Chakaria Kantho

Chakaria Kantho Welcome to my page.

22/11/2023

চকরিয়ায় চেকপ্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় চেকপ্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি
রুহুল আমীন বহদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২নভেম্বর) বিকাল ২টায় চকরিয়ায় শহিদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় পুলিশ এ অভিযান চালায়। ধৃত রুহুল আমীন বহদ্দার চকরিয়া পৌরসভার বাটাখালি ফুলতলা ৩নং ওয়ার্ড এলাকার মৃত লালমিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানায়, চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার ও এএসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদে অভিযান চালিয়ে চেকপ্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমীন বহদ্দারকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পলাতক ছিল। তাকে ২৩নভেম্বর আদালতে সোপর্দ্দ করা হবে।

22/11/2023

চকরিয়ায় সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের বাড়িতে মধ্যযুগিয় কায়দায় হামলা ও ভাংচুর, রক্ষা পায়নি ৯০ উর্ধ্ব বাবা-মাও

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গত ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্ব মহসিন বাবুলের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। হামলায় সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের ৯৫ বছর বয়স্ক পিতা-মাতা সহ ৫জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গত ১৯ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টার দিকে সাহারবিল ইউপির ২নং ওয়ার্ডের নয়াপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মহসিন বাবুল ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, তার ছোট বোনের মেয়ে কহিনুর আক্তার গত ১৫ বছর ধরে ৩৫ কড়া জমি ক্রয় করে সাহারবিল বাজার সংলগ্ন মুখলেছুর রহমান পাড়ায় বসবাস করে আসছেন। ওই বসতঘরের চারপাশে পাকা বাউন্ডারিসহ বিভিন্ন প্রজাতির গাছপালাও রয়েছে। মহসিন বাবুল আরও জানান, বর্তমান চেয়ারম্যান নবী হোসাইনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার বোনের বাড়ির জমি জবর দখলের জন্য হামলা চালিয়ে ঘেরা বেরা ভাংচুর করে বাড়ির কাজ বন্ধ করে দেয়।এসময় দুপক্ষের মাঝে ধাওয়া পালটা ধাওয়া হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল থেকে অনেক দুরে তার বাড়িতে সশস্ত্র অবস্থায় গিয়ে ব্যাপক তান্ডব চালানো হয়। বাড়িতে চিকিৎসাধীন থাকা অক্সিজেন লাগানো অসুস্থ বৃদ্ধ পিতা আবদুল খালেক (৯৫), মা এনতেরাজ বেগম (৬৮) ও চাচাতো ভাই মহিউদ্দিন (২৯) সহ ৫জন মারাত্মকভাবে আহত হয়। পরে স্বজনরা গুরুতর আহত মহিউদ্দিনকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে মারধর করে সন্ত্রাসীরা। তিনি আরও বলেন সন্ত্রাসীরা ঘরের আলমিরা সুকেইচ দরজা জানালা ভাংচুর করে নগদ ১৫হাজার টাকা ও ১৭ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ ব্যাপারে মামলা করবেন বলে জানিয়েছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মহসিন বাবুল। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী নাদিম ঘটনার সত্যতা সিকার করে বলেন এখনো পর্যন্ত কোন মামলা নিয়ে আসেনি এজাহার পেলে মামলা নেওয়া হবে।

চকরিয়ায় অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানে দেশে তৈরি লম্বা বন্দুক ও কার্তুজ উদ্ধার: গ্রেফতার-১কক্সবাজারের চকরিয়া থানা পু...
20/11/2023

চকরিয়ায় অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানে দেশে তৈরি লম্বা বন্দুক ও কার্তুজ উদ্ধার: গ্রেফতার-১

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানে দেশে তৈরি লম্বা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ নেজাম উদ্দিন (৩০) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত নেজাম উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভিলেজার পাড়ার আবুল খায়ের এর ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।

কক্সবাজারে সাংবাদিকের মোটরসাইকেল চুরিকক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া থেকে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাস...
18/11/2023

কক্সবাজারে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া থেকে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ি থেকে বাইকটি নিয়ে যায় চোরের দল।

সাংবাদিক আজিজ রাসেল জানান, বাইকটি প্রতিদিন বাড়ির আঙিনায় তালাবদ্ধ করে রাখি। মাঝেমধ্যে মামা ফয়সালের বাড়িতেও পার্কিং করে রাখা হয়। সেখানে নিয়মিত ৪—৫টি বাইক থাকে। গত দুইদিন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় বাইকটি ওইস্থানে রাখা হয়েছিল। শহরের তারাবনিয়ার ছড়াস্থ হোসাইন মটরস শো—রুম থেকে বাইকটি ২০২১ সালের ১৩ ডিসেম্বর কেনা হয়। যার ব্র্যান্ড ও মডেল হোন্ডা লিভো ডিস্ক। এবং কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

ছাত্রলীগ নেতা আসিফ উল করিম বলেন, ‘আমার বড় ভাই আবদুল্লাহ ফয়সালের বাড়িতে নিয়মিত অনেক গাড়ি থাকে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বাড়ি ও আশপাশে নজরদারি করা হয়। চোরের দল কয়েকটি লক ভেঙ্গে আমার ভাইয়ের সিএক্স মডেলের বাইকও চুরি করার চেষ্টা করে। পরে সফল না হয়ে আজিজ রাসেল ভাইয়ের গাড়িটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে চোরের দলকে সনাক্তের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, ‘আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের অন্যতম হোতা সিকদার মহল এলাকার শিহাব, পূর্ব টেকপাড়া রাব্বি ও পাহাড়তলী এলাকার মাঈন। তাঁদের সিন্ডিকেটের সদস্যরাই বাইকটি চুরি করতে পারে। বাইক চুরির এক সপ্তাহ ধরে শিহাব ও তাঁর দলবলকে টেকপাড়া এলাকায় বাইক নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শহর বা চকরিয়া ও মহেশখালীতে বাইকটি নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) শাকিল হাসান বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে চোরের দলকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

18/11/2023

চকরিয়ায় ১৮টি ইউনিয়ন ১টি পৌরসভায় চষে বেড়াচ্ছে ভুয়া ফেসবুক টিভি প্রতারক চক্র। সাবধান সম্মানিত এলাকা বাসি।

চকরিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত ইডেন পার্ক কমিউনীটি সেন্টারের উদ্বোধনচকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া প...
17/11/2023

চকরিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত ইডেন পার্ক কমিউনীটি সেন্টারের উদ্বোধন

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়া ঘোনা নিরিবিলি এলাকা কেবি জালাল উদ্দিন সড়কের বাটাখালী ব্রীজ সংলগ্ন সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত "ইডেন পার্ক" কমিউনীটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১৭নভেম্বর সকাল থেকে পবিত্র কোরআনে খতম ও মিলাদ মাহফিল এবং পবিত্র জুমার নামাজের গরু জবাই করে ২ হাজার মানুষের খাবার আপ্যায়ন ও মিষ্টিমুখ করার মধ্যদিয়ে উদ্বোধন করা হয় ইডেন পার্ক। ঘরোয়া পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন বাবুল, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, সাহারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউসার উদ্দিন কচির, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক এমইউপি, শহিদুল ইসলাম এমইউপি প্রমূখ।
চকরিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত "ইডেন পার্ক" কমিউনীটি সেন্টারের মালিক সাহারবিলের জমির উদ্দিন, শফিকুর রহমান ও জয়নাল আবেদীন এমইউপি। তিনজনই চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ভাগিনা। যোগাযোগ-মোবাইল 01829635805 (শফিক)।
এখানে বিবাহ, মেহেদী, ওয়ালিমা, বৌভাত, আকিকা, মেজবান, সেমিনারসহ সকল প্রকার অনুষ্ঠানের সুলভ মূল্যে অগ্রিম বুকিং নেওয়া হয়।

14/11/2023

স্ত্রী সুন্দর হলে সংসার সুখের হয় না বরং স্বামী-স্ত্রী উভয় দ্বীনদার হলে সংসার সুন্দর ও সুখের হয়

13/11/2023

চকরিয়ায় সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে হামলা : আহত ১

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: চকরিয়ায় সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে একজনকে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৯ নভেম্বর) চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বসতভিটায় ঘেরাবেড়া দেয়ার কাজ চলাকালে মোস্তফা কামালের বাড়িতে জনৈক মাস্টার নছিমের ছেলে আবু মুছা ও মামুনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র তছনছ এবং সীমানার ঘেরাবেড়া ভাংচুর করে। পরে গত শুক্রবার গভীর রাতে আবারও হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। এসময় তাদের হামলায় মোস্তফা কামালও আহত হন। স্থানীয় ও পরিবারের লোকজন এগিয়ে এসে মোস্তফা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ার বাসিন্দা আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ছেলে। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার এএসআই শাহজালাল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আহত মোস্তফা কামাল বাদী হয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার প্রস্তুতি নিচ্ছে।

11/11/2023

চকরিয়ায় স্বামী পরিত্যক্ত নারীকে তিন বন্ধু মিলে গণধর্ষণ

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় তিন বন্ধুর গণধর্ষণের শিকার হয়েছে স্বামী পরিত্যক্ত এক নারী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানা যায়। এ ঘটনায় ভিকটিম নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ বিন খালেদ, আনছার ও জহির নামের ৩ জনকে আটক করে চকরিয়া থানা পুলিশ। পরে কেবল আব্দুল্লাহ বিন খালেদ কে গ্রেফতার দেখিয়ে আনছার ও জহির নামের ২জনকে ছেড়ে দেয় পুলিশ। গ্রেফতারকৃত আবদুল্লাহ বিন খালেদ কোনাখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড এলাকার আবদুর রহমানের ছেলে। জানা যায়, চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের এক সন্তানের জননী এক নারীর সাথে কোনাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এর নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম খোকনের সাথে পরিচয় ছিল। গত বৃহস্পতিবার বিকালে পরিচয়ের সূত্র ধরে শহীদুল ইসলাম প্রলোভন দিয়ে ওই নারীকে টমটমে তুলে কোনাখালী নিয়ে যায়। তাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে রাত সাড়ে ৭টার দিকে কোনাখালীর ৫নম্বর ওয়ার্ড বালুর ডেইল এলাকায় বেড়িবাঁধের উপর নিয়ে তিন বন্ধু মিলে গণধর্ষণ করে। পরে নারীর মোবাইল কেড়ে নেন তারা। এক পর্যায়ে ওই নারী তাদের কাছ থেকে পালিয়ে স্থানীয় লোকজনের কাছে বিষয়টি জানান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। তার দেখানো তিন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন শুক্রবার রাতে ওই নারীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আবদুল্লাহ ও অন্য দুইজনকে আসামী করা হয়েছে। পরে পুলিশ আটক আনছার ও জহিরকে ছেড়ে দেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় ভিকটিমের জবানবন্দী নেয়া হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আটক যুবক আবদুল্লাহকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

