Mohammad Abu Bakar Siddique

Mohammad Abu Bakar Siddique Gawsia Committee Bangladesh, Chandgaon 4th Ward Co Dawat Khair Secretary& President Khatibpara Branch

13/04/2024

★শাওয়াল মাসে ছয়(০৬)রোজা রাখার ফজিলত:-
-----------------------------------------------------------------
হযরত আবু আইয়ুব আনসারী রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত,মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,যে ব্যক্তি রামাদানের রোজা পালন করবে,অতঃপর শাওয়ালের আরও ছয়টি রোজা পালন করবে সে সারা বছর রোজা রাখার সাওয়াব পাবে।
সূত্র:-মুসলিম শরীফ- হাদিস নম্বর- ১১৬৪
★মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,যে ব্যক্তি রামাদানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে,সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য।
সূত্র:-মুসনাদে আহমাদ ৫ম খন্ড,হাদিস নম্বর-২৮০,
দারেমি হাদিস নম্বর-১৭৫৫
★নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,যারা পবিত্র রামাদানের রোজা রাখার পর শাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা সেই ব্যক্তির মতো হবে,যে সদ্য মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে।অর্থাৎ নিষ্পাপ শিশু যার কোনো গুনাহ নেই,যারা শাওয়ালের ছয় রোজা রাখবে তারাও সেই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে।
সূত্র:-তিরমিজি শরীফ
★হযরত উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম,হে আল্লাহর রাসুল!আমি কি সারা বছর রোজা রাখতে পারব?তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে,কাজেই তুমি সারা বছর রোজা না রেখে, রামাদানের রোজা রাখ এবংরামাদানের পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখ,তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সাওয়াব পাবে। সূত্র:-তিরমিজি শরীফ,১ম খন্ড, হাদিস নম্বর-১৫৭
আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক।

১৯৫৪ইং সালে মসলকে আ'লা হযরতের উপর প্রতিষ্ঠিত এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রা...
29/05/2023

১৯৫৪ইং সালে মসলকে আ'লা হযরতের উপর প্রতিষ্ঠিত এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া, আওলাদে রাসুল (দরুদ) শাহান শাহে সিরিকোট হুজুর আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) এর সালানা ওরস মোবারক আগামী ০১/০৬/২০২৩ইং রোজ বৃহস্পতিবার জামেয়ার ময়দানে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত।

24/01/2023

মাহে রজবুল মুরাজ্জব খুবই গুরুত্বপূর্ণ মাস। এ মাস বীজ রোপণ করার মাস। অনেক ফজিলতপূর্ণ মাস। 🌹 হযরত ইবনে উমর (রা:) থেকে বর্নিত তিনি বলেন, ৫ রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
১. জুমার রজনী
২. রজবের প্রথম রজনী
৩. মধ্য শাবানের রজনী
৪. ঈদুল ফিতরের রজনী
৫. ঈদুল আজহার রজনী।

*মুসান্নাফে আব্দুল রাজ্জাক, হাদিস নং: ৭৯২৭, ইমাম বায়হাকী সুনানে কুবরায় হযরত আবু দারদাহ (রা:) সুত্রে একই হাদিস বর্ণনা করেন। হাদিস নং ৬০৮৭, ইমাম শাফেয়ী (রা:) "কিতাব আল উম" এ সংবাদ পৌছেছে মর্মে হাদিসটি বর্ণনা করেন।

রজব মাস প্রবেশ করলে প্রিয় নবীজি ﷺ এই দোয়াটি পাঠ করতেন,
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
অর্থ: “হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাদ্বান পর্যন্ত পৌঁছিয়ে দাও।”

*মুসনাদ আহমাদ ১/২৫৯, ইমাম বায়হাকী- শুয়াবুল ঈমান হাদিস নং ৩৫৩৪, ইমাম তারবানী- আল আউছাত হাদিস নং ৩৯৩৯

