SHAD RIMU

SHAD RIMU It's daily life related page . Everyday I upload Life style videos.

তুমি ফুল হয়ে থেকে যাও, আমি যত্ন করে সারাজীবন রেখে দিব 🌸💜
08/09/2024

তুমি ফুল হয়ে থেকে যাও, আমি যত্ন করে সারাজীবন রেখে দিব 🌸💜

08/09/2024

OUR MADRASAH

05/09/2024

🌸💝
05/09/2024

🌸💝

07/08/2024

আগামীতে খালি বউয়ের শাসন ছাড়া আর কোন মহিলার শাসন মানবো না বলে দিলাম।

04/08/2024

আলহামদুলিল্লাহ আজকে রাতের ঢাকা। ❤️✊

আন্দোলন বিষয়ক পোস্ট পেতে ও পোস্ট করতে আমাদের পেজে লাইক দিন 🤗

04/08/2024

পুনরায় ইন্টারনেট(mb) অফ করে দেয়া হয়েছে facebook messenger (telegram ( na korai vlo ) ) whatsapp vpn কানেক্ট করে ইউজ করতে পারবেন ✅ ..

04/08/2024

আবারো VPN বাংলাদেশ
Facebook চালাতে VPN ব্যবহার করুন
😅😭

02/08/2024

Important Post !!

আমরা ভুল জায়গায় ট্রেন্ডিং করতেছি। ভাই দয়া করে টুইটারে আসেন সবাই। ফেসবুক ট্রেন্ডিং করে কোন লাভ নাই। আমাদের অনলাইনের আন্দোলন এক্স (টুইটার) করা উচিত। এক্স (টুইটার) হচ্ছে অনলাইন আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যাম।

১. যেখানে খুব সহজেই ইন্টারনেশনাল মিডিয়ার ফোকাস পাওয়া যায়। বিদেশি রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, মিডিয়া, সাংবাদিক, সাধারণ মানুষ, বিশ্ব নিয়ে সচেতন মানুষ সকলেই একটিভ।

২. টুইটারের রেসপন্স ভালো পাওয়া যায়। যতো বেশি হ্যাসট্যাগ হবে তো ট্রেন্ডিয়ে থাকবে। ততো ইন্টারনেশনাল মিডিয়া ফোকাস পাওয়া যাবে।

৩. ফেসবুক শুধু আমাদের দেশেই জনপ্রিয়। বাহিরে আন্দোলনের জন্য টুইটারই ব্যবহার করা হয়। ভারতের বেশির ভাগ অনলাইন আন্দোলন টুইটারেই করা হয়। আর সমাধানও বেশি পাওয়া।

৪. ফেসবুক ট্রেন্ডিং করে খুব বেশি লাভ নাই। কমেন্টে হ্যাশট্যাগ দিয়েও লাভ নাই কাউন্ট হয় না। তাই টুইটারে করা উচিত। জানি অনেকেরই একাউন্ট নাই এক্স (টুইটারে) তাই যতো তাড়াতাড়ি সম্ভব একাউন্ট খোলা।

৫. অবশ্যাই টুইট করার সময় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ৮০/৯০ হ্যাশট্যাগ হয় মাত্র। আমাদের ৪/৬ মিলিয়ন লাগবে সারা বিশ্বে সারা ফেলতে।

৬. দয়া করে টুইটারে আসেন। বড় বড় নেতাদের ট্যাগ করে পোস্ট দেন। ইংলিশে গুছিয়ে লিখেন সব কথা। তাদের মনের কথা গুলা ইংলিশে লিখেন। তাদের বুজে পোস্ট দেন।

আরো একবার বলি টুইটার থেকে বেস্ট কিছু নাই। ইন্টানেশনাল মিডিয়ার ফোকাস পেতে হলে টুইটারই বেস্ট!


