Hrîd Majhäre

Hrîd Majhäre হৃদয়ের কথা প্রেম দিয়ে লেখা কবিতা ও চিরসত্য বাণী নিয়ে সবার প্রিয় (পেজ হৃদ মাঝারে)

সুন্দরের অবহেলা আমি সইতে পারি না, বন্ধু। তাই এতো জ্বালা। _ কাজী নজরুল ইসলাম
24/12/2024

সুন্দরের অবহেলা আমি সইতে পারি না, বন্ধু। তাই এতো জ্বালা।

_ কাজী নজরুল ইসলাম

04/12/2024
কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে?চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে!চোর-ডাকাতে করিছে বিচার কোন সে ধর...
01/12/2024

কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে?
চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে!
চোর-ডাকাতে করিছে বিচার কোন সে ধর্মরাজ?
জিজ্ঞাসা করো, বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আজ?

✍️কাজী নজরুল ইসলাম______

লালন ভাবতত্ত্ব সংগীত নিয়ে নতুনঅ্যালবাম: অধর চাঁদLyrics & Tune: Fakir Lalon ShaiVocals: Hassan RajaEditor: Ridoyan RifaTঅ...
28/11/2024

লালন ভাবতত্ত্ব সংগীত নিয়ে নতুন
অ্যালবাম: অধর চাঁদ
Lyrics & Tune: Fakir Lalon Shai
Vocals: Hassan Raja
Editor: Ridoyan RifaT
অ্যালবাম লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো👇💬

সালাত কায়েম করো অতঃপর মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো নিশ্চয়ই আল্লাহ উত্তম রিজিকদাতা। কর্ম করে খাও,ধর্ম বেচে নয়.!!
27/11/2024

সালাত কায়েম করো অতঃপর মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো নিশ্চয়ই আল্লাহ উত্তম রিজিকদাতা।

কর্ম করে খাও,ধর্ম বেচে নয়.!!

26/11/2024

হিংসা ভরা হৃদয় নিয়া
মিছে ধর্মের গল্প করো
আগে জাতির গৌরব করো।

_____কবিতা<_____স্বপ্ন পূরণ<_____এ আর জহুরুল ইসলাম<আমি যদি দুলদুল হইতামশহীদে আযমকে পিঠে নিতামসার্থক হইতো জনম আমারঘুচতো স...
24/11/2024

_____কবিতা<
_____স্বপ্ন পূরণ<
_____এ আর জহুরুল ইসলাম<

আমি যদি দুলদুল হইতাম
শহীদে আযমকে পিঠে নিতাম
সার্থক হইতো জনম আমার
ঘুচতো সকল পেরেশানি।

ইয়া মাওলা ইমাম হোসাইন!
নিও শতকোটি কদমবুসি।

হতাম যদি সুগন্ধি ফুল
চরণতলে করিলে কবুল
অধম পাপী ধন্য হইতো
হতাম আমি মহা সুখী।

ইয়া জান্নাতের যুবকের সর্দার!
নিও শতকোটি কদমবুসি।

হতাম যদি মদিনার মাটি
কদমে লাগিয়া হইতাম খাঁটি
স্পর্শে হইতো প্রাণটা শীতল
জাহান্নামের ভয় নিতো ছুটি।

ইয়া ইমাম জান্নাতের ফুল!
নিও শতকোটি কদমবুসি।

হতাম যদি হাতের জুলফিকার
শত্রুর মাথা কেটে করিতাম ছারখার!
লহু নদী বহাইতাম
চরণতলে দিতাম শ্রদ্ধাঞ্জলি।

ইয়া মা ফাতেমার কলিজার টুকরা!
নিও শতকোটি কদমবুসি।

হতাম যদি হাতের ঐ গোর্জ
শত্রুর বক্ষে মারতে দেরি হতো না মুহূর্ত
বক্ষ ভেঙে চৌচির করিতাম
মন আনন্দে উঠিত নাচি।