13/12/2022

*** মাসয়ালা-মাসায়েল
থুথুর মধ্যে রক্ত
========
(১) মুখ থেকে রক্ত বের হলো, থুথুর উপর যদি রক্তের প্রাধান্য থাকে, তবে অযু ভঙ্গ হয়ে যাবে। অন্যথায় ভঙ্গ হবে না। রক্তের প্রাধান্য বুঝার পদ্ধতি হচ্ছে;যদি থুথুর রং লাল হয়, তাহলে বুঝতে হবে এতে রক্তের প্রাধান্য আছে, তাই অযু ভঙ্গ হয়ে যাবে এবং এ লাল (থুথু) নাপাকও। যদি থুথুর রং হলুদ হয়, তবে বুঝতে হবে এতে রক্তের উপর থুথুর প্রাধান্য আছে। অতএব অযু ভঙ্গ হবে না, আর এ হলুদ বর্ণের থুথু নাপাকও নয়। (বাহারে শরীয়াত ১ম খন্ড ৩০৫ পৃষ্ঠা)
(২) মুখ থেকে এত বেশি পরিমাণ রক্ত বের হলো যে, থুথু লাল হয়ে গেলো, এমতাবস্থায় কুলি করার জন্য লোটা (বদনা) অথবা গ্লাসে মুখ লাগিয়ে পানি নিলে লোটা (বদনা) , গ্লাস ও সবটুকু পানি নাপাক হয়ে যাবে। এ সময় অত্যন্ত সাবধানতার সাথে হাতের কোষে পানি নিয়ে কুলি করতে হবে। আর কুলির পানির ছিঁটা যেন কাপড় ইত্যাদিতে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

06/12/2022

অযুর মধ্যে সন্দেহ আসার ৫টি বিধান
=============
(১) অযুকালীন সময়ে যদি কোন অঙ্গ ধৌত করা না করার ক্ষেত্রে সন্দেহ জাগে এবং এ সন্দেহ জীবনে প্রথম বারের মত ঘটে থাকে, তাহলে সে অঙ্গ ধুয়ে নিন। আর যদি এরূপ সন্দেহ প্রায়ই ঘটে থাকে, তাহলে তার প্রতি ভ্রুক্ষেপ করবেন না। অনুরূপ অযুর পরেও যদি কোন অঙ্গ ধৌত করা না করার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হয়, তার প্রতি কোন দৃষ্টি দিবেন না। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৩১০ পৃষ্ঠা)
(২) আপনি অযু অবস্থায় ছিলেন, কিন্তু এখন আপনার অযু আছে কিনা, তাতে আপনার সন্দেহ সৃষ্টি হলো। এমতাবস্থায়ও আপনার অযু বহাল থাকবে নতুন ভাবে আপনাকে অযু করতে হবে না। কেননা, সন্দেহের কারণে অযু ভঙ্গ হয় না। (প্রাগুক্ত, ৩১১ পৃষ্ঠা)
(৩) প্ররোচনার কারণে অযু ভেঙ্গে গেছে মনে করে পুনরায় অযু করা সাবধানতা অবলম্বন করা নয় বরং তা শয়তানেরই অনুকরণ মাত্র। (প্রাগুক্ত)
(৪) নিশ্চিতভাবে আপনি ততক্ষণ পর্যন্ত অযু অবস্থায় থাকবেন যতক্ষণ পর্যন্ত অযু ভঙ্গ হওয়ার উপর শপথ করে বলার মত আপনার প্রবল ধারণা না জন্মে।
(৫) আপনার স্মরণ আছে যে, আপনার একটি অঙ্গ অধৌত রয়ে গেছে। তবে কোন অঙ্গটি অধৌত রয়ে গেছে তা আপনি নিশ্চিতভাবে বলতে পারছেন না, এমতাবস্থায় আপনি বাম পা ধুয়ে নিন। (দুররে মুখতার, ১ম খন্ড, ৩১০ পৃষ্ঠা)

Address

Khatibpara
Chandgaon
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Bakar Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Abu Bakar Siddique:

Share