06/11/2023

চকরিয়ার কৈয়ারবিলে প্রবাসীর স্ত্রীকে মারধর করে বসতভিটার গাছ কর্তন।

হারানো বিজ্ঞপ্তিলামা উপজেলার  লামা ইউনিয়নের গজালিয়া (১নং ওয়ার্ড) ব্রিকফিল্ড এলাকার নয়াপাড়া গ্রামের মোঃ শফি উদ্দিনের ছেলে...
05/11/2023

হারানো বিজ্ঞপ্তি

লামা উপজেলার লামা ইউনিয়নের গজালিয়া (১নং ওয়ার্ড) ব্রিকফিল্ড এলাকার নয়াপাড়া গ্রামের মোঃ শফি উদ্দিনের ছেলে মোঃ সাকিবুল হাসান প্রকাশ সাকিব (১২)
নামের শিশুটি গত ৩নভেম্বর তারিখে হারিয়ে গেছে।

কাকারা মাঝেরফাড়ি আল জামিয়াতুল উলুম তাহফিজুল কোরআন হেফজখানা থেকে নিখোঁজ হয়ে যায়। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ছবির এ শিশু মোঃ সাকিবুল হাসান প্রকাশ সাকিবের সন্ধান পেয়ে থাকেন এই নাম্বার যোগাযোগ করার অনুরোধ রইল।
মোবাইল নং-০১৮৮৩-৫৩৪৮০৫
অথবা ০১৮৩১-৫০০৭৩৫

05/11/2023

চকরিয়ার কোনাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় এতিম কিশোরকে বেদড়ক মারধরের অভিযোগ

মহাসড়কের চকরিয়ায় হালকা  হরতাল পালিতচকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:চকরিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী,পুলিশ ...
02/11/2023

মহাসড়কের চকরিয়ায় হালকা হরতাল পালিত

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:চকরিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী,পুলিশ ও বিজিবির প্রতিরোধ অপেক্ষা করে কোন পিকেটিং ছাড়া
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আংশিক প্রভাব পড়েছে চকরিয়ায়। দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়া বাকী সকল গাড়ী স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম সংখ্যক চলেছে। জরুরি পরিবহন ছাড়া দূরপাল্লার পরিবহন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (০১নবেম্বর) দুপুরে গিয়ে দেখা যায়, চকরিয়ার শহিদ আব্দুল হামিদ বাস টার্মিনালে ২৯টি এবং
পুরাতন বাস-স্টেশনে ১৩ টি সহ কাউন্টারের সংখ্যা ৪২টি। তবে এর মধ্যে মাত্র ৮টি কাউন্টার খোলা রয়েছে। আর এতে ভোগান্তিতে পরেছেন দুর পাল্লার যাত্রীরা। তাদের অভিযোগ কাউন্টার থেকে টিকেট দেওয়া হচ্ছে না। তবে টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, হরতালের কারণে কাঙ্ক্ষিত পরিমাণ যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে যারা এসেছেন তাদের অপেক্ষা করতে বলা হয়েছে। কাঙ্ক্ষিত যাত্রী পাবার পর টিকিট বিক্রি করা হবে। আবার অনেকে বলছেন রাস্তায় কয়েক জায়গায় গাড়ি পোড়ানোর খবর পেয়ে গাবতলী থেকে বাস ছাড়ছে না অনেক পরিবহন।

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শহিদ আব্দুল হামিদ বাস টার্মিনালে ও থানা রাস্তার মাথা জনতা মার্কেট, ঘুরে দেখা যায়, সড়কে তেমন কোনো গণপরিবহন নেই।

তাই বেশিরভাগ মানুষই ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনায় চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। হঠাৎ দুই একটি স্বল্প দূরত্বের বাসের দেখা মিললেও দূরপাল্লার বাসের দেখা মিলেনি কোথাও। এদিকে, মহাসড়কে নিরাপত্তার নিশ্চিতে বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের একাধিক টিমকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি র?্যাবের কয়েকটি গাড়িকেও টহল দিতে দেখা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, সড়কে চলমান যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক টিম চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কগুলোতে বিশেষ দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর আছে।

31/10/2023

জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত জেলা জজ আমিনুল হক

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ আমিনুল হক। তিনি গতকাল মঙ্গলবার বিকালে চকরিয়া পৌরশহরের একটি হোটেলের সেমিনার কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উল্লেখিত অভিমত ব্যক্ত করেন।