02/08/2024

পানি লাগবে.... পানি 😅💔

যাদের প্রোফাইলে নিজের ছবি 🤡
01/08/2024

যাদের প্রোফাইলে নিজের ছবি 🤡

31/07/2024

আপনারা use করা বন্ধ করেন। লেখার আগে আপনাদের ১০ বার ভাবা উচিৎ। আপনারা এত দুষ্টু কেন যে আপনাদের লিখতে হয় বারবার 😾
লিখার আগে একটু চিন্তা করেন আগে এই যে লিখাটা ঠিক হচ্ছে কিনা? দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি অযৌক্তিক হ্যাশট্যাগ। কাজেই কেউ ব্যবহার করবেন না। আমি আজ ঘোষণা করছি আমি কখনো ব্যবহার করবনা। আমার পরিবার বা আমার বন্ধুদের কেউ যদি ব্যবহার করে, তবে সেই হ্যাশট্যাগের আমি তীব্র নিন্দা জানাই। আসুন, জোরেসোরে সবাই ট্যাগটি বর্জন করি। আমার চেনাপরিচিত যারা হ্যাশট্যাগ দিচ্ছেন, তাদেরকে আমি আজ থেকে চিনিনা। আজ থেকে ব্যবহারকারীদের সাথে আমি সব সম্পর্ক শেষ করলাম। আপনারাও আমার সাথে তাল মিলিয়ে হ্যাশট্যাগ প্রদানকারীদের চিহ্নিত করুন, হ্যাশট্যাগ ব্যবহারকারীদের বয়কট করুন। হ্যাশট্যাগ ব্যবহার করে দেশকে ক্রমাগত অবনতির দিকে নিয়ে যাওয়ার আগেই লেখা বন্ধ করুন।
প্লিজ লিখা বন্ধ করুন।আপনাদের লিখা বন্ধ করতেই হবে।

1K Comment Gift Plz
And use 1 Hashtag

30/07/2024

তাছাড়া
"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো"🇧🇩


জুলাই কেনো লাল??
30/07/2024

জুলাই কেনো লাল??


🤍🌺
29/07/2024

🤍🌺

এ-ই যে হাজার মানুষের ভীড়ে থাকি তবুও কেউ একজনের শুন্যতা প্রতি মুহূর্তে কুড়েকুড়ে খায়,আমার শূন্যতাও হয়তো কাউকে এভাবেই ছুঁয়ে...
28/07/2024

এ-ই যে হাজার মানুষের ভীড়ে থাকি তবুও কেউ একজনের শুন্যতা প্রতি মুহূর্তে কুড়েকুড়ে খায়,আমার শূন্যতাও হয়তো কাউকে এভাবেই ছুঁয়ে যায়।
কিন্তু আমি তা বুঝতে পারি না, যেমন তুমি আমায় বুঝতে পারো না।

গুরুত্বপূর্ণ কথা
26/07/2024

গুরুত্বপূর্ণ কথা

The moon whispers secrets to those who listen.
26/07/2024

The moon whispers secrets to those who listen.

ফুল তোমার জন্য প্রিয়! 🌸🥀🌼
25/07/2024

ফুল তোমার জন্য প্রিয়! 🌸🥀🌼


25/07/2024

নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যা‌বেন না, আজ শেষ দিন! তাই একটা কাজ ক‌রে রাখুন। এটি আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে; আপনি যা কিছু পোস্ট করেছেন - এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন,পরে আফসোস করার চেয়ে ভালো হ‌বে।ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোন সময়েই।
এই পোস্টেটি কপি করে আপনার নি‌জের পে‌জে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি ফেসবুক/মেটা-কে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধু-বান্ধব, ফোন নম্বর, ই‌মেইল এ‌ড্রেস, ব‌্যক্তিগত কোন তথ‌্য বা পোস্ট এ সবের কোন কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না।
The new Facebook / Meta rules will start where they can use your pictures. Do not forget, today is the last day! So keep up the good work. It can be used in lawsuits against you; Everything you've posted - even messages that have been deleted. There is no cost, just copy and post, it will be better than regretting later.
1-207, 1-306 under UCC Act ... I am imposing protection of my rights ...
I do not allow Facebook / Meta or any other Facebook / Meta related person to use my pictures, information, messages or messages, in the past and at any time in the future.
Copy this post and post it on your news page and declare that you are not allowing Facebook / Meta to share my information posted on their website anywhere else. Nothing in the picture, present or past, friend, phone number, email address, any personal information or post may be used differently without my written permission.
একমত পোষণ করছি এবং আমার ব্যক্তিগত সমস্ত তথ্য আমার অনুমতি ছাড়া অন্যকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি। কেউ আমার ছবি, তথ্য বা ফেইসবুকে প্রদত্ত পোস্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
©

