ব্রাক্ষণবাড়িয়া

  • Home
  • ব্রাক্ষণবাড়িয়া

ব্রাক্ষণবাড়িয়া Brahmanbari is the cultural capital of Bangladesh. Wellcome to our Brahmanbaria.Please join with us

রুম থেকে বের হয়ে প্রেসক্লাবের দিকে আসা অবস্থায় থানা ব্রিজের পাশে নাম্বারবিহীন এই রিকশাটিকে পুলিশ আটক করে। রিকশা চালক মাল...
18/12/2024

রুম থেকে বের হয়ে প্রেসক্লাবের দিকে আসা অবস্থায় থানা ব্রিজের পাশে নাম্বারবিহীন এই রিকশাটিকে পুলিশ আটক করে। রিকশা চালক মালিকের সাথে কথা বলতে পুলিশকে মুঠোফোনটি দিলে ঐ পাশ থেকে মালিক মহোদয় পুলিশকে জানান তিনি সাংবাদিক এছাড়াও রিকশার পিছনে ওনার নাম আছেন সেটিও পুলিশকে জানান তবে কোন মিডিয়াতে আছেন তিনি সেটি জানাননি। মহান সাংবাদিক পেশাটাকে এমন কয়েকজন দানব সাংবাদিক নামে সাম্বাদিকরা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, আমীন।

Collected

16/12/2024

বিজয়নগর উপজেলায় কমলা বাগান।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার মোড়ে সরকারি খাল প্রভাবশালীদের দখলে দিয়ে খালের পাশে ড্রেন নির্মাণ করছে কর্তৃপক্ষ!অথচ স...
10/12/2024

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার মোড়ে সরকারি খাল প্রভাবশালীদের দখলে দিয়ে খালের পাশে ড্রেন নির্মাণ করছে কর্তৃপক্ষ!
অথচ সরকারি খাল দখল করে নির্মিত এই মার্কেটটি উচ্ছেদ হলে খালটি উদ্ধার হতো এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজে আসতো।

Another Brahmanbariaan💗Context : “ সাবাশ শোভা-শোভার বুয়েটে ভর্তির অসাধারণ গল্প “শোভার জীবনজন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন...
10/12/2024

Another Brahmanbariaan💗
Context :
“ সাবাশ শোভা
-শোভার বুয়েটে ভর্তির অসাধারণ গল্প “

শোভার জীবন
জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন। ‘অপয়া’ সেই মেয়েকে নিয়ে এরপর প্রতিমা রানীর নিরন্তর সংগ্রাম। সপ্তম শ্রেণিতে পড়ার সময় শোভা রানীও যোগ দেয় মায়ের সংগ্রামে। অবশেষে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শোভা সুযোগ পেলেন বুয়েটে।তাঁর এই যুদ্ধ জয়ের গল্প।

আমি মায়ের গর্ভে থাকতেই বাবা মারা যান। ফলে জন্মের পরপরই লোকের কাছে ‘অপয়া’ ছিলাম। বাবা মারা যাওয়ার পর মাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন মা মামার বাড়ি গেলেন। আমার দিদিমাও মারা গিয়েছিলেন। পরে দাদু দ্বিতীয় বিয়ে করেন। যে কারণে মামাবাড়িতেও এক ধরনের আগন্তুকের মতো ছিলাম। স্থানীয় একটা স্কুলে দপ্তরির কাজ করতেন মা। তত দিনে আমি অ আ ক খ শিখে ফেলেছি। সেই সময়কার একটা ঘটনা মনে আছে। একটা জামা বা কী যেন কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিলাম। মায়ের হাতে পয়সা নেই। পরে ঘরের মুরগির ডিম বিক্রি করে সেটা কিনে দিয়েছিলেন। এটা জানতে পেরে মামা রাগ করে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন। একটা পোঁটলা আর আমাকে নিয়ে মা বাড়ি ছাড়লেন। বাইরে তখন তুমুল বৃষ্টি। মায়ের চোখে জল। কোথাও যাওয়ার মতো জায়গা যে নাই।

দিদিমার নিজের চলাই দায়
উপায়ান্তর না দেখে মা তখন তাঁর পিসির বাড়িতে গেলেন। কিন্তু তাঁদের সংসারেও নুন আনতে পান্তা ফুরায়। দুই-তিন মাস পর মায়ের একটা কাজ জুটল। কুমিল্লার কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ। সেই বাড়িতে রান্নাঘরের পাশে ছোট্ট একটা রুমে আমরা থাকতাম। সেখানে বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হলাম। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একদিন বাড়িওয়ালা বললেন, ‘কাজ করে একজন। খায় দুজন। তোমার মেয়েকে কেন রাখব?’ এক পর্যায়ে সেই বাসাও ছাড়তে হল।

কিন্তু কোথায় যাবেন মা ?
অনন্যোপায় হয়ে আবার গন্তব্য মামাবাড়ি। অনুনয়-বিনয়ের পর মামার দয়া হলো। সেখানে একটা স্কুলে ক্লাস ফোরে ভর্তি হলাম। তত দিনে কোনো কাজ জোগাড় করতে পারেননি মা। ফলে মাস দুয়েক পর আবার মামার বাড়ি ছাড়তে হলো। এবারও শেষ ঠিকানা মায়ের সেই পিসির বাড়ি। পরে মা সেই বাড়িতে আমাকে রেখে কুমিল্লা চলে গেলেন। এক বাসায় গৃহপরিচারিকার কাজ পেলেন। মা যে বাসায় কাজ করতেন বছরখানেক পর তারাও অন্যত্র চলে যায়। ফলে মা আবার গ্রামে ফেরেন।

আবার বিয়ের পিঁড়িতে
তখন অবস্থা এমন যে মামার বাড়িতেও আমাদের ঠাঁই নেই, দিদিমণির বাড়িতেও থাকার উপায় নেই। এদিকে আমি বড় হচ্ছি। মা-মেয়ের স্থায়ী কোনো ঠিকানা নেই। আজ এখানে তো কাল ওখানে। ফলে প্রতিবেশীরা চাচ্ছিল মাকে আবার বিয়ে দিতে। কিন্তু মা রাজি ছিলেন না। অনেকে বোঝানোর পর আমার নিরাপত্তার কথা ভেবেই রাজি হলেন। তখন ক্লাস ফোরে পড়ি। বিয়ের পর কুমিল্লা থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে আসি। সেখানে আদর্শ কিন্ডারগার্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হলাম। পিএসসি পাসের পর ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিলাম। কয়েক শ শিক্ষার্থীর মধ্যে আমিসহ মাত্র ১২০ জন ভর্তির সুযোগ পেল। স্কুলের কাছেই ছিল নিউ অক্সফোর্ড কোচিং সেন্টার। সেখানে দিদার স্যার এবং পার্থ স্যার অল্প টাকায় আমার পড়ার ব্যবস্থা করলেন। স্কুলে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অষ্টম হয়েছিলাম।

উদাসীন বাবা
তাঁর সহায়-সম্পত্তি বলতে কিছুই ছিল না। চায়ের দোকানে কাজ করতেন। একদিন কাজ করলে দুই দিন বসে থাকতেন। ছোট্ট এক রুমের ভাড়া বাসায় উঠিয়েছিলেন আমাদের। ঠিকমতো চাল-ডাল আনতেন না। ঘরভাড়াও বাকি পড়ত। এ নিয়ে প্রায় প্রতিদিনই ঝগড়াঝাঁটি হতো। একটু উচ্চবাচ্য করলেই মায়ের ওপর চলত নির্যাতন। পড়ার টেবিলে বসে আমি কাঁদছি। চোখের জলে বইয়ের পাতা ভিজে গেছে কত দিন! খাবারদাবার বা অন্য কোনো কিছুর জন্য নয়, সৃষ্টিকর্তার কাছে শুধু প্রার্থনা করতাম, আমাকে এমন একটা পরিবেশ দাও যেন একটু পড়তে পারি। জীবনে আর কিছুই চাই না। শুধু পড়াশোনা করতে চাই।

