Vedic Sanskriti

Vedic Sanskriti This is a religious page. People can learn about how to practice Hindu culture from this page.

26/12/2024

আজকের কৃপাময় দর্শন।। ইসকন কুমিল্লা 🙏🙏

14/11/2024

দীপদান অনুষ্ঠান হরেকৃষ্ণ নামহট্ট , ঘোষনগর, বুড়িচং, কুমিল্লা।

14/11/2024

দীপদান অনুষ্ঠান হরেকৃষ্ণ নামহট্ট , ঘোষনগর, বুড়িচং, কুমিল্লা।p

পদ্ম পুড়ানে উল্লেখ করা আছে যে,  যদি আমরা তুলসী প্রদীপ নিবেদন করি, তাহলে তা এক কোটি বা ১০ মিলিয়ন প্রদীবের সমতুল্য।
26/10/2024

পদ্ম পুড়ানে উল্লেখ করা আছে যে, যদি আমরা তুলসী প্রদীপ নিবেদন করি, তাহলে তা এক কোটি বা ১০ মিলিয়ন প্রদীবের সমতুল্য।

 #দামোদর_ব্রত_কার্তিক_ব্রত_পালনের_বিধি_ও_নিষেধলীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার দামবন্ধন স্বীকার করে নিজে বিশু...
16/10/2024

#দামোদর_ব্রত_কার্তিক_ব্রত_পালনের_বিধি_ও_নিষেধ
লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার দামবন্ধন স্বীকার করে নিজে বিশুদ্ধ বাৎসল্যরস আস্বাদন করেছেন এবং নিজের অস্বাতন্ত্র্য তথা ভক্তাধীনতার পরমোৎকর্ষ প্রদর্শন করেছেন।
কার্তিক শুক্লা প্রতিপদেই তিনি সেই পরমোৎকৃষ্ট দামোদর লীলা প্রকটিত করেন। এজন্যই কার্তিক মাস ‘দামোদর মাস' নামে প্রসিদ্ধ।

👉 ৩১শে আশ্বিন ১৭ই অক্টোবর বৃহস্পতিবার পূর্ণিমাঃ শ্রীদামোদরকে প্রদীপ দান আরম্ভ।
👉২৯শে কার্তিক ১৫ই নভেম্বর শুক্রবার পূর্ণিমাঃ শ্রীদামোদরকে প্রদীপ দান সমাপন।

দামোদর কে ?

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে, তিনিই দামোদর।

🙌দামোদর ব্রত কি ?

বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয়।

🙌প্রদীপ প্রজ্বলনের🔥 মাহাত্ম্য কি ?

প্রজ্বলিত কর্পুর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবদধামে বাস হয়। মনোহরদৃশ্য দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমন্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়।

🙌আরতি নিবেদনের নিয়ম কি ?

ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভি দেশে দুই বার, মুখমন্ডলে তিনবার এবং সর্বাঙ্গো সাতবার প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য। প্রদীপ নিবেদনের সময় এই অষ্টকমটি কীর্তন করবেন। 👇

🙏🙏শ্রী শ্রী দামোদরঅষ্টকম্ 🙏🙏

★নমামীশ্বরং সচ্চিদাননন্দরূপং
লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম্।
যশোদাভিয়োলূখলাব্ধাবমানং
পরামৃষ্টত্যং ততো দ্রুত্য গোপ্যা।।১।।

★রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং
করাম্ভোজযুগ্মেন সাতস্কনেত্রম্।
মুহুঃশ্বাসকম্প-ত্রিরেখাষ্ককণ্ঠ-
স্থিত-গ্রৈব-দামোদরংভক্তিবদ্ধম্।।২।।

★ইতীদৃক্ স্বলীলাভিরানন্দকুন্ডে
স্বঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম্।
তদীয়েশিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্বং
পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে।।৩।।

