Amader Sarail আমাদের সরাইল

Amader Sarail আমাদের সরাইল সরাইলের ইতিহাস, বিভিন্ন সংস্কৃতি বিনোদন দিয়ে পেইজটি পসারিত।
আপনার কাছে কোন তথ্য থাকলে আমাদের জানান।
(1)

We Are Asian Champions 🇧🇩হ্যালো বিসিবিএকটা ছাদ খোলা বাসের ব্যবস্থা করেন। আমাদের জুনিয়রেরা এশিয়া জয় করে আসতেছে।🇧🇩❤️
17/12/2023

We Are Asian Champions 🇧🇩
হ্যালো বিসিবি
একটা ছাদ খোলা বাসের ব্যবস্থা করেন।
আমাদের জুনিয়রেরা এশিয়া জয় করে আসতেছে।
🇧🇩❤️

চ্যাম্পিয়নসঅভিনন্দন। অভিনন্দন। অভিনন্দন। বিজয়ের মাসে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ শিরোপা জয় বাংলাদেশ ইয়াং ষ্টারদের।অভ...
17/12/2023

চ্যাম্পিয়নস
অভিনন্দন। অভিনন্দন। অভিনন্দন।
বিজয়ের মাসে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ শিরোপা জয় বাংলাদেশ ইয়াং ষ্টারদের।
অভিনন্দন 💙❤️🥀

🗯️একটা সময় এই ঘরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাই আশায় থাকতো কবে প্রিয়জনের একটা চিঠি আসবে।কালের আবর্তে এই ঘরটি হারিয়েছে গুর...
06/12/2023

🗯️একটা সময় এই ঘরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাই আশায় থাকতো কবে প্রিয়জনের একটা চিঠি আসবে।

কালের আবর্তে এই ঘরটি হারিয়েছে গুরুত্ব। তবুও মানুষ আজো ভাবে এই ঘরটিকে নিয়ে নিজেদের স্মৃতি গাথা।💬

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।সব...
05/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

সরাইল তাফসির কমিটির উদ্যোগে ১০ দিনের মাহফিল আজ ১ম দিন।
04/12/2023

সরাইল তাফসির কমিটির উদ্যোগে ১০ দিনের মাহফিল আজ ১ম দিন।

ডাক্তার যখন ইঞ্জিনিয়ারকে বিয়ে করে!
04/12/2023

ডাক্তার যখন ইঞ্জিনিয়ারকে বিয়ে করে!

04/12/2023
পোঁছে দাও কালেমার দাওয়াত । লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
03/12/2023

পোঁছে দাও কালেমার দাওয়াত । লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

সরাইল তাফসির কমিটির উদ্যোগে ১০ দিন ব্যাপী ৪৯ তম তাফসীরুল কুরআন মাহফিল।  আগামী সোমবার ০৪ তারিখ - ১৩ তারিখ বুধবার ডিসেম্বর...
03/12/2023

সরাইল তাফসির কমিটির উদ্যোগে ১০ দিন ব্যাপী
৪৯ তম তাফসীরুল কুরআন মাহফিল।

আগামী সোমবার ০৪ তারিখ - ১৩ তারিখ বুধবার ডিসেম্বর পর্যন্ত, প্রত্যহ বাদ আসর হইতে।
সভাপতি : আল্লামা মুফতি শামসুল হক সাহেব।

স্থানঃ সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ,
সরাইল , ব্রাহ্মণবাড়িয়া।

সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির ফরম গত ২৭/১১/২০২৩ইং তারিখ  হতে ফরম বিতরণ  শুরু হয়েছে।
30/11/2023

সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির ফরম গত ২৭/১১/২০২৩ইং তারিখ হতে ফরম বিতরণ শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত সময়সূচি-৫৩ অনুয়ায়ী ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচি।সংরক্ষণ ক...
21/11/2023

বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত সময়সূচি-৫৩ অনুয়ায়ী ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচি।
সংরক্ষণ করে রাখুন।

1987 🏆1999 🏆2003 🏆2007 🏆2015 🏆2023 🏆Mission hexa complete 🥹❤️
19/11/2023

1987 🏆
1999 🏆
2003 🏆
2007 🏆
2015 🏆
2023 🏆
Mission hexa complete 🥹❤️

Congratulations Australia 🏆🏆🏆1 luk 30 hajar দর্শকে কাদিয়ে শিরোপা জয় 💪💪🥰
19/11/2023