ইয়া নূর নবীজীর নয়নের মণি!
নিও শতকোটি কদমবুসি।

হতাম যদি আমি মাথার ঐ শিরস্ত্রান
প্রতিহত করতাম শত্রুর মরণ-বাণ
কোন আঘাত হতে না দিতাম
হৃদয়ের বাজতো মধুর বাশি।

ইয়া মাওলা আলীর হৃদয়ের ধন!
নিও শতকোটি কদমবুসি।

আমি যদি হতাম পাক বদনের বস্ত্র
নূরের অঙ্গে জড়ালে সব ঝরে যেত কষ্ট
ধন্য হইতাম; দুঃখ না থাকতো
হৃদয় আমার হইতো মহাশুচি।

ইয়া মাওলা হাসান হোসাইন!
নিও শতকোটি কদমবুসি।

""" মনের কথা কি মুখে সব বলা যায়?রাতের আঁধারে যত তারা ফোটেআঁখি কি দেখিতে পায়?___কাজী নজরুল ইসলাম।
23/11/2024

""" মনের কথা কি মুখে সব বলা যায়?
রাতের আঁধারে যত তারা ফোটে
আঁখি কি দেখিতে পায়?

___কাজী নজরুল ইসলাম।

প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়— ত...
22/11/2024

প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়—

তাকে নূতন কোথাও যেতে হয় না । ”

রবীন্দ্রনাথ ঠাকুর 🌹
শান্তিনিকেতন ৮, ২৯।

________🌺🥀💗!!!!!
20/11/2024

________🌺🥀💗!!!!!

19/11/2024

"ভালোবাসা ভাগ্যের ব্যাপার"
"আপনি যদি ভক্তি রাখেন,
তবে প্রেম আপনার থেকে দূরে নয়।"

19/11/2024

24 Er Ronobhumi Kobita | ২৪- এর রণভূমি কবিতা | কবি রিদোয়ান রিফাত |

ূমি #রণভূমি #কবিতা #কোটা
#কোটা_আন্দোলন #কবিতা_আবৃত্তি #রিদোয়ান_রিফাত #রিদোয়ান
কবিতা
২৪ এর রণভূমি
কবি: রিদোয়ান রিফাত

Send a message to learn more

19/11/2024

আমি কোথায় পাইবো তারে"
যে বাহ্যিক জগতে বিরাজমান
তবু অভ্যন্তরীণ রোগ সারে.!
আমি কোথায় পাইবো তারে"

কোথায় রবে এ ভাই বন্ধুপড়বি যেদিন কালের হাতে।যে আশায় এই ভবে আসাহল না তার রতি মাসাঘটালি রে কি দুর্দশাকুসঙ্গে কুরঙ্গে মেতে.!...
18/11/2024

কোথায় রবে এ ভাই বন্ধু
পড়বি যেদিন কালের হাতে।

যে আশায় এই ভবে আসা
হল না তার রতি মাসা
ঘটালি রে কি দুর্দশা
কুসঙ্গে কুরঙ্গে মেতে.!!

যারে ধরে পাবি নিস্তার
তারে সদায় ভাবলি পর
সিরাজ সাঁই কয় লালন তোমার
ছাড় ভবের কুটুম্বিতে.!!

কে তোমার আর যাবে সাথে😢😔

18/11/2024

সলিমুল্লাহ-কলিমুল্লাহ বিদ্যান অতিশয়
তারা কিন্তু সর্বজনীন আত্মজ্ঞানী
নয়

18/11/2024

Abu sayed kobita| শহীদ আবু সাঈদ কবিতা | কবি রিদোয়ান রিফাত | ১৬ ই জুলাই
কবিতা
আবু সাঈদ
রিদোয়ান রিফাত

বাংলার বুকে আজ রক্তের দাগ,কে করিলো গুলি,
চেয়ে দেখ ওরে জালিমের দল,আজ মায়ের কোল হইল খালি........

#শহীদ #আবু_সাঈদ #কবিতা #কোটা # কোটা_আন্দোলন #কবিতা_আবৃত্তি #রিদোয়ান_রিফাত #রিদোয়ান

Send a message to learn more

Address

Bogura
5821

Alerts

Be the first to know and let us send you an email when Hrîd Majhäre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share