টিউশনি শুরু করলাম
তখন সপ্তম শ্রেণিতে পড়তাম। খাবার, পোশাক-আশাক থেকে শুরু করে সব কিছু মাকেই জোগাড় করতে হতো। স্থানীয় একটা কারখানায় আচার, চকোলেট ইত্যাদির প্যাকেট বানাতেন মা। আচারের এক হাজার প্যাকেট বানালে ৩০ টাকা পেতেন। আমি এলাকার কয়েকটা বাচ্চাকে পড়ানো শুরু করলাম। সপ্তাহে সাত দিন।
মাসে একেকজনের কাছ থেকে ৫০-১০০ টাকা করে পেতাম।

জীবনে কোনো দিন অপচয় করেছি বলে মনে পড়ে না। যতটুকু লাগত তার চেয়ে কম বৈ বেশি চাইনি। দিন দিন পড়াশোনার খরচ বাড়ছিল। আমাদের এমন করুণ অবস্থার কথা স্কুলে তখনো জানত না। স্কুলে সব বড়লোকের ছেলেমেয়েরা পড়ে। সব সময় মনে হতো তারা জানলে কী ভাববে।

চোখের জল ফুরাত না
জেএসসি পরীক্ষার রাতগুলোও খুব কষ্টের ছিল। বাবা প্রায়ই এসে ঝগড়া করতেন। রাতে ঘুমাতে যেতাম কাঁদতে কাঁদতে। সকালে উঠে কোনো মতে পরীক্ষার হলে যেতাম। এসবের মধ্যেও পড়তে চেষ্টা করতাম। জেএসসিতে গোল্ডেন এ প্লাস পেলাম। বৃত্তিও পেলাম। নবম শ্রেণিতে চেয়েছিলাম কমার্সে পড়তে। কারণ বিজ্ঞানে পড়ার খরচ চালানোর সামর্থ্য নেই। পরে স্যাররা পাশে দাঁড়ালেন। বললেন, তুমি বিজ্ঞানেই পড়বে। নবম ও দশম শ্রেণিতে ক্লাসে প্রথম হয়েছিলাম।

ভেবেছিলাম আর হবে না
ক্লাস নাইনে ওঠার পর ভেবেছিলাম, আর পড়াশোনা করব না। এমন পরিস্থিতি কত সহ্য করা যায়? আগে তো বাঁচতে হবে। একদিন বইপত্র সব বস্তায় ঢুকিয়ে ফেলেছি। মাকে বললাম—চলো, যাই। কিন্তু প্রতিবেশীরা তখন বুঝিয়েছে। কোচিং সেন্টারের স্যাররাও বলেছেন, কষ্টসৃষ্টে এই স্কুল থেকেই এসএসসি শেষ করো। ফলে আবারও সৎ বাবার ঘরে ফিরে গেলাম।

দশম শ্রেণিতে পড়ার সময় একদিন খবর পেলাম, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কুলে একটা বৃত্তি এসেছে। ক্লাসে দাঁড়িয়ে ম্যাডামকে বললাম, বৃত্তিটা পেলে খুব উপকার হবে। বৃত্তিটা পেলাম। এসএসসিতে গোল্ডেন এ প্লাস এবং বৃত্তি পেয়েছি। এসএসসিতে পদার্থবিজ্ঞান পরীক্ষার আগের রাতে মায়ের সঙ্গে ঝগড়া করে বাবা ঘর থেকে বের করে দেন। রাতভর কিছুই পড়তে পারিনি। কিন্তু পদার্থবিজ্ঞানে ৯৮ নম্বর পেয়েছিলাম। এসএসসিতে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও উচ্চতর গণিতে আমার গড় নম্বর ছিল ৯৮.৯১।

এসএসসি ফল প্রকাশের দিনও একই ঘটনা ঘটল। তখনো ভেবেছিলাম, আর নয়। কোচিং সেন্টারের স্যাররা আবার বোঝালেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হলাম। তখন একটা বেসরকারি ট্রাস্ট থেকে অদম্য মেধাবী হিসেবে বৃত্তি পেলাম।

