
18/12/2024
রুম থেকে বের হয়ে প্রেসক্লাবের দিকে আসা অবস্থায় থানা ব্রিজের পাশে নাম্বারবিহীন এই রিকশাটিকে পুলিশ আটক করে। রিকশা চালক মালিকের সাথে কথা বলতে পুলিশকে মুঠোফোনটি দিলে ঐ পাশ থেকে মালিক মহোদয় পুলিশকে জানান তিনি সাংবাদিক এছাড়াও রিকশার পিছনে ওনার নাম আছেন সেটিও পুলিশকে জানান তবে কোন মিডিয়াতে আছেন তিনি সেটি জানাননি। মহান সাংবাদিক পেশাটাকে এমন কয়েকজন দানব সাংবাদিক নামে সাম্বাদিকরা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, আমীন।
Collected