★বরং দেব!মোক্ষং ন মোক্ষাবধিং বা
ন চান্যং বৃণেহহং বরেশাদপীহ।
ইদন্তে বপুর্নাথ!গোপালবালং
সদা মে মনস্যাবিরাস্তাং কিমন্যৈঃ।।৪।।

★ইদন্তে মুখাম্ভোজমব্যক্তনীলৈর্বৃতং
কুন্তলৈঃ স্নিগ্ধ-রক্তৈশ্চ গোপ্যা।
মুহুশ্চুম্বিতং বিম্ব-রক্তাধরং মে
মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈঃ।।৫।।

★নমো দেব দামোদরানন্তবিষ্ণুো
প্রসীদ প্রভো দুঃখজালাব্ধিমগ্নম্।
কৃপাদৃষ্টি-বৃষ্ট্যাতিদীনং বতানু-
গৃহাণেশ মামজ্ঞমেধ্যক্ষি দৃশ্যঃ।।৬।।

★কুবেরাত্মজৌ বদ্ধমুর্ত্যৈব যদ্ধৎ
ত্বয়া মোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ।
তথা প্রেমভক্তিং স্বকাং মে প্রযচ্ছ
ন মোক্ষে গ্রহোমেহস্তি দামোদরেহ।।৭।।

★নমস্তেহস্ত দাম্নে স্ফুর্দ্দীপ্তি-ধাম্নে
ত্বদীয়োদরায়াথ বিশ্বস্য ধাম্নে।
নমো রাধিকায়ৈ ত্বদীয়-প্রিয়ায়ৈ
নমোহনন্তলীলায় দেবায় তুভ্যম।।৮।।

তারপর আকাশ প্রদীপ প্রজ্বলন করতে পারেন।

🎐আকাশ দীপ দান মন্ত্রঃ🎐

দামোদরায় নভসি তুলায়াং লোলয়া সহ।
প্রদীপন্তে প্রযচ্ছামি নমো হনন্তায় বেধসে।।

কার্তিকে আকাশে শ্রীরাধিকার সাথে দামোদরকে প্রদীপ দান করছি। শ্রীঅনন্তকে ও ভগবান শ্রীবিষ্ণুকে নমস্কার করছি।

দামোদরায় বিশ্বায় বিশ্বরূপ ধরায়চ।
নমস্কৃত্যা প্রদাস্যামি ব্যোম দীপং হরিপ্রিয়ম।।

নমো পিতৃভ্য প্রেতেভ্যো নমো ধর্মায় বিষ্ণবে।
নমো যমায় রুদ্রায় কান্তারপতয়ে নমঃ।।

উপরিউক্ত ৩টি মন্ত্র উচ্চারণ করে ভগবান রাধা দামোদরকে দীপ দেখিয়ে তারপর গৃহ বা মন্দিরের বাইরের এসে প্রদীপটি আকাশের দিকে হাত তুলে ঐকান্তিক ভক্তি নিয়ে পাঠ করুন অবশেষে হরিস্থান বা তুলসীতলাতে রেখে দিন।

সকলে ভগবান দামোদরের কৃপা লাভ করুন।
জয় দামোদর ভগবানের জয়।
জয় শ্রীল প্রভুপাদের জয়।

পোষ্টটি শেয়ার করে অন্যকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ করে দিন।

হরে কৃষ্ণ
🌹🙏🙏

বৈষ্ণবচূড়ামনি❤️🙏
04/10/2024

বৈষ্ণবচূড়ামনি❤️🙏

রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর 🙏❤️❤️❤️
02/10/2024

রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর 🙏❤️❤️❤️

25/09/2024

আমরা উন্নত জাতের পশু?? সনাতনীদের ভিডিওটি দেখা উচিত। 🙏

কৃষ্ণ প্রসাদ আস্বাদন করুন চিত্ত শুদ্ধ করুন ❤️🙏🍓🍒
25/09/2024

কৃষ্ণ প্রসাদ আস্বাদন করুন চিত্ত শুদ্ধ করুন ❤️🙏🍓🍒

24/09/2024

ইন্দিরা একাদশীব্রত মাহাত্ম্য।। ব্রত কবে?? পারনের সময়সূচী??