মতবিনিমিয় সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত জেলা জজ আমিনুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইন সিকদারের ছেলে।
আমিনুল হক বলেন, আমি সিনিয়র জেলা জজ থেকে অবসর গ্রহণ করেছি ২০১৯ সালে। দীর্ঘ ৫ বছর ধরে এলাকার বিভিন্ন জনসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতাসম্পন্ন ব্যক্তি হিসেবে যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষে কাজ করব। এরপরও জনসেবা ও এলাকার উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে আওয়ামীলীগের মনোনয়ন চাই।
তিনি আরো বলেন, আমি ৬ষ্ট শ্রেণীতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ দেখেছি। এরপর ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ছিলাম। বিচার বিভাগে কর্মরত থাকা অবস্থায় সততা ও নিষ্টার সাথে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছি। চাকুরির বিধিবিধান মেনে যথাযথস্থানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ট কণ্ঠে অবস্থান নিয়েছি।

31/10/2023

কক্সবাজারের-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ আমিনুল হক।

30/10/2023
চকরিয়ায় বিএনপি'র হরতালে নেই অপ্রীতিকর ঘটনা!চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও জামায়াতের ড...
29/10/2023

চকরিয়ায় বিএনপি'র হরতালে নেই অপ্রীতিকর ঘটনা!

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রোববার (২৯অক্টোবর) এ হরতালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চলেনি দূরপাল্লার গণপরিবহন। তবে স্থানীয় পরিবহনগুলোকে দ্বিধাহীনভাবে চলতে দেখা গেছে। এসব পরিবহনে যাত্রী সাধারণকে ভাড়া গুণতে হয়েছে দ্বিগুণ। চলেছে প্রধান সড়কসহ পৌরশহরের অভ্যান্তরীণ সড়কে বিদ্যুৎ চালিত ইজিবাইক ও অটো রিকশা। সবমিলিয়ে চকরিয়ায় হরতাল পরিস্থিতি ছিলো স্বাভাবিক।

এদিকে, হরতালের সমর্থনে রাজপথে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মী মাঠে না নামলেও কার্যত হরতালের পরিবেশ বিরাজ করে মহাসড়কে। অন্যদিকে, সহিংসতা ঠেকাতে পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. রকিব উদ্দিন রাজার নির্দেশনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদের নেতৃত্বে একাধিক টিম টহল দেন শহরের অলিগলিতে।
মোড়ে মোড়ে চকরিয়া পৌরশহর পাহারা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল দশটার দিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপির নেতৃত্বে সিস্টেম কমপ্লেক্স এলাকায় আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক দফা শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

একইভাবে শহরের পুরাতন বাস কাউন্টার এলাকায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীর নেতৃত্বে আরেকটি শান্তি মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন। উভয়ে পৃথক পৃথক মিছিলের মধ্য দিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ করেন।

চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে আনা চুরাই গরু সহ দুইচোর চকরিয়ায় ধরানিজস্ব প্রতিবেদক চকরিয়া: চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে কর...
28/10/2023

চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে আনা চুরাই গরু সহ দুইচোর চকরিয়ায় ধরা

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে এনে চুরাই গরু সহ দুই চোর ধরা পড়েছে চকরিয়ায়। বুধবার ভোর ৭ টায় চকরিয়ার সাহারবিল ইউনিয়নের রামপুর ৭ নং ওয়ার্ডের কাজলী বাপের চর এলাকায় সড়কের কাদায় গাড়ী আটকে গেলে জনতার হাতে ধৃত হয়। খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ীর চালক চোর সিন্ডিকেটের সদস্য পুর্ব বড় ভেওলা ৯ নং ওয়ার্ডের
শাহজাহান (৩০) ও ঘটনাস্থল কাজলী বাপের চর ও সাহারবিল ইউপি র রামপুর ৭ নং ওয়ার্ডের কুখ্যাত গরু চোর সিন্ডিকেট সদস্য রুবেলের পিতা বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় চুরি করে আনা দুইটি অষ্ট্রেলিয়ান গাভী ও ব্যবহৃত মাইক্রোবাস নং চট্টমেট্রো চ ১১-৩৬৯৬ জব্দ করে থানা হেফাজতে নিয়ে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ চুরি করে গরু আনার সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়ে বলেন, এ দুই চোর বড় একটি গরুচোর সিন্ডিকেটের সদস্য বলে জানতে পেরেছেন। এই গাড়ীটি তারা ও তাদের অপরাপর সদস্যরা গরু, মহিষ সহ নানান পালিত পশু চুরি করে থাকে। ইতিপুর্বে একই গাড়ী দিয়ে দুইটি মহিষ চুরির ভিডিও ফুটেজ সহ তথ্য রয়েছে। থানায় নিয়ে স্বীকারোক্তি আদায় করে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে সাহারবিল ইউনিয়নে এসেই ধরা পড়ে যাওয়ায় চোর সিন্ডিকেট হতবাক বলে কানাঘুষা চলছে ইতিমধ্যেই। তাৎক্ষনিক ঘটনাস্থল পৌঁছেন সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী সহ তার লোকজন। একটি সুত্র জানায় ধৃত চোরদের ছাড়িয়ে নিতে লাখ টাকার মিশন নিয়ে নেমেছেন ওই চেয়ারম্যান। এলাকাবাসীর দাবী গরুচোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই চেয়ারম্যান। সচেতন মহলের দাবী ধৃত চোরদের আটক করে রাখলে কিছুটা দিন অন্তত: নিরাপদে ঘুমাতে পারবে খামারীরা। গরুসহ দুই চোর ও গাড়ী জব্দ করায় হয়রানীর শিকার গরুর খামারিদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

