Cox Bulletin । কক্স বুলেটিন

Cox Bulletin । কক্স বুলেটিন সত্য উন্মোচনে সবসময়...

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ.এইচএম নুরুল আমিনচকরিয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড ব...
14/01/2025

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ.এইচএম নুরুল আমিন

চকরিয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি'তে সাবেক ছাত্রনেতা এ.এইচএম নুরুল আমিনকে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

12/01/2025

চকরিয়ায় ১৪শত ৫০একর চিংড়ি ঘের জবর দখলে নিতে এক পক্ষ অপর পক্ষকে গণধোলাই দিয়ে অস্ত্র হাতে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করল। আহতদের চিকিৎসা ব্যবস্থা নেয় পুলিশ। উভয় পক্ষই চিরিঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

আধুনিক মানের একটি হাসপাতাল করার মানসিকতা নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের কনসালটেন্ট টিম,,বিভিন্ন কোর্সের  ট্রেনিং প্রাপ্ত অভ...
12/01/2025

আধুনিক মানের একটি হাসপাতাল করার মানসিকতা নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের কনসালটেন্ট টিম,,বিভিন্ন কোর্সের ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ডাক্তার ও ১০০% নির্ভুল রিপোর্টের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের (মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি) এম.এস.সি. করা সাইন্টিফিক অফিসার,, ডিপ্লোমা ও বি.এস.সি. করা টেকনোলজিস্ট টিম এর তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা সেবায় চকরিয়ায় শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে আল ফালাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

11/01/2025

১৪৪ ধারা অমান্য করে কৃষি জমির মাটি বিক্রি: ভয়ে মুখ খুলছে না ক্ষতিগ্রস্ত পরিবার।

চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৮কক্স বুলেটিন: কক্সবাজারের চকরিয়ার প্যারাবনে তুলে নিয়ে গিয়ে কিশোরীক...
08/01/2025

চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৮

কক্স বুলেটিন: কক্সবাজারের চকরিয়ার প্যারাবনে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে প্রথম দফায় উপজেলার বদরখালী ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে ৩জন ও পরদিন সকালে মহেশখালীর শাপলাপুর এলাকা ৪জন ও বদরখালী বাজার থেকে ১জন সহ মোট ৮ জনকে আটক করা হয়। ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী কিশোরীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। স্বজনেরা জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি কিশোরী। কিশোরীর পরিবারের লোকজন বলেন, গত রোববার ৫জানুয়ারি রাত ১০টার দিকে ওই কিশোরী বাঁশখালী থেকে ফিরছিল। এরপর বদরখালী বাজারে সিএনজি থেকে নামার পর মহেশখালীগামী সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠে সে। পথে বদরখালী সেতুতে গাড়ি নষ্ট হয়েছে বলে চালক ওই কিশোরীকে নামিয়ে দেন। গাড়িটিতে কিশোরী একাই ছিল। এ সময় দুর্বৃত্তরা কিশোরীর গতি রোধ করে দেশীয় অস্ত্রের মুখে প্যারাবনে নিয়ে ধর্ষণ করে। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে বদরখালীর একটি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় প্রথম দফায় আটক ৩জন হলেন বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮), ঢেমুশিয়াপাড়ার আবদুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭) ও কলেজপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩) ও দ্বিতীয় দফায় মহেশখালীর শাপলাপুর মৎস্য ঘের থেকে আটক ৪জন হলেন- বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল,গোলাম কাদেরের ছেলে তারেক, তারা সকলে বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সাঁড়াশি অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে। তাঁদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, কিশোরীর পরিবার মামলার প্রক্রিয়া শুরু করেছে। মামলার পর আটক ৮জনকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কিশোরীকে আদালতে নেওয়া হবে।

জমজম হাসপাতালের ডা. ফয়েজের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক। এবিষয়ে বিচার দাবী করে চকরিয়া উপজেলা নির্ব...
07/01/2025

জমজম হাসপাতালের ডা. ফয়েজের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক। এবিষয়ে বিচার দাবী করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।

