Dayee Akram

Dayee Akram আমাদের ভুবনে আপনাকে স্বাগতম

90's Kids  Childhood memories❤️🥀
12/10/2022

90's Kids Childhood memories❤️🥀

07/10/2022

মালিক তুমি জান্নাতে...
প্রচেষ্টা

27/09/2022

যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।
(মুসলিম) 🌷

24/09/2022

আলহামদুলিল্লাহ আমার এই পেইজ প্রোফাইল টাইপে কনভার্ট হলো।

18/09/2022

বই কিনে কেউ দেউলিয়া হয় না।

13/09/2022

Chakaria Government Hospital.

নির্জনে Video Create কালীন সময়ে তার সনে দেখা... ভিডিওটি আগামীকাল আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে...।
09/09/2022

নির্জনে Video Create কালীন সময়ে তার সনে দেখা...
ভিডিওটি আগামীকাল আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে...।

08/09/2022

মিনি ট্যুর 😍
Mini tour Dhanshidi

29/08/2022

আমি তোমার মতো আপন করে...
আর কারে পাই বলো।

প্রতিদিন দেখি তাঁকে তবে এভাবে প্রতিদিন ফ্রেমবন্দী করা হয় না।
27/08/2022

প্রতিদিন দেখি তাঁকে তবে এভাবে প্রতিদিন ফ্রেমবন্দী করা হয় না।

25/08/2022

গরিবের ট্যুর ঝিলমিল রেস্টুরেন্ট 😑

24/08/2022

যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে।

24/08/2022

We Nature LOVEr 🥀

03/08/2022

আকাশ কি পুরোনো হয়?

03/08/2022

হয় কি, দেখবেন—কিছু অন্যায়, কিছু প্রতারণা আপনার সাথে ঘটে যাচ্ছে। আপনি কাঁদবেন। আপনি কষ্ট পাবেন। আপনার অবস্থান থেকে আপনি চাইলেই এর শোধ তুলতে পারবেন। তুলকালাম কাণ্ড ঘটাতে পারেন।

যিনি বা যারা আপনার সাথে অন্যায় করল, তাদের মধ্যে কখনো অনুশোচনা দেখবেন না। উলটো আপনাকে ব্লেম করার কিছু অস্ত্র ধার দিয়ে রাখবেন তারা। খুব কাছের মানুষের সাথে আপনাকে জড়িয়ে নোংরা কিছু বলে বেড়াবেন তারা। দূরের কারও বাহাসও সামনে আনবে তারা। প্রমাণ করতে চাইবে, আপনি অপরাধী!!!

কিন্তু, হয় কি—তাতে সত্য মিথ্যে হয়ে যায় না। যে সম্পর্কের নাম থাকে না, সে সম্পর্কের নাম তৈরি হয় না। দেখবেন, যে অপবাদ আপনার ঘাড়ে চাপানো হবে, সে অপবাদ অনেক সূর্যের আলোতেও তা সত্য হয় না।

করবেন কী? হ্যাঁ— এমন অসহায় সময়ে আপনি হয়তো সুইসাইডাল থাকবেন। আপনি কাঁদবেন। চোখের জল মুছবেন। বা, একা একা আল্লাহর সাথে কথা বলবেন। আহ্লাদ মিশিয়ে আল্লাহকে বলবেন, 'আল্লাহ, তুমি সত্য জানো না?'

