꧁Friend Vs Love꧂

꧁Friend Vs Love꧂ Its a open page for community and Business. Write your feelings without any hesitation. Thx

Big shout out to my newest top fans! 💎 Engr Zakaria Al Masud, Mohd AlamDrop a comment to welcome them to our community, ...
25/12/2024

Big shout out to my newest top fans! 💎 Engr Zakaria Al Masud, Mohd Alam

Drop a comment to welcome them to our community, fans

25/12/2024

Happy Christmas Day...

21/12/2024

সাদ, জুবায়ের পন্থী নয়, রাসুলের জীবনাদর্শ অনুকরণই হোক প্রতিটি মুসলমানের অঙ্গীকার ও ইসলামের পথ চলা।

20/12/2024

বিতাড়িত স্বৈরাচার সরকারের প্রথম ট্রাম্প কার্ড ইমরান এইচ সরকার যার মাধ্যমে যুদ্ধাপরাধী সাজানো নাটকের বাস্তবায়ন করে দেশের আলেম- ওলামাদের সর্বোচ্চ নির্যাতন ও হত্যা করা হয়, তাকে আজ ২৪'শের স্বাধীন জাতি দেখতে চায়।

বিজয়ী তুমি-মাহমুদুর রহমান।বিজয়ী তুমি-বিজয়ী তোমার দেয়ালশৃঙ্খবদ্ধ বেয়ে দীর্ঘ সিড়িমায়াময়ী ঘৃণ্য ভয়াল।বিজয়ী তুমি-ব...
15/12/2024

বিজয়ী তুমি-মাহমুদুর রহমান।

বিজয়ী তুমি-
বিজয়ী তোমার দেয়াল
শৃঙ্খবদ্ধ বেয়ে দীর্ঘ সিড়ি
মায়াময়ী ঘৃণ্য ভয়াল।
বিজয়ী তুমি-
বিজয়ী তোমার মাঠ
বাহুশ্রান্ত কৃষকের কোমল যতনে
ফলছে সোনালী পাট।
বিজয় তুমি-
বিজয়ী তোমার গান
বাউল, কৃষক আর মজুরের অতৃপ্ত সুরে
রয়েছে বাংলার ঐতিহ্য গাঁথা মান।
বিজয়ী তুমি-
বিজয়ী তোমার সীমাহীন আকাশ
ঝাঁকে ঝাঁকে উড়ে পাখি
বহে সুরালা সিক্ত বাতাস।
বিজয়ী তুমি-
বিজয়ী তোমার পানি থৈথৈ বহমান নদী
বিজয়ী শহিদানদের আত্মার শান্তিতে
আমার সাথে আপনাদের কামনা সুধী।

10/12/2024

❤️ লাভ এমন একটা সফটওয়ার যা সবার জীবন এ ইনস্টল হয় না।❤️

09/12/2024

ভুলটা শুধু আমারই ছিল,
কারণ স্বপ্নটা যে শুধু আমি একাই দেখে ছিলাম♡

ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যে লাভ হবে-১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে। ২) দেশের চিকিৎসা...
05/12/2024

ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যে লাভ হবে-
১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে।
২) দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
৩) দেশের জিডিপি বেড়ে যাবে।
৪) দেশের মাথাপিছূ আয় বেড়ে যাবে।
৫) দেশে মানব পাচার কমে যাবে।
৬) স্বর্ণ চোরাচালান কমে যাবে।
৭) ইয়াবা, ফেনসিডিলের আগমন কমে যাবে।
৮) চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে,
৯) দেশের পযর্টন শিল্পের উন্নতি ঘটবে,
১০) দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে,
১১) দেশে ফ্যাসিস্ট এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে,
১২) জনগনের মধ্যে ঐক্য আরো দৃঢ় হবে,
১৩) আলু পিয়াজসহ সকল ভারত নির্ভর আমদানী পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হবে,
১৪) বিকল্প আমাদানীর পথ প্রশস্ত হবে, এতে এক দেশের প্রতি অতি নির্ভরশীলতা হ্রাস পাবে।

আমাদের যা যা ক্ষতি হবে-
১) বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপের কারনে সাময়িক সময়ের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভাল থাকবে না, এতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে।
২) বেশি কঠিন রোগী থাকলে চিকিৎসায় কিছুটা ব্যঘাত ঘটবে,
৩) ভারত হয়ে যে সব দেশের ভিসা নিতে হয়, তাতে বাধাপ্রাপ্ত হবে,
৪) দেশে ভারতের দালালেরা ব্যাপক মনো:কষ্টে ভুগবে।

বিঃদ্রঃ নিজের পায়ে দাড়াতে শিখুন, ভারতের দাসত্ব ছাড়ুন।

NB: Collected

03/12/2024

আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়,শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।

29/11/2024

Industrial Training Session with JCB / Forklift & Asphalt Paver Machine 2024.

25/11/2024

প্রতিটি নতুন শুরু ভীতিকর,কিন্তু মনে রাখবেন,সফলতা কেবল মুশকিলের পরেই আসে।

16/11/2024

মেঘের রাজ্য, মেঘের আবেষে ঘেরা পাহাড়-প্রকৃতি।
স্থান: আল সওদা- আল আবহা।

With Robayet Ahmed.Mishu – I just got recognised as one of their top fans! 🎉
16/11/2024

With Robayet Ahmed.Mishu – I just got recognised as one of their top fans! 🎉

With Kaler Kantho – I just got recognised as one of their top fans! 🎉
16/11/2024

With Kaler Kantho – I just got recognised as one of their top fans! 🎉

12/11/2024

ছেলে হওয়া এতো সহজ নয়! তার জন্য কঠিন থেকে কঠিনতম জীবন পাড়ি দিতে হয়। সুখে না থাকলেও মুখের উপর সুখে আছি বলতে জানতে হয়।

11/11/2024

কোনও মানুষই চায়না কাউকে ভুলে যেতে,কিন্তু সময় ভুলিয়ে দেয়।
কোনও মানুষই চায়না কাউকে হারিয়ে ফেলতে,কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when ꧁Friend Vs Love꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁Friend Vs Love꧂:

Videos

Share