SA Farm House

SA Farm House In this page you can see Agricultural videos.

12/01/2025

আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পূর্ণ হলো....
শীতকালে মুরগী ব্রুডিং করা খুবই চ্যালেঞ্জিং, তবুও শতভাগ চেষ্টা করতেছি মুরগী গুলোকে ভালো রাখার জন্য।
সবাই দোয়া করবেন।

11/01/2025

অনেকদিন পর ফুটবল মাঠে ছোটদের সাথে দুষ্টামি করলাম।

11/01/2025

Practice Match Junior Dream-11 Noringpur.

06/01/2025

ফার্মে নতুন অতিথির আগমন ❤️
কালারবার্ড ❤️

02/01/2025

এদের জন্য মায়া লাগে তবুও ছেড়ে দিতে হচ্ছে🥲

মাশা-আল্লাহ ❤️
30/12/2024

মাশা-আল্লাহ ❤️

25/12/2024

দুই মাস বয়সী ফাওমী এবং দেশি মুরগীর বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন।
01849-853959

কোয়েল পাখির ডিম হ্যাচিং চলতেছে, যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন, অল্প কিছু বাচ্চা দেওয়া যাবে..... ইনশাআল্লাহ। 01849-853...
03/12/2024

কোয়েল পাখির ডিম হ্যাচিং চলতেছে, যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন, অল্প কিছু বাচ্চা দেওয়া যাবে..... ইনশাআল্লাহ।
01849-853959

03/12/2024

যেকোনো বয়সী টাইগার, ফাওমী ও দেশি মুরগী নিতে চাইলে যোগাযোগ করুন....
01849-853959

১ দিন থেকে শুরু করে যেকোনো বয়সের কোয়েল পাখি নিতে চাইলে যোগাযোগ করুন.. 01849-853959
23/11/2024

১ দিন থেকে শুরু করে যেকোনো বয়সের কোয়েল পাখি নিতে চাইলে যোগাযোগ করুন..
01849-853959

১০ দিন বয়সী ৫০ টি টাইগার মুরগী চলে যাচ্ছে দৈয়ারা,শাহরাস্তি, চাঁদপুর। আপনি নিতে চাইলে যোগাযোগ করুন। 01849853959
15/11/2024

১০ দিন বয়সী ৫০ টি টাইগার মুরগী চলে যাচ্ছে দৈয়ারা,শাহরাস্তি, চাঁদপুর।
আপনি নিতে চাইলে যোগাযোগ করুন।
01849853959

06/11/2024

120/2....... 143/10

কবের দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হয়, এই পৃথিবীটা আসলে কত ক্ষণস্থায়ী। প্রতিটি মুহূর্ত ধোঁয়ার মতো মিলিয়ে যায়—সম্পর্ক, হাসি-...
28/10/2024

কবের দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হয়, এই পৃথিবীটা আসলে কত ক্ষণস্থায়ী। প্রতিটি মুহূর্ত ধোঁয়ার মতো মিলিয়ে যায়—সম্পর্ক, হাসি-কান্না, সবই সাময়িক। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের আড়ালে আছে এক চিরন্তন ঠিকানা, যেখানে আমরা একদিন সবাই ফিরব। আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য এই জীবনই আমাদের প্রস্তুতির সময়। হয়তো এই ভাবনাগুলোর মাঝেই জীবনের আসল মানে খুঁজে পাই—পরকালের চিরস্থায়ী জীবনের অপেক্ষায় থাকা।

01/10/2024

২দিনের টেস্ট ম্যাচ তবুও ওরা ড্র করতে পারে না।
শান্ত রিভার্স সুইপ করে আউট হয়, এই বেকুব কিভাবে অধিনায়ক হয়? 😡

কিছু ফাওমী মোরগ ও মুরগী  বিক্রি করা হবে। নিতে চাইলে যোগাযোগ করুন।01849853959
31/08/2024

কিছু ফাওমী মোরগ ও মুরগী বিক্রি করা হবে।
নিতে চাইলে যোগাযোগ করুন।
01849853959

আসুন জেনে নেই ডিমের পুষ্টিগুণের কথা–১. সকালের নাশতায় ডিম রাখুন। কারণ এই ডিম সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করবে।২. পুষ্...
03/07/2024

আসুন জেনে নেই ডিমের পুষ্টিগুণের কথা–
১. সকালের নাশতায় ডিম রাখুন। কারণ এই ডিম সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করবে।
২. পুষ্টিগুণে ভরপুর ডিমে আছে প্রোটিন, ভিটামিন এ, বি১২, ভিটামিন ডি। ভিটামিন এ ত্বকের জন্য ভালো। ভিটামিন ডি হাড় সুস্থ ও মজবুত করে।
৩. ডিম প্রোটিনের ভালো উৎস। প্রোটিন শরীরের বিভিন্ন অঙ্গ, ত্বক, চুল এবং শরীরের টিস্যু ভালো রাখতে সহায়তা করে।
৪. ডিম শরীরে দীর্ঘসময় শক্তি সঞ্চয় করতে সহায়তা করে। তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে ডিম খেতে পারেন।
৫. ডিম শিশুদের দৈহিক বিকাশের পাশাপাশি মেধা বিকাশেও ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৬. ডিমের কুসুমে থাকে কোলিন। মস্তিষ্কের বিকাশে কোলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে।
তবে ডিমের যেমন উপকারিতা আছে, তেমনি অপকারিতাও আছে। নিউট্রিশন অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, ‘অতিমাত্রায় ডিম খেলে আপনার ক্ষতি হতে পারে। যেমন– ওজন বৃদ্ধি , রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। ডিমের সাদা অংশে যেহেতু খুব ভালো প্রোটিন অ্যালবুমিন আছে, তাই মাংসপেশি বাড়ানোর জন্য কিন্তু অতিরিক্ত অ্যালবুমিন গ্রহণে শরীরে বায়োটিন নামের এক ভিটামিনের শূন্যতা দেখা দেয়।
ডিমে অনেকের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে ডিম খেলে তাদের অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। আবার বেশি পরিমাণে ডিম খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে। সকালের নাস্তা বা রাতের খাবারের জন্য ডিম স্বাস্থ্যকর। খালি পেটে বা ভরা পেটে, দুইভাবেই ডিমের উপকারিতা আছে। তবে খালি পেটে ডিম খেলে অনেক সময় এসিডিটি হতে পারে।’

29/06/2024

৩ দিন বয়সী অরজিনাল মিশরীয় ফাওমী মুরগী নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ।
যোগাযোগঃ 01849-853959
এস এ ফার্ম হাউজ , নরিংপুর ( দঃ) পাড়া , শাহরাস্তি, চাঁদপুর ।

Address

Shahrasti
Chandpur
3622

Telephone

+8801849853959

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Farm House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Farm House:

Videos

Share