স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria

স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria জেলার জন্য, জেলার তরে আমরা।

রাতের আখাউড়া জংশন স্টেশন...😍
01/02/2025

রাতের আখাউড়া জংশন স্টেশন...😍

29/01/2025

ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকেট এখনো কাউন্টার ও অনলাইনে আছে। চাইলে কেটে নিতে পারেন।

এখন পর্যন্ত তথ্য অনুযায়ী -রানিং স্টাফদের পূর্ব ঘোষিত আন্দোলনের কারণে আগামীকাল ২৮ জানুয়ারি  তথা আজ রাত ১২ টার পর থেকে রেল...
27/01/2025

এখন পর্যন্ত তথ্য অনুযায়ী -

রানিং স্টাফদের পূর্ব ঘোষিত আন্দোলনের কারণে আগামীকাল ২৮ জানুয়ারি তথা আজ রাত ১২ টার পর থেকে রেল চলাচল বন্ধই থাকছে। তবে রাত ১২ টার আগে ছেড়ে আসা ট্রেন গুলো গন্তব্যে পৌঁছে দেবেন বলে নিশ্চিত করেছেন রানিং স্টাফরা।

ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা ট্রেনে বিভিন্ন স্থানে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে তারা ট্রেনের পরিবর্তে দয়া করে বিকল্প চিন্তা করুন।
নতুন কোনো তথ্য থাকলে পরবর্তীতে জানিয়ে দিবো ইনশাআল্লাহ।

ছেলেটির নাম তামিম৷ পিতা-কামরুল, মাতা-খিচুনী বেগম, সাং-দৌলতপুর মোকাম বাড়ী ব্যাতিত আর কিছুই বলতে পারে না। বাচ্চাটিকে আজ দু...
26/01/2025

ছেলেটির নাম তামিম৷ পিতা-কামরুল, মাতা-খিচুনী বেগম, সাং-দৌলতপুর মোকাম বাড়ী ব্যাতিত আর কিছুই বলতে পারে না। বাচ্চাটিকে আজ দুপুর বেলায় কসবা রেল স্টেশন এলাকায় পাওয়া যায়। ছেলেটির পরিচয় পাওয়া গেলে অফিসার ইনচার্জ কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া, মোবা-০১৩২০-১১৫১৩৭ এ জানানোর জন্য অনুরোধ করা হলো।

কসবা উপজেলাবাসীর বিনোদনের স্থান হিসেবে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে কল্যাণসাগর পার্ক। উপজেলা প্রশাসন, কসবা'র উদ্যোগে এই পার...
26/01/2025

কসবা উপজেলাবাসীর বিনোদনের স্থান হিসেবে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে কল্যাণসাগর পার্ক। উপজেলা প্রশাসন, কসবা'র উদ্যোগে এই পার্ক আধুনিকায়নের নতুন পরিকল্পনা নেয়া হয়েছে৷ নব পরিকল্পনায় দিঘীর পাড়ে থাকবে বিস্তৃত ওয়াকওয়ে, বাচ্চাদের জন্য রাইড এবং খেলার জায়গা৷ থাকবে ব্যায়ামের স্থান এবং অনুষঙ্গ। দিঘীর পাড়ে থাকবে বসার স্থান এবং মুক্তমঞ্চ।

জেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং কসবা পৌরসভার সহযোগিতায় নতুন 'কল্যাণসাগর পার্ক' বাস্তবায়িত হলে উপজেলার পর্যটনে যোগ হবে নতুন মাত্রা।

ফ্ল্যাগ ডাউন সেরেমনিআখাউড়া -আগরতলা চেকপোস্ট আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ২৫-০১-২৫
25/01/2025

ফ্ল্যাগ ডাউন সেরেমনি
আখাউড়া -আগরতলা চেকপোস্ট
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