Congratulations Australia 🏆🏆🏆

1 luk 30 hajar দর্শকে কাদিয়ে শিরোপা জয় 💪💪🥰

জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন চত্বর ❤️ঢাকা সিলেট মহাসড়ক বিশ্বরোড মোড় ব্রাহ্মণবাড়িয়া।
08/11/2023

জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন চত্বর ❤️
ঢাকা সিলেট মহাসড়ক বিশ্বরোড মোড় ব্রাহ্মণবাড়িয়া।

বাস্তবতা টা মুখে ফুটে উঠেছে...🥺🥺
08/11/2023

বাস্তবতা টা মুখে ফুটে উঠেছে...🥺🥺

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️                    • 
05/11/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️





















ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৪ এর সার্কুলার হয়েছ!পরীক্ষার তারিখ :  ২৩ ডিসেম্বর ২০২৩ , শনিবার পরীক্ষার সময় : সকাল ১০.০০ হতে  ...
03/11/2023

ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৪ এর সার্কুলার হয়েছ!
পরীক্ষার তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৩ , শনিবার
পরীক্ষার সময় : সকাল ১০.০০ হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত

বাংলা : ৬০
ইংরেজি ১০০
গণিত ১০০
সাধারণ জ্ঞান ৪০
পূর্ণমান ৩০০

বনশ্রী সি ব্লক থেকে একটু সামনে গেলে উনাকে পাবেন- আল্লাহ উনার রুজিতে বরকত দান করুক আমিন ❤️
29/10/2023

বনশ্রী সি ব্লক থেকে একটু সামনে গেলে উনাকে পাবেন- আল্লাহ উনার রুজিতে বরকত দান করুক আমিন ❤️

Today Best Photo,,, ,🟢🌿Today,s Best photo🖤 ❤️🌸❤❤❤❤❤❤
29/10/2023

Today Best Photo
,
,
,

,
🟢🌿Today,s Best photo🖤 ❤️🌸
❤❤❤❤❤❤


















য়ারা সাকিব কে নিয়ে ট্রল করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো........।প্লিজ আপনারা আবারও ট্রল করেন 😄
29/10/2023

য়ারা সাকিব কে নিয়ে ট্রল করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো........।

প্লিজ আপনারা আবারও ট্রল করেন 😄

ডুবে যাওয়া জাহাজ থেকে ভাসমান বন (ফ্লোটিং ফরেস্ট)এটি ডুবে যাওয়া প্রায় ১৫৭ বছর পুরনো একটি জাহাজ যা বর্তমানে বনে পরিণত হ...
28/10/2023

ডুবে যাওয়া জাহাজ থেকে ভাসমান বন (ফ্লোটিং ফরেস্ট)

এটি ডুবে যাওয়া প্রায় ১৫৭ বছর পুরনো একটি জাহাজ যা বর্তমানে বনে পরিণত হয়েছে। ‌‌ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাগনেটিক আইল্যান্ডে ডুবে যাওয়া একটি জাহাজ এটি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরনো জাহাজ ‌। এটি প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় সংঘাতে নিয়োজিত মার্কিন সেনাদের সরবরাহ পরিবহনের জন্য ব্যবহৃত হত। অনেকগুলো বছর এভাবেই পড়ে থাকার কারণে এটি ভাসমান বনে পরিণত হয়েছে !

সংগৃহীত

কোম্পানী আমলে মোরগের লড়াই এর তৈলচিত্র। কর্নেল মর্ডান্টের কক ম্যাচ - 1788 সালে লখনউতে থাকার সময় জোহান জোফ্যানির একটি দু...
28/10/2023

কোম্পানী আমলে মোরগের লড়াই এর তৈলচিত্র। কর্নেল মর্ডান্টের কক ম্যাচ - 1788 সালে লখনউতে থাকার সময় জোহান জোফ্যানির একটি দুর্দান্ত তেল রঙ।

🔺মোরগের লড়াই, এক ধরনের রক্তাক্ত খেলা যাতে দুইটি মোরগ অংশগ্রহণ করে। এজাতীয় মোরগ লালন-পালন, পরিচর্যা ও প্রশিক্ষণ দিয়ে খে...
28/10/2023

