Let's be Confidence

Let's be Confidence Welcome to let's be confidence page everyone. Thanks supporting me.��
(10)

03/12/2023

সবাই বদলে যাওয়া টা দেখে বাট কেউ বদলে যাওয়ার কারণ টা জিজ্ঞেস করে না 💔

02/12/2023

সব থাকার পর ও একজন এর অপূর্ণতার যে ব্যাপার টা 💔🥀

Hum.💔
01/12/2023

Hum.💔

29/11/2023

আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই...
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা।

Roy

29/11/2023

আক্ষেপ জমতে জমতে মন থেকে উঠে যাওয়ার যে ব্যাপার টা 🥺💔

27/11/2023
24/11/2023

এই মেয়েটার জন্য আমার ভীষণ আফসুস হয় !
একটা মানুষ যত খারাপই হোক না কেন একটা সময় চেয়েছিল কাছের মানুষকে নিয়ে সুখে থাকতে।একে একে সবাই তাকে ছেড়ে চলে গেলো ! শেষ পর্যন্ত তার একমাত্র নিজের একটা মানুষ সেও চলে গেলো ! ভাবতে পারেন এই দুনিয়ায় তার নিজের বলতে কেউ নেই !পরিবার বলতে কেউ নেই! দিন শেষ এ ডান,বাম,সামনে,পেছনে তাকালে শুধু শূন্যতা !আমরা বলি না একাকিত্ব সুন্দর? একাকিত্ব কী আসলেই সুন্দর একবার ভেবে দেখুন তোহ !!! ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়।

Pori Moni

01/11/2023

রাতে ইডেনের সৌন্দর্য 💜💜

25/10/2023

নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা!'🖤🌸

01/10/2023

হে আল্লাহ তুমি সর্বোত্তম পরিকল্পনাকারী।

যেটা আমার জন্য উত্তম শুধু সেটাই আমাকে দাও💜

বাকি সব কিছু আমার থেকে কেড়ে নাও।💜

29/09/2023

যতবার মানুষের সাথে মিশতে চেয়েছি,ততবার বুঝিয়ে দিয়েছে একা থাকাই ভালো💔💔💔💔

24/09/2023

মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন!আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন!'❤

24/09/2023

💜💜💜💜

তোমাকে ভালোবাসার পর😥অনেক বছর হলো,আর নিজেকে ভালোবাসা হয় না💔💔
21/09/2023

তোমাকে ভালোবাসার পর😥

অনেক বছর হলো,আর নিজেকে ভালোবাসা হয় না💔💔

20/09/2023

মানুষ যেভাবে বাঁচতে চায়, তাকে সেভাবে বাঁচতে দেয়া হোক। সবাই বাঁচুক,আপন প্রাণে আপন চাওয়াতে মানুষ বাঁচুক। 💔
20/09/23

17/09/2023

ভাইয়া থেকে সাইয়া হওয়া বেডাগুলো টেকসই হয়।

শুভ জন্মদিন তোতাপাখি 💜💜খুব ভালো থেকো।আর সুন্দর মনের মানুষ হও।💜💜💜
13/09/2023

শুভ জন্মদিন তোতাপাখি 💜💜

খুব ভালো থেকো।আর সুন্দর মনের মানুষ হও।💜💜💜

কি করা যায়??
12/09/2023

কি করা যায়??

12/09/2023

মানুষের অভিশাপ,বদ দোয়া নিঃশব্দে দুফোটা চোখের পানি,
যদি আরশ মহলে ঠিক-ঠাক মতো পৌঁছায়...
আল্লাহ রব্বুল আলামীন যদি তার একটা বদ দোয়া কবুল করে ফেলে,
বিশ্বাস করেন সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে..!















