Rabiul Islam

Rabiul Islam A Full Stack Web Developer from Bangladesh. Also, a Content Creator.

31/08/2024

অবশেষে আশার আলো।
আজ রাত ১২ টার পর কমছে জ্বালানী তেলের মূল্য।

30/08/2024

প্রবাসী আয় বেড়েছে ৪৫ শতাংশ।
২৮ দিনে দুই বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স।

27/08/2024

ড. ইউনুস স্যার কত সুন্দর করে বলেছেন "আমাদের কাজে বাধা দিবেন না; আমাদেরকে ঘেরাও করবেন না। আমাদেরকে কাজ করতে দিন, কাজ করার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। আপনাদের যা দাবি আছে আপনারা লিখিতভাবে দিন; আমরা সব পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের বিরুদ্ধ দল নই।"

26/08/2024

ইন্ডিয়ার গ্যাস লাইন বন্ধ করে দেয়া হয়েছে!💪

আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোতে অন্যায়ভাবে বাঁধ দেয়া এবং সময়ান্তরে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে মারার প্রতিবাদে ...
22/08/2024

আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোতে অন্যায়ভাবে বাঁধ দেয়া এবং সময়ান্তরে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে মারার প্রতিবাদে ভা*রতীয় দূতাবাসের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি নিতে হবে।

শুধু তাই নয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব বাঁধ দেয়ার অভিযোগে আন্তর্জাতিক আদালতে ই*ন্ডিয়ার বিরুদ্ধে মামলা করার দাবি তোলার এখনই উচিত সময়।

ই*ন্ডিয়ার সাথে আমাদের মোট ৫৪টি অভিন্ন নদী। আন্তর্জাতিক কনভেনশন অনুসারে ভাটির দেশের ক্ষতি হয় অভিন্ন নদীগুলোতে এমন বাঁধ দিতে পারবে না উজানের দেশ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিন্ন নদীগুলোর বেশিরভাগেই অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করেছে ই*ন্ডিয়া, যা আমাদের নদীব্যবস্থা ও কৃষিব্যবস্থা দুটোই ধ্বংস করেছে। পানির অভাবে আমাদের কৃষকরাও দুর্দশায় ভুগছেন।

ই*ন্ডিয়া অন্যায়ভাবে বাঁধগুলো না দিলে প্রাকৃতিক নিয়মেই নদীগুলো চলত। এতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অনেকাংশেই কমে যেত। এমনকি সময়ে-সময়ে ই*ন্ডিয়াকেও তাদের বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যাকবলিত করতে হত না। ভা*রত এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিয়েছে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হুট করে এবারও বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে ই*ন্ডিয়া তার আগ্রাসী খায়েশ চরিতার্থ করছে।

নেপালের সাথেও ভা*রত এ ধরনের অমানবিক আধিপত্যবাদীমূলক আচরণ করেছিল, যে কারণে নেপাল থেকে আউট হয়ে যায় ভা*রত।

আর লজ্জাশরম থাকলে ইন্ডিয়ান পণ্য কিনা বন্ধ করুন।

22/08/2024

ব্রেকিং নিউজ,,,,,
ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত বন্যার পানাতে রেল লাইন পানির নিচে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপ-ডাউন ট্রেন চলাচল করবে না।

17/08/2024
16/08/2024

টিউশনির টাকা দিয়ে ঢাকায় ১৫ টি ফ্ল্যাট আর আমেরিকায় ৩ টি বাড়ি কিনেছেন পলকের স্ত্রী
কনিকা ভাবী।

কি করলেন জীবনে ?

14/08/2024

পাকিস্তানে ইন্টারনেট সেবা বন্ধ।

14/08/2024

কাশ্মীরে বন্ধুক যুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত।

শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতীসংঘের তদন্ত দল।__ সূত্রঃ যমুনা টেলিভিশন
14/08/2024

শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতীসংঘের তদন্ত দল।

__ সূত্রঃ যমুনা টেলিভিশন

আলহামদুলিল্লাহ
15/04/2024

আলহামদুলিল্লাহ

জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।Md Ri Rabiul Islam
25/01/2024

জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।

Md Ri Rabiul Islam

দুঃসময়ে সঙ্গ দিয়ো, সুসময়ে তো মানুষ কেনা যায়।
19/12/2023

দুঃসময়ে সঙ্গ দিয়ো,
সুসময়ে তো মানুষ কেনা যায়।

ঈদ মোবারক সবাইকে
23/04/2023

ঈদ মোবারক সবাইকে

গত মৌসুমে
29/03/2023

গত মৌসুমে

আল্লাহর প্রতি বিশ্বাস তোমাকে কখনো হতাশ হতে দিবেনা।
27/03/2023

আল্লাহর প্রতি বিশ্বাস তোমাকে কখনো হতাশ হতে দিবেনা।

Address

Nemtabad
Brahmanbaria
3464

Website

https://www.wprirabiul.com/

Alerts

Be the first to know and let us send you an email when Rabiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabiul Islam:

Videos

Share