13/04/2024
★শাওয়াল মাসে ছয়(০৬)রোজা রাখার ফজিলত:-
-----------------------------------------------------------------
হযরত আবু আইয়ুব আনসারী রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত,মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,যে ব্যক্তি রামাদানের রোজা পালন করবে,অতঃপর শাওয়ালের আরও ছয়টি রোজা পালন করবে সে সারা বছর রোজা রাখার সাওয়াব পাবে।
সূত্র:-মুসলিম শরীফ- হাদিস নম্বর- ১১৬৪
★মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,যে ব্যক্তি রামাদানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে,সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য।
সূত্র:-মুসনাদে আহমাদ ৫ম খন্ড,হাদিস নম্বর-২৮০,
দারেমি হাদিস নম্বর-১৭৫৫
★নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,যারা পবিত্র রামাদানের রোজা রাখার পর শাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা সেই ব্যক্তির মতো হবে,যে সদ্য মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে।অর্থাৎ নিষ্পাপ শিশু যার কোনো গুনাহ নেই,যারা শাওয়ালের ছয় রোজা রাখবে তারাও সেই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে।
সূত্র:-তিরমিজি শরীফ
★হযরত উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম,হে আল্লাহর রাসুল!আমি কি সারা বছর রোজা রাখতে পারব?তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে,কাজেই তুমি সারা বছর রোজা না রেখে, রামাদানের রোজা রাখ এবংরামাদানের পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখ,তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সাওয়াব পাবে। সূত্র:-তিরমিজি শরীফ,১ম খন্ড, হাদিস নম্বর-১৫৭
আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক।