•l• Moral Story •l•

•l• Moral Story •l• Please support me❤️
Follow my page❤️
stay with Moral Story ❤️
(2)

12/05/2024
🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
29/04/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

24/04/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
ঘরটি কপি করতে পারলে বুঝবো ফোন অনেক দামি।😁😁

23/04/2024

For watch time

16/04/2024

কথা কি হাঁচানি😁
16/04/2024

কথা কি হাঁচানি😁

14/04/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

13/04/2024

💜যাদের ফলো প্রয়োজন ❤️
🤎💝𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 💓দিয়ে 𝗗𝗼𝗻𝗲💓 লিখো💖
একটু দেরি হলেও 💯 𝗕𝗮𝗰𝗸 পাবেন💜
💯রিভিউ টু রিভিউ💯

😭😁🤪
07/08/2023

😭😁🤪

Try my speed 🔥🔥🔥
19/07/2023

Try my speed 🔥🔥🔥

আরেহ মিয়া কারে খেলা শিখান😆
16/07/2023

আরেহ মিয়া কারে খেলা শিখান😆

13/07/2023

Let's Grow up together
🔥Back to Back 🔥
MK Mousumi •l• Moral Story •l• কালা চশমা রাজবাড়ী যুব কল্যাণ সংস্থা

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা...
12/07/2023

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিযক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

#কালেক্টেড

এমি মার্টিনেজ বাংলাদেশে এসেছেন এই ঘটনাপ্রবাহের সবচেয়ে উল্লেখযোগ্য দিক- এমি নিজে আসতে চেয়েছেন। কোনোরকমের জমকালো অনুষ্ঠান,...
03/07/2023

এমি মার্টিনেজ বাংলাদেশে এসেছেন এই ঘটনাপ্রবাহের সবচেয়ে উল্লেখযোগ্য দিক- এমি নিজে আসতে চেয়েছেন। কোনোরকমের জমকালো অনুষ্ঠান, সংবর্ধনা কিছুই ছিল না, শুধু কয়েক ঘণ্টার ঝটিকা সফর ছিল মাত্র। এর পেছনে কারণও আছে, এমিকে সরাসরি বাংলাদেশের কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এনেছে ব্যাপারটা এমন না, এমি মূলত ভারত সফরে এসেছেন, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষদের আবেগ সম্পর্কে তিনি জানেন, সেটার মূল্যায়ন করেছেন এই সফরের ফাঁকে কিছুটা সময় বাংলাদেশে এসে ব্যয় করার সিদ্ধান্ত নিয়ে যেখানে আর্থিক লেনদেনের বিষয় ছিল না। এই যে মূল্যায়নটা করেছেন, এটাই আমাদের কাছে অমূল্য হওয়া উচিত...

ঈদ মোবারক 🌙
28/06/2023

ঈদ মোবারক 🌙

যে বিলিয়নিয়ারা মারা গেলেন নিশ্চয়ই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সর্বশেষ টাকা দিয়ে হলেও বাঁচতে চেয়েছিলেন । ফিরতে চেয়েছি...
24/06/2023

যে বিলিয়নিয়ারা মারা গেলেন নিশ্চয়ই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সর্বশেষ টাকা দিয়ে হলেও বাঁচতে চেয়েছিলেন । ফিরতে চেয়েছিলেন ভূমিতে।
কিন্তু তাদের ব্যাংক -ব্যালেন্স এর একটা টাকাও কোন কাজে আসেনি । মৃত্যু ভয়ানক সুন্দর।
যাদের কাছে অর্থই শেষ কথা তারা এর থেকে শিক্ষা নিতে পারেন।

Powerful reminder that if your death is written in the depth of the ocean, you'll rent even a submarine to reach there on time.

(কপি: Saiful Islam Rohan)

টাইটানিক কোথায় ডুবে আছে  জানেনতো? কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে! ...
24/06/2023

টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে!

অতলান্তিক ( atlantic এর বাংলা) মহাসমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীর জলের নীচে!

ওশনগেইট ( oceangate) নামের একটা কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে!

আট দিনের একটা ট্যুর প্যাকেজ।
আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট সাবমেরিনে করে, সার্ফেস থেকে সাড়ে তিন কিলোমিটার গভীরে, টাইটানিকের ধ্বংসাবশেষের মুখোমুখি করা হবে!

রীতিমতো ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স!

তবে পুরো প্যাকেজটা মারাত্নক এক্সপেন্সিভ।
বাংলাদেশী টাকায় প্রায় আড়াই কোটি টাকার উপরে লাগে !

এই সাবমার্সিবল, মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান! খুবই মাইক্রো সাইজের একটা সাবমেরিন। তাতে টেনেটুনে পাইলট সহ মোটে পাঁচ জনের জায়গা হয়!


সমস্যা হচ্ছে,
রবিবার সকাল বেলা, টাইটানে করে চারজনের একটা ট্যুরিস্ট দল, টাইটানিক দেখতে নেমেছিলো!

নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা!

কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই!
ভ্যানিশ!

টাইটানে বড় জোর ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন সরবরাহ আছে। পানি খাবারও খুব একটা নেই!

