30/10/2023
নেশা করলেই যদি তোমারে ভুলে থাকা যেতো,
বিশ্বাস করো আমি সব সময় নেশার জগতে ঢুবে থাকতাম .
দূরে গেলেও যদি সব কিছু মুছে ফেলা যেতো আমি এই পৃথিবী নামক দেশ থেকেই চিরো বিদায় নিতাম।
বারবার তোমাকে দেখার জন্য তোমার সাথে কথা বলার জন্য এমন ছটফট করে মরতাম না,
আমার বুকের ভেতর মরুভূমির মতো খাঁ খাঁ করতো না.
আর চোখের জলে প্রতিদিন প্রতিরাত সেই মরুভূমি তৃষ্ণা মিতাইতো না,
পৃথিবীর সবাইকে তো মুছে ফেলা যায় না.
আমি তো আবার তোমার মতো মুছে ফেলতে পারি না?
মুছে ফেলতে পারলে হয়তো পুরোনো দিনের কথা গুলো বারবার মনে পড়ে চোখের জল গড়িয়ে গড়িয়ে আমার দু চোখে ঘা হতো না?
তুমি তো আবার আকাশের মতো ক্ষণে ক্ষণে রং বদল করো.
এই সাদামেঘ, এই কালোমেঘ, আবার কখনো কখনো ঝড় হয়ে পৃথিবী যেমন লন্ডভন্ড করে দেয়.
তেমনি তুমি আমার জীবনে এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেলা।
আমি তো তোমাকে সাত সমুদ্রের চেয়ে বেশি ভালো বেসেছিলাম.
তাই হয়তো সেই সমুদ্রের পানি গুলো প্রতি নিয়ত আমার চোখ দিয়ে ঝড়ে যাচ্ছে
অভিমান দেখাইয়া যদি ভুলে থাকতে পারতাম,
চোখের পানি ঝরাইয়া যদি ভুলে থাকতে পারতাম,
দূরের কেউ ভাইবা যদি মুছে ফেলতে পারতাম,
কখনো দেখিনি বলে যদি ভুলে থাকতে পারতাম
তাহলে হয়তো বুকের ভেতরের কষ্ট গুলো আহারে তিলে তিলে মারতো না।
তাহলে তোমাকে একটি বার দেখার জন্য মন টা আমার বলতো না।
যদি একটি বার আমার সাথে বসে এক ক্যাপ কফি খেতে আমি হিমালয় পার হয়ে তোমার কাছে আসতাম.
আমি যমুনা নদী,করোতোয়া নদী সাতরে তোমার ডাকে পাঁচবাড়িয়া কলেজ মাঠে গেয়ে তোমাকে দেখতাম।
কত বড় ইচ্ছে আমার?
শুধু মরণের আগে একটা বার তোমাকে দেখবো,
তোমার মিষ্টি কন্ঠের কথা শুনবো,
যদি ভুলেই যেতে পারতাম তবে এ কথা গুলো বলতাম না প্রিয়!
যদি মৃত্যুর পরও তোমাকে ভুলতে পারতাম তাহলে প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতাম না!
যদি ঘুমিয়ে গেলেও তোমাকে ভুলতে পারতাম-তবে ঘুমের ওষুধ খেয়ে দিনরাত ঘুমাতাম।
কিন্তু ঘুমালেও তোমার নাকের তিল,হাতের তিল,গোলার তিল,বুকের তিল,পেটের তিল আমাকে ভীষণ যন্ত্রণা দেয়.
আমি তো আর তোমার সবুজের মতো তোমার ওপর রাগ করে থাকতে পারি না?
তাই এত সহজে হয়তো ভুলেও থাকতে পারিনা..!!
লিটন রকি