২৫-০১-২৫

25/01/2025

আখাউড়ার কালন্দী খালের খনন কাজ চলছে।
শহরের ভিতরের নিশ্চিহ্ন খালটি উদ্ধার হবে এটাই প্রত্যাশা

আমাদের বাউনবাইরায়ও এই আইন করা উচিত
23/01/2025

আমাদের বাউনবাইরায়ও এই আইন করা উচিত

23/01/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত সরাইলের ঐতিহ্যবাহী মোরগ লড়াই

23/01/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা

ছেলেটিকে এখনো পাওয়া যায়নি।দুইদিন আগে তাকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দেখা গিয়েছিলো, এখনো ব্রাহ্মণবাড়িয়ায় থাকার সম্ভাবনা ই বে...
23/01/2025

ছেলেটিকে এখনো পাওয়া যায়নি।দুইদিন আগে তাকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দেখা গিয়েছিলো, এখনো ব্রাহ্মণবাড়িয়ায় থাকার সম্ভাবনা ই বেশি। কিছুক্ষণ আগে কথা হলো, তার ভাই আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া আসছে ভাইয়ের খোঁজে। সবাই সহযোগিতা করুন প্লিজ।

⚽⚽⚽ফুটবল.....ফুটবল.....ফুটবল ⚽⚽⚽যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে...
22/01/2025

⚽⚽⚽ফুটবল.....ফুটবল.....ফুটবল ⚽⚽⚽

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২৪ এর জেলা পর্যায়ে আজ বুধবার বেলা ২:৩০ ঘটিকায় শুভ উদ্বোধনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হবে।
উদ্ধোধনী খেলায় মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বনাম বিজয়নগর উপজেলার বালক ও বালিকা দল। আগামী ২৮ জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

উদ্ধোধনী খেলাসহ সকল খেলায় আপনার সবান্ধব উপস্থিতি একান্ত কাম্য।

কেদাস মোড়ে (ছাতিপট্টি) ড্রেনের উপর এই স্ল্যাবটি বানানো হয়েছে  কয়েকদিন আগে, অথচ এখনই ভাঙা শুরু হয়েছে! কাজের গুণগত মান যাচ...
22/01/2025

কেদাস মোড়ে (ছাতিপট্টি) ড্রেনের উপর এই স্ল্যাবটি বানানো হয়েছে কয়েকদিন আগে, অথচ এখনই ভাঙা শুরু হয়েছে! কাজের গুণগত মান যাচাই হলে হয়তো এমনটি হতো না।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

21/01/2025

আখাউড়া কালন্দি খালে প্রাণ ফিরছে। সঠিকভাবে সীমানা নির্ধারণ ও খনন হলে এই গুরুত্বপূর্ণ খালকে কেন্দ্র করে আখাউড়ার দৃশ্য পাল্টে যেতে পারে। ভবিষ্যতে চাষাবাদ, নৌকা চলাচল ও মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণের জন্য স্থানীয়দের পাশাপাশি দায়িত্বশীলদের আন্তরিকা খুবই দরকার।

প্রশাসনের নজরদারি প্রয়োজন
20/01/2025

প্রশাসনের নজরদারি প্রয়োজন

20/01/2025
কালোবাজারির কাছ থেকে টিকেট নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন মানে নিশ্চিত ধরা খাবেন, জরিমানা দিবেন ;এমনকি ফেইক টিকেটের জন্য জেলও হ...
20/01/2025

কালোবাজারির কাছ থেকে টিকেট নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন মানে নিশ্চিত ধরা খাবেন, জরিমানা দিবেন ;এমনকি ফেইক টিকেটের জন্য জেলও হতে পারে। কারণ এখন বেশিরভাগ কালোবাজারিই ফেইক টিকেট বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে।
কালোবাজারির কাছ থেকে এই টিকেট নিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা গিয়ে ধরা পড়ে ঐ যাত্রী এবং ডবল জরিমানা দিয়ে ছাড়া পায়।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া - Smart Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share