প্রিয় চান্দিনা

প্রিয় চান্দিনা চান্দিনার কথা বলি

বাংলাদেশের রাজধানী ঢাকাতে গরুর মাংসের মূল্য ৬০০ টাকা হলেও চান্দিনা তে ৭৫০ টাকা টাকায় কিনতে হয় গরুর মাংস।এবং প্রতিদিন রো...
06/12/2023

বাংলাদেশের রাজধানী ঢাকাতে গরুর মাংসের মূল্য ৬০০ টাকা হলেও চান্দিনা তে ৭৫০ টাকা টাকায় কিনতে হয় গরুর মাংস।এবং প্রতিদিন রোস্টার টানানো থাকলেও রোস্টারে কোন মূল্য লেখা নেই।এ নিয়ে টিভি চ্যানেলে প্রতিদিন নিউজ থাকলেও চান্দিনা তে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

04/12/2023

কুমিল্লা-৭ (চান্দিনা) আসন
কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার
আজকে যাদের কে বৈধ, স্থগিত ও বাতিল ঘোষণা দিয়েছে জেনে নিন তাদের নাম

১.অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (বাংলাদেশ আওয়ামী লীগ) বৈধ
২.মুনতাকিম আশরাফ টিটু (স্বতন্ত্র) বাতিল
৩. আব্দুল হান্নান (স্বতন্ত্র) বাতিল
৪. শহিদুল ইসলাম (জাকের পার্টি) স্থগিত
৫. লুৎফুর রেজা খোকন (জাতীয় পার্টি) বৈধ
৬. শহীদুল্লাহ (বাংলাদেশ সুপ্রিম পার্টি) বৈধ
৭. তোফায়েল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ) বৈধ
৮. জাহাঙ্গীর (স্বতন্ত্র) বাতিল
৯. সালাম মিয়া (বাংলাদেশ কংগ্রেস) স্থগিত
১০. ইমদাদুল হক (জাকের পার্টি) স্থগিত

30/11/2023

অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয়ের চান্দিনার সকলের প্রতি আহবান

31/07/2023

চান্দিনা বাজারের কাঁচামাল বিক্রেতাদের মধ্যে ঝগড়া

04/07/2023

চান্দিনা উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান রিপন মজুমদার কিছুক্ষন আগে শেষ নিঃস্বাস ত্যাগ করেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

গতকাল ২৭/০৬/২০২৩ পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আরাফার ময়দান থেকে সৌদি সময় মাগরিব এর নামাজের পর থেকে সন্ধ্যা ৭ টায় (আনুমা...
28/06/2023

গতকাল ২৭/০৬/২০২৩ পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আরাফার ময়দান থেকে সৌদি সময় মাগরিব এর নামাজের পর থেকে সন্ধ্যা ৭ টায় (আনুমানিক) হারিয়ে গেছে...

নাম: মো: শহিদ উল্লাহ
গ্রাম : ধানুয়াখোলা পো: নগরপাড় (ইলিয়টগঞ্জ উওর)
উপজেলা: দাউদকান্দি জেলা:কুমিল্লা।
পিআইডি নং: 1123180
পাসপোর্ট নং: EG0533393
মোয়ালেম :মেনাজ্জেম হোসেন
হজ্ব এজেন্সি: রিভার ভ্যালি
দয়া করে যদি কেউ ওনার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন।

মুশির্দা আক্তার (আমার আম্মা)

+996 0570437475
imo: +8801918033189
WhatsApp :+8801918033189

মোয়াল্লেম রফিকুল ইসলাম :+966 0572583047

অনুগ্রহ করে তাকে পাওয়ার জন্য সাহায্য করুন🙏

তীব্র দাবদাহে মানুষের হাসফাঁস! দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে এই সময়ে । আশা করি সরকারিভাবে খেলার এই সিদ্ধান্ত পরিবর্তন হ...
06/06/2023

তীব্র দাবদাহে মানুষের হাসফাঁস! দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে এই সময়ে । আশা করি সরকারিভাবে খেলার এই সিদ্ধান্ত পরিবর্তন হবে ...

