস্কের আগ্রহের কথা জানিয়ে সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্য দেয়। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য যা কিছু করার তার দেশ সেটা করবে।

জ্বালানি থেকে পর্যটন সব খাতেই তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ করছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

লেবাননের রাজধানী বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ মেরামত করে দেয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের আমন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাস মার্চে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বাংলাদেশ সফর করতে পারেন বলে জানান সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনা সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

চাঁদপুরে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্তhttps://chandpurnews.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81...
24/12/2020

চাঁদপুরে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত

https://chandpurnews.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8/?fbclid=IwAR2HeLPSvrYfRMyeWbz0wrrMooEM6bD-MlmaCy22yRILqpS1wkhf0OOpt64

চাঁদপুরে নতুন করে আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৪৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে...

07/11/2020

হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না!
আমি just জানতে চাই
যদি পারেন উত্তর দিবেন.

1st-
শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে
মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন?
একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায় তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ ধৌত করে কেন?
এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.? এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন.?
-
2nd-
শিব তার নিজের ছেলে গনেশকে চিনতে পারেনি
কেন? চিনতে না পারার জন্য ছেলের গর্দান কেটে ফেলেছিলেন.! তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে
চিনবেন.? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.?
_
3rd-
দেবদাসীর ও যোগিনীর মত পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.? যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে থাকেন?
_
4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,, মুখে দাতেঁ রক্ত ও
হাতে রক্তাক্ত তলোয়ার.! কি করে সৃষ্টিকর্তা হতে পারে.? উদাহরন- দূর্গা।
_
5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে সে কেন তার মামীর সাথে অবৈধ_সম্পর্ক রাখলো...? তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের বর্হিভূত?
_
6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে.? কারন,,,
সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম গেছে, অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়, রাম নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.! এসবকি সৃষ্টিকতার কর্ম?
_
7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন তিনি হনুমানের সাহায্য চাইবেন.? তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি আছে?
_
8th- রাম হনুমানের দু’ভাইকে কেন অকারনে খুন করলেন.? যেখানে রামের সাথে তাদের কোন
শত্রুতা ছিল না?সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব?
_
9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে লঙ্কায়
পৌছাঁতে পারে তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.? তাও আবার হনুমানের সাহায্যে? শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি করে বেশি হওয়া সম্ভব?
_
10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি ভাবে নারীদের স্নানরত দৃশ্য উপভোগ করেন.? ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে দেন?

_
11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে তো গরুর_বাচ্চা হয়.! কিন্তু মানুষের_বাচ্চা তো হয় না। তাহলে গরু কি করে মানুষের মা হয়?

-
12th- আপনি যাকে বানিয়েছেন সেবড়? নাকি আপনাকে যে বানিয়েছে সে বড়? উদাহরনঃ মুর্তি
:
:
একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে বড়!
যদি জানা থাকে জানাবেন কিন্ত... আমি কিন্তু ধর্ম
নিয়ে বাড়াবাড়ি করিনি আগেও বলেছি just জানতে চাইছি ভাইরে এক বার শান্তির ধর্মের মধ্যে
ডুকে দেখ আর পিছনে ফিরতে ইচ্ছা হবে না।
আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দেও

রাসূল (সাঃ) বলেছেন, তোমাদের সন্তানদের সাত বছর বয়স হলেতাদের নামাজের আর্দেশ দাও এবং পবিত্র  আল- কুরআন  শিক্ষা দাও।   -----...
16/10/2020

রাসূল (সাঃ) বলেছেন,
তোমাদের সন্তানদের সাত বছর বয়স হলে
তাদের নামাজের আর্দেশ দাও এবং পবিত্র আল- কুরআন শিক্ষা দাও।
-----[আবু দাউদঃ৪৯৫]----

ছেলে বেলারাকিবুল এহছান মিনারটাকি পুঁটি ধরবো বলেগেঁথে নিতাম কেঁচো,শেষে কিনা ধরা দিতমাথা মোটা গেছো!শুটকি দিয়ে বড়শি ফেলিবড় ...
16/10/2020

ছেলে বেলা
রাকিবুল এহছান মিনার

টাকি পুঁটি ধরবো বলে
গেঁথে নিতাম কেঁচো,
শেষে কিনা ধরা দিত
মাথা মোটা গেছো!

