Promi নতুনের আশায় বাঁচি মোরা..

28/12/2024

প'শু যতটুকু ভালোবাসা বুঝে, একটা মানুষ তাও বোঝেনা কারণ মানুষ তো নিরবোধ 🥲
মানুষের কাজ ই হলো বিশ্বাস ভাঙ্গা/অবহেলা করা /কষ্ট দেওয়া।
দিনশেষে ছেরে যাওয়া😭

সহমত
09/12/2024

সহমত

02/12/2024

আস্তাগফিরুল্লাহ উনি একদমই মেকআপ করে নাই😄

30/11/2024

আমাদের টুকু নাই😭

16/11/2024

কারা যেন বলেছিল মেয়ে মানুষ নাকি ঠকে থাকে না😭

সত্যি কড়া নেড়ে গেছি ভুল দরজায়। আর সে ভুলটাকে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই, অগত্যা কিছু ভুলকে আঁকড়ে ধরে বাকিটা জীবন বিরান প...
15/11/2024

সত্যি কড়া নেড়ে গেছি ভুল দরজায়। আর সে ভুলটাকে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই, অগত্যা কিছু ভুলকে আঁকড়ে ধরে বাকিটা জীবন বিরান পথে হাঁটতে হবে। সবার আড়ালে, একান্ত নীরবে, নিভৃতে!

আতকা কইরা একদিন আপনের আমারে মনে অইবো!যেমন কইরা মেঘ  বৃষ্টির কথা মনে করে!শীতের রাইতে মনে করে একজন প্রমিক পুরুষ তার প্রেয়...
15/11/2024

আতকা কইরা একদিন আপনের আমারে মনে অইবো!
যেমন কইরা মেঘ বৃষ্টির কথা মনে করে!
শীতের রাইতে মনে করে একজন প্রমিক পুরুষ তার প্রেয়সীরে!
ধোয়া ওটা চায়ের কাপে একজন প্রেয়সী যতটা আক্ষেপ নিয়ে প্রিয় মানু ডারে মনে করে ততটাই মনে হইবো আমারে আফনের!

আতকা কইরা একদিন আপনের আমারে মনে অইবো!
মনে হইবো আমার লগে আরো বহু পথ হাইটা যাওয়া বাকি আছিন!

আমি জানি মনে হইলেই অভিমান মুখে নিয়ে
ঘেন্নার মধ্যেও ভালোবাসা প্রকাশ পাইবো!আপনি আমারে ঘেন্না কইরা ভালোবাসবেন আমি আপনার অভ্যাস ছিলাম!
আপনার নীরব চোখের ভাষায়ই বইল্লা দিব আপনি আমারে ঘেন্না করতে পারেন নাই এত বছরেও!

এর ভিতর দিয়ে কতলা বছর পার হইয়া গেল অথচ দেহেন আমি ঠিক ১৬ বছরের যুবতীর ন্যায় আজও আপনার চোখের দিকে থাকায়া নিজেরে হারাইয়ে ফেলি নিজের মান কূলমান চিন্তা না কইরা আজও আপনার লাইগা বুহের ভিতরে ভালোবাসা জমাইয়া রাখছি হয়তো দেখাইতাম পারতাম না কিন্তু তারপরও আপনারে আমি বালা পাই।

অথচ আমডার আর দেহা হইতো না কথা হইতো না
কিন্তু মনে অইবো আমডা অভিমান আর ভালোবাসার লুকোচুরি খেলতাছি!
শাওন যাইবো কার্তিক আইলেই আপনার কথা ভীষণভাবে মনে হইবো এই মাসটা অভিশপ্ত!

আপনি ভাল থাইক্কেন আমার প্রতিদিনের প্রার্থনায়!

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন!২৫০ টাকা = মুনতাহার জীবন!৫০০ টাকা = মায়ের জীবন!আহ  বাংলাদেশ!আমার সোনার বাংলা আমি তোমায় ভাল...
14/11/2024

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন!
২৫০ টাকা = মুনতাহার জীবন!
৫০০ টাকা = মায়ের জীবন!
আহ বাংলাদেশ!
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 😭

মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি, গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি, মুখের ওপর না বলতে শিখেছি, কেউ ভালো না বাসলেও  ...
14/11/2024

মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি, গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি, মুখের ওপর না বলতে শিখেছি, কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি, কেউ অবহেলা করলে তাকে উপহাস করতে শিখেছি, মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে সত্যের মতো করে শুনতে শিখেছি, কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি, নিজের ভালো থাকার জন্য রোজ কত কি শিখছি। এত কিছুর শেখার পর যখন কেউ অহংকারি বলে, তাকেও পাত্তা না দিতে শিখেছি। দিনকালের সাথে নিজেকে আপডেট করতে হয়, নিজের মোড চেঞ্জ করতে হয়, নিজেকে ভালোবাসাটাও শিখতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, দিনশেষে সাবলম্বী হয়ে উঠতে। কে কী ভাবল, কে কী বলল তার থেকেও বড়ো কথা আমি ভালো আছি কিনা এটাও নিজেকে জিজ্ঞেস করতে হয়! যদি উত্তরে "হ্যাঁ" আসে, তাহলে যেমন আছেন তেমনই থাকুন, যদি "না" আসে তা নাহলে নিজেকে আপডেট করার জন্য উপরের কাজ গুলো করুন। একটি শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য, সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

এক বিকাল - আমাদের দেখা হবে; হবে নাহ❓❓❓     ゚viralシ    ゚
04/11/2024

এক বিকাল - আমাদের দেখা হবে; হবে নাহ❓❓❓
゚viralシ ゚

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Promi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share