ফুডভিলেজের সামনে গতকাল মর্মান্তিক দূর্ঘটনা ঘটে,,,
আলহামদুলিল্লাহ্, আল-কাবা হজ্জ গ্রুপের সম্মানিত সকল হাজী সাহেব সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ৯ টায় ভালভাবে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে পৌঁছেছেন।
শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন।
হজ্জ উমরাহ্ নিয়ে আর নো টেনশন। আর নেই প্রতারিত হবার ভয়।
আল-কাবা হজ্জ গ্রুপ, বিশুদ্ধ হজ্জ ও উমরাহর নিশ্চয়তা।
হজ্জ ও উমরাহ্ বুকিং চলছে। ২০২৩ এ হজ্জে যেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
বগুড়া অফিসঃ মালতিনগর, ভাটকান্দি ব্রীজ সংলগ্ন, বগুড়া।
চান্দাইকোনা অফিসঃ চান্দাইকোনা বাসস্ট্যান্ড সংলগ্ন, বড় সমিতি ভবন, ৩য় তলা।
মোবাইলঃ ০১৭১৮-৮৫৯১৫৬।
চান্দাইকোনায় এত আধুনিক স্কুল!! ভাবা যায়।
দি হলি কুরআন মাল্টিমিডিয়া স্কুল।
চান্দাইকোনা, বড় সমিতি ভবন, ৩য় তলা।
🧕আপনার সোনামণি 🧕হোক যুগের শ্রেষ্ঠ সন্তান তাই তার প্রথম স্কুলটি হোক সর্বাধুনিক আর এর ভিত্তি রচনা হোক এখান থেকেই।🧑🎓
🔉2023 শিক্ষাবর্ষের জন্য🧑🎓 ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে আপনার সন্তানের আসনটি নিশ্চিত করতে এখনি যোগাযোগ করুন ✔️
📲01320-5595 73📲
তায়েফে অবস্থিত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস মসজিদ, নিজে দেখুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন।
রিয়াজ-উল জান্নাহ্, মদিনা। দেখুন এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন।
সিএফসির অসাধারন রেসিপি, লিটিল চিকেন উইথ ফ্রাইড রাইস। মাত্র ১৫০ টাকা।
মেঘের উপরে উঠের পিঠে উঠার অভিজ্ঞতা।
শেফা পাহাড়। তায়েফ, সৌদি আরব।
শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন।
প্রবাসী ভাইয়েরা লাগেজ চোর থেকে সাবধান থাকবেন। সেদিন ঢাকা এয়ারপোর্টের ঘটনা। সৌদি থেকে ফিরছিলাম। লাগেজের জন্য দাড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম এক ভাই নিজের লাগেজ সংগ্রহ করে ট্রলিতে রাখছে, অন্য আরেকটা লাগেজ সংগ্রহ করার জন্য সে একটু দূরে অন্য লাইনে গেছে, এই সুযোগে অন্য একজন তার লাগেজটা নিয়ে সটকে পড়তে পড়তেই লাগেজের মালিক এসে ধরে ফেললো। এরপর যথারিতি উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করলো। সকল প্রবাসী ভইদের সতর্কতা অবলম্বন করা উচিত।
হাওয়া আঃ এর কবর দেখার সুযোগ আলহামদুলিল্লাহ্,,
হজ্জ প্রশিক্ষণ-২০২২, কিছু অংশ।
প্রশিক্ষক ঃ মোহাম্মাদ মোস্তফা আল-মাদানী।
স্থানঃ মাইডাস, রেস্টুরেন্ট, মফিজ পাগলার মোড়, বগুড়া।
কুরআন নাযিলের পাহাড় দেখুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন।
তায়েফের বুড়ির বাড়ি।
উমরাহ্-২০২২,
আল-কাবা হজ্জ গ্রুপ,
বগুড়া অফিসঃ মালতিনগর, ভাটকান্দি ব্রীজ।
চান্দাইকোনা অফিসঃ বড় সমিতি ভবন, চান্দাইকোনা।
মোবাইলঃ ০১৭১৮-৮৫৯১৫৬
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা- ২০২২ ইং,
ছোট সসোনামনিদের বিস্কুট দৌড়, মজার একটি খেলা
হারাম শরীফে ইফতার, আলহামদুলিল্লাহ্।
আল-কাবা হজ্জ গ্রুপের মাধ্যমে জানুয়ারি-২০২২ এ উমরাহ্ করতে গিয়ে সুযোগ হয়ে ছিল।
আল-কাবা হজ্জ গ্রুপের মদিনায় থাকার জন্য থ্রীস্টার মানের হোটেল, কারাম আল হিজ্জাজ। খুবই নিকটে। মাত্র ৩/৪ মিনিটের দূরত্ব।
হজ্জ ও উমরাহ্ বুকিং চলছে। যিনারা ২০২৩ সালে হজ্জে যেতে ইচ্ছুক দ্রুত প্রি রেজিষ্টেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। দ্রুত প্রি রেজিষ্টেশন না করলে ২০২৩ সাল মিস হয়ে যেতে পারে।
০১৭১৮-৮৫৯১৫৬
দি হলি কুরআন মাল্টিমিডিয়া স্কুল এর ছাত্রছাত্রীদের বিনোদন ক্লাস।
হজ্জে যেতে হজ্জ প্যাকেজের বাইরে কত টাকা সাথে নিতে পারবেন ?
জানতে হলে ভিডিওটি দেখুন।