চকরিয়ায় সিএনজি চালককে পিটিয়ে হত্যায় আটক আরো ১নিজস্ব প্রতিবেদক চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদ...
27/10/2023

চকরিয়ায় সিএনজি চালককে পিটিয়ে হত্যায় আটক আরো ১

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদায় সিএনজি চালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সাইদুল ইসলাম রুবেল (৩৫) নামের আরো এক যুবককে আটক করেছে হারবাং ফাঁড়ি পুলিশ। ধৃত যুবক বরইতলী পহরচাঁদা ৮নং ওয়ার্ড হাফালিয়াকাটা এলাকার আব্দুর রহমানের ছেলে। ইতিপূর্বে সাহাব মিয়ার ছেলে আব্দুর রহমান নামের ১নং আসামী গ্রেফতার করেছিল পুলিশ।

নিহত সিএনজি চালক মো. আরমান গত ৯ জুলাই উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় হত্যাকান্ডের শিকার হয়।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) রাত ৩টায় হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এস আই মোঃ আবদুল আজিজ শেখের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রসঙ্গত: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসা ও সড়কের পাশে গত ১০জুলাই সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদেহের ছবিটি প্রকাশ পেলে পরে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়। সুত্র ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম মোঃ আরমান (২৩)। সে পেশায় একজন সিএনজি চালক।৷ সে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ার বাসিন্দা মোঃ জকরিয়ার ছেলে।

নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ৮জুলাই (শনিবার) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আরমানকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আমার ভাইকে পিটিয়ে হত্যা করে লাশ রশি দিয়ে বেঁধে সড়কে ফেলে দেওয়া হয়েছিলো।

পরে, ১০ জুলাই (সোমবার) সকাল ৭টার দিকে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোল চত্বর এলাকা থেকে আরমানের লাশ উদ্ধার করে পুলিশ চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে এসে ময়না তদন্ত করে দাফন করেন। আমরা আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক তদন্তপূর্বক বিচার দাবী করছি।
এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করেন। যার চকরিয়া থানার মামলা নং ২১/৩২৭ তারিখ ১০ জুলাই ২০২৩ ইংরেজি।

26/10/2023

চলাচলের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ; অবরুদ্ধ ৫০ পরিবার!

21/10/2023

রাতের কক্সবাজার

18/10/2023

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া ইসলামি সমাজ কল্যান পরিষদের আয়োজনে সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআান আল্লামা সাদিকুর রহমান আজহারী।

17/10/2023

চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া ইসলামি সমাজ কল্যান পরিষদ আয়োজনে সীরাতুন্নবী (সঃ) মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বরেণ্য আলেমেদ্বিন আল্লামা সাদিকুর রহমান আজহারী।

চকরিয়ার রাহমাতুল্লিল আলামীন দারুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে জুব্বা ও কুরআন শরীফ বিতরণনিজস্ব প্রতিবেদক:চকরি...
13/10/2023

চকরিয়ার রাহমাতুল্লিল আলামীন দারুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে জুব্বা ও কুরআন শরীফ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার কৈয়ারবিলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. জুয়েল ও আনোয়ারার ইঞ্জিনিয়ার মো. জিয়াবুলের সার্বিক সহযোগিতায় সাহারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাদরাসা সংলগ্ন মৌলভীপাড়া রাহমাতুল্লিল আলামীন দারুল কুরআন হিফজ মাদরাসার ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) এ উপলক্ষে হেফজখানার শিক্ষার্থীদের মাঝে জুব্বা ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দাতা মাওলানা মনজুরুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাছন, চুনতী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু নাঈম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মো. ফরিদুল আলম ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাব্বির আহমদ ওসমানী।
অতিথিবৃন্দ হাফেজ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জুব্বা ও কুরআন শরীফ তুলে দেন।
এসময় দৈনিক খবরপত্রের প্রতিনিধি অলি উল্লাহ রনি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহজালাল শাহেদ, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ শহিদুল আনোয়ার মনজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার তবারুক বিতরণ করা হয়।

চকরিয়ার দুই পরিবারের বসতভিটার ওপর ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারা নিজস্ব প্রতিবেদক চকরিয়া:চকরিয়ার সাহারবিল ই...
11/10/2023

চকরিয়ার দুই পরিবারের বসতভিটার ওপর ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারা

নিজস্ব প্রতিবেদক চকরিয়া:
চকরিয়ার সাহারবিল ইউনিয়নে দুই পরিবারের বসতভিটার উপর দিয়ে গাছপালা কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারা চালাচ্ছে। সোমবার ৯অক্টোবর দক্ষিণ মাইঘোনায় সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একটি গোষ্ঠী দুর্লোভের বসবতি হয়ে এ অনধিকার চর্চা করে।
জানা গেছে, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ মাইজঘোনা এলাকার মৃত আলহাজ্ব সফর মুল্লুকের ছেলে আবদুল আলিমের সাড়ে ৩৪কড়া এবং দক্ষিণে আবদুল আলিমের চাচা ফিরোজ আহমদের সাড়ে ৩৪কড়া নিয়ে ৬৯কড়া জমিতে দীর্ঘ ৪০বছর ধরে দুইটি পরিবার ভোগ দখলে রয়েছে। তন্মধ্যে আবদুল আলিমের পরিবার ১০কড়া জমিতে বাড়ী নির্মাণ করে ছেলে মেয়েদের নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।
ভুক্তভোগি আবদুল আলিম জানান, ৪০ বছরের ভোগ দখলীয় জমিতে আমি ও চাচার ভিটার মধ্যবর্তী অংশে সীমানা নির্ধারণী হিসেবে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এতে দূর্লোভের বশবর্তী হয়ে আমি ঘরে না থাকার সুযোগ নিয়ে পাশ্ববর্তী মৃত আবদু শুকুরের ছেলে সাহাব উদ্দিনের নেতৃত্বে তার আত্মীয় একই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ শফি, মৃত আব্দুল খালেকের ছেলে আবুল হোসেন, মৃত আবদু ছোবহানের ছেলে জমির উদ্দিনসহ ১৫/২০জনের সংঘবদ্ধ দল অস্ত্রশস্ত্র নিয়ে আজ (৯অক্টোবর) সকালে প্রকাশ্যে দিবালোকে আমার বসতভিটার রোপিত বড়ছোট সৃজিত আমগাছ, সুপারি গাছ, সেগুনসহ অর্ধশতাধিক গাছ কেটে উজাড় করে ফেলে। ঘটনাস্থলে হামলাকারীদের বাধা দিতে গেলে তারা আমার স্ত্রী ও পরিবারের লোকজনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। খবর পেয়ে এগিয়ে আসলে আমাকেও বেধড়ক মারধর করে বেধে রেখে কেটে উজাড় করে ফেলা গাছগুলো নিয়ে যায়। তিনি আরও জানান, ঘরে ঢুকেও মালামাল তছনছ করে স্বর্ণালংকার, এন্ড্রয়েড মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নিয়ে যায়। এতে ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় জমি উদ্ধারপূর্বক সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগি পরিবার।

চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্নচকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ব...
11/10/2023

চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার আয়োজনে সপ্তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর চকরিয়া উপজেলা পর্যায়ের অডিশন চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। শনিবার (৭অক্টোবর) সকাল ৯টায় হিফজুল কুরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামালুদ্দিন তাওহীদ।
এতে চকরিয়া উপজেলার অর্ধশত হাফেজখানার আড়াই শতাধিক হাফেজসহ বিভিন্ন পারার শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত নির্দেশিত পারাভিত্তিক এ প্রতিযোগিতায় ২৮জন হাফেজ কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়। দিনব্যাপি উপজেলা পর্যায়ের অডিশনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবদুর রশিদ। প্রতিযোগিতা শেষে চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি হাফেজ ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মুবিনুল ইসলামসহ সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ বশির আহমদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, ফাঁসিয়াখালী ইউপি সদস্য আবুল হাসেম প্রমুখ ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী জেলা পর্যায়ের অংশগ্রহণের জন্য উত্তীর্ণ ইয়েস কার্ডপ্রাপ্ত ২৮জনের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকাসহ সনদপত্র তুলে দেন। চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়ার বদরখালীতে চিংড়ি ঘের ইজারা নিতে না পেরে পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দেয়ায় প্রত্যাহারের দাবীতে  মানববন্ধন   নিজ...
08/10/2023