07/01/2025

চকরিয়ায় বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন।

আয়োজিত মানববন্ধনে ইয়ুথ ফাউন্ডেশনের চকিরয়ার টিম লিডার সালাহউদ্দিন বাপ্পির নেতৃত্বে, এতে বক্তব্য রাখছেন সদস্য শেফায়ত, উপস্থিত ছিলেন ইরাম, মোহাম্মদ হারুন প্রমুখ।

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুকক্স বুলেটিন: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ফরিদুল আ...
07/01/2025

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্স বুলেটিন: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম পুতু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম ওই এলাকার মরহুম আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাবার না পেয়ে দলছুট একটি বন্যহাতি খাবারের খোঁজে রাত ১২টার দিকে লোকালয়ে চলে আসে। এ খবর পেয়ে এলাকার লোকজন বন্যহাতিটিকে তাড়াতে এলে হঠাৎ হাতির সামনে পড়ে গেলে তিনি হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলছুট একটি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবগত করা হয়েছে।

07/01/2025

পরকীয়ায় আসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ।

হারবাংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের নগদ অর্থ সহায়তা চকরিয়ার হারবাং ইউনিয়নে মছনসিকদারপাড়ায় বুধবার গভীর র...
04/01/2025

হারবাংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের নগদ অর্থ সহায়তা

চকরিয়ার হারবাং ইউনিয়নে মছনসিকদারপাড়ায় বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। তাদের মাঝে জামায়াত নেতৃবৃন্দ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভিটেবাড়িসহ ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, নায়েবে আমীর জুনায়েদ সিকদার, সেক্রেটারি আনোয়ারুল হক, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া থানায় ওসি মনজুরুল যোগদানের গত ৩ মাসে ডাকাত সাজা ওয়ারেন্টসহ ৪৭৮ জন আসামী গ্রেপ্তারস্টাফ রিপোর্টার, কক্সবাজার: চকরি...
01/01/2025

চকরিয়া থানায় ওসি মনজুরুল যোগদানের গত ৩ মাসে ডাকাত সাজা ওয়ারেন্টসহ ৪৭৮ জন আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: চকরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি মঞ্জুর কাদের ভূইয়াসহ পুলিশ সদস্যরা। উপজেলার প্রতিটি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে সচেতন করেছেন। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চকরিয়া জুড়ে।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া গত ২০ সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদানের পর থেকে থানার আগে চিত্র পাল্টে দিয়েছেন। থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল। জনগণ আর নিজের মধ্যে দূরত্ব না রেখে নিজেকে উপস্থাপন করেছেন অতি সাধারণ একজন পুলিশ সদস্য হিসেবে। সব সেবা প্রার্থী তার কাছে সমান।তিনি যোগদানের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন। এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী,অস্ত্রধারী চাঁদাবাজ,ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ জিআর ওয়ারেন্ট সিআর ও একাধিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানায় গত ৩ মাসে ৪৭৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার ডাকাত ২২জন, মলম পার্টি ৩, মাদক ব্যবসায়ী ১৪, নিয়মিত মামলায় গ্রেফতার-১৭১, সাজা প্রাপ্ত আসামী ২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৯১ জন। এর মধ্যে সেনা কর্মকর্তার হত্যা মামলায় ১২জন ডাকাত, ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায় ২ জন, কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলায় ১জন গ্রেফতার খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলায় ৩ জন গ্রেপ্তার করেন।
এরমধ্যে অস্ত্র উদ্ধার ৫টি এলজি অস্ত্র ও ১৭ রাউন্ড গুলি। ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২ টি টমটমের ব্যাটারী। হাজার ৩শ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, গাঁজা- ৪৩ কেজি ৬শ ৫০ গ্রাম, ২৭ লিটার চোলাই মদ। ১জন গরু চোর সহ ১ টি গরু উদ্ধার, ৮ টি ছাগল উদ্ধার, ৮টি বিহিঙ্গি জাল উদ্ধার করেন।
এছাড়াও সেবাপ্রত্যাশীদের কাজ করে দিবে বলে এবং সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে টাকা আদায় চেষ্টা করলে তাকে ধরিয়ে দিতে থানার দেয়ালেই ব্যানার টাঙ্গিয়ে দেন ওসি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।
চকরিয়া থানায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে বিভিন্ন মামলায় গত ৩ মাসে ৪৭৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