#কষ্টেরকথা




#বাংলাকষ্টেরস্ট্যাটাস
#জীবনএরগল্প
#ভালোবাসারগল্পকষ্টের




মানুষ কে'টে যাওয়া ক্ষ'তের আ'ঘাত মনে রাখে না, ঘা শুকিয়ে গেলেই ভুলে যায়। মানুষ মনে রাখে কথার ছ'লে ফিরিয়ে দেয়া অ'পমানের আ'ঘ...
11/09/2023

মানুষ কে'টে যাওয়া ক্ষ'তের আ'ঘাত মনে রাখে না,
ঘা শুকিয়ে গেলেই ভুলে যায়। মানুষ মনে রাখে কথার ছ'লে ফিরিয়ে দেয়া অ'পমানের আ'ঘাত। যা ক্ষ'ত নাহলেও দিয়ে যায় সারাজীবনের জন্য য'ন্ত্রণা।

লেখা ও ছবি :আফরোজা🌸

11/09/2023

জীবনে কত মানুষ প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের মায়া আজীবন থেকে যায়..!!❤️‍🩹💓

09/09/2023

সব বোনদের পড়ার জন্য অনুরোধ রইল😢
খুব ভয়ংকর এবং শিক্ষনীয় একটি ঘটনা।

অন্তর কেঁপে উঠলো লেখাটা পড়ে 💔

সকাল ৮:৩০, বাবা বাথরুমে গোসল করছে, একটুপর অফিসে যাবে। এদিকে এক নাগাড়ে বাবার ফোনে রিং বাজছে। আম্মু রান্নাঘর থেকে আমাকে বলছে, জুলি তোমার বাবার ফোন বাজে, দেখো তো কে কল করেছে..??

আমি বাবার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম মিজান চাচা কল করেছে। ফোনটা নিয়ে এক দৌঁড়ে রান্নাঘরে গিয়ে আম্মুকে বললাম, তাড়াতাড়ি রিসিভ করো, বাড়ি থেকে মিজান চাচা ফোন করেছে।
আম্মু ফোন রিসিভ করতেই মিজান চাচা বলে ওঠলো, ম্যামসাহেব, ইলি মামণির কবরটা আবার ভেঙ্গে গেছে, পানিও ওঠেছে কবরে। ঝড় নাই, বৃষ্টি নাই তবুও এই কবরটা খালি ভেঙ্গে যায়।

আমি আম্মুর পাশে দাঁড়িয়ে ছিলাম তাই ফোনের ঐপাশ থেকে মিজান চাচার কথা অস্পষ্ট হয়ে আমার কানে এলো। ইলি আপুর নাম শুনে আমি আঁতকে ওঠলাম। নিজের অজান্তেই গলা দিয়ে শব্দ বেরিয়ে এলো, ইলিপু..!!! হাত পা কাঁপতে লাগলো আমার। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। তারপর আর কিছুই বলতে পারবো না।

জ্ঞান ফিরার পর নিজেকে আবিষ্কার করলাম আম্মুর বিছানায়। বাবা অনলাইনে ট্রেনের টিকিট টাকার জন্য চেষ্টা করতেছে। এদিকে বিছানায় শুয়ে আমার ধ্যান খেয়াল সব ফিরে গেলো নয় বছর পিছনে। যেখানে আমার রব ছিলো অপরিচিত।

৩১ জুলাই,২০১১
সন্ধ্যায় মাগরিবের আজান ভেসে আসলো বাসার পাশে থাকা তিন চারটা মসজিদ থেকে। ইলি আপুর গানের টিচার চলে এসেছেন। মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথেই রেওয়াজ শুরু হয়ে গেলো। আপু বিভিন্ন প্রোগ্রামেও গান গায়। গানের বিষয় হচ্ছে লোকসঙ্গীত।
রেওয়াজের শুরুতে তানপুরা বাজতে থাকে। আপু এক ধান্দায় মাথা দুলাতে থাকে, সাথে থাকে আমাদের উৎসাহমূলক করতালি।

গান করতে করতে এশার আজানের শব্দও পেলাম। বাসার পাশে তিন চারটা মসজিদ থাকায় অনেকক্ষণ পর্যন্ত আমরা আজানের শব্দ শুনতে পাই। কিন্তু সেদিকে কোনদিনও কোন খেয়াল ছিলো না আমাদের।

আম্মু এসে বললেন, ইলি মা আমার এবার একটু রেস্ট করো। ইলি আপু বললো, আম্মু পরশু থেকে তো রমজান মাস শুরু। এবার কিন্তু রমজানের প্রথম সপ্তাহেই আমাকে সব শপিং করে দিবে প্লিজ। ঈদের তৃতীয় দিন একটা কনসার্টে পার্টিসিপেট করতে হবে। আগে থেকেই সব ড্রেস বানিয়ে রাখবো, পরে এত ঝামেলা করতে ভালো লাগে না। আম্মু বললেন, তুমি কোন চিন্তা করো না, রমজানের প্রথম সপ্তাহেই তোমার যা যা লাগে সব কিনে ফেলবো। আমার মেয়েকে টিভিতে দেখাবে এরচেয়ে গর্বের বিষয় আমার জন্য আর কি হতে পারে..!!

