03/06/2025
ভোরের বৃষ্টিতে নিঃশব্দ সুখ"
এখন খুব ভোর। আকাশের রঙ এখনও ঠিক নীল হয়নি,
ধূসর আলোয় ঢেকে আছে চারপাশ —
শুধু একটানা বৃষ্টির শব্দ, যেন প্রকৃতির নিঃশব্দ প্রার্থনা।
জানালার কাঁচে জমে থাকা ফোঁটাগুলো
একেকটা গল্প হয়ে গড়িয়ে পড়ে —
অপূর্ব এক নির্জনতা, যেখানে শহরের কোলাহল এখনো ঘুমিয়ে।
আর দূরে কোথাও ধীরে ধীরে ভেসে আসে ফজরের আযান —
সেই সুর,
যেটা এই বৃষ্টির মধ্যে এক অলৌকিক শান্তি এনে দেয়।
আযানের প্রতিটি শব্দ
বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে মিশে গিয়ে
মনকে ধুয়ে দেয় এক নিঃশব্দ পবিত্রতায়।
দূরে কোথাও হয়তো ঘুমচোখে জেগে উঠছে কোনো পাখি,
কোনো ঘরে হয়তো জ্বলে উঠেছে চায়ের উনুন।
আর আমি — এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে
এই নিঃশব্দ বৃষ্টির গান শুনে যাচ্ছি।
এই ভোরবেলা কারও ভালোবাসার মতো —
নরম, শান্ত, অব্যক্ত।
তাড়া নেই, শব্দ নেই —
শুধু বৃষ্টি, আর একরাশ মন ছুঁয়ে যাওয়া প্রশান্তি।