🔺মোরগের লড়াই, এক ধরনের রক্তাক্ত খেলা যাতে দুইটি মোরগ অংশগ্রহণ করে। এজাতীয় মোরগ লালন-পালন, পরিচর্যা ও প্রশিক্ষণ দিয়ে খেলা উপযোগী করে তোলা হয়। প্রশিক্ষণ পাওয়া মোরগ দুটি এক জায়গায় দাঁডিয়ে একে অন্যের সাথে লড়াই শুরু করে , তারা সাধারণত শক্ত ঠোঁট ও নখের সাহায্যে এ লড়াই চালায়। যে-কোন একটি মোরগের মৃত্যু অথবা পরাজয়ে লড়াইয়ের প্রতিযোগিতায় শেষ হয়। এ লড়াইয়ে বাজী ধরা খেলার একটা অন্যতম অংশ।

গেমকক বা মোরগের লড়াইয়ের কথা ১৬৪৬ সালে প্রথম প্রামাণ্য দলিলে মোরগকে খেলাধূলা, ক্রীড়া, অবসর কিংবা বিনোদনের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।এর পূর্বেই অবশ্য জর্জ উইলসন ১৬০৭ সালে তাঁর দ্য কমেন্ডেশন অব কক্‌স অ্যান্ড কক ফাইটিং বইয়ে ‘খেলাধূলায় মোরগ’নামেটি ব্যবহার করেন।

মোরগের লড়াইকে বিশ্বের প্রাচীনতম দর্শকদের খেলা হিসেবে গণ্য করা হয়। প্রায় ছয় হাজার বছর আগে প্রাচীন পারস্যে এ খেলার উদ্ভব হয়েছিল বলে ধরানা করা হয়।অন্য একজন লেখকের মতে, সিন্ধু সভ্যতায় অবসরকালীন খেলা হিসেবে ধরা হয়।

ধারনা করা হয় যে, ভারত, প্রাচীন পারস্য, চীনসহ অন্যান্য পূর্বাঞ্চলীয় দেশে এ খেলা ছড়িয়ে পড়ে। খ্রীষ্ট-পূর্ব ৫২৪-৪৬০ সালে এই খেলা গ্রীসে প্রবেশ করে। এরপর তা এশিয়া মাইনর ও সিসিলির মাধ্যমে বিশ্বের সর্বত্র ছড়িয়ে যায়। রোমেও গ্রীসে প্রচলিত মোরগের লড়াইয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। রোম থেকে তা উত্তরাঞ্চলের দিকে প্রচলিত হয়। খ্রীষ্টীয় ধর্মগুরুগণ এ উন্মত্ত লড়াইয়ের বিরোধিতা করলেও ইতালী, জার্মানি, স্পেন ও এদেশগুলোর উপনিবেশসমুহে ব্যাপক প্রভাব বিস্তার করে।
ইংল্যান্ড, ওয়েলস্, স্কটল্যান্ডেও একই দৃশ্য দেখা যায়।কখনো কখনো কর্তৃপক্ষ মোরগের লড়াইকে উচ্ছেদের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ইংল্যান্ডে ষোড়শ শতকের শুরু থেকে ঊনবিংশ শতক পর্যন্ত রাজন্যবর্গ ও উচ্চ পদবীধারী ব্যক্তিদের কাছে এ প্রতিযোগিতা বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে।
#তথ্য
#উইকিপিডিয়া

জানি আর ফিরে আসবে না এই শৈশব 🥺  Leo Messi
28/10/2023

জানি আর ফিরে আসবে না এই শৈশব 🥺
Leo Messi

চেনা চেনা লাগে তবুও অচেনা... বদলে যাওয়া প্রিয় মাতৃভূমি.... ১৯৮০ সালের দিকে মেঘনা নদীতে ফেরি করে এভাবেই পার হতো ঢাকা-চট্ট...
24/10/2023

চেনা চেনা লাগে তবুও অচেনা...
বদলে যাওয়া প্রিয় মাতৃভূমি....
১৯৮০ সালের দিকে মেঘনা নদীতে ফেরি করে এভাবেই পার হতো ঢাকা-চট্টগ্রাম রুটের বাস...

