MD. ABU NOMAN

  • Home
  • MD. ABU NOMAN

MD. ABU NOMAN Chakaria Municipal, Cox'sbazar.

16/07/2022

⭕➕

আজ নতুন অফিস বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ইং কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা কালে। উক্ত ম্যাচ বিজয়ী ডুলাহাজা...
15/07/2022

আজ নতুন অফিস বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ইং কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা কালে।
উক্ত ম্যাচ বিজয়ী ডুলাহাজারা ফুটবল একাডেমী✌️

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব Kashem Kutubi ভাইয়ের প্রতি
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সপ্তাহিক অনুশীলন শেষে- রেস্টুরেন্টে ব্রেকফাস্ট।ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প...
15/07/2022

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সপ্তাহিক অনুশীলন শেষে- রেস্টুরেন্টে ব্রেকফাস্ট।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় এসোসিয়েশনের সম্পাদক জনাব Kashem Kutubi ভাইয়ের প্রতি।
সকল সদস্যদের কে নিয়ে সপ্তাহিক অনুশীলনের ধারাবাহিকতা এগিয়ে যাবে- ইনশাআল্লাহ

⟭━━━━━━◧﷽◨━━━━━━⟬আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহপ্রিয় ফেইসবুক ফ্রেন্ডসদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। কুরবানীর ঐ...
08/07/2022

⟭━━━━━━◧﷽◨━━━━━━⟬
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ফেইসবুক ফ্রেন্ডসদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের সুখ-সমৃদ্ধি, সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি আবারো সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম....

চতুর্থ বিপ্লবের এই সময়ে আইসিটি জ্ঞানকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ।...
19/06/2022

চতুর্থ বিপ্লবের এই সময়ে আইসিটি জ্ঞানকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে পরিপূর্ণ ধারনা এবং কাজের বিস্তারিত সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর সেন্ট্রাল টিম নিয়ে আসছেন নতুন কোর্স: Know How About ।CT Olympiad Bangladesh-নিয়ে।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তাই আইসিটিতে দক্ষতা অর্জন করা বর্তমান প্রজন্মের জন্য বাধ্যতামূলক। শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করে বর্তমান যুগে ক্যারিয়ারে সফল হওয়া অসম্ভব,সফলতার জন্য প্রয়োজন প্রযুক্তিতে দক্ষতা। তাই পরবর্তী প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইসিটি সম্পর্কিত সঠিক জ্ঞানকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যই আইসিটি অলিম্পিয়াড কাজ করে যাচ্ছে। আইসিটি অলিম্পিয়াডের লক্ষ্য, সেন্ট্রাল, বিভাগীয়, জেলা টিম এবং Ambassador-দের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত ভাবে জানতে ICT OLYMPIAD KNOW HOW কোর্সে।

চোখ রাখুন Bright Skills - এর ফেসবুক পেইজে।

তারিখ : ০৪/০৬/২০২২ " জাগছে শিক্ষক, গড়ছে দেশ, আইসিটি নির্ভর বাংলাদেশ "শিক্ষকদের প্রাণের প্লাটফর্ম শিক্ষক বাতায়ন। আমি শিক্...
04/06/2022

তারিখ : ০৪/০৬/২০২২

" জাগছে শিক্ষক, গড়ছে দেশ, আইসিটি নির্ভর বাংলাদেশ "
শিক্ষকদের প্রাণের প্লাটফর্ম শিক্ষক বাতায়ন।
আমি শিক্ষক বাতায়নের প্রোফাইল আপডেট করেছি। আপনি করেছেন তো ? আর দেরি নয়, আজই করুন।

শিক্ষক বাতায়নের সকল রেজিস্টার্ড শিক্ষক সদস্যদের বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের শিক্ষক বাতায়ন প্রোফাইল আপডেট করুন ও সঠিক তথ্য দিন।

অনেক দিন পর প্রিয় মুক্ত পাঠ থেকে সার্টিফিকেট অর্জন। যুগে যুগে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে তরুণ সমাজের গৌরবোজ্জ্বল ই...
24/05/2022

