Tajul Islam

Tajul Islam শিক্ষা বা যোগ্যতা সফলতার মাপকাঠি নয় নেক আমল, বিনয় ও সততা-ই সফলতার মাপকাঠি।

05/11/2024

উলামায়ে কেরামের ইজতেমা ছাড়া অন্য কারো ইজতেমা চলবে না। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাঃ বাঃ

28/10/2024

স্ত্রীকে কিভাবে শাসন করবেন।

আলহামদুলিল্লাহ মাত্র ২ মাস ১৯ দিনে হাফেজ হলেন মা'হাদু উলুমিল কুরআনের ছাত্র হাফেজ মাকসুদ আলী,ইন্ডিয়া।
07/10/2024

আলহামদুলিল্লাহ মাত্র ২ মাস ১৯ দিনে হাফেজ হলেন মা'হাদু উলুমিল কুরআনের ছাত্র হাফেজ মাকসুদ আলী,ইন্ডিয়া।

05/10/2024

ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে সিরাত মাহফিল (সা.)।

সমকামিতা ‘প্রমোটকারী’দের শিক্ষা কমিশন থেকে বাদ দিন. ইবনে শাইখুল হাদিস।
27/09/2024

সমকামিতা ‘প্রমোটকারী’দের শিক্ষা কমিশন থেকে বাদ দিন. ইবনে শাইখুল হাদিস।

ছাত্র আন্দোলনের সময় আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের জাতীয় জরুরি মেডিকেল টিম।🥰
22/09/2024

ছাত্র আন্দোলনের সময় আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের জাতীয় জরুরি মেডিকেল টিম।🥰

21/09/2024

মাশাআল্লাহ ❤️❤️ আমিন🤲🤲🕋🕋🕋ইসলামিক ভিডিও পেজ সব সময় ইসলাম প্রচার নিয়ে থাকবে # Islamic Video 💚💚💚💚

20/09/2024

মুফতি রুহুল আমিন সাহেব গহরডাঙ্গা থেকে শত শত ছাত্রদেরকে নিয়ে এসে বায়তুল মোকাররমে জুমআর আলোচনা চলাকালীন মিম্বর দখল করে এদেশের আলেম সমাজকে গোটা জাতির কাছে হেয় করেছেন, অপমানিত করেছেন। গোপালগঞ্জের মানুষের মাথা এত মোটা সেটা আগে জানা ছিল না।

সৈরাচারের বিরুদ্ধে যাওয়ায় তাদের এই অবস্থা।আপনাদের অবদান ভুলবেনা বাংলাদেশ। ❤️
16/09/2024

সৈরাচারের বিরুদ্ধে যাওয়ায় তাদের এই অবস্থা।
আপনাদের অবদান ভুলবেনা বাংলাদেশ। ❤️

15/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

একজন আলেমের সন্তান এই শিশুটি হারিয়ে গেছে।  দয়া করে শেয়ার করুন প্লিজ। তার মা বাবা পাগলপ্রায়। আজ ফজরের সময় মাদানীনগর নগর ...
14/09/2024

একজন আলেমের সন্তান এই শিশুটি হারিয়ে গেছে। দয়া করে শেয়ার করুন প্লিজ। তার মা বাবা পাগলপ্রায়।

আজ ফজরের সময় মাদানীনগর নগর মাদ্রাসা থেকে শুধু গেঞ্জি আর পায়জামা পরা অবস্থায় বেরিয়ে যায়। এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোন ভাই সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নাম.মুহাম্মদ সালমান
বয়স-১১
গায়ের রং-ফর্সা

যোগাযোগ -
পিতা. মুফতি আশেক এলাহী হামিদী
(ইমাম গোপালদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ)
ফোন
01863788536

টানা তিন যুগ ৩৬বছর ইমামতির ফলাফল বিদায় বেলা পেলেন পাঞ্জাবি আর পায়জামার কাপড়?ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ জামে মসজি...
13/09/2024

টানা তিন যুগ ৩৬বছর ইমামতির ফলাফল বিদায় বেলা পেলেন পাঞ্জাবি আর পায়জামার কাপড়?

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ জামে মসজিদে ৩৬ বছর ইমামতি করার পর বিদায় নিয়েছেন ইমাম মাওলানা জয়নাল আবেদীন। বিদায় বেলা উপহার হিসেবে পেয়েছেন একটি পাঞ্জাবী আর পায়জামার কাপড়!

সম্প্রতি সরাইল উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম পদ থেকে বিদায় নেওয়া ইমাম মাওলানা জয়নাল আবেদিন সাহেবের সাথে কথা বলে জানা যায়, ১৯৮৮ সালে সরাইল উপজেলা পরিষদ জামে মসজিদে পেশ ইমাম হিসেবে নিয়োগ পেয়ে একটানা দীর্ঘ ৩৬ বছর ইমামতি করেছেন তিনি। নিজ গ্রামের বাড়ি কুট্টাপাড়া থেকে সাইকেলযোগে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘ তিন যুগ। যুগের পর যুগ এই পথ চলায় অনেক কষ্ট শিকার করেছেন কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হাদিয়া হিসেবে সম্মানি পেয়েছেন সর্বশেষ প্রতিমাসে সাড়ে ৫ হাজার টাকা।

