মা-বাবার একমাত্র রাজকুমার

মা-বাবার একমাত্র রাজকুমার ভাই আমাকে একটু সাপোর্ট করোন। প্লিজ প্লিজ ��

27/07/2023

সত্যি কারের ভালোবাসা এমন হওয়া উচিত।

08/07/2023

হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না
সে তোমার দিকে কখনো
ফিরেও তাকাবে না!!!
হৃদয়বান মানুষের জন্যে কাঁদো,
দেখবে এক ফোটা জল পরার আগেই
তোমায় বুকে টেনে নিবে..

আবেগ সামলায়ে রাখবেন। আবেগে পড়ে জীবন ধ্বংস করবেন না। যদি আবেগে পড়ে কিছু করে বসেন, তাহলে সাময়িক আনন্দ পাবেন কিন্তু সারাজীব...
07/07/2023

আবেগ সামলায়ে রাখবেন। আবেগে পড়ে জীবন ধ্বংস করবেন না। যদি আবেগে পড়ে কিছু করে বসেন, তাহলে সাময়িক আনন্দ পাবেন কিন্তু সারাজীবন কাঁদা লাগবে।

তুমি যদি নামাজকে  হৃদয়ের ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারো,তাহলে পরবর্তী নামাজের জন্য আল্লাহ নিজে তোমাকে দার করাবেন।*****জ...
16/06/2023

তুমি যদি নামাজকে
হৃদয়ের ভালোবাসা দিয়ে
গ্রহণ করতে পারো,
তাহলে পরবর্তী নামাজের জন্য
আল্লাহ নিজে তোমাকে দার করাবেন।
*****জুম্মা মুবারাক *****

16/06/2023

অতিরিক্ত সরল হতে যেওনা, 😢

এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। 💔

সুস্হতা আল্লাহর বড় নিয়ামত,অসুস্হ হলে বুঝা যায়।শারীরিক ভাবে ভীষণ অসুস্থ সবাই একটু দোয়া করবেন।
04/06/2023

সুস্হতা আল্লাহর বড় নিয়ামত,
অসুস্হ হলে বুঝা যায়।
শারীরিক ভাবে ভীষণ অসুস্থ
সবাই একটু দোয়া করবেন।

ভাই আমাকে একটু সাপোর্ট করোন। প্লিজ প্লিজ ��

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছ...
04/06/2023

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই তিনটে কাগজের টুকরো বেরল। প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যাবহার করবেন"। নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার!! বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।" "মা" হল এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। লিখা:

Address

Chakaria
Chakaria
4741

Alerts

Be the first to know and let us send you an email when মা-বাবার একমাত্র রাজকুমার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা-বাবার একমাত্র রাজকুমার:

Videos

Share


Other Digital creator in Chakaria

Show All

You may also like