অনেক দিন পর প্রিয় মুক্ত পাঠ থেকে সার্টিফিকেট অর্জন।
যুগে যুগে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে তরুণ সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস থাকা সত্ত্বেও বর্তমান সময়ে বিভিন্ন আর্থ-সামাজিক কারণে তরুণ সমাজের মধ্যে নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও রাজনৈতিক প্রক্রিয়ায়র প্রতি অনীহা ও উদাসীনতা দেখা যায়। জননীতি প্রণয়ন ও বাস্তবায়নে তরুণ সম্প্রদায়ের অংশগ্রহণ উৎসাহিত করতে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের সম্ভাবনাময় ভূমিকা ও অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্যে ‘জননীতি ১০১’ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।

22/05/2022

বিশ্বকাপ ইতিহাসে ❶❾❸⓿➦ ❷⓿❶❽ পর্যন্ত কোন দেশ কতবার ৩য়, ২য়,এবং ফিফা চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেছে। ভিডিওতে দেখুনঃ
বিঃদ্রঃ তবে ❷⓿❷❷ কাতার বিশ্বকাপ, কোন দেশ বিজয়ী হবে❓

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সপ্তাহিক অনুশীলন শেষে- নিরিবিলি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট।ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রক...
22/05/2022

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সপ্তাহিক অনুশীলন শেষে- নিরিবিলি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় এসোসিয়েশনের সম্পাদক জনাব Kashem Kutubi ভাইয়ের প্রতি।
সকল সদস্যদের কে নিয়ে এগিয়ে যাক সপ্তাহিক অনুশীলনের ধারাবাহিকতা।এসোসিয়েশনের জন্য আপনি সফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার হাত ধরে আজ, কিছু টা সময় আমরা সবাই এক সাথে। বাকিটা সময় ও আপনার সাথে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে ও থাকব----

15/04/2022

ধর্মকে বাদ দিয়ে ফুটবলে মনোযোগ দিতে বলায় ফুটবল ছেড়ে ধর্মকেই বেছে নিলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার মেসুত ওজিল।

15/04/2022

পবিত্র রমজানের সময় অটোমান সাম্রাজ্যের কিছু আইন জারি।
প্রতি বছর পবিত্র রমজান মাসে এই আইন গুলি 🇧🇩 দেশে জারি করা হোক।

04/04/2022

⟭━━━━━━━━◧﷽◨━━━━━━━━⟬
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার যত গোনাহ আছে মাফ করে দাও রমজানে,
দুঃখ ব্যাথা ভুলিয়ে দাও এইতো চাওয়া প্রাণপণে..
চমৎকার একটি নাশীদ 💕

⟭━━━━━━━━◧﷽◨━━━━━━━━⟬আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহকরোনাযোদ্ধা শিক্ষক সন্মাননা-২০২২ইংধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি "...
13/03/2022

⟭━━━━━━━━◧﷽◨━━━━━━━━⟬
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
করোনাযোদ্ধা শিক্ষক সন্মাননা-২০২২ইং

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি "শিক্ষার আলো ডট কম" এর নির্বাহী সম্পাদক জনাব M A Maruf Shohel স‍্যারর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের অনেক গুণীজন আলোকিত শিক্ষক পেল সম্মাননা।
আমাকেও তার একটি অংশ হিসেবে সম্মাননা করায় কৃতজ্ঞতা জানাচ্ছি।অদ্য ১৩/৩/২০২২ ইং শিক্ষার আলো ডট কম থেকে পাঠানো ক্রেষ্ট, সার্টিফিকেটসহ সকল উপকরণ বুঝিয়া পাইলাম।
তাই,শিক্ষার আলো ডট কম এর সম্পাদক মমতাজ আহমদ তাজ স্যার সহ সংশ্লিষ্ট পরিবারের সকল স্যার/ম্যাডাম গণের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

06/03/2022

শিক্ষার আলো ডট কম, প্রিয় সহ ক্রিয়েটিভ শিক্ষক বৃন্দের অর্জিত সাফল্য প্রিয় প্রোফাইল স্বরনের সবার জন্য উম্মুক্ত করে দিলাম, স্ব রচিত সাহিত্যিক মূল্যবান কবি প্রেয়সীদের বানী সম্মিলিত কথা। ধন্যবাদ শিক্ষার আলোডট কম,

Address


4741

Telephone

+8801818541454

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. ABU NOMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. ABU NOMAN:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share