কিচিরমিচির

কিচিরমিচির জাতীয় শিশু-কিশোর সাময়িকী

কোনো এক বিকেলে সাহিত্য সাময়িকী নব ভাবনার নিয়মিত লেখকদের সাথে কিচিরমিচিরময় শুভেচ্ছা বিনিময়।(প্রতিটি ছবির নিচে আলাদাভাবে প...
01/12/2024

কোনো এক বিকেলে সাহিত্য সাময়িকী নব ভাবনার নিয়মিত লেখকদের সাথে কিচিরমিচিরময় শুভেচ্ছা বিনিময়।

(প্রতিটি ছবির নিচে আলাদাভাবে পরিচিতি দেয়া হলো।)

কোনো এক বিকেলে নব ভাবনা- লেখক ফোরাম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় এম্বাসেডরগণের সাথে কিচিরমিচিরময় শুভেচ্ছা বিনিমিয়...
25/11/2024

কোনো এক বিকেলে নব ভাবনা- লেখক ফোরাম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় এম্বাসেডরগণের সাথে কিচিরমিচিরময় শুভেচ্ছা বিনিমিয়।

শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাময়িকী নব ভাবনার সহকারী সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আলী হোসেন ভাই । আমার দেখা একজন স্বল্...
13/11/2024

শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাময়িকী নব ভাবনার সহকারী সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আলী হোসেন ভাই । আমার দেখা একজন স্বল্প, স্পষ্টভাষী ও সজ্জন মানুষ তিনি। পেশায় শিক্ষক আলী হোসেন ভাইয়ের বাড়ি ময়মনসিংহ জেলা।

এক বিকেলে নব ভাবনা অফিসে কিচিরমিচির সাথে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলাম আমরা।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ

তরুণ কবি ফিরোজ শাহ। ইমতিয়াজ মাহমুদ, রাকিব লিখন, হাসান রোবায়েতের মতো বাংলাদেশের যে কয়েকজন তরুণ কবি অনুকাব্য চর্চা করেন ফ...
30/10/2024

তরুণ কবি ফিরোজ শাহ। ইমতিয়াজ মাহমুদ, রাকিব লিখন, হাসান রোবায়েতের মতো বাংলাদেশের যে কয়েকজন তরুণ কবি অনুকাব্য চর্চা করেন ফিরোজ শাহ তাদের অন্যতম। বাক্য সংকোচনে স্বকীয়তা দৃশ্যমান। উত্তর আধুনিকতার ধাঁচে অল্প বাক্যে গভীর ও জটিল বিষয়কে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করাই ফিরোজ শাহর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। তার কাব্যে সমূহে ভাব প্রকাশে বাণী প্রবণতাও লক্ষণীয়। সহজ কথায় ‘বিন্দুর ভেতর সিন্দুর গভীরতা’।

'উজানে সোনালি মাছ' (২০১৭), 'ব্ল্যাকবোর্ডে নুনগাছ' ( ২০২০) আমার ছায়ার ওপরে জিরোচ্ছে একটা কুকুর (২০২১) মানুষ নিজেই একটি বিয়োগচিহ্ন (২০২২)সহ বেশ কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি বই। প্রকাশিত কাব্যগ্রন্থগুলো ইতোমধ্যে আলোড়ন তুলেছে দুই বাংলার বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে।

কবি ফিরোজ শাহ জন্ম ১ জুলাই ১৯৮৭। জন্মস্থান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। পেশায় শিক্ষক কবি ফিরোজ শাহ লেখালেখির পাশাপাশি ঘুরতেও প্রচুর ভালোবাসেন।

ছবিতে কিচিরমিচির হাতে কবি ফিরোজ শাহর সাথে আমি।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ

কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা। তিনি নব্বইয়ের দশকের একজন খ্যাতিমান কবি। প্রায় তিন দশকের বেশি সময় ধরে কাব্য চর্চায় সচল র...
12/10/2024

কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা। তিনি নব্বইয়ের দশকের একজন খ্যাতিমান কবি। প্রায় তিন দশকের বেশি সময় ধরে কাব্য চর্চায় সচল রয়েছেন এই কবি।