রাত ১২:৩০, সবাই ছাদে বসে চা খাচ্ছিলাম আর ইলি আপুর গান শুনছিলাম,
"কারে করিছো সন্ধান
সন্ধানে কি ফল..??
সন্ধানে মিলে না কিছুই,
জনম বিফল.."

চা,গান,আড্ডা এসব করতে করতে অনেক রাত হয়ে গেলো। সবাই নিচে নেমে এলাম। ঘড়িতে তখন পৌঁনে তিনটার কাছাকাছি। ইলি আপু আমাকে বললো, জুলি কাল রাতে এই টাইমে আমরা সাহরী করবো। জানিস জুলি, রমজান মাসটা আমার কাছে ইমাজিং লাগে। সারারাত জেগে থাকা যায়, বিকাল পর্যন্ত ঘুমানো যায়। আহ্,শান্তি আর শান্তি...

আমি আর ইলি আপু একই বিছানায় থাকতাম। সেদিন কাঁচা ঘুমের মধ্যে বুঝতে পারলাম ইলি আপু আমাকে জোরে একটা লাথি দিয়েছে। প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেলো আমার। কাঁচা ঘুমটা ভেঙ্গে গেলো, শুনতে পেলাম ফজরের আজান হচ্ছে। ফজরের আজানের সাথে ভয়ঙ্কর গোঙানির শব্দ মিশ্রিত হয়ে এক আচানক শব্দ কানে এলো। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, চোখ খুলতে পারলাম না। গা শিউরে ওঠতে লাগলো আমার।

খানিকপরে টের পেলাম আমার জামার একপাশ থেকে ইলি আপু খামচেঁ ধরেছে। জামা ছিঁড়ে চিড়চিড় শব্দ হচ্ছে এটাও স্পষ্ট কানে এলো। আস্তে আস্তে চোখ খুললাম, আমার পাশে শুয়ে থাকা ইলি আপুকে কেমন বিভষ্যৎ লাগছে। আমি চিৎকার করতে পারলাম না।
বিছিনা অনবরত কাঁপছে। মনেহলো আমার ভিতর থেকে শুকনো কলিজাটা কেউ হিচকা টানে বের করে এনেছে।

ইলি আপুর গোঙানি শব্দে বাবা ছুটে এলেন আমাদের ঘরে,পিছনে পিছনে আম্মুও এসে দাঁড়ালেন। ইলি আপুর মুখ দিয়ে পিচ্ছিল লালা বের হয়ে আমার শরীর ভিজে যাচ্ছে। গরম ফুটন্ত পানির মতো যন্ত্রনা অনুভব করলাম আমি। আম্মু ভয়ে আমাদের কাছে আসলেন না। মা ভয়ে সন্তানের কাছে আসছে না, পৃথিবীতে এরচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে..??

বাবা রুমের দরজা খোলে মসজিদের দিকে ছুটে গেলেন। একটুপর একজন হুজুরকে সাথে নিয়ে বাসায় ফিরলেন। সকাল তখন একদম পরিষ্কার। সকালের ঠান্ডা মৃদু বাতাস আর ইলি আপুর গরম নিঃশ্বাসে রুমের ভিতর এক বিষাক্ত পরিবেশ তৈরী হলো।
এদিকে ইলি আপুর চোখ অস্বাভাবিক রকমের বড় হয়ে গেছে। হুজুর ইলি আপুর কানের কাছে বললেন, মা কালিমা পড়ো "লা ইলাহা ইল্লাল্লাহ্" পড়ো মা, পড়ো।
ইলি আপু পড়তে লাগলো, "জনম বিফল.."