চকরিয়ার বদরখালীতে চিংড়ি ঘের ইজারা নিতে না পেরে পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দেয়ায় প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কতৃপক্ষ সমিতির মালিকানাধীন ২৩জন শেয়ার হোল্ডারের নামীয় ২নং ওয়ার্ডের ২নং ব্লক ওয়াপদার কাটির বাহিরে পশ্চিমে ১০ একর বিশিষ্ট নতুন ঘোনার লবণমাঠ ও মৎসজমি পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি নির্ধারণ করে দেন। ওই পরিচালনা কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদকসহ ১১জনের স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে ২০২২ ও ২০২৩ সালের জন্য একই ইউনিয়নের মরহুম কালুমিয়ার ছেলে নুরুল কাদের কে লাগিয়ত করেন। সমিতির নিয়ম অনুযায়ী ইজারাচুক্তির মেয়াদ শেষ হওয়ার ৩মাস পূর্বে নতুনভাবে ইজারা দেওয়া হয়, এরই ধারাবাহিকতায় গত ২৬জুলাই ২০২৩ইং প্রকাশ্য নিলামডাকে সর্বোচ্চ নিলাম দাতা কে চিংড়ি ঘের চুক্তিমুলে লাগিয়ত দেওয়া হয়, পুর্বের ইজারাদাতার চুক্তির মেয়াদ শেষ হলেই নতুন ইজারাদার জয়নাল আবেদীন উক্ত ঘেরে ভোগ দখলে যেতে পারবে। কিন্তু নুরুল কাদের দুর্লোভের বশবর্তী হয়ে প্রতারনার আশ্রয় নিয়ে ঘের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজ, -ও পুর্বের কমিটির সাধারণ সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন বাবুলের দস্তখত জাল করে নতুন করে একটি ইজারানামা চুক্তিপত্র তৈরি করে,জাল চুক্তি নামায় লিখক হিসাবে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কম্পিউটার অপারেটর ফরহাদুল ইসলামের স্বাক্ষর জাল করেছেন বলে জানিয়েছেন ফরহাদ। উক্ত জাল চুক্তিনামা পত্র কে পুঁজি করে নুরুল কাদের কক্সবাজার জজ কোর্ট ও চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি শওকত আলী পুর্বের সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন বাবুল,বর্তমান সম্পাদক মাস্টার আব্দু রহিম,ইজারাদার জয়নাল আবেদীন ও নাছির উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চিংড়ি ঘের দখলে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে নুরুল কাদের। ২৯সেপ্টেম্বর জুমাবার বদরখালী কুতুব নগর জামে মসজিদের সামনে উক্ত ১০একর চিংড়ি ঘেরের ২৩শেয়ার হোল্ডার প্রায় ১০ হাজার সদস্যের মধ্যে উপস্থিত লোকজন মানববন্ধন করে মামলা প্রত্যাহারের জন্য ও প্রতারক নুরুলকাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চকরিয়ার পূর্ব বড়ভেওলায় বিধবা মহিলার ৫০ বছরের দখলীয় বসতভিটা ৮০টি সুপারি  গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ নিজস্ব প্রতিবেদ...
08/10/2023

চকরিয়ার পূর্ব বড়ভেওলায় বিধবা মহিলার ৫০ বছরের দখলীয় বসতভিটা ৮০টি সুপারি গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা এলাকায় এক বিধবা মহিলার দীর্ঘ ৫০ বছরের দখলীয় বসতভিটা থেকে ৮০টির মত সুপারি গাছ কেটে সন্ত্রাসী কায়দায় রাস্তা নির্মাণ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জানাগেছে চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত নুরুল আবছারের স্ত্রী নুর তাজ বেগম এর একদপে ১৮কড়া ও অন্য দপে ৫৩কড়াসহ ৭১কড়া জমি দীর্ঘ ৫০বছর পর্যন্ত ভোগ দখলে রয়েছে। তৎমধ্যে ১৮কড়া জমিতে বাড়ী নির্মাণ করে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করছে, অন্য দপে ৫৩ কড়া জমিতে সুপারিরচারা রোপন করে, ওই চারাগুলো বড় হওয়ায় সুযোগে ওই সব সুপারি গাছ থেকে প্রতি সুপারি বিক্রি পরিবারের সদস্যদের নিয়ে জীবন যাপন করে আসছি। হঠাৎ দূর্লোভের বশবর্তী হয়ে পাশ্ববর্তী নুরুল আলমের ছেলে সিরাজুল ইসলাম ফুতুর নেতৃত্বে তার আত্বীয় পালাকাটা এলাকার মিনহাজ উদ্দিন,পর্ব বড় ভেওলা রৌশন আলী পাড়ার আমির হোসেন এর ছেলে সাইফুল ইসলাম, সাহারবিল ইউনিয়নের বাটাখালী এলাকার আনোয়ার হোসেন ড্রাইভার এর ছেলে নুরুল ইসলাম ও ইলিয়াছ, মাইজপাড়ার কালুর ছেলে দেলোয়ার হোসেন ও মৃত কবির আহমদের ছেলে নুরুন্নবীসহ স্বশস্ত্র লাঠিয়াল বাহিনী গত ২৫সেপ্টেম্বর সকাল ১১টার সময় প্রকাশ্যে দিবালোকে বিধবা নুরতাজ বেগমের বসতভিটার রোপিত ও লালিত সুপারি গাছ গুলি কেটে রাস্তা তৈরীর সময় নিচে ফেলে মাটি চাপা দিয়ে জোর পূর্বক রাস্তাতৈরি করে বসতভিটার জমি দখলে নিয়েছে,এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ও জমি উদ্ধার করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন ভুক্তভুগী পরিবার।

আলীকদমে হাইকোর্ট নিষেধাজ্ঞার মধ্যেই চলছে ইটভাটার কাজনিজস্ব প্রতিবেদক চকরিয়া: বান্দরবানের আলীকদম গহীন অরন্যের ভিতর মুরং প...
07/10/2023