তাঁর প্রকাশিত গ্রন্থ ২০টিরও অধিক। সাবিত্রীর জানালা খোলা, কুহকের প্রত্নলিপি, আদর্শলিপি, পুনর্লিখন, এ আলো আঁধার আমার, শিখাসীমন্তিনী, একাত্তরের এলিজি, শনিবার ও হাওয়া ঘুড়ি, ব্যক্তিগত মেঘ ও স্মৃতির জলসত্র, কফিনকাব্য, ‘যাপনকথা’ দশ দশমী (নির্বাচিত কবিতা), শায়কচিহ্ন’, (অনুকাব্য) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ।

কবিতার পাশাপাশি প্রবন্ধ রচনাতেও সমান দক্ষ মামুন মুস্তাফা। এই বদ্বীপের কবিতাকৃতি, মননের লেখমালা, অন্য আলোর রেখা, বাংলা কবিতা : আধুনিকতার অনুসৃত, ‘আবুবকর সিদ্দিক: সমগ্রতার চিরন্তনী’ এবং শেষ নবীর শেষ উপদেশ ইত্যাদি প্রবন্ধগ্রন্থ বাংলা ভাষা-ভাষী পাঠককে উপহার দিয়েছেন তিনি।

কবি মামুন মুস্তাফা মন ও মননের ছোটকাগজ ‘লেখমালা’ নামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করেন। তিনি চিহ্ন সম্মানানা ও শেরপুর সংস্কৃতি পরিষদ কর্তৃক কবিতায় সাহিত্য সম্মাননা অর্জন করেন।

৩ জুলাই ১৯৭১ সালে বাঘেরহাটে জন্ম ও বেড়ে ওঠা কবি মামুন মুস্তাফা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (অনার্স) এমএসএস সম্পন্ন করেছেন। বর্তমানে বিসিসিপিতে প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) হিসাবে কাজ করছেন। তাঁর স্ত্রী আমিনা মুস্তাফা একজন ব্যাংকার এবং দুই ছেলে ওয়াসিল বিল্লা এবং আরিজ বিল্লাহ। তাঁর বাবা জনাব গোলাম রসুল ছিলেন বিভিন্ন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক। এবং তাঁর মা হামিদা রসুলও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

সাম্প্রতিক সময়ের কবিতা বিশেষভাবে নব্বইয়ের কবিগণ কবিতায় অধিক প্রাণচাঞ্চল্য, মননশীলতা এবং বাস্তবতার আলোকে ব্যাপক আন্তর্জাতিকতাকে ধারণ করতে সক্ষম হয়েছেন মামুন মুস্তাফা। বাংলাদেশের কবিতায় তাই নব্বইয়ের দশক একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করে নিয়েছে। এ-সময়পর্বেরই মননবোধে উজ্জীবিত সৃজনশীল কবি হিসেবে চিহ্নিত হন মামুন মুস্তাফা। অন্তর্মুখীন বিরলপ্রজ এই কবি বৃহদার্থে রোমান্টিক ও সংবেদনশীল। প্রকৃতি, প্রণয় ও আবেগের সাথে অবিভাজ্য কালবোধ ও নস্টালজিয়া প্রধান হয়ে উঠেছে তাঁর কবিতায়। অন্যদিকে কবিতাবিষয়ক গদ্য রচনায় সিদ্ধি অর্জনের পথে মামুন মুস্তাফা কবিতার পরতকথাকে চিকিৎসার নতুন আলোয় তুলে আনার ক্ষেত্রে প্রয়াসী।

গুণি এই কবি ও প্রাবন্ধিকের কাছে শিশু-কিশোর সাময়িকী কিচিরমিচির তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বাংলা কবিতার এই অন্যতম কাব্য সারথির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক

(তথ্য: সংগৃহীত ও সম্পাদিত)

মংক্য শৈনু নেভী একজন আদিবাসী কবি, প্রাবন্ধিক ও গবেষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্র...
06/10/2024