এদের রেসক্যু মিশনে এখন আমেরিকা, কানাডার কোস্ট গার্ড নেভি নেমেছে তবু কোন হদিস পাওয়া যাচ্ছেনা!

সাবমেরিনে, ইংল্যান্ডের তিন জন আছে দেখলাম। একজন বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, আরেকজন পাকিস্তান বর্ন বিজনেস টাইকুন দাউদ আর তার ছেলে!


টাইটানিক ডুবে যাওয়ার সে অঞ্চলে আরেকটা বিয়োগ গাথা রচিত হচ্ছে?

টাইটানিক ব্যাপারটাই কি মৃত্যু ডেকে আনে?
টাইটান নামটাই কি ভ্যাজালের?

নাকি আসলে একটি অতি ক্ষুদ্র কো ইনসিডেন্স?

নাকি শেষ পর্যন্ত কোন একটি অলৌকিক উপায়ে টাইটানকে খুজে পাওয়া যাবে!
সময় ফুরিয়ে আসছে দ্রুত!
মোটে কয়েক ঘন্টার অক্সিজেন সাপ্লাই আছে আর!

( টাইটানের জন্য প্রার্থনা।)

-ডা.ইমরান কায়েস

আবুল জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশো টাকার নোট ছাপিয়ে ফেলে!এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দ...
21/06/2023

আবুল জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশো টাকার নোট ছাপিয়ে ফেলে!
এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দিতে মন চায় ? শত হলেও তিনশো টাকা!
তাই এক মুদি দোকানে গিয়ে বলল, ভাই ৩০০ টাকার নোট ভাঙতি হবে ?
দোকানদার গো ম ড়া মুখে বললো, হবে।
দোকানদার তিনশো টাকার নোট ভাঙতি করে দিলো আবুলও বেশ তা ড়া হু ড়া করে ভাঙতি টাকাগুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো।

বাসায় এসে আবুল মনে মনে বলছে, জীবনে অনেক ব ল দ দেখছি , এই মুদি দোকানদারের মতো ব ল দ তো কোনদিন দেখি নাই!

তিনশো টাকার নোট দিলো ভাঙতি! এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকাগুলো বের করে দেখে ৪টা ৭৫ টাকার নোট !!

19/06/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Dibyendu Speaks

Thank you so much..

06/06/2023

গরম যখন দরজা দিয়ে আসে🤪 বিদ্যুৎ তখন জানালা দিয়ে পালায়🤣

বিংশ শতাব্দীর মুজাদ্দিদ ও মুহাদ্দিস ইমাম নাসিরুদ্দীন আলবানী (রহঃ) বলেনঃ যদি তাওহীদ নিয়ে কথা বলেন, তাহলে মুশরিকরা আপনাকে ...
10/03/2023

বিংশ শতাব্দীর মুজাদ্দিদ ও মুহাদ্দিস ইমাম নাসিরুদ্দীন আলবানী (রহঃ) বলেনঃ
যদি তাওহীদ নিয়ে কথা বলেন, তাহলে মুশরিকরা আপনাকে প্রত্যাখ্যান করবে।

যদি নবী (সঃ) এর সুন্নাহ নিয়ে কথা বলেন, তাহলে বিদআতীরা আপনাকে প্রত্যাখ্যান করবে।

যদি কোরআন হাদীসের প্রমাণ দিয়ে কথা বলেন, তাহলে মাযহাবী আর সূফীরা আপনাকে প্রত্যাখ্যান করবে।

যদি শাসকের ভালো কথা মানা এবং শাসকের কল্যাণের দোয়া করেন, তাহলে খারেজীরা আপনাকে প্রত্যাখ্যান করবে।

যদি সার্বিক জীবনে ইসলাম চর্চার কথা বলেন, তাহলে সেকুলার সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে।

সুতরাং বুঝাই যাচ্ছে যে, হক কথা বলার পরেও সবাই আপনার বিরোধী -আপনি নিতান্তই একা (গুরাবা )!

কিন্ত আমরা এই একাকিত্বকেই সফলতা মনে করি এবং গর্ব করি কারণ, রসূল (সাঃ) বলেছেনঃ

بدأ الإسلام غريبا و سيعود
كما بدأ غريبا فطوبى للغرباء

নিঃসঙ্গ, অপরিচিত , অল্প সংখ্যক মানুষ নিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে অচিরেই ইসলাম আবার নিঃসঙ্গ, অপরিচিত অবস্হায় প্রত্যাবর্তন করবে। অতএব সেই নিঃসঙ্গ অল্প সংখ্যক মানুষদের জন্য সুসংবাদ মোবারকবাদ!
📚(صحيح مسلم -267)
(جامع الترمذي -2629)
والأقوال السابقة التي نسبت إلى الألباني
فمصدر ها مبهمة و لكن
الأقوال سديدة.

24/02/2023

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

29/01/2023

সপ্ন পূরনের আশায় ঘর ছেরেছিলাম
আজ ঘরে ফিরাটাই
সপ্ন হয়ে দারিয়েছে

10/01/2023

পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য কেউ কারো নয়, আমরা সবাই একা।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when •l• Moral Story •l• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to •l• Moral Story •l•:

Videos

Share

Category