অবশেষে ঘর ছাড়লাম
এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে শহরে একটা মেসে উঠলাম। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কেন্দ্রবিন্দু একাডেমিক কেয়ারে বিনা পয়সায় কোচিংয়ের সুযোগ পেয়েছিলাম। তারা বৃত্তি দিত। টিউশনি করতাম। অপুষ্টি, ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে মা তত দিনে অসুস্থ হয়ে পড়েন। কিডনি, মেরুদণ্ডের সমস্যাসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন। নিজের খরচ চালানোর পাশাপাশি মাসে আড়াই হাজার টাকার মতো মায়ের চিকিৎসার পেছনে খরচ হতো। এসবের মধ্যেই এইচএসসি পরীক্ষা হলো।

এবার ভর্তি যুদ্ধ
এইচএসসি পরীক্ষার আগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য ঘুড্ডি ফাউন্ডেশন একটা পরীক্ষার আয়োজন করেছিল। সেখানে নির্বাচিত হয়ে বিনা মূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও হোস্টেলে থাকার সুযোগ পেলাম। সেই থেকে ঢাকায় হোস্টেল জীবন। এর মধ্যে ঈদ আসে, পূজা আসে। সবাই নিজ নিজ বাড়ি যায়। কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নেই! মন খারাপ হতো। কিন্তু আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিতাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাকে হতেই হবে।

মা তখনো কাঁদছিলেন
আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফরম পূরণ, যাতায়াতসহ সব খরচ দিয়েছিল মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। তারা মায়ের চিকিৎসার ব্যবস্থাও করেছে। যাহোক বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বুটেক্সসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি। সব কটিতে মেধাতালিকায় প্রথম দিকে আছি। ২৫ নভেম্বর বুয়েটের চূড়ান্ত ফল ঘোষণা করা হলো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছি। খবরটা জেনে সবার আগে মাকে ফোন করেছি। মুঠোফোনের অন্য প্রান্তে মা তখনো কাঁদছিলেন। তবে এ কান্না আনন্দের।

শোভার মা প্রতিমা দেবীর কথা আমার জীবন একটা কষ্টের সাগর

বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট করছি। কোনো মতে ডাইল-ভাত খাইয়া বাচ্চাটারে দাঁড় করাইচি। ম্যালা জায়গায় কাজ করচি। বাবারে তোমারে কী কমু, মালিকেরা তো বেশি ভালা না। মাইয়া মানুষ কোন জায়গায় নিরাপদ? পরে বিয়া কইরা যার কাছে আইছি হেও কষ্ট দিছে। তাও ভাবছি, যতই কষ্ট হউক শোভারে পড়ামু। বাচ্চাটা টিফিন খাইব। দিমু যে দুইডা টাকা, হেই সামর্থ্য আছিল না। আমার জীবনটা একটা কষ্টের সাগর। আমি তো কষ্ট পাইছি। শোভাও প্রচুর কষ্ট পাইছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মাইনসের ঋণ শোধ করতে পারুম না।

সৌজন্যে কালের কন্ঠ

শীতের সকাল..ব্রাহ্মণবাড়িয়া।ছবিঃ জাহিদ খন্দকার
10/12/2024

শীতের সকাল..
ব্রাহ্মণবাড়িয়া।

ছবিঃ জাহিদ খন্দকার

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সহ-সভাপতি হিসাবে নির্বাচিতদের তালিকায় বহুল আলোচিতখ্যাত ভূমিদস্যু স্পাইডার গ্রুপের ব্য...
09/12/2024

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সহ-সভাপতি হিসাবে নির্বাচিতদের তালিকায় বহুল আলোচিতখ্যাত ভূমিদস্যু স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন মুন্সী,,