মংক্য শৈনু নেভী একজন আদিবাসী কবি, প্রাবন্ধিক ও গবেষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী মারমা সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণা কর্মের জন্য তিনি বিশেষভাবে পরিচিত । বান্দরবানের বাসিন্দা মংক্য শৈনু নেভী নিয়মিত কবিতা, গান ও প্রবন্ধ লিখে সমাদ্রিত হয়েছেন দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে।

১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন তিনি। কাজ করেছেন ব্যাংকিং-এর বিভিন্ন শাখায়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-০১-এর মহাব্যবস্থাপক (জিএম) পদে কর্মরত রয়েছেন।

বৌদ্ধ ধর্মের অনুসারী মংক্য শৈনু নেভী, ধর্মীয় ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার ভ্রমণ করেছেন।

কিচিরমিচির পরিবারের পক্ষ থেকে এই কবিকে জানাই শুভেচ্ছা।

মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়ার কৃতীকন্যা, কথাসাহিত্যিক নূর কামরুন নাহার। জন্ম ১০ মার্চ ১৯৭১। পৈতৃক নিবাস  বাঞ্ছারামপুর উপজেলা। তাঁর লেখ...
03/10/2024

ব্রাহ্মণবাড়িয়ার কৃতীকন্যা, কথাসাহিত্যিক নূর কামরুন নাহার। জন্ম ১০ মার্চ ১৯৭১। পৈতৃক নিবাস বাঞ্ছারামপুর উপজেলা। তাঁর লেখালেখি শুরু স্কুল জীবন থেকে। জেন্ডার ইস্যু, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও প্রাসঙ্গিক বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক অসংখ্য ফিচার/প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়েছে।

তিনি মূলত কথাসাহিত্যিক। কথা নিয়েই তার খেলা। কথার প্যাঁচে তিনি বলে যান চরিত্রের মনস্তত্ত্ব, শরীর, সমাজ, সমকাল, বাস্তবতার বিষয়ে। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৬। একে একে বেরিয়েছে বেশকিছু গল্পগ্রন্থ ও উপন্যাস। জলরঙে আঁকা, বিকেলের চিল, একা, আলো, মৃত্যু ও একটি সকাল, শিস দেয়া রাত, বদ্বীপে বিশ্ব, বাঘের আঁচর, জলের শরীর, বৃক্ষ ও প্রেমিকের গল্প, কবিতার কবি ছয়, নারীর ক্ষমতায়ন: স্বপ্ন ও বাস্তবতা, ইত্যাদি তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ।

কথাসাহিত্যিক নূর কামরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘদিন বিআইডব্লিউটি-র জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ডিপিডিসি-র ম্যানেজার (পিআর) পদে কর্মরত রয়েছেন। তাঁর পিতা এ.টি.এম. শরফুজ্জামান, মাতা মরহুম কানিজ নূরজাহান বেগম। স্বামী মো. জাহাঙ্গীর হোসেন। দুই ছেলে জাহিদ নূর, জুবায়ের নূর।

দু বছর আগে শ্রদ্ধেয় কবি জয়দুল হোসেন স্যারের মাধ্যমে গুণি এই লেখকের সাথে প্রথম পরিচয় হয় । সেদিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি কার্যালয়ে সংক্ষিপ্ত সাহিত্য আড্ডায় জানা হয় এই লেখিকার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক। এ বছর আবার দেখা হল বর্ষামঙ্গল কবিতা উৎসবে। তাঁর হাতে তুলে দিলাম প্রিয় কিচিরমিচির।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক

কবি মুহাম্মদ নুরুল হুদা: যারা বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চা করেন তাদের কাছে এই নামটি নতুন করে পরিচয় করে দেবার কিছু নেই। স...
30/09/2024

কবি মুহাম্মদ নুরুল হুদা: যারা বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চা করেন তাদের কাছে এই নামটি নতুন করে পরিচয় করে দেবার কিছু নেই। সাগরকন্যা কক্সবাজারের জন্ম ও বেড়ে ওঠা এই মহামানবের কর্ম পরিধি সাগরের মতই সুবিশাল। শোণিতে সমুদ্রপাত, জন্মজাতি, মৈনপাহাড়, রাজার পোশাক, মাটির নিচে কাট কয়লা হাজার বছর কাতর, আমরা তামাটে জাতি, বার বছরের গল্প, তেলাপোকা, হাজার নদীর দেশ নামক নানা গ্রন্থে নিজের লেখার অনন্য বৈশিষ্ট্যের কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে জাতিসত্তার কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

