তুমি আমি আর সে

তুমি আমি আর সে Welcome " পেইজে লাইক দিয়ে পাশে থাকুন।

বগুড়ার দুপচাঁচিয়ায় এক বাড়িতে ঢুকে উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধুকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্...
10/11/2024

বগুড়ার দুপচাঁচিয়ায় এক বাড়িতে ঢুকে উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধুকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার পর থেকে দুপুর ১টার মধ্যে উপজেলা পরিষদ থেকে মাত্র ১০০ মিটার দূরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ‘আজিজয়া মঞ্জিল’ নামের ওই বাড়িতে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।

দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজার রহমানের স্ত্রী। মাদ্রাসা শিক্ষক আজিজার রহমান দুপচাঁচিয়া উপজেলা মসজিদের খতিব এবং উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি ‘আজিজিয়া হজ কাফেলা’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও কর্ণধার।

হত্যাকাণ্ডের পর বাড়িতে গিয়ে ঘরের ভেতরে কাপড়-চোপড় এলোমেলো এবং মেঝেতে একটি কুড়াল পড়ে থাকতে দেখা যায়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে আলমারি কাটার চিহ্নও রয়েছে।

পুলিশের ধারণা, কুড়াল দিয়ে আলমারি কাটার চেষ্টা করা হয়েছে। প্রকাশ্য দিনের বেলায় জনবহুল এলাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বের বাড়িতে ডাকাতদের প্রবেশ এবং তার স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার মত নৃশংস ঘটনায় স্থানীয়রা বিস্মিত ও আতঙ্কিত।

মাদ্রাসা শিক্ষক আজিজার রহমান এবং ছোট ছেলে সাদ বিন আজিজার প্রতিদিনকার মত রোববার সকাল ৯টার মধ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান। তিনি জানান, মাদ্রাসায় পৌঁছার পর সকাল আনুমানিক ১০টার দিকে তিনি তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। তার ছোট ছেলে সাদ বিন আজিজার জানান, তিনি দুপুর ২টার পর বাড়িতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখেন। পরে বিকল্প চাবি দিয়ে বাড়ির ভেতরে ঢোকার পর ঘরের সবকিছু এলোমেলো দেখতে পান। ডিপ ফ্রিজের দিকে তাকিয়ে সেটিকে ভালোভাবে লাগানো হয় নি বলে মনে হয়। এরপর সেটি খোলার পর তার ভেতরে মায়ের হাত বাঁধা মরদেহ দেখতে পান।

পুলিশের দুপচাঁচিয়া ও আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ জানান, ডিপ ফ্রিজের মধ্যে উম্মে সালমার মরদেহ হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। তবে গলায় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে বাড়িটি থেকে টাকা-পয়সা বা স্বর্ণালংকার খোয়া যায় নি।

25/10/2024

নেভার চেঞ্জ ইউর পার্সোনালিটি যে ভালোবাসার সে তোমাকে তোমার মত করেই ভালবাসবে

21/09/2024

অহংকারী না হলে
সালামের উওর দেন
আসসালামু আলাইকুম

11/08/2024

ক্লাস ফাইভ পাস করা যাত্রাপালার গায়িকাকে ম্যাডাম বলতে দ্বিধা আসেনি। একজন শিক্ষিত কম বয়সী ছেলেকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে কিছু লোকের জলে

08/08/2024

তত্ত্বাবধায়ক সরকার ডঃ ইউনুস কে নিয়ে মুখ খুললেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন

07/08/2024

জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। আমি কোথাও যাবো না ক্ষনাপ্রার্থনার প্রশ্নই আসেনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু
মাশরাফি বিন মুর্তজা সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট

07/08/2024

শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না।
জয়

06/08/2024

শেখ হাসিনার পালানো নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার শেখ হাসিনার পুত্র জয়

05/08/2024

ইনশাআল্লাহ আজ অবশ্যই ভালো কিছু ঘটবে.....

04/08/2024

এটা বাংলাদেশ ক্রিকেট টিম নয় যে
আশা জাগিয়ে হতাশ করবে...এটা বাংলাদেশের ছাত্র জনতা,এরা যত বার আশা জাগায় ততোবারই ইতিহাস পাল্টে দেয়✊
ইনশাআল্লাহ,,🇧🇩✌️

02/08/2024

ভাইয়া আমি কি মারা যাবো.
কথাটা শুনে চোখ দিয়ে পানি চলে এসেছে!😢

02/08/2024

মনে রাখবেন যুদ্ধ করে মন জয় করা যায় না মন জয় করতে লাগে ভালোবাসা।

কই আমারে তো এমবি দিলেন না।আমার ৬ জিবি এমবি গেলো কই...সমস্যা নেই আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক আমিন🤲
28/07/2024

কই আমারে তো এমবি দিলেন না।
আমার ৬ জিবি এমবি গেলো কই...
সমস্যা নেই আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক আমিন🤲

24/07/2024

আপনি খুশি কারণ আপনার ইন্টারনেট ফিরে এসেছে কিন্তু তাদের মা খুশি নন কারণ তার ছেলে বাড়িতে ফিরে আসেনি।

07/07/2024

আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আপনার জন্য উত্তম ফয়সালাকারী আল্লাহ। তিনি নিশ্চয়ই আপনার জন্য উত্তম কিছু রেখেছেন

26/06/2024

আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে।

25/06/2024

মানুষের প্রথম রূপটা আর শেষ রূপটা যদি একই রকম থাকত।
তবে কোন সম্পর্কে ফাটল ধরত না।

24/06/2024

মানুষই মানুষের ঔষধ,
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when তুমি আমি আর সে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category