09/12/2024

শুভ সকাল ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়া ঈদগাহ মাঠে চলছে ৩ দিন ব্যাপি চরমোনাই এর মাহফিলের নমুনায় মাহফিল। 💜আজ ১ম দিন মাহফিলের। 🥀কালীবাড়ি ...
05/12/2024

ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়া ঈদগাহ মাঠে চলছে ৩ দিন ব্যাপি চরমোনাই এর মাহফিলের নমুনায় মাহফিল। 💜
আজ ১ম দিন মাহফিলের। 🥀
কালীবাড়ি মোড়, ফকিরাপুল সহ কাজীপাড়া সরকার পাড়া পুরো এলাকায় মাইক লাগানো হলো, মাইক সকাল থেকে এখনো চলমান। অথচ স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা।

04/12/2024

বাংলাদেশেও একটি উত্তর কো*রিয়া আছে,,,
ভালোবেসে আমরা তাকে "ব্রাহ্মণবাড়িয়া" বলে ডাকি,,,

বিজয়নগর উপজেলার মহেশপুর গাঠি মুড়া এলাকায়📌 মুকুন্দপুর - সিঙ্গারবিল সেকশন
24/11/2024

বিজয়নগর উপজেলার মহেশপুর গাঠি মুড়া এলাকায়

📌 মুকুন্দপুর - সিঙ্গারবিল সেকশন

23/11/2024

কমিটি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধীদের দু’পক্ষের সংঘর্ষ।
বিস্তারিত কমেন্টে....

আসসালামু আলাইকুম।একটি হারানো বিজ্ঞপ্তি, গত পরশুদিন ছবির মেয়েটি হারানো গিয়েছে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছেনা...
19/11/2024

আসসালামু আলাইকুম।
একটি হারানো বিজ্ঞপ্তি, গত পরশুদিন ছবির মেয়েটি হারানো গিয়েছে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছেনা। মেয়েটির পিতার নাম দুলাল মিয়া এবং মাতার নাম নয়ন তাঁরা। মেয়েটির বয়স আনুমানিক ১৪ বছর। মেয়েটির সাথে একটি মোবাইল ছিল মোবাইলে থাকা নাম্বারটি হলো 01315576031 ফোন দিলে রিং হয় কিন্তু ফোন ধরেনা। যদি কোনো ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। অথবা, মেয়ের বাবার নাম্বারে ফোন দিয়েও জানাতে পারেন মেয়ের বাবার নাম্বার 01777536658।
যোগাযোগের ঠিকানাঃ
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
থানাঃ কসবা
ইউনিয়নঃ বিনাউটি
গ্রামঃ বিনাউটি
মোবাইলঃ 01777536658

সংগৃহীত পোস্ট

16/11/2024

গতকাল রাতে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ১১২ তম বার্ষিক মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সংসদের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক
ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
১৫-১১-২০২৪

14/11/2024

বয়ান পেশ করছেন মাওলানা মামুনুল হক
জেলা ঈদগাহ মাঠ থেকে সরাসরি।

14/11/2024

জেলা ঈদগাহ মাঠে জামিয়া ইউনুছিয়ার মাহফিল ২০২৪
১৪-১১-২০২৪

14/11/2024

শুভ সকাল

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ১৯-২০ শিক্ষাবর্ষে শি...
13/11/2024

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

কলেজটির ১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আমজাদ উল্লাহ সবুজ আহবায়ক ও ২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী বায়েজিদ হাসান সাকিবকে সদস্য সচিব মনোনীত করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে নবনির্বাচিত কমিটির অনুমোদন দেন। প্রধান উপদেষ্টা হলেন রায়হান মাহমুদ এবং উপদেষ্টা মন্ডলী হলেন সালাউদ্দিন হাওলাদার, মোঃ ওসমান উল্লাহ, মোঃ সোলায়মান হোসেন জুয়েল, শাহ মোহাম্মদ আদনান, মোঃ আসিফ ইসতিয়াক ও মোঃ রাসেল মিয়া।

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেইসাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর ইউন...
12/11/2024

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেই

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মঙ্গলবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, মৃত্যুকালে স ম জাকারিয়া স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাক্ষণবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share