শুটকি দিয়ে বড়শি ফেলি
বড় মাছের আশায়,
কাকড়া বেটা সব খেয়ে নে
খালি পাতিল বাসায়।

শোল বোয়ালে লোভ ছিলো খুব
টাঙ্গা দিতাম পুঁটি,
ভোর সকালে দেখতাম এসে
নেইতো বাঁশের খুটি।

সবার সাথে পাল্লা দিতাম
পুঁটির বরই দিয়ে,
ফিরতাম আমি পুঁটি কৈ'য়ে
ভরা পাতিল নিয়ে।

দীঘি ছিলো একটি বড়
পুকুর ছিলো তিনটি,
বড়শি নিয়ে খুব আমেজে
কাটতো ছুঁটির দিনটি।

টং বানিয়ে পা দুলিয়ে
সবুজ বিলের পাশে,
বড়শি হাতে চেয়ে দেখ
ছেলে বেলা হাসে।

মনের কোনে দোল দিয়ে যায়
দিন গুলো আজ ক্ষণে,
ছবি দেখে উঠলো ভেসে
ছোট বেলা মনে।

স্বপ্ন দেখুন, সফল হবেন
16/10/2020

স্বপ্ন দেখুন, সফল হবেন

16/10/2020

১/ সাধারণত ১৬ - ২৮ বছর বয়সের মধ্যে তৈরি হওয়া বন্ধুত্বের সম্পর্কগুলো অধিক নিরেট ও দীর্ঘস্থায়ী হয়

২/ নারীরা সাধারণত অধিক কর্কশ কন্ঠের অধিকারী পুরুষদের পছন্দ করেন কারন তাদের কন্ঠ নারীদের কাছে সংশয়হীন ও নন-এগ্রেসিভ মনে হয় 😐

৩/ সেরা পরামর্শদানকারী ব্যক্তিরা মূলত সবচেয়ে বেশি সমস্যার অধিকারী হোন

৪/ মানুষ যতো বুদ্ধিমান হয় সে ততো দ্রুত চিন্তা করতে পারে এবং তার হাতের লেখাও ততোই অসুন্দর হয়ে থাকে

৫/ আমাদের আবেগ আমাদের একে অপরের সাথে যোগাযোগের পক্রিয়াকে প্রভাবিত করেনা। আদতে এর বিপরীতটাই সত্য। আমাদের যোগাযোগ পক্রিয়ারই আমাদের আবেগ বা মেজাজ এর উপর প্রভাব রয়েছে

৬/ একজন ব্যক্তির স্বভাব বা বৈশিষ্ট্য সম্পর্কিত অনেক কিছুই প্রকাশ পায় একজন রেস্টুরেন্ট কর্মচারী বা ওয়েটারের সাথে করা তার আচরণ থেকে

৭/ যাদের মধ্যে প্রবল অপরাধবোধ রয়েছে তারা অন্যের চিন্তা ও অনুভূতি ভালো বুঝতে পারেন

৮/ পুরুষরা নারীদের চেয়ে বেশি রসবোধসম্পন্ন নন। তারা(পুরুষ) শুধু একটু বেশিই কৌতুক করতে/বলতে পছন্দ করেন অন্যের পছন্দ অপছন্দের তোয়াক্কা না করে

৯/ লাজুক ব্যক্তিরা সাধারণত নিজেদের নিয়ে কম কথা বলেন, কিন্তু তারা তা এমনভাবে বলেন যেন অন্যদের মনে হয় তারা(অন্যরা) তাদের(লাজুকদের) সম্পর্কে ভালোভাবেই জানেন

১০/ হাই ফ্রিকোয়েন্সির মিউজিক আমাদের প্রশান্ত, হালকা ও আনন্দিত অনুভব করায়

১১/ যদি রাতে চিন্তার জট এর কারনে আপনার ঘুম না আসে তবে উঠে পড়ুন, চিন্তাগুলো লিখে ফেলুন। এটি আপনার মনকে হালকা করবে এবং আপনার ঘুমানো সহজ হবে

১২/ "গুড মর্ণিং" "গুড নাইট" জাতীয় টেক্সট ম্যাসেজ আমাদের মস্তিষ্কের আনন্দিত হবার অংশকে সক্রিয় করে তোলে

১৩/ করতে ভয় পান, এমন কিছু করে ফেলার পর তা আপনাকে অধিক সুখী করবে

১৪/ নারীদের ক্ষেত্রে কোন গোপনীয় বিষয় গোপন রাখার গড় সময় হচ্ছে ৪৭ ঘন্টা ১৫ মিনিট!