06/06/2023

হারং ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৩
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট বনাম ছায়কোট একাদশ

মজার জিনিস!এটা একটা থ্রিডি অপটিকাল ইল্যুশন ফটো। এমনিতে কিছুই দেখা যাচ্ছেনা। কিন্তু আসলে এখানে কি আছে দেখতে চাইলে প্রথমে ...
04/06/2023

মজার জিনিস!
এটা একটা থ্রিডি অপটিকাল ইল্যুশন ফটো। এমনিতে কিছুই দেখা যাচ্ছেনা। কিন্তু আসলে এখানে কি আছে দেখতে চাইলে প্রথমে ছবিটা ফুল স্ক্রিন করতে হবে, তারপর স্ক্রিন নাকের কাছে কিছুক্ষণ রেখে ফোকাস করে খুব আস্তে আস্তে স্ক্রিন দূরে সরালেই দেখা যাবে!

তারপর! কে কি দেখলেন?

©️Science Bee group

03/06/2023

আগামীকাল থেকে বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

31/05/2023

গতকাল রাতে চান্দিনা RNR CNG এর উত্তর পার্শের একটি বাড়ীতে এরা চুরি করেন এদের কেউ চিনে থাকলে দয়া করে জানাবেন।

14/05/2023

প্রিয় চান্দিনাবাসী,
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা'র কারণে কক্সবাজারে ইতোমধ্যে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারী করা হয়েছে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোন পরিস্থিতিতে ২০ টি আশ্রয়ন প্রকল্প প্রস্তুতি রাখা হয়েছে৷ এছাড়া উপজেলা প্রশাসন থেকে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোন জরুরী প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরে সকলকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

উপজেলা নির্বাহী অফিসার: ০১৭৩৩৩৫৪৯৩৮
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা: ০১৬০৯৯০১৬৭২
উপজেলা কৃষি কর্মকর্তা: ০১৬৮১৬৮৩৩৪২
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: ০১৭৭৫০৯৭৯৮৮

অনুরোধক্রমে
উপজেলা নির্বাহী অফিসার
চান্দিনা,কুমিল্লা।

বাংলাদেশের দুই নক্ষত্র একসাথে❤️❤️
06/02/2023

বাংলাদেশের দুই নক্ষত্র একসাথে❤️❤️

25/01/2023

ইসলামের প্রতি অসাধারন শ্রদ্ধা নিয়ে যা বললেন
অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত এমপি
#প্রিয়_চান্দিনা

হারানো বিজ্ঞপ্তি:-আসসালামু আলাইকুমনাম- মোঃ মেহেদী হাসান গত (২২/০১/২০২৩) দুপুর ১২ টা থেকে নিখোজ হয় ।কোনো সহৃদয়বান ব্যক্তি...
24/01/2023

হারানো বিজ্ঞপ্তি:-
আসসালামু আলাইকুম
নাম- মোঃ মেহেদী হাসান
গত (২২/০১/২০২৩) দুপুর ১২ টা থেকে নিখোজ হয় ।কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উনাকে পেয়ে থাকেন?? অথবা দেখেন দয়াকরে আপনাদের হেফাজতে রেখে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হইল।

নাম- মোঃ মেহেদী হাসান
বয়স-১৯ (আনুমানিক)
হারানোর স্থান-অম্বরপুর.. থেকে
ঠিকানা-
গ্রাম-অম্বরপুর
পোস্ট অফিস- অম্বরপুর
ইউনিয়ন-৪ নং মহিচাইল
থানা-চান্দিনা
জেলা-কুমিল্লা
ফোন নম্বর-01833997015
অথবা ইনবক্সে যোগাযোগ করুন।
অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করে সাহায্য করুন!।

সন্ধান  চাই,,,,, সেয়ার করে ছড়িয়ে দিন এতে করে উপকৃত হবে 🙏।
21/01/2023

সন্ধান চাই,,,,, সেয়ার করে ছড়িয়ে দিন
এতে করে উপকৃত হবে 🙏।

 ❤️প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......এই অবিশ্বাস্য!  এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টেশ...
16/01/2023

❤️
প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......

এই অবিশ্বাস্য! এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টেশনগুলিকে উপস্থাপন করে। বিন্দুগুলির যে কোনও একটিতে ক্লিক করুন এবং আপনি তত্ক্ষণাত খুব ভাল অভ্যর্থনা সহ সেই স্টেশনটি শুনতে পাবেন। আপনারা যারা বহুভাষিক তিনি অবশ্যই এটি উপভোগ করবেন।
👉 লিঙ্কটি ক্লিক করুন: http://radio.garden

11/01/2023

চান্দিনায় অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি'র ঘরোয়া পরিবেশে নেতা কর্মীদের সাথে আলাপচারিতার বিকৃত ভাইরাল ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মোঃ মফিজুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সাথে রয়েছেন ...