চকরিয়া আন নূর মডেল দাখিল মাদরাসার নুরানী বিভাগের বোর্ড পরিক্ষায় অভাবনীয় সাফল্য নিজস্ব প্রতিবেদক চকরিয়া: নূরানী তা’লীমূল ...
01/01/2025

চকরিয়া আন নূর মডেল দাখিল মাদরাসার নুরানী বিভাগের বোর্ড পরিক্ষায় অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: নূরানী তা’লীমূল কোরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক পরিচালিত নুরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মোট ১০জন অংশ গ্রহণ করে শতভাগ পাশ সহ ৫জন জিপিএ ৫ পেয়ে মাদরাসার সুনামকে অক্ষুন্ন রাখায়

শিক্ষার্থীদের এ সাফল্যে মাদরাসার শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ সকল শুভাকাংখি, শুভানুধ্যায়িদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

শুভেচ্ছান্তে-
মাওলানা আব্দুল হামিদ নুরি সুপার চকরিয়া আন নূর মডেল দাখিল মাদ্রাসা চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড হাসপাতাল পাড়া।
''''''''''''''''''''''''''''''''
অলি উল্লাহ রনি
নিজস্ব প্রতিবেদক চকরিয়া:
০১৮১৯-৯১৩৯৪৯
তারিখ: ৩১-১২-২০২৪ইং

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চকরিয়া আনু নূর মডেল দাখিল মাদ্রাসা।নুরানী বিভাগ, (নার্সারী থেকে তৃতীয়) চতুর্থ থেকে নবম ...
01/01/2025

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে

চকরিয়া আনু নূর মডেল দাখিল মাদ্রাসা।
নুরানী বিভাগ, (নার্সারী থেকে তৃতীয়) চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী
EMIS-CODE NO: 412052320
বিভাগ সমূহ: নূরানী বিভাগ, বিজ্ঞান বিভাগ, সাধারণ বিভাগ, আবাসিক-অনাবাসিক

আমাদের বৈশিষ্ট্য
বিষয় ভিত্তিক দক্ষ, প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান। আরবী ২য়, ইংরেজী ২য়, বাংলা ২য় ও গণিত এবং বিজ্ঞান চর্চা বাধ্যতামূলক। ডিজিটাল হাজিরার মাধ্যমে উপস্থিতি-অনুপস্থিতি নিশ্চিত করণ।

সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা। উন্নত আবাসিক সুবিধা। আরবী ২য় হিসেবে যা পড়ানো হবে:

* আজিজুল মোবতাদি (রুপান্তর), ৪র্থ শ্রেণি * মিজানুচ্ছরফ ওয়াল মুনশাইব (গঠন প্রণালী সহ রুপান্তর), ৫ম শ্রেণি * তাইসিরুল মিজান ওয়াল মুনশাইব, তামরীনুচ্ছরফ, আজিজুন নুহাত,মিয়াতু আমিল মানজুম, ৬ষ্ঠ শ্রেণি * সহজ পাঞ্জে গাঞ্জ, তামরিনুন নাহাব, আল-ফিকহুল মুইয়াস্সার, আজিজুত ত্বালিবীন, মিয়াতু আমিল মানজুম, ৭ম শ্রেণি * ইলমুছ ছীগাহ, আল-ফিকহুল মুইয়াস্স্সার, শরহে মিয়াতু আমিল, হেদায়াতুন নাহু, ৮ম শ্রেণি * কাফিয়া, নুরুল ইজাহ, ইলমুছ ছীগাহ, ৯ম শ্রেণি * শরহে জামী, ১০ম শ্রেণি সরকারি হাসপাতালের পশ্চিমে, হাসপাতাল পাড়া, ৪ নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ।

যোগাযোগ: 01606-910786, 01812-934591,01879-394032, 01873-187110

31/12/2024

চকরিয়া থানা সেন্টারে ৩৩ হাজার বোল্টের বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার থেকে আগুন জলছে বৈদ্যুতিক তার পুড়ে যে কোন মুহূর্তে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''...
29/12/2024

