Cox Bulletin । কক্স বুলেটিন

Cox Bulletin । কক্স বুলেটিন সত্য উন্মোচনে সবসময়...

21/12/2024

সহকর্মী জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ চকরিয়া প্রতিনিধি সাংবাদিক Iqbal Farouk এর ব্যবহৃত মোটরবাইকটি সবুজবাগ আবাসিক এলাকা থেকে কক্সবাজার হ-১১-৪৫৬৯ চুরি হয়েছে।কেউ গাড়ীটি দেখে থাকলে সন্ধান দিলে পুরস্কৃত করা হবে। যোগাযোগ ০১৮১৬-৪৮৫৯৮৭

চকরিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ:লীগ নেতা ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার  স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উ...
21/12/2024

চকরিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ:লীগ নেতা ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার হয়েছেন। শনিবার দুপুরে র‌্যাব-১৫ আভিযানিক একটি টিম তাঁকে চকরিয়া থানায় সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।
এরই আগে শুক্রবার রাত ১০টার দিকে ফজলুল করিম সাঈদীকে ফেনী সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাওয়ার পথে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করেছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, র‌্যাব-১৫ আভিযানিক একটি টিম শুক্রবার রাত ১০টার দিকে ফেনী সদরে অভিযান পরিচালনা করে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে আটক করা হয়। পরে র‌্যাবের টিম শনিবার দুপুরের দিকে আটক সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদীকে চকরিয়া থানায় সোপর্দ করলে কাগজপত্র পর্যালোচনা করে থানায় দায়েরকৃত পৃথক তিনটি মামলায়
গ্রেপ্তার দেখানো হয়। সাঈদীকে যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার মধ্যে কাকারা ইউনিয়নের লোটনী এলাকার মিজান হত্যা মামলা, অপর দুটির মধ্যে একটি হত্যা চেষ্টা ও লুটপাট, অন্যটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায় ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, র‌্যাবের আভিযানিক একটি টিম সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে আটক পরবর্তী শনিবার দুপুরে থানায় সোপর্দ করেন। তাঁকে থানায় দায়েরকৃত পৃথক তিনি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি জানান।

ছবি আছে।চকরিয়ায় ডাকাতি হওয়া ৫২টি ব্যাটারী উদ্ধার হলেও  আসামিরা অধরাচকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় 'খুটাখালী পাওয়ার...
21/12/2024

ছবি আছে।
চকরিয়ায় ডাকাতি হওয়া ৫২টি ব্যাটারী উদ্ধার হলেও আসামিরা অধরা

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় 'খুটাখালী পাওয়ার হাউজ' থেকে ডাকাতি হওয়া ৮ লাখ টাকা মুল্যের ৫২টি ইজিবাইক ব্যাটারি বিএমচরের গ্যারেজ থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও হেলপারকে আটক করা হয়।
এঘটনায় মানিকের ছোট ভাই শওকত ওসমান ও বোনের জামাই ইসমাইল রাজুসহ ৮ জনের নামে চকরিয়া থানায় ডাকাতি মামলা নং ১/৪৯০ রুজু হয়েছে। মামলা হলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী খুটাখালী পাওয়ার হাউজের মালিক আরিফুল ইসলাম লিটন জানান- গভীর রাতে তার গ্যারেজ থেকে ৫৩টি ইজিবাইক ব্যাটারি ডাকাতি করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতির সময় তাদের পরনে ছিল পুলিশের নকল পোশাক। দুইদিন পর উপজেলার বিএমচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানল চেয়ারম্যান ইসমাইল মানিকের ছোট ভাই শওকত ওসমানের টমটম গ্যারেজে তার ভগ্নিপতি রাজু’র বাড়ি থেকে মজুদ অবস্থায় ডাকাতিকৃত এসব ব্যাটারি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।
গত ১ ডিসেম্বর চকরিয়া থানায় ডাকাতি মামলা রুজু হলেও অদৃশ্য কারনে আসামিদের গ্রেফতার করছেনা পুলিশ।

বিএমচরের উত্তর বহদ্দারকাটা এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল মানিকের আস্কারায় তার ভাই শহিদুল মোস্তফা শহিদু, শওকত, ঈসকান্দর, সোহাগ ও ভগ্নিপতি ইসমাইল রাজু এলাকায় বেপরোয়া জীবন যাপন করে আসছে। তাদের বিরুদ্ধে চোরাই টমটমের ব্যবসা, পল্লী বিদ্যিুতের মিটার বানিজ্য, নিরীহ গ্রাহকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। শককত ওসমানের রয়েছে পুরাতন টমটমগাড়ি মেরামতের কারখানা। এই কারখানায় চোরাইকৃত টমটম গাড়ি সংগ্রহ করে সেগুলো কেটে টুকরো টুকরো করে পার্টস গুলো আলাদা করে ফেলে। পরবর্তীতে ভিন্ন ভিন্ন টমটমের পার্টস জোড়া লাগিয়ে নতুন টমটমের মতো রং করে বেশি দামে বিক্রি করে। শহিদুল মোস্তফা করে বালু, মাটির ট্রাক, গাছ ও খড়ের গাড়ী আটকিয়ে চাঁদা আদায়, রাতে সড়কে বিভিন্ন গাড়ী ও পথচারীদের আটকিয়ে ডাকাতি, চাঁদাবাজী ও দখলবাজী করছে।

বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, খুটাখালী থেকে ডাকাতি হওয়া ৮ লাখ টাকা মুল্যের ব্যাটারী গুলো যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার চোরাই টমটমের ব্যবসার অভিযোগ রয়েছে। হাতেনাতে ডাকাতিকৃত মালামাল পাওয়া ও মামলায় অভিযুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে চকরিয়া থানা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল কাদের ভূঁইয়া বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে অভিযান জোরদার করা হবে।