হ্যাঁ, আল্লাহ সত্য জানেন। তাই, আপনি চুপ হয়ে যাবেন। নিজে বিচার করতে যাবেন না। আপনার শোককে হজম করবেন। আপনার কষ্ট, অভিমান যেন রাগ না হয়—খেয়াল রাখবেন।

জাস্টিস, আমি কিংবা আপনি পারি না। একমাত্র বিচার দিনের মালিক আল্লাহ। চুপচাপ আল্লাহকে বলে রাখুন। আল্লাহর কাছে এক ফোঁটা অশ্রুজল যেন মেশকে আম্বর।

এবার নিজের দিকে ফিরুন। আপনি তো মজলুম। আপনাকে ঠকানো হয়েছে। ঠকে গিয়ে আপনি শিশুর মতো কেঁদেছেন। এবার কান্না তুলে রাখুন। মজলুমের দোয়া কবুল হয়। জানেন তো, প্রার্থনার হাত দীর্ঘ। হাত তুলুন। আর অপেক্ষা করুন।

এবার চুপচাপ ফিরে আসুন। সময়কে বলে দিয়ে রাখুন আপনার জানালা বন্ধ। আপনার ঘরে আপাতত সূর্য আসবে না। আপনি বদ্ধ কামরায় নিজের সমৃদ্ধ আয়নায় দাঁড়ান। বলুন, আলহামদুলিল্লাহ!

অপেক্ষা করুন। আপনার গীবত করা সেই মানুষগুলো দেখবেন আস্তে আস্তে অনুজ্জ্বল হচ্ছেন। আপনাকে প্রতারণার বিশ্রী স্বাদ দেওয়া মানুষগুলো দেখবেন জন্ডিস-ফ্যাকাসে।

এবার দরজা ভাঙুন। বের হয়ে আসুন। এবার হাঁটুন। মন ভ'রে নিশ্বাস নিন।

এবার দেখবেন, আপনি হাঁটছেন। বরং সেইসব মানুষ অনেকদূর পেছনে পড়ে আছে স্তুপ লাশের মতো।

থাকুক। পেছনে ফিরবেন না। আপনি বরং হাঁটুন।

জানেন তো, হাঁটলেই কেবল পথ!

— জয়ন্ত জিল্লু - jayanta jillu
২৮/০৪/২০২২ ইং

12/07/2022

"নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের,
উজ্জল হয়ে ফুঠেনি অাজো সুবিমল জ্যোতি তাওহীদের"

আমাদের মিছিলআল মাহমুদ.. আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে...আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে, শতসংঘাতের মধ্যে এ ...
11/07/2022

আমাদের মিছিল

আল মাহমুদ..

আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত
কালের দিকে...
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে, শত
সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।

কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত
কালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই
বিহবল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত, আমাদের
রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল
বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।

আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল
কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়,
কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি ?
আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের
দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।

আমরা আমাদের সঙ্গীদের চেহারার
ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,
কারন আমাদের আত্মার গুঞ্জণ হু হু
করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ।
শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর
থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ
মরুভূমির উষ্ণবালু কিংবা সবুজ কোন ঘাসের
দেশে।

আমরা আজন্ম মিছিলেই আছি, এর
আদি বা অন্ত নেই।
পনের শত বছর ধরে সভ্যতার উত্থান-
পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের
কন্দরে কন্দরে রেখে এসেছি-
তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন
মধুমক্ষিকার মত গুঞ্জন তুলবে।

আমরা জানি,
আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই
অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখয়ববে আগামী ঊষার উদয়কালের
নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম
নেয়নি, নেবে না।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন
থামতে দেয়নি;
আমরাও থামবো না।।

#শুভ_জন্মদিন_কবি

আল্লার দরবারে আপনার মাগফিরাত কামনা করছি।

ঈদ সালামী দিতে চাই.... 🤗😊
10/07/2022

ঈদ সালামী দিতে চাই.... 🤗😊

09/07/2022

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ

07/07/2022

তাঁরা বলুক
তাঁরা করুক
যদি ভাবে মোরা নির্বোধ,
তাদের জানিয়ে দিবো
মোরা ক্ষণিকের বিজয়ী কাম্য নয়।

— Write of Akram

06/07/2022

জানেন!
মানুষকে মানুষ বলে সম্মোধন করা এখন বৃথা মনে হয়
দিন দিন মানুষ সয়ং মানুষের রুপে থেকে মনুষ্যত্ব লালন করে না।