সরাইল সরকারি কলেজ সরাইল,ব্রাহ্মণবাড়িয়া স্থাপিত ঃ১৯৭০/পূর্ণ স্থাপিত ঃ১৯৮৪ খ্রিঃ।😘ভাল লাগলে লাইক কমেন্ট করতে দ্বিধা করবে...
22/10/2023

সরাইল সরকারি কলেজ
সরাইল,ব্রাহ্মণবাড়িয়া
স্থাপিত ঃ১৯৭০/পূর্ণ স্থাপিত ঃ১৯৮৪ খ্রিঃ

😘ভাল লাগলে লাইক কমেন্ট করতে দ্বিধা করবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাদের পরবর্তি একটি সুন্দর পোস্ট দিতে উৎসাহিত করে!
|
এই পেজ এর মাধ্যমে আমরা চাই আমাদের প্রিয় সরাইলের
সৌন্দর্য ছড়িয়ে দিতে। আপনাদের কাছে সরাইলের কোন ছবি
থাকলে পোস্ট করুন /সরাইলের যে কোন স্থান, কোন উৎসব,
নিদর্শন যাই হোক না কেন... ছবিতে
সমস্যা নেই... এই পেজ টি হোক সরাইলের একটি অ্যালবাম...!! সবাই কে নিজ দায়িত্বে এড দিয়ে পেইজটি কে এগিয়ে নিয়ে যান।
ধন্যবাদ
Post by Kayes Tech

এশিয়া মহাদেশে এই প্রথম বাংলাদেশে দোহাজারী-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে লোহাগাড়া উপজেলার চুনতির পাহাড়ি এলাকায় হা...
22/10/2023

এশিয়া মহাদেশে এই প্রথম বাংলাদেশে দোহাজারী-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে লোহাগাড়া উপজেলার চুনতির পাহাড়ি এলাকায় হাতি চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে "এলিফ্যান্ট পাস"।

|

- অযত্নে অবহেলায় বেড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল 🌸🤍
22/10/2023

- অযত্নে অবহেলায় বেড়ে ওঠা
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল 🌸🤍

এই মাছকে কি নামে চিনেন,,,,,,,, 🤔
22/10/2023

এই মাছকে কি নামে চিনেন,,,,,,,, 🤔

ইত্যাদি অনুষ্ঠানে শাহরুখ খান ❣️হানিফ সংকেত সঞ্চালিত জনপ্রিয় টিভি শো ইত্যাদির একটি শো তে শাহরুখ খানের একটি সাক্ষাতকার নেও...
22/10/2023

ইত্যাদি অনুষ্ঠানে শাহরুখ খান ❣️

হানিফ সংকেত সঞ্চালিত জনপ্রিয় টিভি শো ইত্যাদির একটি শো তে শাহরুখ খানের একটি সাক্ষাতকার নেওয়া হয়।

১৯৯৫ সালে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুক্তির পর শাহরুখ খানের জনপ্রিয়তা বেড়ে যায়। তখন, হানিফ সংকেত পরের বছর ১৯৯৬ সালে ইত্যাদির দর্শকদের জন্য চমক হিসেবে শাহরুখ খান'এর একটি সাক্ষাতকার নেন ❤️


হার না মানা এক যোদ্ধার নাম "বাবা" 💚💜🤎শত প্রতিকূলতার মাঝেও পরিবারের জন্য রোজগার করতেই হবে  , বটগাছের মতো পরিবারের সবাইকে ...
22/10/2023

হার না মানা এক যোদ্ধার নাম "বাবা" 💚💜🤎
শত প্রতিকূলতার মাঝেও পরিবারের জন্য রোজগার করতেই হবে , বটগাছের মতো পরিবারের সবাইকে আগলে রাখতে প্রাণপণ চেষ্টা ।

এমন একজন মানুষ দেখান, যে এখন পর্যন্ত মুজিব মুভিটা দেখেনি!🙂
18/10/2023

এমন একজন মানুষ দেখান, যে এখন পর্যন্ত মুজিব মুভিটা দেখেনি!🙂

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল। তাই...
18/10/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল। তাই, স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেবে।'

এডিসন তার মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন, ‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন, ‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।
স্যালুট মা ❤️❤
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের শিক্ষা বৃত্তির জন্য আবেদন শুরু।ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা, যাহার ২০২২ খ্রি অনুষ্ঠি...
18/10/2023

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের শিক্ষা বৃত্তির জন্য আবেদন শুরু।

ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা, যাহার ২০২২ খ্রি অনুষ্ঠিত এস,এস,সি/সমমানের/এইচ,এস,সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে শুধুমাত্র তাহাদের জন্য নির্দিষ্ট।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Amader Sarail আমাদের সরাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share