১৫/ সবাইকে সুখী রাখতে চাওয়া মানুষদের দিন প্রায়ই একাকিত্বে শেষ হয়

১৬/ আমরা যতো সুখী হই আমাদের ততো কম ঘুমের প্রয়োজন পড়ে

১৭/ প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের কষ্টের অনুভূতি ও দুশ্চিন্তা দুটোই কমে যায় ❤

১৮/ বুদ্ধিমান মানুষেরা অন্যান্যদের চাইতে কম বন্ধু তৈরি করেন। ব্যক্তি যতো স্মার্ট হোন, বন্ধু নির্বাচনে সে ততোটাই বাছাই প্রবণ হয়ে থাকেন।

১৯/ নিজের বেস্টফ্রেন্ডকে বিয়ে করলে ডিভোর্সের ঝুঁকি ৭০% কমে যায় এবং এসব বিয়ে আজীবন টিকে থাকার সম্ভাবনা থাকে

২০/ যেসব নারীদের অধিক সংখ্যক পুরুষবন্ধু রয়েছে তারা বেশিরভাগ সময়েই ভালো মেজাজে থাকেন

২১/ যেসব মানুষেরা একাধিক ভাষায় কথা বলে অভ্যস্ত তারা এক ভাষা থেকে অন্য ভাষায় কথা বলতে গিয়ে নিজের অজান্তেই ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে পারেন

২২/ দীর্ঘসময়ের একাকিত্ব স্বাস্থ্যের জন্য ততোটাই খারাপ যতোটা খারাপ একদিনে ১৫ টি সিগারেট গ্রহণ করা

২৩/ ভ্রমণ একজন ব্যক্তির মস্তিষ্কের সুস্থতা উন্নত করে এবং একইসাথে হার্ট এটাক ও বিষণ্ণতার(ডিপ্রেশন) ঝুঁকি হ্রাস করে

২৪/ মানুষ যখন নিজের আগ্রহের বিষয়গুলো নিয়ে কথা বলে তখন তাকে অধিক আকর্ষণীয় দেখায়

২৫/ দুজন মানুষ যখন একে অপরের সাথে কথা বলে এবং তাদের মধ্যে একজন কথার মাঝে পা সামান্য দূরে সরিয়ে নেয় বা অথবা এক পা বারবার অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করে, তার পরিষ্কার মানে হল সে আলাপে অনিচ্ছুক এবং ঐ স্থান ত্যাগ করতে চায়।

16/10/2020
ধোঁকা
16/10/2020

ধোঁকা

16/10/2020

আমেরিকার স্যাটেলাইটে এক অদ্ভুত রকমের দৃশ্য ধরা দিয়েছে। পৃথিবীর কোন এক জায়গায় অসংখ্য নক্ষত্রের মত কিছু একটা দেখা যাচ্ছে। যেগুলো আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে। লোকেশন চ্যেক করে নাসার বিজ্ঞানীরা দেখল লোকেশনটা বাংলাদেশের।

তৎক্ষনাত রহস্য উদঘাটনে বিমান নিয়ে বেরিয়ে পরল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলার আকাশের কাছাকাছি পৌছে দৃশ্য আরো ক্রমশ প্রকাশ্য হচ্ছে। সত্যিই তো এগুলো কি? নক্ষত্র? এত কাছাকাছি এতগুলো নক্ষত্র কিভাবে থাকতে পারে? তারা এর নাম দিল নক্ষত্রপুঞ্জ। তাদের মাঝে গুটিকয়েক আবার আলাদা। তারা শুধু সাদা আলো নয় বিভিন্ন রকমের আলো প্রদর্শন করছে। কখনো হলুদ, কখনো লালা কিংবা কখনো নীল। এগুলো নক্ষত্র নাকি এলিয়েনরা তাদের স্পেসশিপ নিয়ে আক্রমন করেছে বাংলাদেশে? কিছুতেই বুঝতে পারছে না নাসার মহাপরিচালক। চিন্তায় মাথা হট হয়ে গেছে।

তারা একটু দূর থেকেই সবকিছু লক্ষ্য করতে লাগল। হঠাৎ দেখল একটা আলো ধীরে ধীরে পতিত হচ্ছে পৃথিবীর মাটিতে। একি? এটা কোন উল্কাপিন্ড তো নয়? তাহলে তো শর্বনাশ।

নাসার মহাপরিচালক সঙ্গে সঙ্গে প্রেস মিটিং করে সবাইকে জানিয়ে দিল।

পৃথিবী ধ্বংসের মুখে। এখান থেকে রেহায় পাওয়ার কোন উপায় নেই। ধ্বংস অনিবার্য। পৃথিবীর এ মাথা থেকে ও মাথা খবর ছড়িয়ে পরল বিদ্যুত গতিতে।

এত টাকা পয়সা দিয়ে কি হবে? বিল গেটস তার সব সম্পত্তি বিলিয়ে দিল গরিবদের মাঝে। জেলে রাখা সকল ভয়ংকর অপরাধীদেরকেও মুক্ত করে দেওয়া হল। যার যা মন চাচ্ছে শেষ বারের মত খেয়ে নিচ্ছে সবাই। কেউ কেউ তার ভালোবাসার মানুষটাকে জরিয়ে রেখেছে শক্ত করে। মরলে একসাথে মরবে। শেষ চুমুটা খেয়ে নিল কপালে। ট্রাম্প ফোন করল কিম জং উন কে। ফোন দিয়ে বলল- ভাইরে ভাই এত অস্ত্র, শস্ত্র দিয়ে কি হবে? আজ থেকে কোন শত্রুতা নয়, আজ থেকে আমরা ভাই ভাই।

চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চাইল। লাদাখ ফিরিয়ে দিল তাদেরকে। করোনা ছড়ানোর দায় সম্পূর্ন নিজের কাঁধে নিয়ে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল।

এদিকে নিউজটা বিদ্যুত গতিতে ছড়িয়ে পরেছে বাংলাদেশেও। কাজের মেয়ে জরিনা যার ফেসবুক আইডি এঞ্জেল জেরিন সে তার ফেসবুকে সবার কাছে নিজের পরিচয় উন্মুক্ত করে দিয়ে ক্ষমা চাইল। এলাকারা কাঠমিস্ত্রি সুমন তার ফেক আইডি "রাতের সূর্য্য" দিয়ে যত জন ছেলের সাথে ফ্লার্ট করেছে সবার কাছে থেকে ক্ষমা চেয়ে শেষ বিদায় নিয়ে নিল। ইসহাক হোসেন তার জমিজমা সব বেঁচে ফ্যামিলি নিয়ে রওনা দিয়েছে মসজিদের উদ্দ্যেশ্যে। যেয়ে দেখে মসজিদে কোন জায়গায় নেই। তার আগেই কানায় কানায় পূর্ন হয়ে গেছে লোকসমাগমে।

ভূবন কুমার তার পরকীয়ার কথা স্বীকার করেছে। তাকে ক্ষমাও করে দিয়েছে তার বউ রাণীদেবি। সবাই সব পাপ কর্ম স্বীকার করে ক্ষমা চেয়ে নিচ্ছে একে অপরের কাছে। বিশিষ্ট চা খোর রাকিব উদ্দিন তার জীবনের সর্বশেষ এক জগ চা নিয়ে বসে গেছেন। মাহফুজুর রহমান তার সর্বশেষ গানের এলবাম প্রকাশ করে দিয়েছে। এই প্রথম তার গানের প্রশংসা করছে দেশবাসি। কেউ কোন ট্রোল করে নি।

সিয়াম তার এক্স রেশমিকাকে ফোন দিয়ে বলল- কি লাভ হল আমায় ছেড়ে যেয়ে? সেইতো তুমিও যেখানে যাচ্ছ আমিও সেখানে যাচ্ছি। কোন মানে হয় এসবের?

এদিকে নাসার মহাপরিচালক কৌতুহল সংবরণ করতে না পেরে এবার ভীতসন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে এগুতে লাগলো। একটু কাছে এসেই হাবল টেলিস্কোপ চোখে দিতেই দেখল-

তারা যেগুলোকে নক্ষত্র ভেবেছিল সেগুলো আসলে কোন নক্ষত্র নয়। নয় তো কোন উল্কাপিন্ড পতিত হচ্ছিল মাটিতে। এটা বাংলার দামাল ছেলেরা রাতের বেলা কয়রাতে (এক ধরনের ঘুড়ি) লাইট লাগিয়ে উড়াচ্ছিল। একটা কয়রা সুতা গুছিয়ে নিচে নামানোর দৃশ্যই তারা ভুলে উল্কাপিন্ড মনে করে গুজব ছরিয়েছে। নাসার মহাপরিচালক প্রেসের সামনে কান ধরে শপথ নিল, বেঁচে থাকতে আর কখনো বাংলাদেশের কোন রহস্য উদঘাটনে আগ্রহ দেখাবে না কোনদিন।

ছবিতে দেখানো প্রথম ছবিটি দিনাপুরের পার্বতীপুরের প্লাটফর্ম। এবং দ্বিতীয় ছবিটি চাঁদপুর সদরের প্লাটফর্ম।শহরের একদম মাঝে হওয়...
16/10/2020

ছবিতে দেখানো প্রথম ছবিটি দিনাপুরের পার্বতীপুরের প্লাটফর্ম। এবং দ্বিতীয় ছবিটি চাঁদপুর সদরের প্লাটফর্ম।

শহরের একদম মাঝে হওয়ার পরও, হাটারও যোগ্য না।
চাঁদপুর জেলার সদর থানা হয়েও চাঁদপুর এর সবচেয়ে আনস্মার্ট থানা এই চাঁদপুর সদর থানা।
যেখানে মতলব, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ থানার সদর থানা থেকে কয়েক গুন উন্নত।

দুর্নীতিমুক্ত চাদঁপুর জেলা চাই।
ছবি ও লেখা: সংগৃহীত।

Address

Chandpur
Chttagong
3600

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুর নিউজ - Chandpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


You may also like