Md. Maruf Hasan

Md. Maruf Hasan সত্যের সন্ধানে আলোর দিশারী হয়ে এসেছ? writer, digital creator

04/04/2023
সাপের খেলা দেখাচ্ছেন কলকাতার এক সাপুড়ে। ফটোগ্রাফার ক্লাইড ওয়াডেলের ভাষ্যে, সাপে-নেউলের লড়াই দেখানোর জন্য উপস্থিত দর্শকদে...
01/10/2022

সাপের খেলা দেখাচ্ছেন কলকাতার এক সাপুড়ে। ফটোগ্রাফার ক্লাইড ওয়াডেলের ভাষ্যে, সাপে-নেউলের লড়াই দেখানোর জন্য উপস্থিত দর্শকদের কাছ থেকে বাড়তি বকশিশ নিতে তখন প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। ছবিটি ১৯৪৫ সালে তোলা।

স্ত্রী প্রমীলা দেবী ও দুই ছেলেকে সাথে নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
30/09/2022

স্ত্রী প্রমীলা দেবী ও দুই ছেলেকে সাথে নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

হজ্বে যাচ্ছেন গ্রামের কয়েকজন বাসিন্দা। তারা যেন ঠিকঠাকমতো হজ্ব সেরে আবার সুস্থতার সাথে ফেরত আসতে পারেন, সেজন্য বিদায়কালে...
29/09/2022

হজ্বে যাচ্ছেন গ্রামের কয়েকজন বাসিন্দা। তারা যেন ঠিকঠাকমতো হজ্ব সেরে আবার সুস্থতার সাথে ফেরত আসতে পারেন, সেজন্য বিদায়কালে মোনাজাত ধরেছেন একদল গ্রামবাসী। ছবিটি ১৮৭৮ সালে সমরকন্দ থেকে তোলা।

কিছু বোঝা যায়?হায় আফসোস 😢"শেষ যমানায় প্রতি ১০০০ জনে মাত্র ১ জন জান্নাতি হবে"সাদা পোশাক দ্বারা জান্নাতি এবং কালো পোশাক ...
29/09/2022

কিছু বোঝা যায়?
হায় আফসোস 😢

"শেষ যমানায় প্রতি ১০০০ জনে মাত্র ১ জন জান্নাতি হবে"সাদা পোশাক দ্বারা জান্নাতি এবং কালো পোশাক দ্বারা জাহান্নামী বোঝানো হয়েছে।

কিয়ামতে আল্লাহ প্রতি হাজারে ৯৯৯ জনকে জাহান্নামে আর ১ জন জান্নাতে দিবেন।এই মর্মে কথাটি আসলেই সত্য-

এক হাজার লোকের মধ্যে একজন লোক জান্নাতী তাহলে আমার জাহান্নাম কি নিশ্চিত? ওয়াল্লাহু আলাম... আল্লাহ তুমি আমায় ক্ষমা করো। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, নবী করীম (সাঃ) বলেছেন, আল্লাহ কেয়ামতের দিন ডাক দিয়ে বলবেন হে আদম! নিশ্চয়ই আল্লাহ আপনাকে আদেশ করেন যে, আপনি আপনার সন্তানদের মধ্য হতে জাহান্নামীদের বের করে দেন।

আদম বলবেন, হে আমার প্রতিপালক! কতজন জাহান্নামী? আল্লাহ বলবেন প্রতি হাজারে ৯৯৯ জন।... এ বক্তব্য লোকদের জন্য খুবই কঠিন হলো। এমনকি তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন নবী করীম (সাঃ) বললেন, দেখ ইয়াজূজ- মাজূজ সম্প্রদায় থেকে হবে ৯৯৯ জন। আর তোমাদের মধ্য থেকে হবে ১ জন। তারপর বললেন, মানুষের মধ্য হতে তোমাদের সংখ্যার তুলনা হবে একটি সাদা গরুর পশমসমূহের মধ্যে একটি কালো পশম অথবা একটি কালো গরুর পশমসমূহের মধ্যে একটি সাদা পশমের মত। অতঃপর রাসূল (সাঃ) বললেন, ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার জীবন! আমি আশা করি যে তোমরা জান্নাতীদের এক-চতুর্থাংশ হবে। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, আমরা একথা শুনে আল্লাহ_আকবার বললাম। অতঃপর তিনি বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। আমরা আবারো আল্লাহু_আকবার বললাম। আর অবশ্যই আমি আশা রাখি যে, তোমরা জান্নাতীদের চার ভাগের তিন ভাগ হবে। তখন আমরা আল্লাহু_আকবার বললাম (বুখারী হা/৪৭৪১;মিশকাত হা/৫৫৪১ ‘হাশর’ অনুচ্ছেদ)।

সুতরাং জাহান্নামীদের মধ্যে প্রতি হাজারে ৯৯৯ জন ইয়াজূজ-মাজূজ সম্প্রদায়ের হবে এবং উম্মতে মুহাম্মাদী জান্নাতের তিন চতুর্থাংশ হবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস লাভের তাওফীক দান করুক।(আমিন)
𝐃𝐚𝐰𝐚𝐡-الدعوة

28/09/2022

জান্নাতের শ্রেষ্ঠ সংগীত হবে সূরা আর রহমান"যা স্বয়ং আল্লাহ তায়ালা নিজে শুনাবেন !
সুবহানআল্লাহ !!

কুরুলুস উসমান সিজন ৪ এর ট্রেইলারে আক্তেমুর বে যেভাবে তাকাচ্ছিল দেখে মনে হচ্ছে প্রেমে পরে গেছে🤔❤️❤️
27/09/2022

কুরুলুস উসমান সিজন ৪ এর ট্রেইলারে আক্তেমুর বে যেভাবে তাকাচ্ছিল দেখে মনে হচ্ছে প্রেমে পরে গেছে🤔❤️❤️

27/09/2022

কুরুলুস উসমান সিজন ৪ এর টিজার
ফুল ভলিউম আসছে আগামী ৫ই অক্টোবর থেকে

26/09/2022

ইমাম আবু হামিদ গাজ্জালী এর দৃষ্টান্ত হিসেবে ইতিহাস সাক্ষী বহন করে চলেছে

সালাত আদায়ের সঠিক পদ্ধতি, মহিলা পুরুষ একই নিয়ম।সবগুলো বিষয় দেখুন হয়তো ভুল ত্রুটি থাকলে  সমাধান করে নিতে পারবেন
26/09/2022

সালাত আদায়ের সঠিক পদ্ধতি, মহিলা পুরুষ একই নিয়ম।
সবগুলো বিষয় দেখুন হয়তো ভুল ত্রুটি থাকলে সমাধান করে নিতে পারবেন

Address

Bonarpara

Alerts

Be the first to know and let us send you an email when Md. Maruf Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Maruf Hasan:

Videos

Share