প্রায় ছয় দশকের কর্মব্যস্ত জীবনে তিনি দেশের অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কুড়িয়েছেন। দেশের প্রায় সব জেলাতেই রয়েছে তাঁর অসংখ্য সহকর্মী, অনুরাগী ও ভক্তবৃন্দ। ব্যতিক্রম নয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাও। শিল্প-সাহিত্য-সংস্কৃতি রাজধানী বলে খ্যাত এই ব্রাহ্মণবাড়িয়া সঙ্গে তাঁর সংযোগ প্রায় অর্ধশত বছরের।

ব্রাহ্মণবাড়িয়ার সাথে তার সুদৃঢ় বন্ধনের তথ্য অনুসন্ধান করতে সম্প্রতি শরণাপন্ন হয়েছিলাম কবি ও গবেষক শ্রদ্ধেয় জয়দুল হোসেন মহোদয়ের কাছে। তাঁর কাছেই জানতে পারি মুহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির পরিচালক হিসেবে আশির দশকের শুরুতে একটি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছিলেন। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে তাঁর এক আত্মার বন্ধন রচিত হয়, রচিত হয় আত্মীয়তার বন্ধনও।

সাহিত্য-সংস্কৃতির নানা কাজে বিভিন্ন অনুষ্ঠানে গত ৪৫ বছর তিনি এই মাটিতে নিজের পদচিহ্ন অঙ্কন করেছেন। ব্রাহ্মণবাড়িয়াতে তিনি যে সকল কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৯৯-২০০০ সালে বছরব্যাপী আয়োজনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উদযাপন। তিনি তখন নজরুল গবেষণা ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতেও তখন মাসব্যাপী শুদ্ধস্বরে নজরুল গান ও কবিতা চর্চা প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তিনি।

সেসময় জেলা শিল্পকলা একাডেমি মাঠে দশ দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হয়। নজরুল স্বরলিপি সমগ্র বইসহ এই মেলায় কবি নজরুল রচিত সকল বই তিনি পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসেন। মহৎ ও মহান এই কর্মযজ্ঞের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধেয় প্রয়াত অধ্যাপক কে এম হারুনুর রশিদ স্যার। আহ্বায়ক ছিলেন ড. আহমদ আল মামুন, সদস্য সচিবের দায়িত্ব পালন করেন কবি জয়দুল হোসেন। এছাড়াও বছর জুড়ে ছিল নানা আয়োজন।

দেশের লেখকদের একটি প্লাটফর্মে আনা এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে ২০০১ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব। তিনি ৩১ ডিসেম্বরকে আন্তর্জাতিক লেখক দিবস হিসেবে ঘোষণার দাবিতে প্রতিবছর বিভিন্ন জেলায় এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কবি জয়দুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ নুরুল হুদা ও কবি জয়দুল হোসেন-এর যুগলবন্দিতে ব্রাহ্মণবাড়িয়াতেও রাইটার্স ক্লাবের অনেক অনুষ্ঠান বাস্তবায়িত হয়। কর্মসূচির অংশ হিসেবে বেশ কিছু কেন্দ্রীয় অনুষ্ঠান তাঁরা ব্রাহ্মণবাড়িয়াতে আয়োজন করেছিলেন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান, কবি শাহ মো: সানাউল হক গত মেয়াদে রাইটার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কবি জয়দুল হোসেন আরো বলেন, ২০০৯ সালে কবি মোহম্মদ নুরুল হুদার ৬০তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ৬০ বছর পূর্তির জন্মোৎসব পালন করা হয়। এ উৎসবে দেশের অনেক খ্যাতনামা লেখকগণ উপস্থিত ছিলেন।