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার জেলায় একাধিকবার উপজেলার শ্রেষ্ট শিক্ষা কর্মকর্তা হিসেবে পরিচিত চকরিয়া উপজেলার সাবেক শিক্ষা কর্মকর্তা জনাবা গুলশান আক্তার আপা। প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক কক্সবাজার জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

সাদা সোনা খ্যাত কক্সবাজারের উপকূলীয় এলাকার লবণ চাষের দৃশ্য।
29/12/2024

সাদা সোনা খ্যাত কক্সবাজারের উপকূলীয় এলাকার লবণ চাষের দৃশ্য।

সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতে বন্দি ছিলেন সুখরঞ্জন বালি২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী...
28/12/2024

সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতে বন্দি ছিলেন সুখরঞ্জন বালি

২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান সুখরঞ্জন বালি। নিখোঁজ থেকে কীভাবে তিনি ভারতের কারাগারে পৌঁছান তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি।

সুখরঞ্জন বালি বলেন, ‘২০১২ সালের নভেম্বর মাসের ৫ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সাথে দুজন ব্যারিস্টার ও দুইজন উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়, তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক-বিতর্ক চলছিল। আমি গাড়িতে দু’জন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম, এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগল।’

‘তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি। একেই আমাদের দরকার। সেই লোকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে পাঁচ-ছয় হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।’

‘প্রায় আধা ঘণ্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে। এ সময় আমি নিচের দিকে নামার মতন অনুভব করি। কিছুদূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো আলো সেখানে ছিল না, অথচ তখন সকাল দশটা-এগারোটা বাজে।’

সুখরঞ্জন বালি বলেন, ‘আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয়। বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোন ফাঁকা ছিল না যা দিয়ে কোনোরকম আলো ভেতরে আসতে পারে। তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসত তারা নীল রংয়ের পোশাক পরা থাকত।’

তিনি বলেন, ‘এর দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই। আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কি-না জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি। তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারব, কিন্তু তারা বারবার আমাকে সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং একপর্যায়ে তারা আমাকে মারধরসহ কারেন্টের শক দেয়, নির্যাতন করে।’

সুখরঞ্জন বালি বলেন, ‘তারা আমাকে একপর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো। তখন তিন-চারজন লোক জিজ্ঞাসাবাদ করতো।’

সুখরঞ্জন বালি বলেন, ‘তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই। কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল সাতটা কি আটটায় দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে। আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয়ে ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জবাবে তারা বলেছিল, আমরা তোকে তোর দেশে নিয়ে যাব। বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি। তখন বলি, বাগেরহাটে নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারবো। সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে ওঠানো ও নামানো হয় সেটা আমি অনুভব করতে পারি।’

তিনি বলেন, ‘একপর্যায়ে আবার গাড়ি চলতে শুরু করে; দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে। এর কিছুক্ষণ পর দশ-বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায়। এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় ও চোখ খুলে আমাকে সামনে এগোতে বলা হয়।’

সুখরঞ্জন বালি বলেন, 'জায়গাটা বাগেরহাট কি-না সেটা বুঝতে চেষ্টা করি। আমি বুঝতে পারি যে, ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ, এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমায় নিয়েছে কান্না করতে করতে আমি বিএসএফ-এর হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি। আমি বলি এদের হাতে তুলে দিয়েন না। প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই।’

সুখরঞ্জন বলেন, ‘আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফ-এর কাছে দিয়ে আসে আমায়। এ সময় আমি দেখতে পাই গাড়িতে ৬-৭ জন সবুজ পোশাকের পুলিশের সাথে দু’জন বিজিবি সদস্য আছেন। তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি।’

সুখরঞ্জন বলেন, ‘বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে?’