—Write of Akram

03/07/2022

আমরা তো অস্থির
আমরা থেমে থাকার জন্য জন্মায়নি-
এই কথা যার মস্তিস্ক বারবার নাড়া দেয় তার মস্তিক জাগ্রত হতে চায়।
সে নিজেই জাগ্রত হোক দ্বীনের জন্য-
আমাদের যাত্রা অনন্তকালের।

- Write of Akram

03/07/2022

পৃথিবীটা আজ কেন গ্লানিতেই ভরা
কেন আজ আহাজারির ধ্বনিই মাতোয়ারা,
আমিতো চাইনা কেউ হোক দিশেহারা।

আমি চাই ধরার মাঝে জলুক আলো আরা
আমি চাই মোদের মাঝে না থাকুক বাতিলের ইশারা,
আমি চাইনা কেউ হোক দিশেহারা।

29/06/2022

এই পোস্টে সবার সংক্ষিপ্ত পরিচয়টুকু জানতে চাই। যাদের সুযোগ হয় দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ...💙

28/06/2022

আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ।
কবি মতিউর রহমান মল্লিকের গান

26/06/2022

নীলিমায় মেঘ আছে জেনেও
ছাতার তালাশ নেই
করোনাময় রবের ভরসায়
অবিচল থাকি তাই।

— একরাম শহীদ নূরী

মেঘের কুলে রোদ হেঁসেছে।
26/06/2022

মেঘের কুলে রোদ হেঁসেছে।

লেখা - সে তো নীরব কলমে _ আমি (একরাম)নাম তাহার নীরব বটে ঐ দূর দেশে তাঁর ঘর,তাঁর প্রেমে সিক্ত আমি সে যেন হয় না কভু পর।  সে...
24/06/2022

লেখা - সে তো নীরব
কলমে _ আমি (একরাম)

নাম তাহার নীরব বটে ঐ দূর দেশে তাঁর ঘর,
তাঁর প্রেমে সিক্ত আমি সে যেন হয় না কভু পর।
সে তো আসলেই নীরব,বয়ে যাওয়া নদীর মতো,
সে তো কবিতার কবি, কবিতার লাইন কতো।

তাঁর গুণ বর্ণনা করার তো জমা আর শব্দ নেই,
এই হৃদয়ে যতো মায়া মত্ত অক্ষর আছে সবগুলো
আজ তাঁর জন্য সাজাবো, সাজাবো কবিতা।
তাঁর কথায় নতুন কিছু ভাবায় আমায়,
ভাবায় আগামীর নতুন প্রত্যায় ও নতুন বর্ণ।

সাক্ষাৎ হয়নি ততবার যতবার হৃদয় কোলে
আগন্তুক হও; খুব কাছে যতটা ভাবা যায় না।
সাক্ষাৎ হোক মোদের কোন ভয়াল নদীর তীরে,
কাছে থেকে মায়া মাখা মুখ খানি যেন
চাওয়া হয় বারবার ফিরে।

বোধ হয় কয়েকশো লাইন লিখলেও শেষ হবে না,
পাবে না পূর্ণতা তার মর্যাদার। আমি কবি নয় তবুও
কবি ও কবিতার প্রতিচ্ছবি দিয়ে আঁকলাম কবিকে।
আমি কবি হতে না পারলেও কবির দেশের ভিক্ষুক হতে চাই।

বিশেষ কিছু বলার নাই, চেহারা দেখাতে পোস্ট করলাম। 😊
21/06/2022

বিশেষ কিছু বলার নাই, চেহারা দেখাতে পোস্ট করলাম। 😊

12/06/2022

রাসুলের অপমানে যদি না কাঁদে তুর মন,
মুসলিম নয় মুনাফেকি তুমি রাসুলের দুশমন।
#চকরিয়া_ডিগ্রি_কলেজ

Address

Chakaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dayee Akram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category