তিনি জানান, কয়েক বছর পূর্বে রাইটার্স ক্লাবের কেন্দ্রীয় একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ায়। এ অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল হুদাকে ‘কবি শ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়। এভাবেই ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক নানা অনুষ্ঠানের ফলে তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে পরিচিত ও অতি আপনজন হয়ে ওঠেন। উল্লেখ্য এর আগেই তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর জামাই হিসাবে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছ থেকে আলাদা সম্মান লাভ করেন।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম নেয়া এই গুণী লেখক একাধারে একজন কবি, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, সাহিত্য সমালোচক, সংগঠক ও দক্ষ প্রশাসক। প্রায় শতাধিক গ্রন্থের রচয়িতা ও বহু সাময়িকীর সম্পাদক-প্রকাশক এই কবি বাংলা সাহিত্যে নিজের আসন পাকাপোক্ত করেছেন আরো বহু আগেই। ফলে অনেক সংগঠন ও প্রতিষ্ঠান তাঁকে নানা সম্মানে ভূষিত করেছেন। এর মধ্যে ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য ‘বাংলা একাডেমি পুরস্কার’, ২০১৫ সালে প্রদান করা ‘একুশে পদক’ এবং ১৯৮৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে মহাদিগন্ত সাহিত্য পুরস্কার’, কলকাতা উল্লেখযোগ্য।২০২১-২০২৪ সাল পর্যন্ত তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলা একাডেমির পরিচালক হওয়ার পরে গত ২০ এপ্রিল সদ্য অনুষ্ঠিত সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তেব্য তিনি বাংলা সাহিত্য-সংস্কৃতির রূপরেখা এবং কপিরাইট নীতিমালা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করে তিনি আবারও সকলের মন জয় করেন। এ সময় তিনি একটি চমৎকার বৈশাখী কবিতা পাঠ করেন। যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তাই হয়ত অনুষ্ঠান শেষে অনেকেই এই কবিদের কবির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তুলতে ভিড় করে। এ সময় আমি আমার সম্পাদিত শিশু-কিশোর সাময়িকী কিচিরমিচির তাঁর হাতে তুলে দিই।

আজ এই কবি মোহম্মদ নুরুল হুদার ৭৬তম জন্মদিন। আমরা বাংলা সাহিত্যের এই প্রথিতযশা কবির দীর্ঘায়ু শারীরিক সুস্থতা কামনা করছি।

কবি মুহাম্মদ নুরুল হুদা: ব্রাহ্মণবাড়িয়াবাসীর আত্মার আত্মীয়
মনিরুল ইসলাম শ্রাবণ
২৪ এপ্রিল ২৪

বগুড়ার বিশিষ্ট কবি ও লেখক শ্রদ্ধেয় রাহমান ওয়াহিদ। অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মকর্তার এ পর্যন্ত ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছ...
28/09/2024

বগুড়ার বিশিষ্ট কবি ও লেখক শ্রদ্ধেয় রাহমান ওয়াহিদ। অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মকর্তার এ পর্যন্ত ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত তাঁর লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।

তিন বছর আগে `স্বদেশ-কথাসাহিত্যিক আমির হোসেন' সংখ্যা সম্পাদনা করতে গিয়ে প্রথম উনার সম্পর্কে জানতে পারি। সে সংখ্যায় তিনি একটি লেখা পাঠিয়েছিলেন। গতবছর দেশের অন্যতম শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা নব ভাবনা সারা বাংলাদেশে লেখক এম্বাসেডর ঘোষণা করলে তিনি বগুড়া থেকে এবং আমি সিলেট অঞ্চল থেকে নব ভাবনার লেখক এম্বাসেডর মনোনীত হই।

অনতিকাল পর নব ভাবনা লেখক ফোরাম গঠিত হলে তিনি নব ভাবনা লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির চিফ এম্বাসেডর তথা সভাপতি এবং আমি এম্বাসেডর জেনারেল তথা সাধারণ সম্পাদক মনোনীত হই। দুজন দেশের দুই প্রান্তের হওয়ায় লেখক ফোরামের বিভিন্ন কাজের প্রয়োজনে গত পাঁচ মাস আমাদের কেবল অনলাইনে যোগাযোগ হতো।

