আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা

আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা উন্নয়ন এবং অসহায়দের জন্য বন্ধুদের ক্ষুদ্র ফান্ড

তুমি যা-ই হারাও না কেন,তার বিকল্প খুঁজে পাবে;কিন্তু আল্লাহকে হারালে,কে হবে তাঁর বিকল্প? বইঃ আত্মার ওষুধ।
24/12/2024

তুমি যা-ই হারাও না কেন,তার বিকল্প খুঁজে পাবে;
কিন্তু আল্লাহকে হারালে,কে হবে তাঁর বিকল্প?

বইঃ আত্মার ওষুধ।

কবরের কথা কেউ স্বরণ করে না,সবাই দুনিয়া নিয়ে ব্যাস্ত 😭অহংকার আর মিথ্যাবাদীদেরআল্লাহ পাক পছন্দ করে না🌺
02/12/2024

কবরের কথা কেউ স্বরণ করে না,
সবাই দুনিয়া নিয়ে ব্যাস্ত 😭
অহংকার আর মিথ্যাবাদীদের
আল্লাহ পাক পছন্দ করে না🌺

একটি মৃত্যুর সংবাদদুবলা মসজিদ পাড়া মরহুম মন মিয়া সাহেবের বড় ছেলে জনাব নান্নু মিয়া আজ রাত ১ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেনে...
30/11/2024

একটি মৃত্যুর সংবাদ
দুবলা মসজিদ পাড়া মরহুম মন মিয়া সাহেবের বড় ছেলে জনাব নান্নু মিয়া আজ রাত ১ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেনে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করা হ‌ইল

 োসলের_নিয়ম:===গোসলের ফরজ তিনটি:১. ভালোভাবে কুলি করা। (সুরা মায়িদা: ৬)গড়গড়াসহ কুলি করা সুন্নাত। তবে রোজাদার হলে গড়গড়াসহ ...
23/11/2024

োসলের_নিয়ম:

===

গোসলের ফরজ তিনটি:

১. ভালোভাবে কুলি করা। (সুরা মায়িদা: ৬)

গড়গড়াসহ কুলি করা সুন্নাত। তবে রোজাদার হলে গড়গড়াসহ কুলি করা যাবে না, শুধু কুলি করবে।

২. নাঁকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। (সুরা মায়িদা : ৬)

নাকের মধ্যে শুকনো ময়লা থাকলে তাও পরিষ্কার করবে। তবে রোজা অবস্থায় শুধু নাকে পানি দিবে, নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো যাবে না।

৩. সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ, যেন কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে। (সুরা মায়িদা :৬, তিরমিজি ১০৩, আল-বাহরুর রায়িক ১/৪৫, ফাতাওয়ায়ে শামি ১/১৫১, হিদায়া ১/২৯)

ফরজ গোসলের সঠিক পদ্ধতি ও সুন্নাত তরিকা:

গোসলের আগে ইসতিনজা সেরে নেবে। এতে বীর্য ইত্যাদি সম্পূর্ণরূপে বের হওয়া সহজ হয়।

১. শুরুতে নিয়ত করবে এবং 'বিসমিল্লাহ' পড়বে। (বুখারি : ২৪৮)

[বি.দ্র. গোসলখানা ও টয়লেট একত্রে হলে 'বিসমিল্লাহ' মুখে পড়া যাবে না। ~ সম্পাদক]

২. দুই হাত কবজি পর্যন্ত পৃথকভাবে তিনবার ধুয়ে নেবে। (বুখারি: ২৪৮)

৩. এরপর ডান হাতে পানি নিয়ে বাঁ হাত দিয়ে শরীরের যেসব জায়গায় বীর্য ও নাপাকি লেগে থাকে, তা তিনবার ধুয়ে পরিষ্কার করবে। (মুসলিম: ৩২১)
৪. নাপাকি লেগে থাকুক বা না থাকুক সর্বাবস্থায় লজ্জাস্থান ধুয়ে নেবে এবং এরপর উভয় হাত ভালো করে ধুয়ে ফেলবে। (বুখারি: ২৪৯)

৫. তারপর নামাজের অজুর মত ভালোভাবে অজু করবে, তবে পা ধোবে না। গোসলের শেষে ধুয়ে নেবে। (বুখারি: ২৫৭-২৫৯)

৬. অতঃপর পুরো শরীর ধোয়ার জন্য প্রথমে মাথায় পানি ঢালবে। (বুখারি: ২৫৬)

৭. তিনবার ডান কাঁধে তারপর তিনবার বাম কাঁধে পানি ঢালবে। (বুখারি: ২৫৪)

৮. পুরো শরীর ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশ এমনকি কোনো পশমও যেন শুকনো না থাকে। (বুখারি: ২৭৪, আবু দাউদ: ৪৯, ইবনু আবি শাইবা: ৮১৩)

তবে সাগর, নদী, পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলে তিন বার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে। (আবু দাউদ: ২৪৯, ইবনু আবি শায়বা : ৮১৩)

৯. সমস্ত শরীর হাত দ্বারা ঘষে মেজে ধুয়ে নেবে। (তিরমিজি: ১০৬)

১০. নাভি, বগল ও অন্যান্য জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। সব শেষে গোসলের জায়গা থেকে সামান্য সরে গিয়ে দুই পা তিনবার ধুয়ে নেবে। (হিদায়া: ১/৩০)

১১. উঁচু স্থানে বসে গোসল করবে, যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে নাপাকির ছিটা না লাগে। পানির অপচয় না করে, বসে বসে গোসল করবে। লোকসমাগমের স্থানে গোসল করবে না।

13/11/2024

রাসূল (ﷺ) বলেছেন-
আল্লাহপাক ঐ ব্যক্তিকে ঘৃণা করেন,,
যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে জ্ঞানী আর আখিরাতের ব্যাপারে মূর্খ।

____ (সহীহ জামেঃ ১৮৭৯)

সুবাহানাল্লাহ
12/11/2024

সুবাহানাল্লাহ

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে,তার থেকে উত্তম। [সহিহ মুসলিম:৭২৫
12/11/2024

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে,তার থেকে উত্তম।

[সহিহ মুসলিম:৭২৫

- Ameen 🕌💫
10/11/2024

- Ameen 🕌💫

10/11/2024

মানুষ যা চায় তাই কি সে পায়,,??
[সুরা নাজম: ২৪]

মানুষ তাই পায় যা সে চেষ্টা করে,,,!!
[সুরা নাজম : ৩৯]

তাই ভাগ্যের দুষ না দিয়ে চেষ্টা করুন,,।।
সফলতা একদিন আসবেই ইন শা আল্লাহ,,!!

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার ...
10/11/2024

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার লাশ উদ্ধার ।🥲

09/11/2024
09/11/2024

নাফরমান ব‍্যাক্তিদের জন্য ছোট্ট ইঙ্গিত
#মাওলানা_আনিসুর_রহমান_আসরাফী

02/11/2024

বৃহস্পতিবার আমাদের ও আসে।আমরা বাড়ি যেতে পারি না😅
কারণ বাড়ি বড্ড দূরে,😥

02/11/2024

অসাধারণ

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল-হিদায়া ক্ষুদ্র প্রয়াস দুবলা:

Videos

Share