মহা প্রসাদ।।  Mahaprasad🍒🍓
24/09/2024

মহা প্রসাদ।। Mahaprasad🍒🍓

22/09/2024

আমিষ ভোজি vs নিরামিষ ভোজি।। Veg Vs Non Veg🙏❤️

সন্ধ্যাকালীন ভোগ আলুর কোলচাডাল মাখা কেক
20/09/2024

সন্ধ্যাকালীন ভোগ
আলুর কোলচা
ডাল মাখা
কেক

" জগন্নাথ অষ্টকম"জগন্নাথ অষ্টকম ॥কদাচিত্ কালিংদীতটবিপিন সংগীতকরবোমুদাভীরী নারীবদনকমলাস্বাদমধুপঃরমা শংভু ব্রহ্মামরপতিগণেশ...
18/09/2024

" জগন্নাথ অষ্টকম"

জগন্নাথ অষ্টকম ॥
কদাচিত্ কালিংদী
তটবিপিন সংগীতকরবো
মুদাভীরী নারীবদন
কমলাস্বাদমধুপঃ

রমা শংভু ব্রহ্মামরপতি
গণেশার্চিত পদো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥

ভুজে সব্যে বেণুং শিরসি
শিখিপিংছং কটিতটে
দুকূলং নেত্রাংতে
সহচরকটাক্ষং বিদধতে

সদা শ্রীমদ্বৃংদাবনবসতি
লীলাপরিচযো
জগন্নাথঃ স্বামী নযন
পথগামী ভবতু নে ॥
মহাংভোধেস্তীরে
কনকরুচিরে নীলশিখরে
বসন্ প্রাসাদাংতস্সহজ
বলভদ্রেণ বলিনা

সুভদ্রা মধ্যস্থস্সকলসুর
সেবাবসরদো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥

কৃপা পারাবারাস্সজল
জলদ শ্রেণিরুচিরো
রমাবাণী রামস্ফুরদমল
পংকেরুহমুখঃ

সুরেংদ্রৈরারাধ্যঃ শ্রুতিগণশিখা
গীত চরিতো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥

রথারূঢো গচ্ছন্ পথি
মিলিত ভূদেবপটলৈঃ
স্তুতি প্রাদুর্ভাবং
প্রতিপদমুপাকর্ণ্য সদযঃ

দযাসিংধুর্বংধুস্সকল
জগতা সিংধুসুতযা
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥

পরব্রহ্মাপীডঃ কুবলয
দলোত্ফুল্লনযনো
নিবাসী নীলাদ্রৌ নিহিত
চরণোঽনংত শিরসি

রসানংদো রাধা সরস
বপুরালিংগন সখো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥

ন বৈ যাচে রাজ্যং ন চ
কনক মাণিক্য বিভবং
ন যাচেঽহং রম্যাং
নিখিলজন কাম্যাং বরবধূম্
সদা কালে কালে প্রমথ
পতিনা গীতচরিতো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥

হর ত্বং সংসারং
দ্রুততরমসারং সুরপতে
হর ত্বং পাপানাং
বিততিমপরাং যাদবপতে

অহো দীনোঽনাথে
নিহিতচরণো নিশ্চিতমিদং
জগন্নাথঃ স্বামী নযন
পথগামী ভবতু মে ॥

জগন্নাথাষ্টকং পুন্যং
যঃ পঠেত্ প্রযতঃ শুচিঃ ।
সর্বপাপ বিশুদ্ধাত্মা
বিষ্ণুলোকং স গচ্ছতি ॥


16/09/2024

পৃথিবীতে কে প্রথম দুর্গাপূজা করেছিলেন?? দেবী দুর্গার কপট কৃপা?? নিষ্কপট কৃপা 🙏❤️

Address

Goshnagar, Kalakochua, Burichang, Cumilla
Burichang

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vedic Sanskriti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vedic Sanskriti:

Videos

Share