হুজুর আবার বললেন, বলো মা "লা ইলাহা ইল্লাল্লাহ্"
ইলি আপু বলতে লাগলো, "জনম বিফল.."
ইলি আপুর চোখ বড় থেকে আরো বড় হতে লাগলো। মনেহলো চোখের মণি এখনি ছিটকে বেরিয়ে আসবে। খামচেঁ বিছানার চাদর ছিঁড়ে ফেললো। দুই পায়ের সবগুলো আঙ্গুল বেঁকে কুঁকড়ে গেলো। আস্তে আস্তে ইলি আপুর পা কাঁপা বন্ধ হয়ে গেলো।

আমি পলকহীন চোখে খেয়াল করলাম ইলি আপুর পেট অনবরত লাফাচ্ছে, নাড়ি ভুড়ি সব বের হয়ে আসবে এমন অবস্থা। আস্তে আস্তে পেট শান্ত হয়ে এলো। মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে লাগলো, "জনম বিফল.."

নিমিষের মধ্যেই চোখ ফ্যাকাসে রং ধারন করে স্তব্ধ হয়ে গেলো। সকালের রোদ তখন উঁকি দিচ্ছে। হুজুর বাবাকে বললেন, চোখ দুটো বন্ধ করে দিতে। বাবা ভয়ে ইলি আপুর কাছে আসলেন না। হুজুর নিজেই চোখ বন্ধ করে দিলেন। আমি কাঁদতেও পারছিলাম না, অসহায় মনেহলো নিজেকে নিজের কাছে।

ইলি আপুকে কবর দেওয়া হলো আমাদের গ্রামের বাড়িতে। অনেক কষ্টে ইলি আপুকে কবরে রাখা হয়েছে। তিনটা কবর খুঁড়া হয়েছিলো, কিন্তু তিনটা কবরেই পানি ওঠছিলো বারবার। তারপর কোনরকম বাঁশের ফালিগুলো পানির উপর রেখে সেভাবেই আপুকে কবরে রাখা হয়।

মাঝেমাঝে ঘুম ভেঙ্গে গেলে দেখতাম ইলি আপু আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খোলা মাত্রই আমার বুকের উপর ওঠে বসতো আর আমার গলা তার দুই হাত দিয়ে চেপে ধরে বলতো, তোরা কেনো তখন আমার গানের সাথে করতালি দিতি..?? তোদের জন্য আমি তো আমার রব কে চিনতে পারি নি। তুই কেনো আমার দুনিয়ার

09/09/2023

নারী কে রানী করে রাখতে একমাত্র তার বাবাই পারে ❤️

08/09/2023

আল্লাহ তায়ালা আমাকে ভালোবাসেন , অবশ্যইই অনেক ভালোবাসেন। এমন অনেক সময় গেছে আমি উনাকে ডাকিনি কিন্তু তিনি আমাকে ফেলে দেয়নি। আমার রিজিক বন্ধ করে দেয়নি, তাঁর নিয়ামত থেকে আমাকে দূরে রাখেননি!'🌸

আলহামদুলিল্লাহ!!"🌸💜

happy birthday
08/09/2023

happy birthday







07/09/2023

বিপদের সময় একমাত্র বাপ, মা ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না।
তাই সময় থাকতে মূল্যদিন।

07/09/2023

💜ইডেন কলেজ💜

সাত কলেজের সেরা কলেজ,
ইডেন কলেজ ভাই।

ছেলে নামক কোন প্যারা,
এই কলেজে নাই।

শিক্ষা,দিক্ষায় ইডেন কলেজ,
সব কলেজের সেরা।

কষ্ট একটাই ছেলে নাইরে,
মেয়ে দিয়েই ভরা।

কিন্তু পাশেই আছে ঢাকা কলেজ,
কি বলব তার কথা।

ইডেন কলেজের প্রতি তাদের,
কেন এত মমতা?

সময় পেলেই ছুটে আসে।
ইডেন কলেজের দ্বারে,

তাইনা দেখে বদরুন্নেসারা,
হিংসায় জ্বলে মরে?

ইডেন কলেজের সোনার মেয়ে
খাটি হিরাও বটে।

জেনে রেখ ছেলে ,
এমন মেয়ে সহজে নাহি মেলে

07/09/2023

অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝা যায় না😭😭

06/09/2023

"

জোর'করে হাতে টাকা ধরিয়ে দেওয়া আত্মীয় গুলো🐸

~দিন দিন হারিয়ে যাচ্ছে..!! 🙂😍

আমার এমন আত্নীয় কোন জন্মেই ছিল না😏

06/09/2023



ব্যাডা মানুষ`নাটকে সেরা.!🤧🤣

@

Address

Chandpur
Chandpur

Telephone

+8801861952320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's be Confidence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's be Confidence:

Videos

Share

Nearby media companies