সুহাসিনী সুহা

সুহাসিনী সুহা Video Creator
(7)

09/10/2024

মানুষ দূর থেকেই সুন্দর! খুব কাছে গেলে তার সব 'রহস্য' জানা হয়ে যায়, জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে 'শ্রেষ্ঠ' মনে হয়। তাই দূরে থেকে দেখা ই ভালো!!😊❤️

নিজের মতো করে বাঁচো! কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘো...
06/10/2024

নিজের মতো করে বাঁচো!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!

কেন?কেন করলে তুমি এমন? কি এমন দুঃখ ছিল তোমার মনে যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একটা বার ও ভাবলেনা । আমি তো ক...
03/10/2024

কেন?কেন করলে তুমি এমন? কি এমন দুঃখ ছিল তোমার মনে যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একটা বার ও ভাবলেনা । আমি তো কিছুতেই মেনে নিতে পারছিনা। নিজের ছোট ভাইয়ের মতো নিজের বাচ্চার মত দুইটা বছর আগলে রাখেছি তোমাদের । আমি যেন হতভম্ব হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ।তুমি তো একবার আমাকে বলতে পারতে আমি তোমার সব সমস্যা সমাধান করে দিতাম । দুই মাস আগে যখন বিল্ডিং থেকে নিচে পড়লে তখন তো কিছুই হয়নি কিন্তু আজকে কেন নিজেই তুমি মৃত্যুর পথ বেছে নিলে। এই মৃত্যুই কি ছিল সব কিছুর সমাধান? তোমার হাজার হাজার স্মৃতি যেন আমাকে পাগল করে দিচ্ছে। যদি আমার জীবনের বিনিময়ে তোমার জীবন ফিরে পাওয়া যেত তাহলে আমি নিজে দেহত্যাগ করতাম। আমার এই জীবনে আমি তোমারে কোনদিন ভুলতে পারবো না আমার ভাই, আমার বাচ্চা ।
পরের জন্মে আমার নিজের ভাই হয়ে জন্ম নিও তখন কোনো দুঃখকে তোমাকে ছুতে দেবো না।

উপরে ভালো থাকো

"বাজলো তোমার আলোর বেণু" 🌷
02/10/2024

"বাজলো তোমার আলোর বেণু" 🌷

আমায় তুমি একটু ভালোবাসলে  শ্রীকান্তের মতো বলতে ইচ্ছা করে জীবন এতো ছোট কেন?
24/09/2024

আমায় তুমি একটু ভালোবাসলে
শ্রীকান্তের মতো বলতে ইচ্ছা করে
জীবন এতো ছোট কেন?

14/09/2024

#একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়।

একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।

কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছো!"
কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।

বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করে নি।

কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"

কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"

ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"

কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"

কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।

11/09/2024

আমরা সহস্র বছর বেঁচে থাকব বলে স্বপ্ন দেখি; অথচ কুড়ি থেকে পঁচিশ পেরুতে না পেরুতেই জীবনের প্রতি আমাদের প্রচণ্ডরকমের অভিমান জন্মায়।🖤🌸

11/09/2024

ভাগ্যের প্রতি আমার এক আকাশ সমান অভিমান 🌿

দেখো যেটা ভালো মনে করো 🌿
09/09/2024

দেখো যেটা ভালো মনে করো 🌿

08/09/2024

মানুষ কী বলবে?”

আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না। বলবে লাশটাকে স্নান করাও, লাশটা খাটিয়ায় তোলো, লাশটা পুড়িয়ে দাও... ব্যাস। আর এই "মানুষ কী বলবে” ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন..!

দেও 🙂
06/09/2024

দেও 🙂

30/08/2024

নিজে দেওয়া টাকা চাইতে গিয়ে শরম পাওয়ার অভ্যাস আমাকে একদিন রাস্তায় নামিয়ে আনবে!

29/08/2024

আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি। কারণ, যে জীবনে অনেক জিতেছে, তাঁর জীবনে তো আমাকে দরকার নাই।

29/08/2024

পুরুষ মানুষ কপালে চুমু খেয়ে মস্তিষ্ক থেকে জ্ঞান চুষে নেয়😶

নারী"রা সাবধান"..!!🙂

28/08/2024

একদিন 'সরি' বলে উধাও হয়ে যাবো, তুমি বুঝবেও না, ক্ষমা চাইলাম নাকি ক্ষমা করে গেলাম।😊

অনেক বছর পর! অনেক কিছুই বদলায়।যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার।🖤পরিবর্তন পৃথিবীর নিয়ম💔
28/08/2024

অনেক বছর পর!
অনেক কিছুই বদলায়।
যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার।🖤

পরিবর্তন পৃথিবীর নিয়ম💔

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাঁটে 🦋রবীন্দ্রনাথ ঠাকুর  #দেখা_হলে_একটা_হলুদ_গোলাপ_দ...
23/08/2024

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাঁটে 🦋

রবীন্দ্রনাথ ঠাকুর
#দেখা_হলে_একটা_হলুদ_গোলাপ_দিও

বন্যার এই ভয়াল গ্রাস কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। আমরা সকলেই নিজ নিজ জায়গা হতে মানুষের পাশে দাঁড়াই। হাত বাড়িয়ে দেই।এই উত্তা...
22/08/2024

বন্যার এই ভয়াল গ্রাস কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। আমরা সকলেই নিজ নিজ জায়গা হতে মানুষের পাশে দাঁড়াই। হাত বাড়িয়ে দেই।
এই উত্তাল সময় কেটে যাক, ধরণীর বুক শান্ত হোক। প্রার্থনা

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা আকাশের মতই ভয়ংকর সুন্দর!❤️🦋
17/08/2024

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা আকাশের মতই ভয়ংকর সুন্দর!❤️🦋

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -বুঝবে সেদিন বুঝবে!ছবি আমার বুকে বেঁধেপাগল...
07/08/2024

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!🙂

😊
05/08/2024

😊

Address

Chalna
9270

Telephone

+8801766242259

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহাসিনী সুহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুহাসিনী সুহা:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chalna

Show All