নসীহত نصيحة

নসীহত نصيحة কুরআনের বাণী, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সকলের কাছে পৌঁছে দেওয়ায় "নসীহত نصيحة" এর উদ্দেশ্য।
(1)

08/11/2024
পরকীয়া সম্পর্কে কী বলে ইসলাম?বিয়ে জীবনের পবিত্র এক অনুষঙ্গ। বিয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। আল্লাহ তাআলাই পৃথিবীতে জ...
07/11/2024

পরকীয়া সম্পর্কে কী বলে ইসলাম?
বিয়ে জীবনের পবিত্র এক অনুষঙ্গ। বিয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। আল্লাহ তাআলাই পৃথিবীতে জোড়া মিলিয়ে পাঠিয়েছেন। বিয়ের পরও শয়তানের প্ররোচনায় মানুষ জড়িয়ে পড়ে পরকীয়ায়। ইসলামে পরকীয়া কঠোরভাবে নিষিদ্ধ। এর শাস্তিও ভয়াবহ।

রসুলুল্লাহ সা. বলেন, ‘হে মুসলমানগণ! তোমরা ব্যভিচার পরিত্যাগ কর। কারণ, এর ছয়টি শাস্তি রয়েছে। এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখেরাতে প্রকাশ পাবে।

পরকীয়ার মতো অবৈধ সম্পর্ক কেবল আখেরাতকেই বরবাদ করে না দুনিয়ার জীবনেও রক্তপাত ও নির্মম হত্যার মতো ঘটনার উপলক্ষ্য হয়। নর-নারীর অবৈধ সম্পর্কের অনুকূল পরিবেশ সযত্নে লালন করলে সে সম্পর্কের বিষ ও দূষণ তো যখন তখন সমাজে প্রকাশ হওয়ার শঙ্কা থেকেই যায়।

06/10/2024

GOOD NEWS!!!

“Ramadan” 2025 begins on 28 February (Friday)🩷

05/10/2024

প্রিয় রাসূল (স.) বলেন,যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত ‘আমল বি'ন'ষ্ট হয়ে যায়।
(সহিহ বুখারী ৫৯৪)

03/10/2024

তওবা!!

মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে বান্দা যতটা খুশি হয়! আল্লাহ তা'য়ালা বান্দার তওবা তার চেয়ে বেশি খুশি হন! 🤎

[ সহীহ বুখারী-৬৩০৯ ]

02/10/2024

মেয়ের বাবা নেই, থাক আর আগানোর দরকার নেই।
তারা কি জানেনা মা'নুষ ম'র'ন'শীল!

01/10/2024

আমি শুধু হাতমোজা আর পা মোজা পেয়েছি। প্রকৃত দ্বীনদার স্ত্রী পায়নি।

• এক ভাইয়ের আর্তনাদ

15/09/2024

আগামী সোমবার প্রিয় নবীজীর জন্ম দিন খুঁশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ। 🤲

‎‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃআল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সওমের কাযা যিম্মায় রেখে যদি কোন ব...
12/09/2024



‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সওমের কাযা যিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ হতে সওম আদায় করবে।
ইব্‌নু ওয়াহাব (রহঃ) ‘আমর (রহঃ) হতে উক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইব্‌নু আইয়ুব (রহঃ)...ইব্‌নু আবূ জা’ফর (রহঃ) হতেও এ হাদীসটি বর্ণনা করেছেন।

সহিহ বুখারী, হাদিস নং ১৯৫২
হাদিসের মান: সহিহ হাদিস

“হে আল্লাহ!যে মন্দ কাজ করেছি এবং যা’এখনো করিনি, তা'থেকে আপনার দরবারে আশ্রয় প্রার্থনা করছি” সহীহ-মুসলিম ২৭১৬ আমিন।
10/09/2024

“হে আল্লাহ!যে মন্দ কাজ করেছি এবং যা’এখনো করিনি, তা'থেকে আপনার দরবারে আশ্রয় প্রার্থনা করছি” সহীহ-মুসলিম ২৭১৬ আমিন।

আল্লাহ তায়ালা আমাদের মাফ করে দাও, সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমীন।
08/09/2024

আল্লাহ তায়ালা আমাদের মাফ করে দাও, সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমীন।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when নসীহত نصيحة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Brahmanbaria

Show All