জাতীয় আয়কর সম্মাননা অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান হাসান ও কুমিল্লা- ৭ আসনের মাননীয় সাংসদ সদস্য  অধ্যাপক ডা....
28/12/2022

জাতীয় আয়কর সম্মাননা অনুষ্ঠানে বিশ্বসেরা
অলরাউন্ডার সাকিব হাসান হাসান ও কুমিল্লা- ৭ আসনের মাননীয় সাংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

২১-২২ কর বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সাকিব আল হাসান ও চিকিৎসক ক্যাটাগরিতে অধ্যাপক ডা. প্রাণ গোপন দত্ত সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।
❤️দুই অলরাউন্ডার একসাথে❤️

এই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, কেহু যদি দেখে থাকেন বা পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করেন (০১৮৬১৪২০৩৪৬)
24/12/2022

এই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, কেহু যদি দেখে থাকেন বা পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করেন (০১৮৬১৪২০৩৪৬)

সবাই একটু প্রচার করুন দয়া করে... মোঃ জাহাঙ্গীর আলম। গ্রাম - বামনীখলা, চান্দিনা, কুমিল্লা। গতকাল দুপুর ১টা বাজে বাড়ি থেকে...
19/12/2022

সবাই একটু প্রচার করুন দয়া করে...

মোঃ জাহাঙ্গীর আলম। গ্রাম - বামনীখলা, চান্দিনা, কুমিল্লা।

গতকাল দুপুর ১টা বাজে বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এখন পর্যন্ত ওনি ঢাকাতে ওনার বাসস্থানে গিয়ে পৌছে নি। মোবাইলও সুইচ অফ পাওয়া যাচ্ছে। কেউ যদি ওনার সন্ধান পান নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো-

যোগাযোগ -
01857997910
01814095620

12/12/2022

১২ ডিসেম্বর, আজ চান্দিনা মুক্ত দিবস.
জাতির শ্রেষ্ঠ সন্তান '৭১এর রণাঙ্গনের সকল বীরসেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

চান্দিনা ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এর (২০২২-২৩)শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
11/12/2022

চান্দিনা ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এর (২০২২-২৩)শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি

একটি  নিখোঁজ সংবাদ
09/12/2022

একটি নিখোঁজ সংবাদ

08/12/2022
আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লায় এক সমর্থকের হার্ট অ্যাটাকে মৃত্যুর সংবাদটি সঠিক নয়।প্রকৃতপক্ষে, রিউমর স্ক্যানারের অনুসন্ধা...
23/11/2022

আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লায় এক সমর্থকের হার্ট অ্যাটাকে মৃত্যুর সংবাদটি সঠিক নয়।

প্রকৃতপক্ষে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় মৃত কাকন আগে থেকেই হার্টের রোগী ছিলেন এবং তিনি ফুটবল কিংবা আর্জেন্টিনা সমর্থকও ছিলেন না।

তাছাড়া, খেলা শেষে নয় বরং ম্যাচের শুরুতেই উনার হার্টের ব্যথা উঠে, পরে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোর্সঃ Rumor Scanner

জার্মানির সাথে ২-১ জয় লাভের মাধ্যমে আবারও বিশ্বকাপে চমক দেখিয়েছে জাপান৷ খেলা শেষে সবাই চলে গেলেও মাঠ পরিষ্কারে রয়ে গিয়েছ...
23/11/2022

জার্মানির সাথে ২-১ জয় লাভের মাধ্যমে আবারও বিশ্বকাপে চমক দেখিয়েছে জাপান৷ খেলা শেষে সবাই চলে গেলেও মাঠ পরিষ্কারে রয়ে গিয়েছিলেন জাপানি সমর্থকেরা। এর আগের ম্যাচগুলোতেও দর্শক হিসেবে থাকা জাপানি সমর্থকেরা মাঠ পরিষ্কারে সাহায্য করেছিলেন। আজকে জাপান যেমন সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে তেমনিই সুন্দর তাদের মন-মানসিকতা! ❤️

ছবিঃ ESPN

চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ
20/11/2022

চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ

ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ সময় সূচি: বাংলাদেশ সময় অনুযায়ী👇🏻32 teams 27 days,Qatar FIFA world cup 2022 – Greatest Show on ...
19/11/2022

ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ সময় সূচি: বাংলাদেশ সময় অনুযায়ী👇🏻

32 teams 27 days,
Qatar FIFA world cup 2022 – Greatest Show on Earth...🌍
Battle are Started.....💥🏆


