Rakamari Jibon Kotha

Rakamari Jibon Kotha আস্সালামুআলাইকুম। আমাদের পেজে স্বাগতম। Rules:
1. Be kind and Courteous
2.No hate speech or bullying
3.No promotions or spam
4. Respect everyone's privacy
5.
(5)

Careful before buying
6. Don't share a direct link
7. Don't cheat or frau
8. Don't share other pages or groups live
9. Add members
10. Help needy people

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/02/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

12/02/2024
11/02/2024

Subahanallah
28/01/2024

Subahanallah


✅❗️আমেরিকান ইহুদি তরুণীর ইসলাম গ্রহণের ঘটনা✅❗️আমেরিকার একটি ইহুদি পরিবারে মিশেলের জন্ম। বাবার মৃত্যুর পর তাঁর মা, তিনি ও...
24/01/2024

✅❗️আমেরিকান ইহুদি তরুণীর ইসলাম গ্রহণের ঘটনা✅❗️

আমেরিকার একটি ইহুদি পরিবারে মিশেলের জন্ম। বাবার মৃত্যুর পর তাঁর মা, তিনি ও তার ভাই বোন খ্রিস্টধর্ম গ্রহণ করেন। কিন্তু খ্রিস্টধর্মে মানসিক প্রশান্তি খুঁজে না পাওয়ায় ইহুদি ধর্মে ফিরতে চান।

পরিশেষে ইহুদি ধর্মও তাঁকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়। এরপর তিনি ইসলাম ও মুসলমান সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন যা পরবর্তীতে তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ব করে।

মিশেল বলেন, ''আমি নিউ ইয়র্কের একটি ইহুদি পরিবার থেকে এসেছি। আমার মা দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তবে তিনি ইহুদি ছিলেন। তিনি কাউকে ইহুদি পরিচয় দিতে স্বস্তিবোধ করতেন না।

আমার বাবা মারা যাওয়ার পর মা ক্যাথলিককে বিয়ে করেন এবং খ্রিস্টধর্ম গ্রহণ হন। তিনি আমাদেরও খ্রিস্টান হিসেবে গড়ে তোলেন। কিন্তু পাঁচ বছর বয়স থেকে আমি বলতাম, যিশুখ্রিস্টও একজন উপাস্য? আমি এই বিশ্বাসে কখনো স্বস্তিবোধ করতাম না।

আমরা সৎ বাবার দেশ ফিলিপাইনে যাই। সেখানে সৎ বাবা ধীরে ধীরে আমার প্রতি এবং আমার দুই ভাইয়ের প্রতি নিপীড়ক হয়ে ওঠে। কঠিন জীবনযাত্রার প্রভাবে আমার এক ভাই মদ্যপ হয়ে ওঠে এবং অন্যজন হীনম্মন্যতার শিকার হয়।

যখন আমি বড় হলাম এবং আমরা যুক্তরাষ্ট্রে ফিরে এলাম, তখন আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। ইহুদি ধর্ম আমার মনে কোনো আবেদন সৃষ্টি করতে পারল না। তাই চেষ্টা ছেড়ে দিলাম।

বিভিন্ন সময় মুসলিমদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার মনে প্রশ্ন জাগে, তারা এমন পোশাক পরিধান করে কেন এবং তারা অন্যদের থেকে আলাদা হয়ে থাকে কেন? ইসলামবিষয়ক প্রশ্নগুলো সম্পর্কে আরো জানার চেষ্টা করি।