Tomake ful dilam 🌸
25/07/2024

Tomake ful dilam 🌸

18/07/2024

"Breaking News"
সরকারকে ৭২ ঘণ্টা সময় দিয়েছে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো। যদি দেশ আর দেশের পরিস্থিতিকে ঠিক করা না হয়,সরকারকে বহিষ্কার করা হবে!!!

সরকার মূলতঃ আলোচনায় বসতে চাচ্ছে নিজের গদি বাঁচানোর জন্য। নয়তো বুলেটের ভাষায় কথা চলতো, যেভাবে এতদিন চালাচ্ছিলেন।

ভুলেও আলোচনায় বসা যাবে না, ভুলেও আন্দোলন থামানো যাবে না।
I repeat,
ভুলেও আলোচনায় বসা যাবে না, ভুলেও আন্দোলন থামানো যাবে না। এক এক ফোটা রক্তের জবার না নিয়ে আমরা ছারবো না

আগাঁরগাও, ঢাকার চিত্র।তবে কি শেষমেষ সেনাবাহিনী নামছে? তারা যদি জনতার কাতারে না আসে তাদের পরিণতিও পুলিশের মতো হবে।Time: 4...
18/07/2024

আগাঁরগাও, ঢাকার চিত্র।

তবে কি শেষমেষ সেনাবাহিনী নামছে? তারা যদি জনতার কাতারে না আসে তাদের পরিণতিও পুলিশের মতো হবে।

Time: 4:06pm

18/07/2024

🔴📵 বগুড়া শহরের আশপাশে যাদের Wi-Fi আছে দয়া করে সবাই পাসওয়ার্ড রিমুভ করে দিবেন ✅
তাহলে মোবাইল নেটওয়ার্ক কাজ না করলেও বিভিন্ন আপডেট দিতে সবার সুবিধা হবে।
সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সাধারণ মানুষকে নিরাপদে রাখেন ❤️‍🩹
সকাল (১১-টার মধ্যে) বগুড়া সাতমাথায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সাথে সকল শিক্ষার্থী ভাই ও সর্বস্তরের সাধারণ মানুষকে আসার অনুরোধ রইলো।





#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪




















18/07/2024

পুলিশ টিয়ারসেল মারলে যা করবেন
১। কাপড় কোন লেমনেড বা লেবু পানিতে চুবিয়ে নিবেন। সেই কাপড় দিয়ে নিজের নাক জড়িয়ে নিবেন। ২০১৮'র আন্দোলনে আমি সবসময় গামছা রাখতাম।
২। এইটা যদি সম্ভব না হয় তাহলে ক্লোজআপের প্যাকেট রাখবেন। ক্লোজআপের পেস্ট কপালে এবং চোখের নিচে লাগাবেন। দেখবেন যেন চোখে প্রবেশ না করে। ক্লোজআপ না পাইলে সেন্ট্রাল ফ্রেশের মেন্থল।
৩। আশেপাশে আগুন জ্বালানোর জিনিসপত্র রাখবেন। টিয়ারসেল মারলে আগুন জ্বালাইবেন। আগুনের কাছে এসে শ্বাস নিবেন।
৪। স্যালাইন পানি দিয়ে মুখ ধুবেন। চোখে স্যালাইন পানি দিবেন। নরমাল পানি দিবেন না।
৫। যারা বিড়ি খান তারা টিয়ারসেল মারলেই বিড়ি ধরাবেন। বিড়িও আপনাকে সাময়িক রিলিফ দিবেন।
মোটামুটি দশ মিনিট টিকে থাকতে পারলেই টিয়ারসেল আর কোন কাজে আসে না।

Address

Thanthaniya Bustand
Bogura

Telephone

+8801568885476

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHAD RIMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHAD RIMU:

Videos

Share


Other Digital creator in Bogura

Show All