20/12/2024

বাংলাদেশের অর্থনীতিতে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডাবল সিআইপি পদকে ভূষিত হলেন চকোরিয়ার কৃতি সন্তান মাওলানা জয়নাল আবেদীন।

18/12/2024

চকরিয়ায় অটো ব্রিকস কারখানায় দুই শ্রমিক নিহত স্বজনদের আহাজারি।

কক্সবাজারের চকরিয়ায় মাস্টারমাইন্ড অটো ব্রীকস ফ্যাক্টরীর প্রকৌশলী কফিল উদ্দিন ও মাস্টার গিয়াস উদ্দিনের মালিকানাধীন মাস্টারমাইন্ড অটো ব্রিকস কারখানায় দুই শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে।
জানাগেছ গত ১৮ডিসেম্বর (বুধবার) চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের বেতুয়াবাজার সড়ক লাগোয়া তরচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়ার মানিকপুরে সেলিম উদ্দিন ও শফি আলম চৌকিদার হত্যাকান্ডে ডাবল মার্ডার মামলার দুই আসামী খুনী আমির হোসেন ও রুহুল কাদের...
18/12/2024

চকরিয়ার মানিকপুরে সেলিম উদ্দিন ও শফি আলম চৌকিদার হত্যাকান্ডে ডাবল মার্ডার মামলার দুই আসামী খুনী আমির হোসেন ও রুহুল কাদেরকে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

16/12/2024

আজ মহান বিজয় দিবস
সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুস্প মাল্য অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ১২০ পদকের ৯৬টিই পেল লামার কোয়ান্টাম কসমো স্কুলমোঃ তৈয়ব আলী,লামা(বান্দরবান)প্রতিনিধি:১৪ ডিসেম...
16/12/2024

জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ১২০ পদকের ৯৬টিই পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল

মোঃ তৈয়ব আলী,লামা(বান্দরবান)প্রতিনিধি:
১৪ ডিসেম্বর ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে ৫ম জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ১২০ পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা অর্জন করে ৯৬টি। অর্জিত পদকের মধ্যে ৪১টি স্বর্ণপদক, রৌপ্য ৩০টি ও ব্রোঞ্চ ২৫টি। সারাদেশ থেকে আগত জিমন্যাস্টদের নিয়ে এই প্রতিযোগিতায় একক ও দলগতভাবে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই কোয়ান্টাম কসমো স্কুল চ্যাম্পিয়ন হয়।

দুই দিনের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪৮টি স্কুল ও দুটি মাদ্রাসার ২৩৫ জন প্রতিযোগী। ঢাকার স্কুলগুলো, বিকেএসপি, দিনাজপুর, নারায়ণঞ্জের পুবেরগাঁও, পটুয়াখালী, যশোরের আরো কয়েকটি অঞ্চল থেকে এসেছে ছেলেমেয়েরা। এর মধ্যে ব্যতিক্রম ছিল পার্বত্য অঞ্চল বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল। ৭-৮, ৯-১০, ১২-১৪ ও ১২-১৫ বছর বিভাগে প্রতিযোগিতা হয়েছে এবার। ৬টি বিভাগে ৩৪টি ইভেন্টের সবকটি স্বর্ণই জিতেছে কোয়ান্টাম কসমো স্কুল।

ছেলেদের বিভাগে ৫টি ব্যক্তিগতসহ সর্বোচ্চ ৬টি সোনা জিতেছে ওয়েওয়েসাই মার্মা। মেয়েদের মধ্যে সিংমেনু মার্মা জিতেছে সর্বোচ্চ ৩টি সোনা। ব্যক্তিগত চ্যাম্পিয়নও হয়েছে কোয়ান্টাম কসমো স্কুলের এই দুজন।
কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদের কাছে তাদের স্কুলের এই সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি বলেন, সম্মানিত প্রশিক্ষকরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আর নিয়মিত অনুশীলন ও লক্ষ্য পূরণের ইচ্ছাই আমাদের জিমন্যাস্টদের সবার চেয়ে এগিয়ে রেখেছে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল উপস্থিত ছিলেন। জিমন্যাস্টের অনুপ্রেরণা দেয়ার জন্য এসেছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক জিমন্যাস্ট মামুনুল ইসলাম।

16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা।

16/12/2024

আজ মহান বিজয় দিবস
সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুস্প মাল্য অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।

14/12/2024
14/12/2024

চকরিয়া পৌর মহিলা দলের সম্মেলন ও কাউন্সিলে বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা মহিলা দল নেত্রী বারবার নির্বাচিত মহিলা কাউন্সিলর রাশেদা বেগম।

13/12/2024

চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি, সাবেক সফল মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার,

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি...(১৩/১২/২০২৪ইং)

13/12/2024

চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল এতে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুবুল আলম মাহাবুব

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি...(১৩/১২/২০২৪ইং)

13/12/2024

চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল চলছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক বৃহত্তর চকরিয়া -পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক, তৃণমূল কর্মী বান্ধব নেতা এম আব্দুর রহিম,

12/12/2024

চকরিয়ায় সামাজিক বনায়নে চলছে লুটপাট!

কক্সবাজার উত্তর বনবিভাগের নলবিলা বনবিটের অধিন কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রিজার্ভ বন মুসলিম ভুমিহীন পাড়ার সামাজিক বনায়নের দৃশ্য।

Address

Chakari, Cox's Bazar
Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Cox Bulletin । কক্স বুলেটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category