 #হারানো_বিজ্ঞপ্তি............ মানসিক প্রতিবন্ধী ঠিকানাঃ এলাহাবাদ,দেবিদ্বার,কুমিল্লা।  মোঃ সোহাগ মুন্সী ১৩/১১/২০২২ইং তার...
16/11/2022

#হারানো_বিজ্ঞপ্তি............
মানসিক প্রতিবন্ধী
ঠিকানাঃ এলাহাবাদ,দেবিদ্বার,কুমিল্লা।

মোঃ সোহাগ মুন্সী ১৩/১১/২০২২ইং তারিখ হতে খুজেঁ পাওয়া যাচ্ছে না। যদি কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করছি...
# 01887532570
# 01316715820

ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুরে অজ্ঞাত লড়ির চাপায় উল্টো পথে আসা বাইক আরোহী ময়নামতি আকাবপুর গ্রামের ইভা (২০) আক্তার নি.হত, স্...
15/11/2022

ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুরে অজ্ঞাত লড়ির চাপায় উল্টো পথে আসা বাইক আরোহী ময়নামতি আকাবপুর গ্রামের ইভা (২০) আক্তার নি.হত, স্বামী রবিউল ইসলাম আহ.ত।

আমরা যেন বিভ্রান্ত না হই...
14/11/2022

আমরা যেন বিভ্রান্ত না হই...

13/11/2022

ফুটবল বিশ্বকাপ জোয়ারে চলুন আমরাও ভাসি...

আসেন দেখি প্রিয় চান্দিনাতে কোন দলের সমর্থক বেশি??

প্রিয় চান্দিনাবাসী, ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট ক...
07/11/2022

প্রিয় চান্দিনাবাসী,

ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড ।

চান্দিনা উপজেলায় চান্দিনা পাইলট হাই স্কুল মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর,২০২২ তারিখে। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ধন্যবাদান্তে
উপজেলা নির্বাহী অফিসার
চান্দিনা, কুমিল্লা।

১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,উভয়ই সমান।তবুও কেন  #বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ২। মা বিনা বেতনে সংস...
05/11/2022

১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,উভয়ই সমান।
তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানিন না।

৩। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছেন জানি না।

৫। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানিনা কেন বাবা পিছিয়ে আছেন।

৬। মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭। বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য,কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে,কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮। মা বলেন আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে,দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেননি।দুজনেরই ভালবাসা সমান,তবুও কেন বাবা পিছিয়ে আছেন জানি না।

৯। বাবা-মা যখন বুড়ো হয়ে যায়,তখন বাচ্চারা বলে,মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি।সম্ভবত,এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!

আমাদের চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোস্তফা হারুন স্যার কিছুক্ষণ আগে হার্ট এ্যাটাকে আক্রান্ত ...
01/11/2022

আমাদের চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোস্তফা হারুন স্যার কিছুক্ষণ আগে হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ আলোচনা সভা ও র‍্যালীচান্দিনা থানা কুমিল্লা
29/10/2022

কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ আলোচনা সভা ও র‍্যালী
চান্দিনা থানা কুমিল্লা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার তিরচর এলাকায় ট্রাক চাপায় সাদিয়া আক্তার (১৪) নামের একজন ছাত্রীর মৃত্যু হয় । ...
29/10/2022

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার তিরচর এলাকায় ট্রাক চাপায় সাদিয়া আক্তার (১৪) নামের একজন ছাত্রীর মৃত্যু হয় । শনিবার বেলা ১১ টায় মহাসড়কের কুমিল্লা থেকে ঢাকাগামী লেনে ওই দুর্ঘটনা ঘটে । নিহত সাদিয়া গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী । সে চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলাম এর বড় মেয়ে। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। বেলা পৌনে ২টা পর্যন্ত ওই অবরোধ চলছিল।

জীবন যুদ্ধে হার না মানা এক অকুতোভয় সৈনিক।সহস্র বাঁধা পেরিয়ে এগিয়ে যাাওয়া এমন মানুষের জন্য হৃদয়ের অন্তস্তল থেকে স্যালুট।
29/10/2022

জীবন যুদ্ধে হার না মানা এক অকুতোভয় সৈনিক।
সহস্র বাঁধা পেরিয়ে এগিয়ে যাাওয়া এমন মানুষের জন্য হৃদয়ের অন্তস্তল থেকে স্যালুট।

Address

Chandina
Chandina
3510

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় চান্দিনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Chandina

Show All

You may also like