কান্না জড়িত কন্ঠে সুখরঞ্জন বালি বলেন, ‘আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচণ্ড মারপিট শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কি-না আমি আজও বুঝিনি। একপর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে।’

হাত বাধার সেই দাগ এখনো স্পষ্ট। সেটা তিনি এই প্রতিবেদককে দেখান।

সুখরঞ্জন বালি তার ওপর নির্যাতনের বর্ণনায় বলেন, মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে। এতে তিনি ডান হাতের কনুইতে প্রচণ্ড আঘাত পান। এখনো ডান হাত দিয়ে ভালোভাবে তিনি কোনো কাজ করতে পারেন না। বিএসএফ-এর মারের পরে তিনি প্রায় তিন ঘণ্টা বেহুঁশ ছিলেন।

সুখরঞ্জন বালি বলেন, ‘আমি বিএসএফ-কে বলতে থাকি যে আমি ইচ্ছা করে এখানে আসিনি কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেধড়ক মারধর করে।’

আমাকে মারধরের আর কোনো কারণ বুঝিনি। বিএসএফ-এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বৈকারী বাজার পশ্চিমবঙ্গের উত্তর-চব্বিশ পরগণা জেলার স্বরূপনগর থানা এলাকা। এরপর বশিরহাট জেলে আমাকে বাইশ দিন রাখা হয়। সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয়। এরপর আসা হয় দমদম জেলে।’

সুখরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দীকে (সম্পর্কে আমার ভাগনে হয়) আমি দেখি। সে আমাকে চিনতে পারেনি। আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমায় জড়িয়ে ধরে বলে 'মামা তুমি বেঁচে আছ। আমরাতো জানি তুমি মারা গেছ।’ সে ভাগনে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকটাত্মীয়দের আমরা বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দী থাকার কথা জানায়।

সুখরঞ্জন বলেন, ‘আমার বাড়ির লোকেরা ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থা সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে ২০১৮ সালের প্রথম দিকে ৫ বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি।’ তিনি জানান, দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল।

সুখরঞ্জন বালি বলেন, মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভেতর লুকিয়ে থেকে নিজ চোখে দেখেছি। সেখানে সাঈদী হুজুরকে আমি দেখিনি। তখন এ নামে কাউকে আমি চিনতামও না। উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত দুই দু’বারের এমপি ছিলেন। তখন উনার সম্পর্কে জানি ও চিনতে পারি। সাঈদী হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি। হুজুর নিরপরাধ-নির্দোষ তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি। আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম।

তিনি বলেন, ভারত থেকে দেশে ফিরেও আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকানিতে যেতে পারিনি। নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় ও পরিচিতিদের সহায়তায় তাদের আশ্রয়ে ছিলাম।

সুখরঞ্জন বালি বলেন, ‘পিরোজপুর জেলার ইন্দুরকানি (সাবেক জিয়ানগর) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে আমার বাড়ি।’

আমি পেশায় কাঠমিস্ত্রি। আমার এক ছেলে ও এক মেয়ে। আমার ছেলেও কাঠমিস্ত্রির কাজ করতো। তাতে যে আয় রোজগার ছিল তাতে আমি পরিবার নিয়ে ভালোই চলতাম।

সাঈদী হুজুরের মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আমাকে অপহরণ করে গুম করে নির্যাতন নিপীড়ন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজিবি সহায়তায় বিএসএফের হাতে তুলে দিয়ে টানা ৫ বছর কারাবন্দী করে অবর্ণনীয় সাজা ভোগে বাধ্য করা হয়। অনেক ভয় আতঙ্কের পরও সাঈদী হুজুরের মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। তারপর আবারো আমি নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই।

সুখরঞ্জন বালি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম এবং ৫ বছর কারাবন্দি থাকাসহ তার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চান তিনি। ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে।

দেশের অন্যতম ইসলামিক স্কলার দুইবারের সংসদ সদস্য জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিলে তাকে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগকালীন ২০২৩ সালের ১৪ আগস্ট কারা হেফাজতে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া ও ট্রাইব্যুনালের বৈধতা ও সাজা নিয়ে প্রশ্ন তুলেন বিভিন্ন দল সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। তবে তৎকালীন কর্তৃপক্ষ এটি আমলে নেয়নি।

সূত্র: বাসস

27/12/2024

মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষ গুলো দেখতে একদম মানুষের মতো।

Address

Chakari, Cox's Bazar
Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Cox Bulletin । কক্স বুলেটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category