আলীকদমে হাইকোর্ট নিষেধাজ্ঞার মধ্যেই চলছে ইটভাটার কাজ

নিজস্ব প্রতিবেদক চকরিয়া: বান্দরবানের আলীকদম গহীন অরন্যের ভিতর মুরং পাড়ার অবৈধ ইটভাটাটি হাইকোর্টাদেশে জুন মাসেই গুঁড়িয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন প্রশাসন। বন্ধাদেশের হাইকোর্টের সাইনবোর্ড থাকা অবস্থায়ই দুইমাসের মধ্যেই হাইকোর্টাদেশ উপেক্ষা করে পুরোদমে কাজ চলছে জামাল চেয়ারম্যানের ইটভাটার উন্নয়ন কাজ। পরিবেশ অধিদপ্তরের জ্ঞাত সারেই চলছে ব্রয়লার নির্মান ও পাহাড় কেটা।
ইটভাটা মালিক আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে ইটভাটার আবেদন করেই কাজ করছেন তিনি।
এ ব্যাপারে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী জানান, চেয়ারম্যান জামাল উদ্দিন ক্ষমতাসীন মন্ত্রী বীর বাহাদুরের দলের লোক। তার উপর তিনি ব্রয়লার নির্মান করছেন। এক কথায় পরিবেশ অধিদপ্তরের মৌখিক সম্মতিতেই তিনি কাজ করছেন। অথচ ঢাকঢোল বাজিয়ে ২১ জুন '২৩ আলীকদম উপজেলার মোরং পাড়ার অবৈধ ইটভাটা বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী এর নেতৃীত্বে অভিযান পরিচালনা করা হয় এবং তাৎক্ষণিক ভাবে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। অভিযান চালিয়ে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া ইটভাটার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন। এরমধ্যে উপজেলার আলীকদম সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলী এলাকার UBM ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে বন্ধ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা সমূহের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে। সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলী এলাকার UBM এবং DBM ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছিল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা সমূহের সকল কার্যক্রম বন্ধ করে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি)। এরই মধ্যে সাইনবোর্ড ও হাইকোর্টাদেশ উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন স্বয়ং ইটভাটা মালিক আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন।

06/10/2023

চকরিয়া থানা সেন্টার বাইতুল মামুর জামে মসজিদের খতিব
চকরিয়া আনোয়ারুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী অধ্যাপক(আরবি) আ.ফ.ম ইকবাল হাছন আনোয়ারী জুমার নামাজের পূর্বে আলোচনা পেশ করছেন।

05/10/2023

বেশি সম্মান প্রদর্শণে অপরাধবোধের দিকে ঠেলে দেয়া আপনি সম্মানি লোকের কর্ম হতে পারেনা। সম্মানের ইজ্জত যারা যারা পারেন, তারাই সমাজের গণ্য মানুষ।

চকরিয়ায় সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার বাড়িতে ময়লা আবর্জনা ফেলার অভিযোগ বিশেষ  প্রতিবেদক,চকরিয়া: কক্সবাজারের সাবেক জেলা শি...
02/10/2023

চকরিয়ায় সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার বাড়িতে ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

বিশেষ প্রতিবেদক,চকরিয়া:
কক্সবাজারের সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফের মালিকানাধীন চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজ বাগস্থ বাড়ির পার্শ্ববর্তী আট তলা ভবন থেকে ময়লা আবর্জনা ফেলানোর অভিযোগ উঠছে। এনিয়ে আবদুল লতিফ ও তার স্ত্রী ময়লা না ফেলতে নিষেধ করলে ভবন মালিকের ভাই নাজেম উদ্দীন তাদেরকে নানা ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়েছে। নাজেমের হুমকিতে অসহায় হয়ে পড়েছে শিক্ষক পরিবারটি।

২৩ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে মাস্টার আবদুল লতিফ জানান, পৌরসভার সবুজবাগে নিজস্ব জায়গায় সেমিপাকা ঘর করে বসবাস করছেন তিনি। তার ঘরের পাশাপাশি প্রবাসী জকরিয়ার মালিকানাধীন আট তলা ভবন রয়েছে। তিনি অভিযোগ করেন, জকরিয়ার ভবন থেকে ভাড়াটিয়ারা প্রতিদিনই তার বাসা এবং ঘেরাতে নোংরা ময়লা ও আবর্জনা ফেলছেন। এসব আবর্জনা ও ময়লা লতিফ মাস্টারের চালায় উঠান ও গাছপালায় পড়ে মারাত্মক পরিবেশের ক্ষতি করছে। এমনকি তার পরিবার এ নিয়ে ভীষন উদ্বীগ্ন। ভবন মালিককে নিষেধ করার পর উল্টো ক্ষেপে গিয়ে প্রবাসী জকরিয়ার ভাই নাজেম অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা হুমকি ধমকি দিচ্ছে লতিফ মাস্টারকে। তাই তিনি প্রশাসন সহ সকলের কাছে বিচার দাবী করছেন।

30/09/2023

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আজকের সর্বশেষ ফাইনাল খেলায় মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হচ্ছেন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। সকলকে মাঠে উপস্থিত থেকে খেলা দেখার ও উৎসাহ যোগানোর আহবান জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী

30/09/2023

কক্সবাজারের চকরিয়ায় বদরখালীতে চিংড়ি ঘের ইজারা নিতে না পেরে পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।

Address

Chakaria
Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Chakaria Kantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category