আমি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর জীবন ও ইতিহাস পাঠ করি। তাঁর জীবন থেকে আমি দয়া, উদারতা এবং কঠিন সময়ে ধৈর্যধারণের শিক্ষা লাভ করি। সুরা ফাতিহা পাঠ করার পর মনে হলো আমি ঘরে ফিরেছি।আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ!
এরপর আর কখনো ইসলামবিমুখ হইনি, একত্ববাদের বিশ্বাস থেকে কখনো সরে আসিনি। মুসলিম হওয়ার কিছুদিনের মধ্যে মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
ইসলাম আমাকে ধৈর্যধারণে সাহায্য করে। দুঃখ-ব্যথার সময় আমরা শুধু আল্লাহর কাছে যেতে পারি। ইসলামই চূড়ান্ত সত্য ও পূর্ণাঙ্গ জীবনধারা। আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির প্রতি প্রেরিত শেষ সত্য এবং শেষ সুযোগ। আমি আশা করি, একদিন পৃথিবীর মানুষ ইসলাম সত্যতা ও সৌন্দর্য, শান্তি ও শৃঙ্খলা সম্পর্কে জানতে পারবে।''


সঠিক বুঝা ই সবার কাম্য হওয়া উচিত ।
24/01/2024

সঠিক বুঝা ই সবার কাম্য হওয়া উচিত ।

21/01/2024

❗️একটি হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহন করে একটি মুসলিম ছেলেকে বিয়ে করে।মেয়েটি কেন হিন্দু থেকে মুসলমান হলো এবং কেন একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছে তাকে প্রশ্ন করা হলে সে বলে,
শ্মশানে যখন আমার মায়ের লা* পো’ড়া’নো হয়, তখন তার শ’রী’রে আগুন ধরার সাথে সাথে হাত-পায়ের রগগুলো টানা দেয়, ফলে মায়ের দেহটি দাঁড়িয়ে যায়।তখন একজন ব্যক্তি তাকে শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে। পিটানোর চোটে হাড় ভাঙার শব্দ পাই আমি। আমার সমস্থ শরীর প্রাণ নিস্তব্ধ হয়ে যায়। নির্বাক আমি তাকিয়ে থাকি। মনে আমার প্রশ্ন জাগে..আমার প্রিয় মায়ের জন্য কারো কোন মায়া নেই? আমার বাবা ও কিছুই বলেনা। মায়ের গায়ের কাপড় পু’ড়ে গেলে দেখা যায় বিবস্ত্র দেহ। অথচ সারা জীবনে মায়ের বিবস্ত্র দেহ দেখাতো দূরের কথা কেউ.. মূখও ঠিক মত দেখতে পারেনি।
আমি হিন্দু হলেও এ নির্মম দৃশ্য সহ্য করতে পারিনি। মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের দেহ সমাহিত করে। আদর করে গোসল করায়, নতুন কাপড় দেয়, এরপর আদর করেই কবরে নামায় পড়ে, কবরে সরাসরি মাটি চাপাও দেয় না, প্রথমে চাটাই বাঁশ দেয়, এরপর মাটি দেয়। কি সুন্দর আয়োজন। তাই আমি মুসলমান হয়ে যাই।একটা মুসলিম ছেলেকে বিয়ে করি, আমাকে কেউ আর শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পু’ড়ি’য়ে ফেলতে পারবে না, আমাকে আদর করে গোসল করিয়ে মাটি চাপা দিবে। “সুবহানআল্লাহ.”.. “সুবহানআল্লাহ” দুনিয়াতে ইসলামই একমাত্র শান্তির ধর্ম। ❤️

20/01/2024

যদি একতরফা চিন্তা হয় তাহলে সংসার কখনোই সুখের হয়না । সম্মান টা দুই তরফ থেকেই আসা উচিত এবং দুই তরফেরই ভাল লাগা খারাপ লাগা , অনুভুতির কদর করা উচিত।

হাসতে নেই মানা 😊
17/01/2024

হাসতে নেই মানা 😊

17/01/2024

মাশাল্লাহ্

07/01/2024
সুবাহানাল্লাহ্ ♥
17/12/2023

সুবাহানাল্লাহ্ ♥

এবার কে কে যাবেন সূর্যমূখী বাগানে??!! কার কার যাওয়া হয়নি এখনো? 😃😃 আমার অনেক ইচ্ছে,তবে হয়তো যাওয়া হবে না 😒 ছোটবেলা থেকে এ...
17/12/2023