জানা যায়, সারা দেশে উপজেলা ভিত্তিক মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে সরাইল উপজেলা চত্বরে নির্মিত হয়েছে একটি মডেল মসজিদ ও ইসলামি রিসোর্স সেন্টার। সরকারি নিয়ম অনুযায়ী উক্ত মডেল মসজিদের নতুন ইমাম, মোয়াজ্জেন ও খাদেম নিয়োগ কার্যক্রম শুরু হওয়ায় কপাল পুড়েছে সাবেক এই ইমামের।

দীর্ঘ ৩৬ বছর ধরে উপজেলা পরিষদের প্রাক্তন জামে মসজিদে ইমামতি করে আসা মাওলানা জয়নাল আবেদিন নতুন মডেল মসজিদে ইমামতি করার সকল একাডেমিক যোগ্যতা থাকলেও ৪০ বছর বয়সের শর্ত থাকায় এবং বর্তমানে ইমাম সাহেবের বয়স ষাটোর্ধ্ব হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও ফের ইমামতির আবেদন করতে পারেননি তিনি। বাধ্য হয়েই ৩৬ বছরের ইমামতি থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। বিদায় বেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি পাঞ্জাবি আর পায়জামার কাপড়!

দেশের সরকারি-বেসরকারি লক্ষ লক্ষ চাকুরীজীবিদের সম্মানজনক বেতনসহ অবসরকালীন মোটা অংকের পেনশনের সু-ব্যবস্থা থাকলেও একজন ইমামের বিদায় বেলায় তার বিপরীত। নানা প্রতিকূলতা আর অর্থনৈতিক দৈন্য দশায় শত কষ্ট বুকে চাপা দিয়ে জীবন সংসার পরিচালনা করলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকায় কেবল মাত্র মহান আল্লাহর সন্তোষ্টি আর পরকালে কিছু প্রাপ্তির আশায় একটি পাঞ্জাবি আর পায়জামা নিয়েই নীরবে ইমামতি থেকে অবসরে চলে যান ইমাম সাহেবগণ।

অনেকের ধারণা, কোটি কোটি টাকা ব্যয়ে সুন্দর সুন্দর ও কারুকার্যপূর্ণ মসজিদ নির্মাণ হলেও ইমামদের উপযুক্ত সম্মানি দেওয়ার বেলায় দেখা দেয় যতসব সমস্যা ও অভাব। সেই আদিকাল থেকে সামান্য বেতনেই চলছেন বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেনগণ। পরিবর্তিত প্রেক্ষাপটে সবকিছুর পরিবর্তন হলেও কেবল পরিবর্তন হচ্ছে না ইমাম মোয়াজ্জেনদের সম্মানি।

প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জেনদের দেশের প্রেক্ষাপট বিবেচনায় সম্মানজনক বেতন ও অবসরকালীন আর্থিক সুবিধা প্রদানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ছবিটা তুলতে গিয়ে হাত কেঁপেছে। ওর বয়স মাত্র ১৬ বছর। বুলেট কেড়ে নিয়েছে পা।এমন অনেক মানুষের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে নতুন বা...
10/09/2024

ছবিটা তুলতে গিয়ে হাত কেঁপেছে। ওর বয়স মাত্র ১৬ বছর। বুলেট কেড়ে নিয়েছে পা।এমন অনেক মানুষের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে নতুন বাংলাদেশের স্বপ্ন। শুধু শাসক বদল নয়, বদলে যাক প্রাণের এই দেশটা...স্বার্থক হোক ছাত্র-জনতার বিজয়।

- কপি ফ্রম হাসান মিসবাহ।

শহীদ আবু সাঈদ।আল্লাহ আপনাকে কবুল করুক। ❤️ #শহীদ  #আবুসাঈদ
05/09/2024

শহীদ আবু সাঈদ।
আল্লাহ আপনাকে কবুল করুক। ❤️

#শহীদ #আবুসাঈদ

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব উস্তাদে মুহতারাম আল্লা...
31/08/2024

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব উস্তাদে মুহতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দাঃ বাঃ

আমার আইডল একমাত্র হযরত মুহাম্মদ (সাঃ)।সাফ জয়ী ফুটবলার মিরাজুল ইসলাম। ❤️
30/08/2024

আমার আইডল একমাত্র হযরত মুহাম্মদ (সাঃ)।
সাফ জয়ী ফুটবলার মিরাজুল ইসলাম। ❤️

আস্ সুন্নাহ ফাউন্ডেশন দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। এই মানুষটি ইসলাম প্রিয়।
28/08/2024

আস্ সুন্নাহ ফাউন্ডেশন দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। এই মানুষটি ইসলাম প্রিয়।

ইন্না-লিল্লাহ পীর সাহেব চরমোনাই রহ.-এর বড় সাহেবজাদা মমতাজুল করিম আর নেই।
27/08/2024

ইন্না-লিল্লাহ পীর সাহেব চরমোনাই রহ.-এর বড় সাহেবজাদা মমতাজুল করিম আর নেই।

Address

Brahmanbaria

Telephone

+8801743244775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajul Islam:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share