বয়সে আমার পিতা সমান হলেও কর্ম তৎপরতায় তিনি আমার চাইতেও বেশি তরুণ। তাঁর পরামর্শ ও উদ্দীপনায় নব ভাবনা লেখক ফোরাম দেশব্যাপী কার্যক্রম প্রসারিত করে চলছে।

প্রথমবারের মতো মহোদয়ের সাক্ষাৎ পাই গত ২০ সেপ্টেম্বর নব ভাবনা আয়োজিত লেখক ফোরামের মতবিনিময় সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। গুণি এই লেখক ও সংগঠকের সাহচর্যে আমি উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়েছি।

প্রথম সাক্ষাতে আমাদের শুভেচ্ছা বিনিময়ে থাকে আমার সম্পাদিত শিশু-কিশোর সাময়িকী কিচিরমিচির ও বগুড়া থেকে প্রকাশিত শিশু-কিশোর সাময়িকী কুঁড়ি। তিনি জনপ্রিয় এই সাহিত্য সাময়িকীর সহযোগী সম্পাদক।

ইতোমধ্যে কুঁড়ির বেশ কয়েকটি সংখ্যায় আমার লেখা প্রকাশিত হয়েছে। আমাদের হাতে থাকা আগস্ট সংখ্যাতেও রয়েছে আমার একটি লেখা। শ্রদ্ধেয় রাহমান ওয়াহিদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।

মনিরুল ইসলাম শ্রাবণ
২৭ সেপ্টেম্বর ২৪

কবি এবং প্রাবন্ধিক মজিদ মাহমুদ। (জন্ম ১৬ এপ্রিল ১৯৬৬)। পাবনা জেলার বাসিন্দা মজিদ মাহমুদ আশির দশকের বাংলাদেশের প্রধান কবি...
25/09/2024

কবি এবং প্রাবন্ধিক মজিদ মাহমুদ। (জন্ম ১৬ এপ্রিল ১৯৬৬)। পাবনা জেলার বাসিন্দা মজিদ মাহমুদ আশির দশকের বাংলাদেশের প্রধান কবিদের একজন। তাঁর প্রকাশিত গ্রন্থ ত্রিশটির অধিক। বিস্তর কর্মজীবনে তিনি পুরস্কৃত হয়েছেন বহু সংগঠন ও সংস্থা কর্তৃক।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। তবে সাংবাদিকতায় নিজেকে স্থায়ী করেননি। জীবন ব্রত হিসেবে বেছে নিয়েছেন সাহিত্য সাধনাকে।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চা করতে গিয়ে দেশের দরিদ্র মানুষের দুর্দশাগ্রস্ত জীবনের দুঃখ উপলব্ধি করেন এবং তা থেকে তাদের বের করে নিয়ে আসার জন্য ২০ বছর আগে প্রতিষ্ঠা করেন অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস (ওএসএসিএ) নামে একটি বেসরকারি সংস্থা। দুই দশকেরও অধিক সময় ধরে দেশের উত্তরাঞ্চলের মানুষদের দরিদ্রতা দূরীকরণ ও আইনি সহায়তার প্রদানের জন্য কাজ করে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠিত এই সংস্থা।

গুণী এই লেখকের দেখা পেয়েছিলাম গত ২৯ জুন, অনুষ্ঠিত বর্ষামঙ্গল কবিতা উৎসবে। কিচিরমিচিরকে সাথে নিয়ে এই সুন্দর চিত্রটি ধারণ করা হয়েছিল সেসময়।

সংশ্লিষ্ট সকলের জন্য শুভেচ্ছা রইল।
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক

বাংলাদেশের একজন খ্যাতিমান কবি, লেখক, সম্পাদক ও সাংবাদিক শ্রদ্ধেয় হাফিজ রশিদ খান।বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দা গুণী এই ল...
23/09/2024

বাংলাদেশের একজন খ্যাতিমান কবি, লেখক, সম্পাদক ও সাংবাদিক শ্রদ্ধেয় হাফিজ রশিদ খান।

বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দা গুণী এই লেখক দেশে-বিদেশে একজন ‘নয়া উপনিবেশবাদ’ ও ‘আদিবাসী গবেষক’ হিসেবে সমধিক পরিচিত ।

তাঁর প্রকাশিত গ্রন্থ প্রায় ৩০ টি। অর্জন ঝুলিতে রয়েছে দেশি-বিদেশি নানা পুরস্কার।

গত ২৯ জুন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় অতিথি হয়ে এসেছিলেন বর্ষা মঙ্গল কবিতা উৎসবে। গুণী এই মানুষের সাথে পরিচিতি হয়ে ভালো লাগলো।

শুভেচ্ছা উপহার হিসেবে কিচিরমিচির তুলে দিতে পেরে আনন্দিত হয়েছি।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ

কবিতায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, খ্যাতিমান কবি ও সাংবাদিক জনাব ফারুক মাহমুদ মহোদয়ের হাতে আমাদের শিশু-কিশোর সাময়িক...
17/09/2024

কবিতায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, খ্যাতিমান কবি ও সাংবাদিক জনাব ফারুক মাহমুদ মহোদয়ের হাতে আমাদের শিশু-কিশোর সাময়িকী কিচিরমিচির ।
তিনি আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরবের কৃতিসন্তান। বাল্যকাল ও যৌবনে বহুবার তিনি ব্রাহ্মণবাড়িয়া এসেছেন।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক
ছবি: বর্ষামঙ্গল কবিতা উৎসব-১৪৩১

আমার ফেসবুক আইডির নাম Mi Shrabon থেকে মনিরুল ইসলাম শ্রাবণ এ পরিবর্তন করা হলো। একই নামে আগের পেজটিও চালু থাকবে।শুভেচ্ছাসহ...
12/09/2024

আমার ফেসবুক আইডির নাম Mi Shrabon থেকে মনিরুল ইসলাম শ্রাবণ এ পরিবর্তন করা হলো। একই নামে আগের পেজটিও চালু থাকবে।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ

বাংলাদেশের খ্যাতিমান কবি, নাট্যকার ও প্রাবন্ধিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশের নাট্যকার জনাব ফরিদ আহমদ দুলাল মহোদ...
11/09/2024

বাংলাদেশের খ্যাতিমান কবি, নাট্যকার ও প্রাবন্ধিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশের নাট্যকার জনাব ফরিদ আহমদ দুলাল মহোদয়ের হাতে আমাদের শিশু কিশোর সাময়িকী কিচিরমিচির ।

বর্ষামঙ্গল কবিতা উৎসব-১৪৩১

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশের খ্যাতিমান কবি জনাব আসাদ মান্নান স্যারের হাতে ...
08/09/2024

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশের খ্যাতিমান কবি জনাব আসাদ মান্নান স্যারের হাতে আমাদের
কিচিরমিচির ।

শুভেচ্ছাসহ
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক

হত্যা আছে ধ্বংস আছেবিরোধ অশেষ,তবুও ভালোবাসতে হবেমুছতে হবে ক্লেশ।দুঃখ আছে কান্না আছেকষ্ট আছে বেশ,এক সাথে থাকতে হবেগড়তে হব...
08/08/2024

হত্যা আছে ধ্বংস আছে
বিরোধ অশেষ,
তবুও ভালোবাসতে হবে
মুছতে হবে ক্লেশ।

দুঃখ আছে কান্না আছে
কষ্ট আছে বেশ,
এক সাথে থাকতে হবে
গড়তে হবে দেশ।

মনিরুল ইসলাম শ্রাবণ
৮ আগস্ট ২৪

গভীর শোক ও শ্রদ্ধা শুদ্ধতার কবি অসীম সাহা (২০ ফেব্রুয়ারি ১৯৪৯-১৮ জুন ২০২৪)
18/06/2024

গভীর শোক ও শ্রদ্ধা
শুদ্ধতার কবি অসীম সাহা

(২০ ফেব্রুয়ারি ১৯৪৯-১৮ জুন ২০২৪)

Address

Gokarnoghat
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিচিরমিচির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Magazines in Brahmanbaria

Show All