Deep Painッ

Deep Painッ হতেই পারে এ দেখা শেষ দেখা....🥀

মেসেজ না করলেও চলবে কিন্তু ভুলে যেও না তুমি!🥺
(51)

12/04/2024

জীবন হলো অলিখিত বোঝাপড়া, মেনে নিলে ভালো, নয়তো জীবন ছন্নছাড়া 🌼

12/04/2024

ভেতর থেকে একা হয়ে গেলে
মানুষ, উৎসবের ভিড়ে ও একলা থেকে যায়।🫠

09/04/2024

আমার কোনো দুঃখ নেই যা আছে সেটা অপূণতা অভিযোগ আর নিজের প্রতি ঘূনা 😊😊

05/04/2024

:কল্পনাতে স্বপ্ন সুন্দর, বাস্তবে না!!
পুরুষ টাকায় সুন্দর খালি পকেটে না!!

04/04/2024

আস্ত রাইত নির্ঘুমে কাটাইয়া,সেহরির সাথে তৃপ্তি ভরে দুঃখ গিলে খেয়েছি আমি🙂❤️‍🩹

04/04/2024

দিন দিন নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়ে, একা বাঁচতে চাওয়া আমার মন,!!😊❤️‍🩹

31/03/2024

বৃক্ষের চি'ৎকার
কাঠুরিয়া পরোয়া করে না"🥀🍁

31/03/2024

ব্যর্থতা প্রকাশে শব্দরাও অপরিচিত বিজয়ীদের সবই সুন্দর🥀

30/03/2024

তোমারে উপলব্ধি কইরা কিবোর্ড এর অক্ষর চাপি ,,,,,
কথার ভাঁজে কথা রাখি,,,,,
অথচ দেখো কতো দুর্ভাগা আমি,,,,,
আমার একটা লেখা ও তুমি পর্যন্ত পৌঁছায় না,,,,🥀

29/03/2024

" শুন্যতার দৈর্ঘ্য, প্রস্ত, ব্যাস নেই
শুন্যতার শুরু আছে শেষ নেই....! 😅❤️‍🩹

29/03/2024

খানিকটা প্রকাশ করি, বাকিটা ব্যক্তিগত,
ততটুকুই চেনো আমায়,যতটুকু প্রকাশিত 😌

29/03/2024

আমি কাউকে হারায়নি 🙂
যে আমাকে ছেড়ে গেছে, সে নিজেই আমাকে হারিয়েছে..!🖤

29/03/2024

আমার অহংকার নেই,তবে যখন আমি দেখি কেউ আমাকে এড়িয়ে চলছে বা আমাকে চাইছে না, আমরা যতই কাছের হই না কেনো আমি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে আনি..।

23/03/2024

দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম
আমি মুলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম! 🌺

17/03/2024

হায়াত এর কোন বয়স নেই।.?
কখনো কাউকে আঘাত করে কথা বলে থাকলে ক্ষমা করে দিয়েন🙂😳

17/03/2024

পথটা যেখানে নিচ্ছে
সেখানে যাবার ছিলো না ইচ্ছে 😇

15/03/2024

No matter where you go, you will always be in my heart.

15/03/2024

"You can love someone so much, but you can never love people as much as you miss them."

13/03/2024

আমি মানুষ রাখতে ব্যর্থ,
শখের সব কিছু'ই হারিয়ে যাওয়া'র এক রোগ আছে আমার।🙂

13/03/2024

আমি বহু মানুষ হারিয়েছি
কিন্তু আমায় হারিয়েছে কে?

13/03/2024

কখনোই কোন কিছু নিয়ে অতিরিক্ত আশা করা উচিত না এক্সাইটেড থাকলেই আপনি কষ্ট পাবেন শিওর আশায় বাঁচে মানুষ আবার আশাতেই মরে আশা রাখুন ভালো থাকেন 🥺🙂

13/03/2024

ওহে আমার শখের মানুষ..
তোমাকে আমি আমার জীবনের শেষ অব্দি বলতে চাই,
আমার পড়ান ও যাহা চায় তুমি তাই
তুমি তাই..
তুমি তা-ই

11/03/2024

Every pain gives a lesson. And every lesson changes a person.

11/03/2024

:অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, তাকে আমি সব বলেছি তোমার গল্প ছাড়া...!

11/03/2024

আমার আলোকিত শহরে,,,,
আমি এক বিরক্ত ছায়া 🙂

27/02/2024

আমি কারো সাথে রাগ করি না..!
বেশি কষ্ট পেলে কথা বলা বন্ধ করি❤️‍🩹

25/02/2024

শবে বরাতের রাতে যা যা করা উচিত:
নফল নামাজ পড়া ও কুরআন তিলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, তওবা-ইস্তেগফার, দোয়া-দরুদ পাঠ করা। শবে বরাতের দিনের সাথে তার আগের ও পরেন দিন রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী কারিম (সা:) পুরো শাবান মাস রোজা রাখতেন।

শবে বরাতে নামাজের নিয়ম:
শবে বরাতে রাত জেগে নফল নামাজ পড়তে বলেছেন নবীজি। এ রাতের আলাদা কোনো নামাজ নেই বা রাকাআত উল্লেখ নেই। নফল নামাজই যত পড়তে পারবে ততই নেকি অর্জন করতে থাকবে বান্দা। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয়, এ রাতে সেভাবেই নফল নামাজ পড়তে হবে। আলাদা করে কোনো নিয়তও করতে হবে না।

তবে এমনটি যেন না হয় যে অনেক রাত জেগে ইবাদত-বন্দেগি, তাসবিহ-তাহলিল করার ফলে, ফজরের ফরজ নামাজ জামাতের সাথে না পড়ে কেউ ঘুমিয়ে পড়ে।

যাদের গুনাহ ক্ষমা হবে না:
হাদিস শরিফে উল্লেখ আছে, শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন। কিন্তু শিরককারী (যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক বা অংশীদার করে) ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের ক্ষমা করবেন না। তাই আমরা হিংসা ও অহংকার পরিত্যাগ করি। কেননা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না ।

24/02/2024

এতো মন খারাপ বিষন্নতায় মাঝে মাঝে
মনে হয় মৃত্যু খুব কাছে?😅

24/02/2024

মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত। 🤍🙂

24/02/2024

আমি শূন্য আকাশের বাঁধন হারা ঘুড়ি সময় অসময়ে শূন্যতায় উড়ি..!🙂

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Deep Painッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like