এবার কে কে যাবেন সূর্যমূখী বাগানে??!! কার কার যাওয়া হয়নি এখনো? 😃😃 আমার অনেক ইচ্ছে,তবে হয়তো যাওয়া হবে না 😒 ছোটবেলা থেকে এই ফুল আমার খুবই পছন্দ♥

সবাই শিশুদের সাথে সুন্দর ব্যাবহার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ্।
14/12/2023

সবাই শিশুদের সাথে সুন্দর ব্যাবহার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ্।

জীবনকে সহজ করা আপনার হাতে।
02/12/2023

জীবনকে সহজ করা আপনার হাতে।

❤️সুবাহানাল্লাহ্।
01/12/2023

❤️সুবাহানাল্লাহ্।

ঈমানদার ব্যক্তিরা বলবে আলহামদুলিল্লাহ্।  ♥
29/11/2023

ঈমানদার ব্যক্তিরা বলবে আলহামদুলিল্লাহ্। ♥

জাম ভর্তা এখন আর কেউ খেতে চায় না।  আগে কত জাম কুড়িয়ে লবণ মরিচ দিয়ে খেয়েছে সবাই।  সেই স্বাদই আলাদা।
14/11/2023

জাম ভর্তা এখন আর কেউ খেতে চায় না। আগে কত জাম কুড়িয়ে লবণ মরিচ দিয়ে খেয়েছে সবাই। সেই স্বাদই আলাদা।

02/11/2023

আমরা দুই পয়সা কামাই করতে পারলে চাষাবাদ বাদ দিয়ে কিনে খাওয়া শুরু করি। এতে পণ্যের দাম বাড়ে আবার কিনে খাওয়া পণ্যের পুষ্টিগুণ ও কম। আমাদের অলস ও বিলাসী জীবনজাপনই আমাদের ধ্বংসের মূল কারণ!

সুবাহানাল্লাহ্।
30/10/2023

সুবাহানাল্লাহ্।

ঢিল মেরে ব্যাঙ মারার গল্পটা সবার মনে আছে নিশ্চই!আমাদের বিবেক বুদ্ধির ও এখন সেই অবস্থা হয়েছে। মানুষ মুমূর্ষু অবস্থায় পরে ...
27/10/2023

ঢিল মেরে ব্যাঙ মারার গল্পটা সবার মনে আছে নিশ্চই!আমাদের বিবেক বুদ্ধির ও এখন সেই অবস্থা হয়েছে। মানুষ মুমূর্ষু অবস্থায় পরে আছে আর আমরা সাহায্য না করে ছবি তুলে ফেসবুকে আপলোড করি লাইক ,কমেন্ট ,ভিও পাওয়ার আশায়...!কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে যদি সাহায্য করতে না পারেন তাহলে দয়া করে অযথা ওই স্থানে ভিড় জমাবেন না। এতে উদ্ধারকর্মীদের ও কাজ করতে অসুবিধা হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।



সুবাহানাল্লাহ্।  ♥♥♥
25/10/2023

সুবাহানাল্লাহ্। ♥♥♥

23/10/2023

এই দুনিয়াতে হাজার হাজার বৈবাহিক সম্পর্ক ফাটল ধরলেও টিকে আছে শুধু মাত্র বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে..। স্বামী-স্ত্রীর মধ্যে প্রকৃত ভালবাসা নেই। যা খুবই দুঃখজনক। আল্লাহ সবাইকে ধৈর্য ও রহমত দিক। আমিন।🤲🏻

সুবাহানাল্লাহ্।। ♥♥🌸
23/10/2023

সুবাহানাল্লাহ্।। ♥♥🌸

শেষবার কবে খেয়েছেন?  বৃষ্টির সময় ধরা তাজা তাজা ছোট মাছ!!  🐟🐟🐟
23/10/2023

শেষবার কবে খেয়েছেন? বৃষ্টির সময় ধরা তাজা তাজা ছোট মাছ!! 🐟🐟🐟

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Rakamari Jibon Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share